3rd Eye

3rd Eye Some thing different in your 3rd angle. Think different, discover differently. Explore the Beauty...
(1)

আজ বিশ্ব মা দিবস! মে মাসের ২য় রবিবার,পশ্চিমাদের দ্বারা এ দিবসের উদ্ভব!!তারা মায়েদের থেকে দূরে থাকে,দূরত্ব কমানোর জন্য তা...
14/05/2023

আজ বিশ্ব মা দিবস!
মে মাসের ২য় রবিবার,
পশ্চিমাদের দ্বারা এ দিবসের উদ্ভব!!
তারা মায়েদের থেকে দূরে থাকে,
দূরত্ব কমানোর জন্য তাদের একটা দিবসের দরকার ছিল!!

এসব দিবস টিবস ভুয়া জিনিস আমার কাছে!
মায়েদের আদর্শ সমুন্নত রেখে
মাকে সুখ, শান্তি ও নিরাপত্তা দিতে যে ছেলেটি ব্যার্থ,
মায়ের স্যাক্রিফাইস বেমালুম ভুলে
দুনিয়ার স্টুপিডিটির পরিচয় দেয়,
সেও আজ মা দিবস নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিবে!

যে রাস্তাঘাটে, ফেইসবুকে কিংবা মেসেঞ্জারে
অন্য মায়ের মেয়েদের বিরক্ত করে
সেও আজ মা'কে নিয়ে লম্বা স্ট্যাটাস দিবে ফেইসবুকে !
যে তার সন্তানের মাকে অপমান করে দিন-রাত
সেও হয়তো ইনস্টাগ্রামে মা দিবস নিয়ে পোস্ট দিবে
কিংবা লম্বা ভুলি ছুড়বে পথে-ঘাটে-রাস্তায়-আড্ডায়!
হায়রে ভন্ডরা!!

আমরা যারা মুসলিম !
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত
মাকে নিয়ে এ আমাদের নীতি..
আমাদের পারিবারিক ও ধর্মীয় শিক্ষা থেকে যারা বেরিয়ে গেছে তাদের জন্যই সম্মান, আদর্শ ও ভালোবাসাকে দিবসের গন্ডিতে বেঁধে পেলে নিজেরা হারিয়ে যাচ্ছে অতলে......!!

তবুও সমাজ ঠিক হোক,
সংস্কৃতির দুর্ভিক্ষ দূর হোক!

মা দিবসে দুনিয়ার সব মায়ের জন্য সম্মান ও ভালোবাসা !!

আল্লাহর বান্দারা গুনাহ করেঅনুতপ্ত হয়ে তারা তওবা করে, আল্লাহ মাফ করে দেন!তারা আবারো গুনাহ করে,আবারো অনুতপ্ত হয়, তওবা করে,...
11/05/2023

আল্লাহর বান্দারা গুনাহ করে
অনুতপ্ত হয়ে তারা তওবা করে,
আল্লাহ মাফ করে দেন!
তারা আবারো গুনাহ করে,
আবারো অনুতপ্ত হয়, তওবা করে,
আল্লাহ রাব্বুল আলামীন
আবারো মাফ করে দেন !!

শেষে অনেকের সময় থাকেনা ফিরে আসার,
তাদের জীবন পরিবার, সমাজ ও
উম্মাহর কোন কাজে আসেনা!
তাদেরকে অনেক সুযোগ দেয় সবাই,
তারপরও তারা ফিরতে পারেনা,
নিজের কর্মদোষ তাদেরকে
জাহান্নামের আগুনে ঠেলে দেয় !!

হায় আফসোস!
তারা যদি এ জীবনে তা বুঝতো!!

11/05/2023

আল্লাহর বান্দারা গুনাহ করে
অনুতপ্ত হয়ে তারা তওবা করে,
আল্লাহ মাফ করে দেন!
তারা আবারো গুনাহ করে,
আবারো অনুতপ্ত হয়, তওবা করে,
আল্লাহ রাব্বুল আলামীন আবারো মাফ করে দেন !!

শেষে অনেকের সময় থাকেনা ফিরে আসার,
তাদের জীবন পরিবার, সমাজ ও
উম্মাহর কোন কাজে আসেনা!
তাদেরকে অনেক সুযোগ দেয় সবাই,
তারপরও তারা ফিরতে পারেনা,
নিজের কর্মদোষ তাদেরকে
জাহান্নামের আগুনে ঠেলে দেয় !!

হায় আফসোস!
তারা যদি এ জীবনে তা বুঝতো!!

একজায়গায় একটা ভিডিও দেখলাম, ধনী হতে চাইলে যে ৭বিষয় মেনে চলবেন!! ১ম কমেন্টে ভিডিও লিংক দিচ্ছি!যদিও শিরোনামটাই অদ্ভুত!! আম...
09/05/2023

একজায়গায় একটা ভিডিও দেখলাম, ধনী হতে চাইলে যে ৭বিষয় মেনে চলবেন!! ১ম কমেন্টে ভিডিও লিংক দিচ্ছি!
যদিও শিরোনামটাই অদ্ভুত!! আমাদের সবাইকে টাকা পয়সায় ধনী হতে হবে কেন ?!
আবার এখানে ৭নাম্বার পয়েন্টটা মারাত্মক আপত্তিকর!
" আপনি যদি সবসময়ই দরিদ্রদের সঙ্গে সময় কাটান, তাহলে আপনার ধনী হওয়ার 'মোটিভেশন' শেষ হয়ে যাবে। উচ্ছাকাঙ্খী মানুষের সঙ্গে সময় কাটান। "
এটি ইসলামের মূল স্পিরিটের পরিপন্থি!

প্রচলিত দুনিয়াবি ধন-সম্পদের মাপকাঠিতে পুজিবাদি সমাজের গরীব বা দরিদ্র সংজ্ঞায়িত লোকটি আমলে আসমান ও জমীনে সবচেয়ে ধনী হতে পারে!

আর টাকা পয়সার উচ্চাকাঙ্খা আমাদের সমাজের ক্রীম লোকগুলোকে নষ্ট করে দিয়েছে, তারা আত্নীয়, পরিবার, ভাই-বোন সব ভুলে শুধুমাত্র এবং কেবলমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত হতে হতে উন্মাদ হয়ে এখন আস্তাকুঁড়ে বসে বসে অনুশোচনায় দিন পার করছে!

দুনিয়াতে টাকা পয়সা, শারিরীক সৌন্দর্য কখনো সফলতার মানদণ্ড হতে পারেনা !

প্রশ্ন, তাহলে সফল কে ? সম্মানিত কে? প্রকৃতপক্ষে আল্লাহ যাকে সম্মানিত বলেন তিনিই সম্মানিত এবং তিনিই সফল । আল্লাহ বলেন- ‘‘ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতক্বাকুম।’’ অর্থাৎ “তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বাধিক মর্যাদাবান ও সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী।” (সুরা হুজুরাত ৪৯: ১৩)

রসূল (সা.)বলেন- ‘‘আল্লাহ তা'আলা তোমাদের চেহারা, আকৃতি ও সম্পদ দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও কাজকর্ম।’’ (মুসলিম ২৫৬৪)

আধুনিক শিক্ষার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলো জানা ও তা অনুযায়ী প্র‍্যাক্টিস করার তৌফিক দান করুন! আমীন!!

চীপ হিট অফিসারের (CHO) কাজ কি কি হতে পারে ? আমি যতটুকু বুঝি বা আরবান একাডেমিক অভিজ্ঞতার আলোকে :০১. ঢাকা শহরের অতিরিক্ত হ...
05/05/2023

চীপ হিট অফিসারের (CHO) কাজ কি কি হতে পারে ?
আমি যতটুকু বুঝি বা আরবান একাডেমিক অভিজ্ঞতার আলোকে :
০১. ঢাকা শহরের অতিরিক্ত হিটের কারন চিহ্নিত করা।
০২. অতিরিক্ত হিট নিয়ন্ত্রণে আদর্শ পলিসি তৈরি করা।
০৩. আদর্শ আন্তর্জাতিক আরবান প্ল্যানিং।
০৪. সমস্যার মূলে গিয়ে তা সমাধান করা।
০৫. সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটা সুন্দর ও আদর্শ রাজধানী ঢাকা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা।

সামনে কি কি হতে পারে?
=================
০১. ঢাকা মহানগর অতি সবুজায়ন, যা খুব জরুরী!
০২. কলকারখানা ঢাকা থেকে সরিয়ে অন্য ভালো বিকল্প প্লেসে স্থানান্তর!
০৩. আদর্শ হিট কোড প্রনয়ন ও বাস্তবায়ন।
০৪. যারা পলিসিগুলো বাস্তবায়ন করবে তারা ট্যাক্স সাবসিডি পাবে।
০৫. বিদ্যুতের ব্যবহারে নতুন মাত্রা আসতে পারে।
০৬. ধুলাবালি সমাধানে পানির ব্যবস্থা!
০৭. ঢাকার জলাধার উদ্ধার ও নতুন জলাধার তৈরি করা ও সঠিক ব্যবস্থাপনা করা।
০৮. ঢাকার পার্কগুলো সংস্কার ও সঠিক ব্যবস্থাপনা করা।
০৯. আন্তর্জাতিক মানের মডেল নগর বাস্তবায়ন।
১০. আরো বহুবিধ সুবিধা আসতে পারে।

🟥 তো এসব করতে পারলেতো আমাদের জন্যই ভালো, মেগাসিটি ঢাকার জন্যই ভালো, দেশের জন্যই ভালো।
আমরা আশাবাদী মানুষ, আশা নিয়ে সামনে এগিয়ে যাই!
আগেতো এজাতীয় কোন উদ্যোগ ছিলোনা!

সবাই এত ট্রল করছে কেন? ট্রল করতে গিয়ে একজন নারীকে ইচ্ছেমতো অপমান, অপদস্ত ও মিডিয়া বুলিং করছেন তা রীতিমতো আশংকাজনক ও অন্যায়!

উনি একজন ডেভেলপমেন্ট এক্সপার্ট, আবার মেয়রকন্যা হওয়ায় উনার পদায়ন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু যে বাঙ্গালী মেয়র নির্বাচন নিয়ে কথা বলার হেডম রাখেনা, সে কিভাবে হিট অফিসার নিয়ে কথা বলে ??!!

মোটের উপর ঢাকা দুনিয়ার সবচেয়ে দূষিত নগরগুলোর একটা, তাই এ ঢাকার জন্য হিট অফিসার বা ঢাকার পরিবেশ নিয়ে কাজ করার বিষয়ে কারো আপত্তি থাকার কথা না!

একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে এ ঢাকা'কে নিয়ে, আমরাও এগিয়ে আসি যার যার অবস্থান থেকে !!

প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, "যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে; তারা যেন পূর্ণ বছরই ...
04/05/2023

প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন,
"যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে; তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল।"
(মুসলিম: ১১৬৪; আবুদাউদ: ২৪৩৩; তিরমিজি, নাসায়ি, ইবনে মাজাহ, সহিহ্-আলবানি)।

বস্তুত, আমাদের কারো পক্ষেই সারাবছর রোজা রাখা সম্ভব না! তাই শাওয়াল মাসের ৬ রোজার এ সুযোগ কাজে লাগিয়ে সারা বছর রোজা রাখার কল্যাণ পেতে পারি!

আজ ৪মে ২০২৩, আরবি শাওয়াল মাসের ১৩ তারিখ,
আগামী ২১শে মে ২০২৩, শাওয়াল মাসের ৩০ তারিখ!
সুতরাং এর ভিতরেই এখনো যারা এগুরুত্বপূর্ণ ৬টি রোজা রাখা শুরু করিনি, মানসিক প্রস্তুতি নিয়ে পরিবারের সবাইকে নিয়ে শুরু করতে পারি।

আল্লাহ রাব্বুল আলামীন আত্নীক উন্নয়নের সাথে সাথে আমাদের অন্যান্য সমস্ত কল্যাণ দান করুন! আমীন!

[ ছবিতে শাওয়াল মাসের চাঁদ,
০৪.০৫.২০২৩, ঢাকা ]

ঈদ মোবারক! সব রকম কল্যাণে ভরে উঠুক আমাদের সবার জীবন!ঈদুল ফিতর ১৪৪৪হিজরি২২.০৪.২০২৩ ইং | শনিবার
22/04/2023

ঈদ মোবারক!
সব রকম কল্যাণে ভরে উঠুক
আমাদের সবার জীবন!

ঈদুল ফিতর ১৪৪৪হিজরি
২২.০৪.২০২৩ ইং | শনিবার

Eid Mubarak | ঈদ মুবারক সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!
21/04/2023

Eid Mubarak | ঈদ মুবারক

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!

Address

Dhaka
1000

Telephone

+8801303209020

Website

Alerts

Be the first to know and let us send you an email when 3rd Eye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like