শাঁখারি বাজার

শাঁখারি বাজার হাসতে পারলে জীবনটা ZeeBangla

🛑 Diversify your Portfolio with a higher rate of return....  🎢
18/10/2024

🛑 Diversify your Portfolio with a higher rate of return.... 🎢

Durga Puja New Collection (Gift Item)
20/09/2024

Durga Puja New Collection (Gift Item)

Semi Jorjet Benarashi Saree...  (Last Stock)
08/09/2024

Semi Jorjet Benarashi Saree... (Last Stock)

🛑 দূর্গাপূজা ২০২৪ কালেকশন 🛑 INBOX for PRE-ORDER
07/09/2024

🛑 দূর্গাপূজা ২০২৪ কালেকশন 🛑

INBOX for PRE-ORDER

09/07/2024
08/07/2024

ট্রেন্ডি 'তন্তুুজ' কালেকশন জুলাই / ২০২৪   শাঁখারি বাজার
06/07/2024

ট্রেন্ডি 'তন্তুুজ' কালেকশন জুলাই / ২০২৪
শাঁখারি বাজার

".....?....."
03/07/2024

".....?....."

ছাগল কাহিনীর ব্যস্ততায় হাতি-ঘোড়া পার হয়ে যাচ্ছে নাতো!!কে যে কারে ছাগল বানাইতে আছে ⚠️
28/06/2024

ছাগল কাহিনীর ব্যস্ততায় হাতি-ঘোড়া পার হয়ে যাচ্ছে নাতো!!

কে যে কারে ছাগল বানাইতে আছে ⚠️

দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের সম্পদের তালিকা নেওয়ার পরামর্শ আইএমএফের 😄
27/06/2024

দুর্নীতি কমাতে সরকারি চাকরিজীবীদের সম্পদের তালিকা নেওয়ার পরামর্শ আইএমএফের 😄

সম্প্রতি সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও এনবিআর থেকে প্রত্যাহারকৃত সদস্য মতিউর রহমানের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খ.....

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন ►  #কলকাতা মেট্রো রেলের A to Z...
26/06/2024

কলকাতায় ঘুরতে গেলে কাজে লাগবে, গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন

► #কলকাতা মেট্রো রেলের A to Z ◄
কলকাতা ঘুরতে গিয়ে সঠিক গাইড লাইনের অভাবে অনেকেই ট্যাক্সি বা ক্যাবের পিছনে অনেক টাকা খরছ করছেন । যারা ওই অতিরিক্ত খরছ কমিয়ে সুন্দর ভাবে ঘুরতে চাচ্ছেন তাদের ভরসার অন্য নাম হতে পারে কলকাতা মেট্রো রেল । এ সম্পর্কে আপনাদের কিছু বিষয় জানাচ্ছি । মেট্রো রেল গুলো প্রতি ৪ মিনিট পর পর সকাল থেকে রাত ১০.২০ মিনিট পর্যন্ত পাওয়া যায় । আপনি যদি টাকা কে পাইলটের মত উড়াতে ভালোবাসেন তবে আমার এই পোস্ট টি আপনাদের জন্য নয় 🙂
অনেকেই বনগাঁ থেকে সরাসরি শিয়ালদাহ স্টেশনে চলে আসেন । এর পর ক্যাবে ১০০ - ১৫০ রুপি দিয়ে পার্ক স্ট্রিট বা মির্জা গালিব স্ট্রীটে । আপনারা সরাসরি বনগাঁ থেকে দমদম জং এ এসে নামবেন ( দম দম জং এবং দম দম ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্যাঁচ লাগাবেন না ) । এখান থেকে মাত্র ১০ রুপি দিয়ে মেট্রো রেলে করে পার্ক স্ট্রীট চলে আসতে পারবেন ।
কলকাতা মেট্রো রেলের রুট
=====================
দম দম > বেল গাছি > শ্যাম বাজার > শোভা বাজার > গিরিশ পার্ক > M.G রোড > সেন্ট্রাল > চাঁদনী চক > স্প্লানেড > পার্ক স্ট্রীট > মায়দান > রবিন্দ্র সনদ > নেতাজী ভবন > জতিন দাস পার্ক > কালীঘাট > রবিন্দ্র সরোবর > টলিগঞ্জ > নেতাজি >মাস্টার দা সুর্যসেন > গীতাঞ্জলী > কবি নজরুল > শহীদ ক্ষুদিরাম > কবি সুভাস
ভাড়া ৫, ১০ , ১৫ , ২০ । আপনি যদি দমদম থেকে পার্ক স্ট্রীট আসেন তবে ভাড়া ১০ রুপি আবার পার্ক স্ট্রীট থেকে চাঁদনী চক যান তবে ভাড়া ৫ রুপির মত । চিন্তা করার কোন কারন নেই এই দ্রুত গামী মেট্রো রেলের প্রতিটি স্টেশনে সে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেখানকার ভাড়া লিখা আছে । আপনি টিকিট কেটে উপরের সাইনবোর্ড দেখে বাম বা ডান দিকের প্লাটফর্মের ট্রেনের জন্য অপেক্ষা করবেন ।
এবার আসুন আলোচনা করি কোন মেট্রো রেলওয়ে স্টেশনের পাশে কি কি আছে ।
=====================================================
╚►ভিক্টরিয়াল মেমোরিয়ালঃ ময়দান মেট্রো স্টেশন
╚►গড়ের মাঠঃ ময়দান মেট্রো স্টেশন
╚►হাওড়া ব্রিজঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ইন্ডিয়ান মিউজিয়ামঃ পার্ক স্ট্রীট অথবা ময়দান মেট্রো স্টেশন
╚►জোড়া সাঁকোর ঠাকুর বাড়িঃ গিরিশ পার্ক মেট্রো স্টেশন
╚►রাম মন্দিরঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►মার্বেল প্লেসঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►ময়দানঃ ময়দান মেট্রো স্টেশন
╚►কালীঘাট কালী মন্দিরঃ কালীঘাট মেট্রো স্টেশন
╚►ইডেন গার্ডেনঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কার্জন পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►নেতাজী সুভাস স্টেডিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►মিনেলিয়াম পার্কঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►দ্বিতীয় হুগলী ব্রিজঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►কলকাতা হাইকোর্টঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বাবুঘাট কলকাতাঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►প্রিন্সেপ ঘাটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►ফোর্ট উইলিয়ামঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►শহীদ মিনারঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►সেন্ট পল চার্চঃ রবীন্দ্র সদন মেট্রো স্টেশন
╚►চাঁদনী চকঃ চাঁদনী চক মেট্রো
╚►নিউমার্কেটঃ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন
╚►বড় বাজারঃ মহত্মা গান্ধী মেট্রো স্টেশন
╚►রবীন্দ্র সরোবরঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
╚►লায়ন সাফারি পার্কঃ রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন
আমরা অনেকেই নিউমার্কেট এরিয়ায় অনেক সময় হোটেল সংকটের কারনে বেশি দামে হোটেল ভাড়া দিয়ে থাকি । আপনারা ইচ্ছে করলেই দমদম বা শোভা বাজার এদিকের হোটেলে থাকতে পারেন । সেক্ষেত্রে মাত্র ১০ বা ৫ রুপি দিয়ে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলে আসুন । এখান থেকে মিনিট ২ হাটলেই নিউমার্কেট এরিয়া ।
নোটঃ মেট্রো রেলওয়ে স্টেশন গুলো থেকে ভ্রমনের স্থান গুলো খুব বেশি হলে ১ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত, যারা ট্রাভেলার তাদের জন্য এটা কিছুই না 🙂 মেট্রো রেলের স্টেশন গুলোতে ছবি তুলা নিষিদ্ধ এবং এই ট্রেন গুলো তে আপনি বড় বড় বস্তা ক্যারি করতে পারবেন না । সাধারন ব্যাগ , হ্যান্ড ব্যাগ , অফিস ব্যাগ , শপিং ব্যাগ ইত্যাদি বহন করতে পারবেন । ভালো থাকবেন ..... Happy Travelling
সুত্র: সংগ্রহ।

2+2 = 4
22/06/2024

2+2 = 4

সেন্টমার্টিন আমাদের ✌️
21/06/2024

সেন্টমার্টিন আমাদের ✌️

সংসারের টুকিটাকি টিপস:১। সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে...
21/06/2024

সংসারের টুকিটাকি টিপস:

১। সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে ১ চা চামচ সাদা সিরকা মিশিয়ে নিন। এতে মোজা যেমন সাদা হবে তেমনি মোলায়েম থাকবে।

২। ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে ১ চামচ বরিক পাউডার মিশিয়ে দিন। এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না।

৩। সাদা কাপড় থেকে হালকা কোন দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর ২টি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজা কাপড় ডুবিয়ে দিন। ১০ মিনিট পর তুলে না নিংড়ে মেলে দিন।

৪। বলপেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাচা মরিচের রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন। তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন। দাগ চলে যাবে।

৫। তেল চিটচিটে তাক বা কাঠের র‍্যাক পরিষ্কার করা জন্য ১ কাপ পানিতে ১ চা চামচ সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন। তাকগুলো চমৎকার হয়ে উঠবে।

৬। ওয়াশ বেসিন বা সিল্ক বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা ফ্ল্যাট সোডা যেমন কোক-পেপসি ইত্যাদি ঢেলে দিন। ৫ মিনিট পর মুছুন। দেখুন কেমন নতুনের মত চকচকে হয়ে উঠেছে।

৭। হাঁড়ি-পাতিল থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য সিরিষ কাগজে গুঁড়া সাবান লাগিয়ে ঘষুন। তারপর ধুয়ে নিন। পোড়া দাগ চলে যাবে।

৮। পুরোনো হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন। দেখবেন দাগ চলে যাবে।

৯। মশা, মাছি ও পিপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মোছার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন। উপদ্রব বন্ধ হয়ে যাবে।

১০। ঘরের মেঝে বা যেকোন মোজাইক পরিষ্কার করার জন্য পানিতে কেরোসিন মিশিয়ে নিন ও এই পানি দিয়ে ঘর মুছে নিন। এতে মেঝে চকচক করবে।

১১। রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করার জন্য খাবার সোডা পানিতে গুলে রাতে লাগিয়ে রাখুন। সকালে পানিতে সাদা সিরকা মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন। সব দাগ চলে যাবে।

১২। রান্নাঘর থেকে পোড়া বা যেকোন গন্ধ দূর করতে চাইলে একটি পাত্রে কিছুটা সিরকা চুলায় চাপান। শুকান অবধি জ্বাল করুন।

১৩। বারান্দা বা জানালার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনা কাপড় দিয়ে মুছে নিন। তারপর আধা কাপ কেরোসিন তেলের সঙ্গে সরিষার তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ তুলোয় দিয়ে লাগিয়ে নিন। এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না।

১৪। বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে।

১৫। চিনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায়।

১৬। নারকেল ভাংগার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।

১৭। সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।

১৮। পাটালী গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন।

১৯। আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন।

২০। ঘি-এ সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।

২১। বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।

২২। অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন।

২৩। রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।

২৪। সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়াই ভালো। আর কিছু সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রঙ ঠিক থাকে।

২৫। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য লবন দিল। তাহলে আর তেল ছিটবেনা।

২৬। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

২৭। চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন। খাবারের স্বাদ বাড়বে।

২৮। সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

২৯। ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

৩০। কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

৩১। অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায়। তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে।

৩২। আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হয়।

তার সাক্ষাৎকার: মতিউর রহমান এখন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য। মতিউ...
21/06/2024

তার সাক্ষাৎকার:

মতিউর রহমান এখন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য।

মতিউর রহমানের হুবহু বক্তব্য এ রকম:

'আমি পুঁজিবাজারে বিনিয়োগ শুরু করি ২০০৮ সাল থেকে।

ফরচুন শুজ নামে একটি প্রতিষ্ঠান আছে, আমার এক ছোট ভাইকে বললাম তাদের নিয়ে আসেন। তারপর তাদের সঙ্গে আমি বসলাম। এই একটি প্রতিষ্ঠান থেকে বেশ অবিশ্বাস্যরকমের ভালো মুনাফা পেয়েছিলাম। ৮ টাকার শেয়ার ৫৪ টাকায় বিক্রি করেছিলাম। তাদের সঙ্গে আমার কন্ট্রাক্ট হয়েছিল যে আমাকে ৮ টাকা দরে শেয়ার দেবেন। যেটা আমি ফুল কনসালট্যান্সিতে করেছিলাম। একদিকে আমি আইপিওর কাজ শুরু করেছিলাম।

‘আরেকটা দিক হচ্ছে আমি সব সময় সাধারণ বিনিয়োগকারীদের থেকে আলাদা ছিলাম। আমি যা করি তা হচ্ছে, প্রতিবছর আমি দেখি যে কোন কোম্পানিটা সম্ভাবনাময়। কিন্তু কোনো একটা কারণে হয়তো খারাপ অবস্থায় আছে। সেই কোম্পানির সঙ্গে মালিকসহ বসি, তাদের কোম্পানি পরিদর্শন করি, তাদের খারাপ অবস্থা কেন, সেটা বের করি, এরপর দেখি কীভাবে তাদের উন্নতি করা যায়। খারাপ অবস্থায় আমি শেয়ারটা কিনি, কোম্পানির উন্নতির পরে সেই শেয়ার বিক্রি করি। এর ফলে একটা ভালো লাভ হয়।

‘যেমন একটা উদাহরণ দিই। এই মুহূর্তে আমরা কাজ করছি সিলভা ফার্মা নামের একটা ওষুধ কোম্পানি নিয়ে। সামনে কোম্পানির বৃদ্ধি বাড়বে তিন গুণ। এই বৃদ্ধিটা হবে আগামী এক বছরে। এই তথ্যটা আপনি জানলেন। তারপর সেই বৃদ্ধি নিয়ে কাজ করলেন। ব্যবস্থাপকদের সহযোগিতা করলেন। এখন যেমন সিলভা ফার্মার দাম আছে ১৬-১৭ টাকা। এই শেয়ারটা কিন্তু এক বছরে হয়ে যাবে ৩০-৩২ টাকা। যারা এভাবে বিনিয়োগ করে, মার্কেট ভালো-খারাপ যা–ই থাকুক। তারা কিন্তু শেয়ার কিনে মুনাফা করতে পারে। আমি সব সময় এভাবে সুচিন্তিত বিনিয়োগ করি।’

মতিউর রহমানের এই বক্তব্য এবার বিশ্লেষণ করা যাক। ফরচুন শুজের শেয়ার তিনি পেয়েছিলেন ৮ টাকা দরে। ফরচুন শুজ বাজারে প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ার জন্য প্রসপেক্টাস প্রকাশ করেছিল ২০১৬ সালের ২৪ জুলাই। এর অভিহিত মূল্য ছিল ১০ টাকা। এর অর্থ মতিউর রহমান অনেক কম দামেই এর শেয়ার কিনতে পেরেছিলেন। যাকে বলা হয় ‘প্লেসমেন্ট’-এর শেয়ার।

সাক্ষাৎকারে মতিউর রহমান বলেছেন, তিনি কোম্পানির ব্যবস্থাপক ও মালিকদের ডাকতেন, বুদ্ধি–পরামর্শ দিতেন, কোম্পানি পরিদর্শনে যেতেন, বৃদ্ধির উপায় বাতলে দিতেন। অর্থাৎ পরামর্শকের কাজ করতেন। তাতে কম দামে শেয়ার পেয়েছিলেন। এনবিআরের একজন কর্মকর্তা হিসেবে তিনি এটা পারেন কি না, সেই প্রশ্ন তো আছেই। উল্টো দিকে এসব কোম্পানি এনবিআর থেকে বাড়তি কোনো সুবিধা পেয়েছিল কি না, সে প্রশ্নও উঠবে এখন। আমরা আরও জানি, কয়েক বছর ধরেই ফরচুন শুজ নিয়ে ব্যাপক কারসাজি হয়েছে এবং তাতে লাভবান হয়েছেন এসব কারসাজিকারীরা।

সাক্ষাৎকারে তিনি সিলভা ফার্মার কথা বলেছেন। তিনি এখন কোম্পানির সঙ্গে কাজ করছেন। তিনি জানেন এক বছরে কোম্পানিকে আরও বড় করা হবে। ফলে এর আকার তিন গুণ বাড়বে। এখন এই কোম্পানির শেয়ারদর হচ্ছে ১৬ টাকা ৪০ পয়সা। মতিউর রহমান জানাচ্ছেন এই দর ৩০ টাকার বেশি হবে। কারও যদি এভাবে ভেতরের খবর বা মূল্য সংবেদনশীল তথ্য জানার সুযোগ থাকে, আর তিনি যদি এই কোম্পানির শেয়ার কেনেন বা অন্যকে কিনতে পরামর্শ দেন, তাহলে তাকে ইনসাইডার ট্রেডিং বলে, যা আইনত অপরাধ। বাংলাদেশ সিকিউরিটিজ আইনেই তা দণ্ডনীয় অপরাধ।

এখন যদি বিনিয়োগকারীরা দলে দলে সিলভা ফার্মার শেয়ার কিনতে থাকেন, তাহলে এক বছর লাগবে না, অল্প কয়েক দিনেই এর দর ৩০ টাকা ছাড়িয়ে যাবে। এভাবে দর বাড়ানোকে শেয়ারবাজারের ভাষায় কারসাজি বলে। এটাও অপরাধ।

সুতরাং দেখা যাচ্ছে, ছাগল–কাণ্ড থেকে এখন বিষয়টি শেয়ারবাজার–কাণ্ডে রূপ নিয়েছে।

আমার কিন্তু মনে হয় পুরো ঘটনার পেছনে অন্য কোন ঘটনা, যা আমাদের সামনে আসছে না ⚠️

শেয়ারবাজারে ১ কোটি টাকায় ১৪ কোটি টাকা মুনাফা ছাগলকাণ্ডের মতিউরের 💫
21/06/2024

শেয়ারবাজারে ১ কোটি টাকায় ১৪ কোটি টাকা মুনাফা ছাগলকাণ্ডের মতিউরের 💫

ছাগলকাণ্ডে নতুনভাবে আলোচনায় আসা কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান পুঁজিবাজারের একজন ‘দক্ষ বিনিয়োগকারী’। এই বাজার ....

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Tama Mandal, Biplob Adhikary, Rupa Barma...
17/06/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Tama Mandal, Biplob Adhikary, Rupa Barman, Abir Chakra Borty Nayan, Jharna Majumdar, Tithi Shil, Mukta Howlader, Tumpa Das, মাধবী ভৌমিক, Mira Biswas Nupur, Sonchita Das, Brinda Devi Brinda Devi, Momotosh Chowdhury Pintu, Joyanty Halder, আদ্রিকা চৌহান, Joly Rani Das, Lipe Dey

স্বধর্ম_ত্যাগ_করলে_কি_হয়❓শ্রীমদ্ভাগবতে ২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো ``অসিপত্রবন``যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ ...
17/06/2024

স্বধর্ম_ত্যাগ_করলে_কি_হয়❓

শ্রীমদ্ভাগবতে ২৮ টি নরকের মধ্যে অন্যতম ভয়ংকরী নরক হলো ``অসিপত্রবন``যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মে বা পরের ধর্ম গ্রহণ করেন তাহারা মৃত্যুর পর এই নরকে পতিত হয়। যমদূত গণ অতি গরম তাপের কীটের জ্বলে তাকে ফেলিয়া তার দেহ কষাঘাত করতে থাকে ।।

তখন সেই যন্ত্রনা সহ্য করতে না পেরে ছুটাছুটি করতে থাকে, তখন অতি ধারালো তালবনের অসিপত্র দ্বারা তার দেহ কেটে ছিন্নবিছিন্ন হয়ে যায়, তখন সে চিৎকার করে বলে আমি হত হলাম, আমাকে ছেড়ে দাও, বরং যমদূতগণ না ছেড়ে অবিরাম অসহ্য যন্ত্রনা দিতে থাকে।।

এইভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ংকরী নরকে কষ্ট ভোগ করে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন.....

শ্রেয়ান স্বধর্মো বিগুনোঃ পরা ধর্মা স্বনুষ্ঠিতাৎ।
স্বধর্মে নিধনং শ্রেয়ং পরো ধর্মো ভয়াবহ।।
শ্রীমদ্ভগবদগীতা(৩/৩৫)

অর্থাৎঃ- স্বধর্মে যদি দোষ থাকে পরো ধর্ম হতে তাও ভালো, স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক।

বর্তমানে কিছু ছেলে মেয়েরা লোভে সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করে, কিন্তু তারা ভাবেনা যে কি অন্যায় করছে।

🙏🙏🙏 হরে কৃষ্ণ 🙏🙏🙏

Address

শাঁখারি বাজার
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when শাঁখারি বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শাঁখারি বাজার:

Videos

Share