01/09/2024
কারও থেকে ৫০০ টাকা ধার নিলে আমার অস্থির লাগে কবে সেই ধার ফেরত দিতে পারব!
কেউ যদি সেই ৫০০ টাকা মাফও করে দেয় সেটা আমার মাথায় থাকে, যাতে সেই সমপরিমাণ কিছু তাকে আমি ভবিষ্যতে ফেরত দিতে পারি।
আমি জানিনা তারা কারা? যারা হাজার হাজার টাকা মেরে, অন্যের হক মেরে তারা ঘুমায়, খায় আবার দিব্যি আরামে থাকে তা কেমনে করে আমি মাঝে মাঝেই বুঝে পাইনা।
মানুষের মত দেখতে কিন্তু মনুষত্ব্যের অভাবে ভোগা মানুষগুলোর কথা ভেবে আমি নিজেই ডিপ্রেশনে চলে যাই🙃🙃