Sabr - صَبْرٌ

  • Home
  • Sabr - صَبْرٌ

Sabr - صَبْرٌ পরকালের পাথেয় কুড়ানোর লক্ষ্যে, মহান রব্বে কারীমের সন্তুষ্টি অর্জনের জন্য এক ক্ষুদ্র প্রচেষ্টা...

A visual representaion of 'কাছে আসার গল্প'
15/01/2025

A visual representaion of 'কাছে আসার গল্প'

26/11/2024
‘সীরাহ’ (প্রথম খন্ড) বই থেকে...
21/11/2024

‘সীরাহ’ (প্রথম খন্ড) বই থেকে...

21/11/2024

সেদিন তারা আফসোস করবে আর বলবে হায় আফসোস যদি অমুক কে বন্ধুরুপে গ্রহন না করতাম🖤⚠️

তথাকথিত নারী-স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ⁉️
09/11/2024

তথাকথিত নারী-স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ⁉️

১ ডলার = ৬৬ অ|ফগ|নি১ ডলার = ১২০+ টাকাএক দেশ স্বাধীনতার মাত্র তিন বছর পার করেছে, আর আরেক দেশের স্বাধীনতার পঞ্চাশ+ বছর হয়ে...
16/10/2024

১ ডলার = ৬৬ অ|ফগ|নি
১ ডলার = ১২০+ টাকা

এক দেশ স্বাধীনতার মাত্র তিন বছর পার করেছে, আর আরেক দেশের স্বাধীনতার পঞ্চাশ+ বছর হয়ে গেছে।

অ|ফগ|নিস্তানের এত উন্নতি দেখার পরও যারা শ’রীয়াহ্, ইসলামি শ|সন, ইসলামি ই’ম|রতের সৌন্দর্য খুঁজে পায় না, তারা জন্মান্ধ।

আমরা ব্যর্থ! আমরা কিছুই করতে পারছিনা! হে ভাই আমার! ক্ষমা করে দিও আমাদের...
15/10/2024

আমরা ব্যর্থ! আমরা কিছুই করতে পারছিনা! হে ভাই আমার! ক্ষমা করে দিও আমাদের...

১৯ বছর বয়সী শা'বানকে গতরাতে জ্য|ন্ত পু-ড়িয়ে মে’রেছে অ’ভিশ’প্তরা। সে ছিল হাফিজে কুরআন।আল্লাহ তাকে শ’হীদ হিসেবে কবুল করুন।...
15/10/2024

১৯ বছর বয়সী শা'বানকে গতরাতে জ্য|ন্ত পু-ড়িয়ে মে’রেছে অ’ভিশ’প্তরা। সে ছিল হাফিজে কুরআন।

আল্লাহ তাকে শ’হীদ হিসেবে কবুল করুন। তার ভুলত্রুটিকে ক্ষমা করে দিন। আর অ’ভিশ’প্তদের যথাযোগ্য প্রাপ্য বুঝিয়ে দিন।

হিদায়াহ অনেক দামি জিনিস। সবাই পায় না। যারা পায়, তারাও সবাই ধরে রাখতে পারে না। খুব ভয় পাওয়া উচিত...দুনিয়ার সবকিছু নিয়ে নি...
11/10/2024

হিদায়াহ অনেক দামি জিনিস। সবাই পায় না। যারা পায়, তারাও সবাই ধরে রাখতে পারে না। খুব ভয় পাওয়া উচিত...

দুনিয়ার সবকিছু নিয়ে নিলেও, আল্লাহ যেন হিদায়াহটা কেড়ে না নেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন করার লক্ষ্যে ...
20/09/2024

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন করার লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

কিন্তু কমিটিতে একজনও ইসলামপন্থী নেই। সে’ক্যুলার আর বা’মরা মিলে ঠিক করবে আপনার সন্তান কী পড়বে!

কেন As sunnah Foundation?উত্তর: ছবিতে।প্রচন্ড ইচ্ছাশক্তি মানুষকে তার নিজেদের সামর্থ্যকে ছাড়িয়ে যেতে সাহায্য করে।Join Our...
23/08/2024

কেন As sunnah Foundation?
উত্তর: ছবিতে।

প্রচন্ড ইচ্ছাশক্তি মানুষকে তার নিজেদের সামর্থ্যকে ছাড়িয়ে যেতে সাহায্য করে।

Join Our Telegram:
https://t.me/sabr_dawah

22/08/2024

আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে, ঢাকায় ভাড়া বিল্ডিংয়ে থাকা এক মাদরাসার মুহতামিম সাহেব মাদরাসার স্থায়ী জমি ক্রয়ের জন্য জমানো ৫০ হাজার টাকা বন্যার ফান্ডে দিয়েছেন, টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+, আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি, হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে, কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে, কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে করে দিচ্ছে, রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে, মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই,

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

— মাওলানা তানজীল আরেফীন আদনান (হাফি.)

Join Our Telegram:
https://t.me/sabr_dawah

অ্যাংরি ❌শেয়ার ✅হেডলাইনটা দেখেন জাস্ট!বন্ধুদেশের খুব মজা হচ্ছে...© 𝐈𝐬𝐥𝐚𝐦 - 𝐓𝐡𝐞 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐂𝐨𝐝𝐞 𝐎𝐟 𝐋𝐢𝐟𝐞
21/08/2024

অ্যাংরি ❌
শেয়ার ✅

হেডলাইনটা দেখেন জাস্ট!
বন্ধুদেশের খুব মজা হচ্ছে...

© 𝐈𝐬𝐥𝐚𝐦 - 𝐓𝐡𝐞 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐂𝐨𝐝𝐞 𝐎𝐟 𝐋𝐢𝐟𝐞

পর্দানশীন নারীদের জন্য পুরুষরা সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়। এটাই ইসলামে নারীর মর্যাদা...❤️‍🔥© 𝐈𝐬𝐥𝐚𝐦 - 𝐓𝐡𝐞 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐂𝐨𝐝𝐞 𝐎𝐟...
21/08/2024

পর্দানশীন নারীদের জন্য পুরুষরা সেবকের ভূমিকায় অবতীর্ণ হয়। এটাই ইসলামে নারীর মর্যাদা...❤️‍🔥

© 𝐈𝐬𝐥𝐚𝐦 - 𝐓𝐡𝐞 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐂𝐨𝐝𝐞 𝐎𝐟 𝐋𝐢𝐟𝐞

বন্যার পানিতে তলিয়ে গেছে খাগড়াছড়ি জেলাও! আল্লাহ হেফাজত করুন, আ-মীন...
21/08/2024

বন্যার পানিতে তলিয়ে গেছে খাগড়াছড়ি জেলাও! আল্লাহ হেফাজত করুন, আ-মীন...

শাপলার সেই দিনগুলো-১মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ড, স্থানীয় ভাষায় বলে ময়লার পাহাড়। ঢাকা-শহরের সমস্ত আবর্জনা এখানে এনে ক্রাশি...
19/08/2024

শাপলার সেই দিনগুলো-১

মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ড, স্থানীয় ভাষায় বলে ময়লার পাহাড়। ঢাকা-শহরের সমস্ত আবর্জনা এখানে এনে ক্রাশিং করে গ্যাস বানানো হয়। এরিয়াটা কয়েক মাইল ব্যাপী হবে। ডেমরা কোনাপাড়ার মধ্যে পড়েছে জায়গাটা।

২০১৩ সাল, আমি তখন কাজলা ভাঙাপ্রেস কাসেমিয়া মাদরাসায় পড়ি। ৫ই মে রাতে শাপলা চত্বরে স্বশরীরে উপস্থিত ছিলাম। চোখের সামনে শ'হীদ হতে দেখেছি। লা’শের ওপর দিয়ে ফিরেছি ভোররাতে।

পরদিন সকাল, মাদরাসা থেকে আধা কিলো দূরত্বেই সেই ময়লার পাহাড়। এর আশেপাশে খেলতে যেতাম আমরা। ঘোরার অন্যতম জায়গা ছিল এই জায়গা। ভোরে যখন মাদরাসায় ফিরলাম, জানালা দিয়ে তাকিয়ে দেখলাম একের পর এক ময়লার ট্রাক ঢুকছে ডাম্পিং গ্রাউন্ডে। মিনিমাম ১৫/২০টা হবে যদ্দূর মনে পড়ছে। তবে সবগুলোর ওপরে ত্রেপাল দিয়ে ঢাকা, যা আগে কখনো দেখিনি। পেছনে দেখলাম পুলিশ-র‌্যাবের গাড়ি। বিকালে হাঁটতে গেলাম সেখানে। কিন্তু মেইন গেইটের সামনে পুলিশের গাড়ি, আর স্থানীয় আওয়ামীলীগের নেতাদের উপস্থিতি দেখলাম। এমনিতেই আগের রাতে পুলিশের নির্মমতা দেখে মনে ঘৃণা আর ভয় জন্মেছে, এর ওপর পুলিশ দূর থেকেই সরিয়ে দিচ্ছে। আঁচ করতে পারছিলাম, ভেতরে কিছু একটা হচ্ছে। যেই গেইট এত বছরেও বন্ধ দেখলাম না, সেটা আজ বন্ধ কেন?

এরও কয়েকদিন পর যখন সেখানে আবারও গেলাম, ভেতরে সেখানকার পরিচিত কর্মচারীদের মুখে স্পষ্ট শুনলাম, গাড়ি ভরতি লা’শ এনে ট্রিটমেন্ট প্লান্টে সব গুড়ো গুড়ো করে মিশিয়ে দেয়া হয় ময়লার সাথে। যেখানে ফেলা হয় গুড়োগুলো, সেই জায়গাটা ঘেরাও করা ছিল, প্রবেশ নিষিদ্ধ ছিল। আরও কিছু তথ্য শুনেছি, শুনেছি অনেককিছুই।

দূর থেকেই তখন পেলাম শ’হীদের ঘ্রাণ, যেন বহুদিন ধরে চিনি এসব ঘ্রাণ, দুর্গন্ধময় এই জায়গায় এই ঘ্রাণ আসবে কোত্থেকে!

বলব আরও কিছু, লিখব এসব চেপে রাখা ইতিহাস, সবে তো শুরু!

#শাপলার_সেই_দিনগুলো

– তানজীল আরেফীন আদনান (হাফি.)

19/08/2024

পবিত্র রমজান মাসে ঢাবির ঐতিহাসিক বটতলাতে কুরআন তেলওয়াতকে কেন্দ্র করে কী ঘটেছিল স্মরণ আছে?
আবদুল বাছির স্যার (কলা অনুষদের ডিন) ঢাকা বিশ্ববিদ্যালয় এর বটতলায় কুরআন তিলাওয়াত করার অপরাধে (?) জড়িত সবার নাম-পরিচয় জানতে চেয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চেয়েছিলেন।
আজকে উনার পদত্যাগ করিয়ে উনার রুমেই স্টুডেন্টরা কুরআন তিলাওয়াত করলো এবং ভবিষ্যতে কেউ যেন জু/-লু-/ম-নির্যা-/তন না করে সেজন্য উনাকে সহ সম্মিলিত মোনাজাত করা হয়েছে।
সুবহানআল্লাহ্! ৫ই আগস্টের পর প্রতিটা দিনই যেনো অন্যরকম।

সেই ঋণ শোধ করা কখনোই সম্ভব না...💔© 𝐈𝐬𝐥𝐚𝐦 - 𝐓𝐡𝐞 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐂𝐨𝐝𝐞 𝐎𝐟 𝐋𝐢𝐟𝐞
18/08/2024

সেই ঋণ শোধ করা কখনোই সম্ভব না...💔

© 𝐈𝐬𝐥𝐚𝐦 - 𝐓𝐡𝐞 𝐂𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐂𝐨𝐝𝐞 𝐎𝐟 𝐋𝐢𝐟𝐞

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabr - صَبْرٌ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabr - صَبْرٌ:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share