![আজ বিশ্ব মা দিবস! মে মাসের ২য় রবিবার,পশ্চিমাদের দ্বারা এ দিবসের উদ্ভব!!তারা মায়েদের থেকে দূরে থাকে,দূরত্ব কমানোর জন্য তা...](https://img3.medioq.com/626/881/725231306268817.jpg)
14/05/2023
আজ বিশ্ব মা দিবস!
মে মাসের ২য় রবিবার,
পশ্চিমাদের দ্বারা এ দিবসের উদ্ভব!!
তারা মায়েদের থেকে দূরে থাকে,
দূরত্ব কমানোর জন্য তাদের একটা দিবসের দরকার ছিল!!
এসব দিবস টিবস ভুয়া জিনিস আমার কাছে!
মায়েদের আদর্শ সমুন্নত রেখে
মাকে সুখ, শান্তি ও নিরাপত্তা দিতে যে ছেলেটি ব্যার্থ,
মায়ের স্যাক্রিফাইস বেমালুম ভুলে
দুনিয়ার স্টুপিডিটির পরিচয় দেয়,
সেও আজ মা দিবস নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিবে!
যে রাস্তাঘাটে, ফেইসবুকে কিংবা মেসেঞ্জারে
অন্য মায়ের মেয়েদের বিরক্ত করে
সেও আজ মা'কে নিয়ে লম্বা স্ট্যাটাস দিবে ফেইসবুকে !
যে তার সন্তানের মাকে অপমান করে দিন-রাত
সেও হয়তো ইনস্টাগ্রামে মা দিবস নিয়ে পোস্ট দিবে
কিংবা লম্বা ভুলি ছুড়বে পথে-ঘাটে-রাস্তায়-আড্ডায়!
হায়রে ভন্ডরা!!
আমরা যারা মুসলিম !
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত
মাকে নিয়ে এ আমাদের নীতি..
আমাদের পারিবারিক ও ধর্মীয় শিক্ষা থেকে যারা বেরিয়ে গেছে তাদের জন্যই সম্মান, আদর্শ ও ভালোবাসাকে দিবসের গন্ডিতে বেঁধে পেলে নিজেরা হারিয়ে যাচ্ছে অতলে......!!
তবুও সমাজ ঠিক হোক,
সংস্কৃতির দুর্ভিক্ষ দূর হোক!
মা দিবসে দুনিয়ার সব মায়ের জন্য সম্মান ও ভালোবাসা !!