15/04/2024
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৪ সালের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয়। এ বছর বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৫০০টি প্রতিষ্ঠানকে বাছাই করে তালিকা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৬৯১ থেকে ৭০০ এর মধ্যে।
সাধারণত অ্যাকাডেমিক রেপুটেশন, এমপ্লয়ার রেপুটেশন, ফ্যাকাল্টি স্টুডেন্ট, সাইটেশনস পার ফ্যাকাল্টি, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টস- এ ছয়টি মানদণ্ডের ওপর ভিত্তি করে র্যাংকিং প্রকাশ করে থাকে কিউএস। তবে এ বছর আরো তিনটি মানদণ্ড যোগ করেছে সংস্থাটি। ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক, এমপ্লয়মেন্ট আউটকামস ও সাস্টেইনেবিলিটিসহ মোট নয়টি মানদণ্ডের বিচারে নতুন র্যাংকিং তৈরি করেছে কিউএস।
র্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। টানা ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থানে রয়েছে।
তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৮০১ থেকে ৮৫০ এর মধ্যে। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ রয়েছে ৮৫১ থেকে ৯০০ এর মধ্যে। আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক রয়েছে ১০০০ থেকে ১২০০ এর মধ্যে।
এছাড়া ১২০১ থেকে ১৪০০ এর মধ্যে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ড্যাফোডিল ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
১৪০১ এর ওপরে থাকা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।