Natural Beauty Of Bangladesh

Natural Beauty Of Bangladesh - Humanity is the best religion❤️

প্রকৃতির এমন রূপ বারবার মুগ্ধ করে।❤️P.c: মোঃ রাতুল হাসান
19/05/2024

প্রকৃতির এমন রূপ বারবার মুগ্ধ করে।❤️

P.c: মোঃ রাতুল হাসান

হাজারো খেলনা আর খাবারের ভিড়ে এগুলোই সেরা ছিলো ছোটবেলায়।
24/04/2024

হাজারো খেলনা আর খাবারের ভিড়ে এগুলোই সেরা ছিলো ছোটবেলায়।

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ১৪৩১। 💜বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিতে কিভাবে এলো তা জানতে হলে আমাদের অবশ্যই বাংলা নববর্ষের ...
14/04/2024

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ১৪৩১। 💜

বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিতে কিভাবে এলো তা জানতে হলে আমাদের অবশ্যই বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে জানতে হবে। পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ পালন করা হয় বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিনে। এই বাংলা বছর বা বাংলা পঞ্জিকা কিভাবে এলো? প্রথমে সৌর পঞ্জি অনুসারে বাংলা মাস পালিত হতো অনেক প্রাচীনকাল থেকেই। তখনও আসাম, তামিল নাড়ু, ত্রিপুরা, বঙ্গ, পাঞ্জাব প্রভৃতি সংস্কৃতিতে বছরের প্রথম দিন উদযাপনের রীতি ছিলো। তাহলে বাংলা নববর্ষের ইতিহাসে বাংলা বারো মাস কিভাবে এলো? আর এর দিন, ক্ষণ কিভাবে ঠিক করা হলো? বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও, বাংলা পঞ্জির উদ্ভাবক ধরা হয় আসলে ৭ম শতকের রাজা শশাঙ্ককে। পরবর্তীতে সম্রাট আকবর সেটিকে পরিবর্তিত করেন খাজনা ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে। প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল “তারিখ-এ-এলাহী” আর ঐ পঞ্জিকায় মাসগুলো আর্বাদিন, কার্দিন, বিসুয়া, তীর এমন নামে। তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। ধারণা করা হয় যে, বাংলা বারো মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে। যেমন- বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জায়ীস্থা থেকে জৈষ্ঠ্য, শার থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ এমন করেই বাংলায় নক্ষত্রের নামে মাসের নামকরণ হয়।

বসন্তপুর জমিদার বাড়ি। বসন্তপুর,  সাতক্ষীরা।ঐতিহাসিক এই জমিদার বাড়িটি বাংলাদেশ এবং ভারতকে ভাগ করে দেওয়া ইছামতী নদীর তীরে ...
28/03/2024

বসন্তপুর জমিদার বাড়ি।
বসন্তপুর, সাতক্ষীরা।

ঐতিহাসিক এই জমিদার বাড়িটি বাংলাদেশ এবং ভারতকে ভাগ করে দেওয়া ইছামতী নদীর তীরে অবস্থিত। জমিদার বাড়িটির সামনে অনেকগুলো নারিকেল গাছ দাড়িয়ে আছে।জমিদার বাড়ির মোট দুটো ভবন টিকে আছে তারমধ্যে একটায় বসন্তপুর কাস্টমস গোডাউন হিসেবে ব্যবহ্রত হয় অন্যদিকে অপর মূল জমিদার বাড়িটি ভগ্নহৃদয় নিয়ে কোনভাবে দাড়িয়ে আছে।এতটাই হাহাকার চলছে যে যে কোন সময় মাটির সাথে মিশে যেতে পারে।

জমিদার বসন্তরায় এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন তবে কত সালে তিনি এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেন তা জানা যায়নি।মূলত এই বসন্তরায়ের নামানুসারে এই এলাকার নামকরন করা হয়েছিলো বসন্তপুর।এই বাড়ির ইতিহাস সম্পর্কে আরো যা জানা যায় তা হলো বাংলা ১৩৪১ সালে এই জমিদার বাড়ির মাখন চন্দ্র,অসিম চন্দ্র ,হিমাংস চন্দ্র সহ এই জমিদার বাড়ির লোকজন ভারতে পাড়ি জমায়।এক সময়ের প্রতাপশালী এই জমিদার বাড়ি সম্পর্কে এতটুকুই জানা গিয়েছে স্থানীয় লোকজনও এই জমিদার বাড়ি সম্পর্কে কিছুই জানেন না।জৌলুশে পরিপূর্ণ জমিদার বাড়িটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

১৯৬৫ সালের গ্রাম বাংলার হাট বাজারের দৃশ্য।
28/03/2024

১৯৬৫ সালের গ্রাম বাংলার হাট বাজারের দৃশ্য।

Beautiful Bangladesh
13/03/2024

Beautiful Bangladesh

দেবাছড়া পাড়া📌রুমা, বান্দরবান
10/01/2024

দেবাছড়া পাড়া
📌রুমা, বান্দরবান

বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধবিহার।
07/01/2024

বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পাহাড়পুর বৌদ্ধবিহার।

📌 আমাদের পূর্বাচল এক্সপ্রেসওয়ে - ৩০০ ফিট'😍
07/01/2024

📌 আমাদের পূর্বাচল এক্সপ্রেসওয়ে - ৩০০ ফিট'😍

১৯৫২ সালে তোলা ছবিতে ঢাকার সদরঘাটের লিয়াকত এভিনিউ। ছবিঃ Clarence W. Sorensen
05/01/2024

১৯৫২ সালে তোলা ছবিতে ঢাকার সদরঘাটের লিয়াকত এভিনিউ।

ছবিঃ Clarence W. Sorensen

 January 3, 20248:24 AM ©: Jibon Ahamd
05/01/2024


January 3, 2024
8:24 AM

©: Jibon Ahamd

১৯৭১ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঢাকা শহরের কিছু ছবি।
04/01/2024

১৯৭১ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঢাকা শহরের কিছু ছবি।

১৯৬০ এর দশকে ঢাকার রাস্তার দৃশ্য।   ছবি সৌজন্যে- জর্জ ওয়েব
03/01/2024

১৯৬০ এর দশকে ঢাকার রাস্তার দৃশ্য।

ছবি সৌজন্যে- জর্জ ওয়েব

21/12/2023

শহরে যান্ত্রিক জীবন থেকে একটু পাহাড়ে যাওয়া প্রয়োজন..❣️

© Beauty of Bangladesh

শৈশবে মাছ সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্য রওনা। 💗
07/12/2023

শৈশবে মাছ সংগ্রহ করে বাড়ির উদ্দেশ্য রওনা। 💗

06/12/2023

শীতের সকাল 💚🌸
📌 কাপ্তাই লেক, রাঙ্গামাটি 💚🌸

- খুব সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ফসলের জমি🌿❤️
25/11/2023

- খুব সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ফসলের জমি🌿❤️

একটা সময় ছিল সংসদ ভবনের সামনে  সুস্থতার জন্য ভোরে পরিবার পরিজন নিয়ে অনেকেই শারিরীক কসরত করতে যেতেন। ছবিঃ ১৯৯৪ ফটোগ্রাফার...
17/09/2023

একটা সময় ছিল সংসদ ভবনের সামনে সুস্থতার জন্য ভোরে পরিবার পরিজন নিয়ে অনেকেই শারিরীক কসরত করতে যেতেন।

ছবিঃ ১৯৯৪
ফটোগ্রাফারঃ মাহমুদ রহমান, Map Photo Agency
সুত্রঃ নেট

17/09/2023

- মন মুগ্ধকর 💝🌸

#গ্রাম_বাংলা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Natural Beauty Of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category