Eliza

Eliza Welcome my official page Enjoy my video

মাঝে মাঝে দুরত্ব বাড়ালে.. সত্যিই গুরুত্ব বাড়ে 🍁::কিছু জিনিসকে যতই আকড়ে ধরে রাখতে চাইবেন,একসময় সেই জিনিসই ততটাই তিক্ততা ছ...
12/06/2024

মাঝে মাঝে দুরত্ব বাড়ালে..
সত্যিই গুরুত্ব বাড়ে 🍁
:
:
কিছু জিনিসকে যতই আকড়ে ধরে রাখতে চাইবেন,একসময় সেই জিনিসই ততটাই তিক্ততা ছড়াবে।
কারন বেশীরভাগ সময়েই খুব প্রিয়জনেরাই আপনাকে প্রয়োজন ভাবতে শুরু করে।মানে দরকার হলে ডাকবে না হলে খোঁজ ও রাখবে না।অথচ বোকা আপনি হয়তো তাদের রেখেছেন মনের সমগ্র টা জুড়ে।
তাই কখনো কখনো বোকা মনকেও ধোকা দেয়ার প্রশিক্ষণ দিন।জরুরী নয় প্রতিটি ক্ষেত্রে আপনাকেই এভেইলেবল হতে হবে।নিজের গুরুত্ব বোঝাও দরকার।অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজে হীনমন্যতায় না ভুগে বরং সেসব বস্তু বা মানুষদের ছাটাই করুন। সুন্দর স্মৃতিটুকুই যেন অবশিষ্ট থাকে সেজন্য কিছু জিনিস দূরে রাখাই শ্রেয়!!
"কিছু মানুষ থেকেই সুন্দর"












সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন  চুলগুলো  খোপা করে রাখতেই বেশি...
09/06/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই কোন কাপড় পড়লে শান্তি পাবো সেটা খুজে বের করি। আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুল যেতাম! এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা! আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।

এরপর বয়সও বেরে যায়, সময়ের সাথে সব ঠিক ও হয়ে যায়!












একটু প্রশান্তির জায়গা!দেখলেই চোখ, মন জুড়িয়ে যায়❤️
08/06/2024

একটু প্রশান্তির জায়গা!
দেখলেই চোখ, মন জুড়িয়ে যায়❤️














"আমি ঠিক এমন একটা সবুজ ঘেরা বারান্দার স্বপ্ন দেখি"!! 🌸💚
08/06/2024

"আমি ঠিক এমন একটা সবুজ ঘেরা বারান্দার স্বপ্ন দেখি"!! 🌸💚












🎉 Facebook recognized me as a top rising creator this week!
03/06/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
02/06/2024

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

শেক্সপিয়র  বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে  আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথ...
30/05/2024

শেক্সপিয়র বলেছিলেন , "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে । "একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde. "নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব । যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।"
---
হুমায়ূন আহমেদ বলেছিলেন , "ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে । কিংবা খুবই দেরিতে , আর না হয় সব সময়ের জন্য । তবে প্রেমে তারা পড়বেই ।"
---
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ । কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।
আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে , কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।
মহান আল্লাহ তায়ালা পুরুষ ও নারীর মধ্যে বিপরীত আকর্ষণ দিয়েই পাঠিয়েছেbestphotochallenge .












একটু প্রশান্তির জায়গা!দেখলেই চোখ, মন জুড়িয়ে যায়❤️
30/05/2024

একটু প্রশান্তির জায়গা!
দেখলেই চোখ, মন জুড়িয়ে যায়❤️













দ্যা লাস্ট মেমোরি•একটু পর ই নদীতে চলে যাবে প্রিয়জনের কবর.শেষ বারের মত জিয়ারত করে নিচ্ছেন মানুষটি!                       ...
28/05/2024

দ্যা লাস্ট মেমোরি•

একটু পর ই নদীতে চলে যাবে প্রিয়জনের কবর.
শেষ বারের মত জিয়ারত করে নিচ্ছেন মানুষটি!













ওরা কারা?যারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করে।😍
27/05/2024

ওরা কারা?
যারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করে।😍

24/05/2024

Raj Bari, Rangamati.

সাবধান..বয়লার পোল্ট্রি রোগ দেখা দিচ্ছে মানুষের মধ্যে!!তথ্যের জন্য এটি শেয়ার করুন!!         ゚
23/05/2024

সাবধান..
বয়লার পোল্ট্রি রোগ দেখা দিচ্ছে মানুষের মধ্যে!!
তথ্যের জন্য এটি শেয়ার করুন!!

বউদের কথা শোনা ভাল💖বিয়ের পরপরই বউ অনেকটা জোর করেই একটা প্লাস্টিকের ব্যাংক কিনিয়েছিল। বলেছিল প্রতিদিন অল্প হলেও যেন কিছু ...
20/05/2024

বউদের কথা শোনা ভাল💖
বিয়ের পরপরই বউ অনেকটা জোর করেই একটা প্লাস্টিকের ব্যাংক কিনিয়েছিল। বলেছিল প্রতিদিন অল্প হলেও যেন কিছু টাকা এই ব্যাংকে জমাই। আমি পাত্তা দেইনি খুব একটা। ভাবতাম এই ব্যাংকে আর কয় টাকাই বা জমবে। শুধু শুধু বাড়তি প্যারা। তবে বউয়ের সামনে এসব প্রকাশ করিনি। বউ কাছে থাকা অবস্থায় কিছু কিছু রাখতাম। এরপর বউ বাপের বাড়ি গিয়ে রইলো কয়েক মাস। তখন পুরোপুরিই টাকা জমানো বন্ধ ছিল। কিভাবে যেন বউ এই খবর জানতে পেরে একদিন ফোনে বকাঝকা করলো। তারপর থেকে যেদিন বাংলাবাজার যেতাম সেদিন বাসায় ফিরে কমপক্ষে দুইশত টাকা করে ব্যাংকে ফেলতাম। বউয়ের ঝাড়ি খাওয়ার পর থেকে বাংলাবাজার থেকে ফিরে কখনো টাকা রাখতে মিস হতো না। এরপর কিছুদিন ঝড়ঝাপটা গেল পরিবারের উপর দিয়ে। তাই এই সময়টুকুতে টাকা রাখা অফ ছিল। তারপর আবার রাখা শুরু করলাম। আজকে ব্যাংকের টাকা ফেলার ফাঁকটাতে চোখ লাগিয়ে দেখি ব্যাংক ভরে গেছে পুরোটাই। তাই আর দেরি না করে বাবা মা বউ সবাইকে একত্র করে ব্যাংক ভাঙলাম (আসলে কাটলাম আরকি)। ভেবেছিলাম হাজার দশেক হবে হয়তো। কিন্তু টাকা গুনে আমি পুরো অবাক। এতটুকু একটা ব্যাংকে ৩০ হাজারের উপরে যে জমতে পারে তা নিজ হাতে টাকা না গুনলে বিশ্বাসই করতাম না।
❝ ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ❞
এই কথাটার মর্ম আজ ভালভাবে উপলব্ধি করতে পারছি। যাদের বড় ধরণের সেভিংস করার সামর্থ্য এখনো হয়নি তারা চাইলে ছোট একটা মাটির বা প্লাস্টিকের ব্যাংক কিনে দিনশেষে পকেটে থেকে যাওয়া খুচরা টাকাগুলোর একটা অংশ জমাতে পারেন।ব্যাংক ভরে গেলে টাকাগুলো গুনে আপনি নিজেই অবাক হবেন। এই জমানো টাকাগুলোই হয়তো বিপদে কাজে লাগবে আপনার।

© কালেক্ট পোস্ট

12/05/2024

Nurses day programme For Asgar Ali hospital.

12/05/2024
বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা♦বাবা বললেনঃ---১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়ি...
11/05/2024

বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা♦

বাবা বললেনঃ---
১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।
২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের জল মুছে দিবি।
৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।
৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহু কাছে দায়ী থাকতে হয়।
৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।
৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।
তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।
আল্লাহু পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন।।
©

10/05/2024

সেই স্বাদ, সেই স্বাদ
মাটির হাড়িতে রান্না মানেই সেই স্বাদ, অসাধারণ গ্রামের রান্নার সুগন্ধি পাওয়া যায়।

Send a message to learn more

চিকেন ফ্রায়েড রাইস সহজ ও পারফেক্ট রেসিপি😋😋😋 🎯উপকরণ:👇পোলাও চাল-৩০০গ্রাম।ভিনেগার-২চা চামচ।মুরগির মাংস-হাড় ছাড়া মুরগির বুকে...
09/05/2024

চিকেন ফ্রায়েড রাইস সহজ ও পারফেক্ট রেসিপি😋😋😋

🎯উপকরণ:👇
পোলাও চাল-৩০০গ্রাম।
ভিনেগার-২চা চামচ।
মুরগির মাংস-হাড় ছাড়া মুরগির বুকের মাংস ২পিস।
ডিম-৩টা।
তেল-সামান্য/১টে চামচ।
গাজর এবং বরবটি -(পরিমাণ মতো)
পেঁয়াজ -২টা।
তেল-২টে চামচ।
রসুন কুচি-২টে চামচ।
আদা কুচি-১টে চামচ।
গোল মরিচের গুড়া।
ওয়েস্টার সস-২টে চামচ।
ডার্ক সস-১টে চামচ।
রেড চিলি সস-১চা চামচ।
কাঁচা মরিচ-২টে চামচ।
পেঁয়াজ পাতা কুচি-২টে চামচ।
গোল মরিচের গুড়া-হাফ চা চামচ।
লবন-স্বাদ মতো।
চিনি-হাফ চা চামচ।

🎯🎯🥰প্রস্তুত প্রণালী :👇

চাল ধুয়ে ১৫/২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
প্যানে পরিমাণ মতো পানি দিয়ে তাতে দিতে হবে কিছুটা লবন এবং তেল।পানি ফুটে উঠলে তাতে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চালগুলো। চাল দেয়ার পর ফুটে উঠলেই তাতে দিয়ে দিতে হবে ভিনেগার-২চা চামচ।
ভিনেগার দিলে রাইস গুলো আরও সাদা হয়ে যাবে।চালগুলো যখন ৮০ভাগ সেদ্ধ হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে চালনিতে ঢেলে পানি ঝড়িয়ে নিতে হবে।
মুরগির মাংস-হাড় ছাড়া মুরগির বুকের মাংস ২পিস।চারকোনা/লম্বাটে করে ছোট টুকরো করে কেটে নিতে হবে।
ডিম ৩টা।ডিম ভেঙে বাটিতে নিয়ে ফেটিয়ে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে-
সামান্য তেল দিয়ে তেল গরম হলে তাতে দিতে হবে ফেটিয়ে রাখা ডিম।ডিম দিয়ে প্যানটা ঘুড়িয়ে ঘুড়িয়ে ডিমটা ছড়িয়ে নিতে হবে। ডিমের উপর সামান্য লবন এবং গোল মরিচের গুড়া ছিটিয়ে দিতে হবে। ডিমের নিচের পাশ হয়ে গেলে এবার খুনতি দিয়ে ডিম উলটিয়ে পাল্টিয়ে ২/১বার নেড়েই (ডিম ঝুরঝুরা হয়ে গেলেই)চুলা থেকে নামিয়ে বাটিতে নিয়ে নিতে হবে।
গাজর এবং বরবটি ছোট কিউব করে কেটে ভাপিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে।
ক্যাপসিকাম-লাল এবং সবুজ(পরিমান মতো)।
ক্যাপসিকামের ভিতরের বিচি ফেলে ছোট কিউব করে কেটে নিতে হবে।
পেঁয়াজ ছোট কিউব করে কেটে নিতে হবে।
যেভাবে করতে হবে ঃ
চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে-
তেল-২টে চামচ।
তেল গরম হলে তাতে দিতে হবে-
রসুন কুচি,আদা কুচি,২/১বার নেড়ে হালকা ভেজে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে রাখা মুরগির মাংস গুলো। সাথে সামান্য লবন,গোল মরিচের গুড়া,বেশি আচে ২/৩মিনিট নাড়ার পর মাংসের সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, সেদ্ধ গাজর,বরবটি, কেটে রাখা ক্যাপসিকাম।
আবারও অল্প সময় নেড়ে ভেজে দিয়ে দিতে হবে-
ওয়েস্টার সস,ডার্ক সস,রেড চিলি সস,কাঁচা মরিচ কুচি।
ভালো ভাবে নেড়ে মিশিয়ে ভেজে দিয়ে দিতে হবে-
সেদ্ধ করে রাখা রাইস।ভালো ভাবে নেড়ে মিশিয়ে দিয়ে দিতে হবে-
পেঁয়াজ পাতা কুচি,গোল মরিচের গুড়া,লবন-স্বাদ মতো,চিনি-হাফ চা চামুচ,ভেজে রাখা ঝুরঝুরা ডিম।
সব কিছুর সাথে ভালো ভাবে মিশিয়ে ২/১মিনিট নেড়ে ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে--চিকেন ফ্রায়েড রাইস।

ছবি সংগ্রহ থেকে নেয়া।


#প্রয়োজনীয়_কিছু_টিপস

বেলি ফুল যার গন্ধ মুগ্ধ করে সবাইকে  #বেলিফুল                   #বেলিফুল  #ফুল
08/05/2024

বেলি ফুল যার গন্ধ মুগ্ধ করে সবাইকে #বেলিফুল
#বেলিফুল #ফুল

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
26/04/2024

I've received 400 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

26/04/2024

বাংলাদেশের সবচেয়ে বড় চকবাজারের পাইকারি হাট থেকে সস্তায় কী কী পাওয়া যায়😱

08/04/2024

আকাশের দিকে তাকিয়ে আছে সৌদি আরব,🌙

অন্য দিকে বাংলাদেশ তাকিয়ে আছে সৌদি আরবের
দিকে!

01/04/2024

Our Bangladesh
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

30/03/2024

ইফতারের জন্য ১০মিনিট বাকি,অপেক্ষা করতে পারছে না 😄😆

29/03/2024

৪০০ বছরের পুরনো বিখ্যাত চকবাজার ইফতার বাজার 😱 বড় বাপের পোলায় খায়, সুতি কাবাব, মাটন লেগ রোস্ট সহ শত শত ১৫০+ আইটেম তারও বেশি✌️😱 বাংলাদেশের মধ্যে বিখ্যাত বড় ইফতার বাজার️😍


#বিখ্যাত_বড়_ইফতার_বাজার️_চকবাজার
#চকবাজার #ইফতার_বাজার_2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eliza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like