Janomot News

Janomot News ★যার দ্বারা মানবতার উপকার হয় ★

মানুষের মধ্যে তিনিই উত্তম। 🌼

06/01/2026

Love this man মানবিক শওকত রাজনিতিতে তার সফলতা কামনা করি,মানুষের পাশে থাকার তৌফিক দান করুক।

ভেনিজুয়েলার মাচাদোকে যখন শান্তিতে নোবেল দেয়া হলো তখন বিশ্ববাসী আন্দাজ করলো   - ভেনিজুয়েলার অশান্তি খুবই সন্নিকটে !গতরাতে...
04/01/2026

ভেনিজুয়েলার মাচাদোকে যখন শান্তিতে নোবেল দেয়া হলো তখন বিশ্ববাসী আন্দাজ করলো - ভেনিজুয়েলার অশান্তি খুবই সন্নিকটে !

গতরাতে আমেরিকা অভিযান চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে কে গ্রেফতার করে আমেরিকা নিয়ে গেছে ।

উল্লেখিত অবস্থার প্রেক্ষিতে, নোবেলজয়ী মাচাদো বলেছেন - আমরা স্বাধীনতা লাভ করলাম !

Copy Golam Maula Rony

নোয়াখালী চৌমুহনী চৌরাস্তায় তুষার বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন,যে যেখান থেকে আসুন না কেনো অন্য রোড ব্যবহার করে আসবেন। 😒😒   ...
30/12/2025

নোয়াখালী চৌমুহনী চৌরাস্তায় তুষার বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন,যে যেখান থেকে আসুন না কেনো অন্য রোড ব্যবহার করে আসবেন। 😒😒
#নোয়াখালী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আমার বাচ্চাটাকে দেখে রাইখেন- ওসমান হাদি॥ এ জগতের কিছুরই তো যায় আসবেনা,এই সন্তান শুধু এতিম হবে। স্ত্রী হবে বিধবা,মা হারা...
18/12/2025

আমার বাচ্চাটাকে দেখে রাইখেন- ওসমান হাদি॥
এ জগতের কিছুরই তো যায় আসবেনা,এই সন্তান শুধু এতিম হবে। স্ত্রী হবে বিধবা,মা হারাবে তার গর্ভে ধারণ করা এক নক্ষত্র!
আল্লাহ আপনার ক্ষমতার তো কোনো শেষ নাই, মৃ-ত্যু-র ফয়সালা তো জমিনে নয়,আসমানে হয়।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

16/12/2025

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে
যাদের অসীম আত্মত্যাগ ও বীরত্বে আমরা পেয়েছি
স্বাধীন লাল-সবুজের বাংলাদেশ—
সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্বা ও কৃতজ্ঞতা
িসেম্বর #মহান_বিজয়দিবসেরশুভেচ্ছা

05/12/2025
আকাশ হতে দেখা পুরো সেন্টমার্টিন 🏝️🌼
04/12/2025

আকাশ হতে দেখা পুরো সেন্টমার্টিন 🏝️🌼

১৯৭১ সালের চারটি বিষয়ে ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের ম...
02/12/2025

১৯৭১ সালের চারটি বিষয়ে
১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ
১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান চালায়। উদ্দেশ্য ছিল বাঙালিদের গণতান্ত্রিক অধিকার আন্দোলন দমন করা। ২৫ মার্চ রাতে নির্বিচারে হত্যাকাণ্ড শুরু হলে বাঙালিরা সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলে। পরে ‘মুক্তিযোদ্ধা বাহিনী’ গেরিলা ও সম্মুখযুদ্ধে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। ৯ মাস যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর যৌথ বাহিনীর বিজয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

৭১ সালের গণহত্যা
আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা বাঙালি বেসামরিক মানুষের ওপর পরিকল্পিত জাতিগত নিধন চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রামাঞ্চল, শহর, সব জায়গায় বুদ্ধিজীবী, ছাত্র, শ্রমিক, কৃষকসহ সাধারণ মানুষ লক্ষ্যভিত্তিক হত্যার শিকার হন। বহু আন্তর্জাতিক রিপোর্টে নিহতের সংখ্যা ৩ লাখ থেকে ৩০ লাখ পর্যন্ত উল্লেখ আছে, এবং এটিকে ২০শ শতাব্দীর অন্যতম বৃহৎ গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

৭১ সালের ভয়ংকর রাত ২৫ মার্চ
২৫ মার্চ রাতকে বলা হয় কালরাত। ঐ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ট্যাঙ্ক, মেশিনগান ও ভারী অস্ত্র নিয়ে ঢাকার রাস্তায় নেমে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, পুরান ঢাকা, সব স্থানে নির্বিচারে মানুষ হত্যা করা হয়। ছাত্রাবাসগুলোতে ঢুকে শিক্ষক ছাত্রদের হত্যা করা হয়, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। বহু প্রতিবেদনে এটিকে এক রাতের মধ্যে সংঘটিত অন্যতম বৃহৎ শহুরে গণহত্যা বলা হয়েছে।

৭১ সালে মা বোনদের ওপর সংগঠিত গণধর্ষণ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘের রিপোর্ট ও মুক্তিযুদ্ধকালীন চিকিৎসকদের নথি অনুযায়ী, পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে নারীদের ওপর নির্যাতন চালায়। অনুমান করা হয় ২ থেকে ৪ লাখ নারী ধর্ষণের শিকার হন। অসংখ্য মা বোনকে বন্দিশিবিরে নিয়ে গিয়ে মাসের পর মাস অত্যাচার করা হয়। যুদ্ধের পর এসব নারীকে “বীরাঙ্গনা” উপাধি দেওয়া হয় সম্মানের প্রতীক হিসেবে।

৭১ সালে গ্রাম গঞ্জ পুড়িয়ে ছারখার করা
পাকিস্তানি বাহিনী প্রতিরোধের সন্দেহে শত শত গ্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বরিশাল, সুনামগঞ্জ, নোয়াখালী, খুলনা, সিলেট, কুমিল্লাসহ অনেক জেলায় গ্রামগুলো পুড়িয়ে সাধারণ মানুষকে হত্যা, দেশত্যাগ বা পালাতে বাধ্য করা হয়। কসাইবাড়ী, চুকনগর, ঝালকাঠি, শ্রীমঙ্গল, বোয়ালখালি, এমন অসংখ্য স্থানে অগ্নিসংযোগ ও গণহত্যার প্রমাণ আন্তর্জাতিক গবেষণায় উল্লেখ আছে।

এটা কতটুকু সত্য? তিনি বোধহয় আর নেই।
28/11/2025

এটা কতটুকু সত্য? তিনি বোধহয় আর নেই।

26/11/2025

Change of time!

Address

Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Janomot News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janomot News:

  • Want your business to be the top-listed Media Company?

Share