24/11/2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম
খিলখেত বাসীর প্রানের দাবি একটি পার্ক, একটু হাঁটার স্থান ,খেলাধুলার জন্য এক টুকরো মাঠ।
রাজধানীর ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খিলখেত। এত জনবহুল একটি এলাকা হওয়া সত্ত্বেও এখানে নেই কোন খেলার মাঠ, পার্ক অথবা ব্যস্ত শহরে একটু হাঁটার জন্য কোন নির্ধারিত স্থান। বাসা থেকে বের হলে রাস্তায় মানুষের ভিড় এবং রিকশা ও গাড়ি ঘোরার চাপে চলাফেরা করতে যেখানে জীবন ওষ্ঠাগত। সেখানে ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগের জন্য একটু মুক্ত বাতাসে হাঁটাচলা করা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার মতোই জরুরী। মোবাইল আর কম্পিউটারের যুগে আমাদের ছেলেমেয়েরা সেই গোল্লাছুট, দৌড় কিংবা সে ধরনের খেলাধুলা কি তারা তা জানে না, ছাত্র এবং যুবক ভাইয়েরা একটু ক্রিকেট কিংবা ফুটবল খেলবে তার জন্য নেই কোন মাঠ।সেই আলোকে খিলখেত বাজার স্থিত দক্ষিণ পাশ এলিভেটর এক্সপ্রেস এর নিচে রেললাইনের পূর্ব পাশে রেলওয়ের এবং সরকারি জমিতে এলাকাবাসীর সকলের সহযোগিতায় একটি শিশু পার্ক করার উদ্যোগ গ্রহণ করার হয়েছে যেখানে থাকবে দৃষ্টিনন্দন বিভিন্ন ফুল ফল এবং ঔষধী গাছ। থাকবে সাধারণ মানুষের হাঁটা চলার জন্য নির্ধারিত ওয়াক ওয়ে, থাকবে শিশুদের জন্য উন্মুক্ত খেলার স্থান থাকবে একটি খেলার মাঠ। জলাধার ভরাট করে চাইনা কোন ফাইভ স্টার হোটেল। এই মুহূর্তে উক্ত এলাকায় একটি শিশু পার্ক দরকার যেটা এখন সময়ের দাবি। আমরা জানি বর্তমান সরকার জনগণের পালস বোঝে, তাই এলাকাবাসীর পক্ষে আমি স্পষ্ট করে বলতে চাই খিলখেত এলাকায় সরকারিভাবে আমরা একটি পার্কের ঘোষণা চাই। আমরা এলাকাবাসী দল-মত নির্বিশেষে খিলক্ষেত ভবিষ্যৎ জেনারেশন এর জন্য একটি পার্ক চাই।
ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবে পার্কের কাজ শুরু করব। খিলক্ষেত এলাকার সর্বস্তরের জনগণকে পাশে নিয়ে খিলক্ষেত শিশু পার্কের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। আপনারা সকলে আমন্ত্রিত।