26/10/2024
রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখছি বাবা-মাকে নিয়ে বিভিন্ন রকমের স্ট্যাটাস। আর প্রত্যেকটি স্ট্যাটাসে বাবা-মার প্রতি সন্তানের ক্ষোভ প্রকাশ করে। যেমন বাবা-মা তাদেরকে ভালোবাসে না বা তাদের মধ্যে যে কোন একটা সন্তানকে বাবা-মা বেশি ভালোবাসে। একজন মা হিসেবে বলতে পারি এই বিষয়টা আসলে খুব প্যাথেটিক। আপনারা যখন বাবা মা নিয়ে এভাবে সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেন তখন একবারও ভাবেন না যে আপনারা জন্মের পর থেকে কি নিজে নিজে খেতে শিখেছিলেন না নিজের গু মুত পরিষ্কার করতে পারতেন? এই যে বাবা-মা গুলো নিজেদের সুখ ত্যাগ করে জন্ম দিয়েছে এবং আপনাদের লালন পালন করেছেন, নিজেদের প্রয়োজনীয়তা বাদ দিয়ে আপনাদের শখের জিনিসটা যে কিনে দেয়ার চেষ্টা করেছেন, আপনারা কি কোনদিন বাবা মার হাত ধরে বলেছেন লালন পালন করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ কোনদিন বাবা মাকে জড়িয়ে ধরে বলেছেন যে আমরা চির কৃতজ্ঞ?
দুনিয়াতে অন্য কারো অধিকার থেকে আপনার বাবা মার অধিকার আপনার উপর সবথেকে বেশি এমনকি আপনার নিজের ভাই বোনের অধিকার অত নাই আপনার উপর যতটুকু অধিকার আপনার বাবা মায়ের আছে। আপনাদের সারা জীবন পার হয়ে যাবে তাও বাবা-মায়ের ঋণ আপনি কোনদিন শোধ করতে পারবেন না।
সো কল্ড ইনফ্লুয়েন্সারদের উদ্দেশ্যে বলছি বাবা মাকে নিয়ে সিমপ্যাথি গেইন করে যে বিজনেসটা এইটা বন্ধ করুন নিজেদের যোগ্যতা দিয়ে আর্ন করার চেষ্টা করুন।