Student's Power

Student's Power Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Student's Power, Digital creator, Dhaka.

02/08/2024

পুলিশ প'দ'ত্যা'গ করছেন, আইনজীবীরা মুখ খুলছেন, শিক্ষকরা রাজপথে নামছেন, প্রবাসীরা সংহতি জানাচ্ছেন, সাংবাদিক কথা বলছেন, কতক্ষন দমিয়ে রাখবেন? শুরু হয়ে গেছে কিন্তু....
বসন্ত কিন্তু এভাবেই আসে!🫡💪🫶
(সংগ্রহীত)

এটার অপেক্ষায় ছিলাম ✊
02/08/2024

এটার অপেক্ষায় ছিলাম ✊

02/08/2024

সতর্কতামূলক পোস্ট:📢

"The Devine Unity"
আমরা "হিন্দু"🕉️, আমরা "মুসলিম☪️"। আমরা ধর্মে ভিন্ন হতে পারি,
কিন্তু:
👉আমাদের গায়ে একই রক্ত বইছে🩸
👉আমরা মানুষ👨‍🦱,
👉আমরা বাঙালী🇧🇩,
👉আমরা একে অপরের ভাই👬,
👉আমরা এক ও অভিন্ন🙌।

আমরা একসাথে:
👉১৭৫৭: পলাশীর প্রান্তরে যুদ্ধ করেছি,
👉১৮৫৭: সিপাহীবিদ্রোহ করেছি,
👉১৯৪৭: ইংরেজ তাড়িয়েছি,
👉১৯৫২: ভাষা আন্দোলন করেছি,
👉১৯৭১: যুদ্ধ করে স্বাধীনতা এনেছি,
👉বহু ঝড়-তুফান ঠেকিয়েছি, যুদ্ধে বিজয় এনেছি।

এবারও:

👉জিতলে একসাথে জিতবো, হারলে একসাথে হারবো☪️🤝🕉️✊🇧🇩

ব্রিটিশরাও আমাদের মাঝে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধিয়েছিল যাতে আমাদের দূর্বল, বিভ্রান্ত করে দীর্ঘদিন শ্বাসন করা যায়। ওরা আমাদের ধর্মীয় নেতাদের ব্যবহার করে দাঙ্গার উস্কানি দিতো। এবার দেবে, কিন্তু এবার আমরা কোন ভুল করবো না। ধর্ম যার যার, সংগ্রাম সবার।

মনে রাখবেন:
"জাতি-ধর্মে-বর্ণে নয়, মনুষ্যত্বেই আসল পরিচয়"👈

ঈশ্বর আমাদের সফলতা দান করুক -আমিন

✍️ইসতিয়াক মাহমুদ

সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।
02/08/2024

সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।

যেখানে আসিয়া এক হয়ে সব বাঁধা-ব্যবধান!
02/08/2024

যেখানে আসিয়া এক হয়ে সব বাঁধা-ব্যবধান!

02/08/2024
প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল আজ বায়তুল মোকারমের উত্তর গেট 🔥🔥
02/08/2024

প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল আজ বায়তুল মোকারমের উত্তর গেট 🔥🔥

এ যেনো নতুন বাংলাদেশ ✊✊চট্টগ্রামের লাখো জনতার অংশগ্রহণে নিউমার্কেট মোড় এখন মহাসমুদ্র।
02/08/2024

এ যেনো নতুন বাংলাদেশ ✊✊

চট্টগ্রামের লাখো জনতার অংশগ্রহণে নিউমার্কেট মোড় এখন মহাসমুদ্র।

শহীদ মিনার চত্বরে একে একে জড়ো হচ্ছে মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা 💥
02/08/2024

শহীদ মিনার চত্বরে একে একে জড়ো হচ্ছে মেডিকেল ও ডেন্টাল কলেজের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা 💥

02/08/2024

চব্বিশ সালের আগস্টের প্রথম শুক্রবারকে ইতিহাসের পাতায় স্থান দেয়ার দায়িত্ব আপনাদের।
গণ-জোয়ার তৈরি করতে হবে।
পারবেন তো??

02/08/2024

মোবাইল ডাটা থেকে সাময়িক সময়ের জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুক আবার অফ করা হইছে VPN দিয়ে ইউজ করুন, কিন্ত ওয়াইফাই থেকে ঠিক আছে কোন প্রকার VPN লাগতেছে না।

02/08/2024

ডিবি অফিসে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি:

গত ২৬শে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল।

২৭শে জুলাই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে সাইন্সল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয়।

২৮শে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে ভোররাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়।

মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই ১৯ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম, গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। এর ধারাবাহিকতায় 'নিরাপত্তা'র নামে ছয় সমন্বয়ককে সাতদিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল।

আমরা গুম, গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম; আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম। কিন্তু অসাংবিধানিক ও আইনবহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয়। প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয়। আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না।

যারা নিরস্ত্র ছাত্র-নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না। সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না ৷ আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই।

আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়ককের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না।

ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে, দেখা করতে দেওয়া হয়নি।

অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারাদেশে শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসল

02/08/2024

ছাএ সমাজ হেরে গেলে!
হেরে যাবে দেশ!
সবাই তাদের পাশে দাড়ান!
ঘুরে দাঁড়াবে বাংলাদেশ! ✊

02/08/2024

বিজয়ের উল্লাস আমাদের ই হবে শুধু সময়ের অপেক্ষা ✊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Student's Power posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All