Eng. Anayet Ullah Titu

Eng. Anayet Ullah Titu My purpose of creating this page is to share my daily experiences with all my friends.

যে-ই কোন বিষয়ে জাতীয় ঐক্য হতে হয় ঠিক এমন।
05/12/2024

যে-ই কোন বিষয়ে জাতীয় ঐক্য হতে হয় ঠিক এমন।

25/11/2024
23/11/2024

বাংলা টাইগার্স বনাম নিউইয়র্ক স্ট্রাইকার্স

জুমার দিনের গুরুত্বপূর্ণ ১১ টি আমল। নিচে আমলগুলো দেয়া হলো- ১। আগে আগে ঘুম থেকে উঠা।২। বেশি বেশি দুরুদ পাঠ করা। ৩। আগে আ...
22/11/2024

জুমার দিনের গুরুত্বপূর্ণ ১১ টি আমল। নিচে আমলগুলো দেয়া হলো-

১। আগে আগে ঘুম থেকে উঠা।
২। বেশি বেশি দুরুদ পাঠ করা।
৩। আগে আগে মসজিদে আসা।
৪। দোয়া করা কারণ এদিনে দোয়া অধিক পরিমানে কবুল হয়।
৫। কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ।
৬। সূরা কাহাফ তিলাওয়াত করা।
৭। গোসল করা।
৮। সুগন্ধি ব্যবহার করা।
৯। পায়ে হেটে মসজিদ যাওয়া।
১০। খুতবার সময় চুপ থায়।
১১। তাহিয়াতুল মসজিদ আদায় করা।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জুমার দিনের মতো প্রতিদিন মসজিদে এসে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

বর্তমান বাজারে সবকিছুর দামের সাথে গ্যাসের দামও দিন দিন বেড়েই চলছে 😓 তার মধ্যে হটাৎ গ্যাস শেষ  হয়ে বিপদে পড়তে হয় 😟 তাই সা...
20/11/2024

বর্তমান বাজারে সবকিছুর দামের সাথে গ্যাসের দামও দিন দিন বেড়েই চলছে 😓 তার মধ্যে হটাৎ গ্যাস শেষ হয়ে বিপদে পড়তে হয় 😟
তাই সাশ্রয়ী বাজেটে এই চুলা কিনুন, মাসের মাঝে গ্যাস শেষ কিংবা গ্যাস সল্পতা নিয়ে কোনো চিন্তা থাকবে না 🥰 এবং কারেন্ট বিল গ্যাসের দামের চেয়ে আসবে কম😇
রান্নায় সাশ্রয়ের সাথে সস্তি পেতে বেস্ট ইলেকট্রনিকস নিয়ে এলে Lifeup 𝐈𝐧𝐟𝐫𝐚𝐫𝐞𝐝 𝐂𝐨𝐨𝐤𝐞𝐫 সম্পূর্ণ বিদেশ হতে আমদানিকৃত।

👉 বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
বেস্ট ইলেকট্রনিকস শোরুম।
প্লেট -১/বি,গরিব ই নেওয়াজ এভিনিউ, সেক্টর -১১,উত্তরা,ঢাকা-১২৩০।

📞 হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করুনঃ 01777794778,01777794779

✅ 2000W Power for Better Cooking.
✅ Touch Control.
✅ LED Digital Display.
✅ 8 Power Level.
✅ No Radiation Cooking.
✅ 5mm Solid Crystal Plate.
✅ 100% Copper Coile.
✅ Used pot Almunium,Stainless Steel,Enamel,Heat Resistant Glass,Copper,Steel&Cast Iron,Ceramics Containers
✅ Auto Shut-off function If No Poton Crystal Plate.

19/11/2024

সাংবাদিক নয় যেন সাংঘাতিক🤔

ওয়ার্লপুলের জিরো প্রেসার ফিল প্রযুক্তির সাথে আপনার লন্ড্রি অভিজ্ঞতা  হবে চমৎকার !  Whirlpool এর উদ্ভাবনী জিরো প্রেসার ফ...
18/11/2024

ওয়ার্লপুলের জিরো প্রেসার ফিল প্রযুক্তির সাথে আপনার লন্ড্রি অভিজ্ঞতা হবে চমৎকার !

Whirlpool এর উদ্ভাবনী জিরো প্রেসার ফিল টেকনোলজি আমাদের ওয়াশিং মেশিন এর ওয়াশের সময় 50% দ্রুত ড্রাম পূরণ করে দেয়, এমনকি পানির চাপ 2 psi এর মতো কম হলেও।

পারফরম্যান্সের সাথে আপস না করে দ্রুত কাপড় ধোয়ার ব্যাবস্হা করে, আপনি কম জলের চাপের সম্মুখীন হন বা আপনার রুটিনকে সহজতর করতে চান।

জিরো প্রেসার ফিল টেকনোলজি সমন্বিত ওয়াশারের পরিসীমা অন্বেষণ করতে সোয়াইপ করুন। Whirlpool একটি উচ্চতর লন্ড্রি অভিজ্ঞতার জন্য উদ্ভাবন এবং সুবিধার সমন্বয় কিভাবে অভিজ্ঞতা!

আরো বিস্তারিত জানার জন্য ভিজিট করুন:
বেস্ট ইলেকট্রনিকস শোরুম।
প্লট-১/বি,গরিবে নেওয়াজ এভিনিউ, সেক্টর -১১,উত্তরা,ঢাকা-১২৩০।
মোবাইল : ০১৭৭৭৭৯৪৭৭৮



পাকিস্তানি জাহজটিতে করে কী আনা হয়েছে?পাকিস্তান থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি বাংলাদেশে আসার খবর প্রকাশ পাওয়ার পর ...
16/11/2024

পাকিস্তানি জাহজটিতে করে কী আনা হয়েছে?
পাকিস্তান থেকে কন্টেইনারবাহী একটি জাহাজ সরাসরি বাংলাদেশে আসার খবর প্রকাশ পাওয়ার পর এ নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেনন, ''আমাদের কাছে ৩৭০ টি কন্টেইনার আসছে। সেগুলোর মাঝে কী আছে, তা কাস্টমস বলতে পারবে।”

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, ''ফ্রেবিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট আছে।''

এসব পণ্যের ওজন ছয় হাজার ৩৩৭ টন। এর মধ্যে ১১৫ কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ। ডলোমাইট রয়েছে ৪৬টি কন্টেইনারে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এর মধ্যে আরো আছে কাঁচ শিল্পের কাঁচামাল,গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল কাপড়। ৪২টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ। ১৪টি কন্টেইনারে রয়েছে আলু।

এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আজিক গ্লাস কারখানা, প্যাসিফিক জিনস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিকস, হাফিজ করপোরেশন, এম আর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান।

মোহাম্মদ সাইদুর রহমান জানান, সবগুলো কন্টেইনার করাচি থেকে জাহাজে লোড হয়নি। কিছু কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশে আনা হয়েছে।

পাকিস্তান থেকে জাহাজে লোড হয়েছে ২৯৭টি কন্টেইনার, বাকিগুলো লোড হয়েছে দুবাই থেকে।

সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে খেজুর, মার্বেল ক্লক, কপার ওয়্যার, জিপসাম, লোহার টুকরো। একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্যও রয়েছে।
সূত্র : বিবিসি বাংলা।

নায়েক  কি বৈষম্যের শিকার নয়?
16/11/2024

নায়েক কি বৈষম্যের শিকার নয়?

12/11/2024

সুন্নতের আদব এবং ফজিলত :
১. আল্লাহ তায়ালা তাকে একজন শহীদ সাহাবী (রা.)’র এর মতো নেকী দেবেন।

২. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমলে অভ্যস্ত ব্যক্তি আল্লাহ তায়ালার বিশেষ ভালোবাসায় সিক্ত হবেন।

৩. এমন ব্যক্তি খোদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসায় সিক্ত হবে।

৪. এমন মানুষকে নেককার লোকেরাও ভালোবাসে।

৫. বদকার বা খারাপ মানুষের তাকে দেখে ভয় পায়।

৬. আল্লাহ তার দীনদারীকে মজবুত করে দেন।

৭. গুনাহ বর্জন সহজ হয়ে যায়। ছোট বাচ্চাকে তার মা যেভাবে বিপদ থেকে বাঁচায়, আল্লাহ তাকেও সেভাবে গুনাহ থেকে হেফাজত করেন।

৮. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর আমলে অভ্যস্ত ব্যক্তির রিজিকে আল্লাহ তায়ালা বরকত দান করেন।

দেখান খুজলে খোদার দেখা পায়🤔🤔🤔
10/11/2024

দেখান খুজলে খোদার দেখা পায়🤔🤔🤔

01/11/2024

রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা আপনি সুস্থ থাকলে পড়ুন আর অসুস্থ থাকলেও পড়ুন
-- আলহামদুলিল্লাহ --🤲❤️

ইনশাআল্লাহ পরিবর্তনের হাওয়া মনে হচ্ছে ❤️
28/10/2024

ইনশাআল্লাহ পরিবর্তনের হাওয়া মনে হচ্ছে ❤️

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে...
03/09/2024

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো, -- "বাবা, আমি মানুষের মাংস খাব! "

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"

বাপ বলল --অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লাশ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মারা গেল , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন -- "আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে!
©

Address

Sector 11, Uttara
Dhaka
1230

Telephone

+8801914014405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eng. Anayet Ullah Titu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eng. Anayet Ullah Titu:

Videos

Share

Nearby media companies