MD.Imtiaj Ahamed

MD.Imtiaj Ahamed �Brand Promoter.
�Content Creator.
�Professional Editor.
�Content Writer.

ইনশাআল্লাহ,আগামীকাল দুপুর ০২ঃ০০ ঘটিকায় আলিফ>লাম>মিম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর উদ্যোগে কানকিরহাট চৌরাস্তায় নোয়াখালী সর...
25/09/2022

ইনশাআল্লাহ,আগামীকাল দুপুর ০২ঃ০০ ঘটিকায় আলিফ>লাম>মিম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর উদ্যোগে কানকিরহাট চৌরাস্তায় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাএী তাসনিয়া হোসেন অদিতা এর ধর্ষন ও পরিকল্পিত হত্যাকান্ড এর সুঠ্য বিচার ও ধর্ষক এর ফাসির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হলো।
তারিখঃ ২৫ শে সেপ্টেম্বর,২০২২
বারঃ রবিবার
সময়ঃ দুপুর ২ টায়
স্হানঃ কানকির হাট বাজার
[বিঃদ্রঃ সবাই যার যার অবস্থান থেকে দলমত নির্বিশেষে বিক্ষোভ সমাবেশ এ অংশগ্রহন করার জন্য অনুরোধ করা হলো]
Alif_Lam_mim voluntary social organisations
আলিফ_লাম_মীম ব্লাড ব্যাংক⛑️🩸

নোয়াখালী আইনজীবী সমিতির সকল আইনজীবী কে আহ্বান জানাই,নৈতিক অবস্হান থেকে বলছি অদিতির নৃশংস্য হত্যা মামলায় আসামীর পক্ষে দয়...
23/09/2022

নোয়াখালী আইনজীবী সমিতির সকল আইনজীবী কে আহ্বান জানাই,নৈতিক অবস্হান থেকে বলছি অদিতির নৃশংস্য হত্যা মামলায় আসামীর পক্ষে দয়া করে কোন আইনজীবী দাঁড়াবেন না _🙏

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি _"সমাজ/দেশ এর এইসকল অনৈতিক/অশালীন/নিকৃষ্ট  কর্মকান্ড রুখতে সর্বদা প্রস্তুত থাকবে আমাদের...
23/09/2022

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি _"
সমাজ/দেশ এর এইসকল অনৈতিক/অশালীন/নিকৃষ্ট কর্মকান্ড রুখতে সর্বদা প্রস্তুত থাকবে আমাদের সংগঠন।

_[মানবতার ফেরিওয়ালা]"🤍
21/09/2022

_[মানবতার ফেরিওয়ালা]"🤍

আমরা জানি মানুষ ভেদে রক্তের গ্রুপের পার্থক্য হয়। সাধারণত A+   A-   B+   B-   AB+   AB-   O+   O- গ্রুপের রক্ত থাকে । এর...
15/09/2022

আমরা জানি মানুষ ভেদে রক্তের গ্রুপের পার্থক্য হয়। সাধারণত A+ A- B+ B- AB+ AB- O+ O- গ্রুপের রক্ত থাকে । এর মধ্যে পৃথিবী তে সবচেয়ে O+ গ্রুপের মানুষের সংখ্যা বেশী। নিচে এশিয়ান দের রক্তের গ্রুপের শতকরা হার দেয়া হল

O+ =39%

O- =1%

A+=27%

A- =0.5%

B+ =25%

B- =0.4%

AB+ =7%

AB- = 0.1%

Alif_Lam_mim voluntary social organisations
আলিফ>লাম>মিম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন
আলিফ_লাম_মীম ব্লাড ব্যাংক⛑️🩸

আসুন জেনে নেই কে কাকে কখন রক্ত দিতে পারবেন_?
15/09/2022

আসুন জেনে নেই কে কাকে কখন রক্ত দিতে পারবেন_?

আসুন জেনে নেই কে কাকে কখন রক্ত দিতে পারবেন_?

রক্ত এক ধরনের যোজক কলা।রক্ত প্রধানত অস্থি মজ্জায় উৎপন্ন হয়। একজন পুর্ন বয়স্ক সুস্থ মানুষের দেহে গড়ে ৫ থেকে ৬ লিটার
রক্ত থাকে। রক্তের প্রধান দুটি উপাদান থাকে -

১) রক্ত রস বা প্লাজমা- রক্তের হাল্কা হলুদ বর্নের তরল পদার্থ কে প্লাজমা বলা হয়।প্লাজমা তে রক্ত কনিকা ভাসমান থাকে রক্ত রস বা
প্লাজমাতে শতকরা ৯২ ভাগ পানি থাকে।এছাড়াও থাকে গ্লুকোজ, অ্যামাইনো এসিড, ফ্যাটি এসিড, গ্লিসারল, খনিজ লবন, হরমোন,
ভিটামিন, ইউরিয়া, এন্টিবডি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ও অন্যান্য বর্জ।
২)রক্ত কণিকা- রক্ত কণিকা রক্ত রসের মধ্যে ছড়ানো থাকে। রক্তে শতকরা ৪৫ ভাগ রক্ত কণিকা থাকে। আমাদের রক্তে তিন ধরনের
রক্ত কণিকা রয়েছে- লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কনিকা ও অণুচক্রিকা।
রক্তের কাজ -
*রক্ত সারা দেহের পানি ও তাপের সমতা রক্ষা করে।
*লোহিত রক্ত কনিকা হিমোগ্লোবিনের সাহায্যে ফুস ফুস থেকে কোষে অক্সিজেন পরিবহন করে।
*শ্বেত রক্ত কণিকা রোগ জীবাণু ধ্বংস করে আমাদের দেহ কে সুস্থ রাখে।
* দেহের কোন স্থানে কেটে গেলে অণুচক্রিকা রক্ত জমাট বাধতে সাহায্য করে ফলে ক্ষত স্থান থেকে রক্তপাত বন্ধ হয়।
* রক্ত রসের মাধ্যমে গ্লুকোজ, অ্যামাইনো এসিড,কার্বন ডাইঅক্সাইড, ইত্যাদি দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়।
রক্তের গ্রুপ-
আমরা জানি মানুষ ভেদে রক্তের গ্রুপের পার্থক্য হয়। সাধারণত A+, A-, B+, B-, AB+, AB-, O+, O- গ্রুপের রক্ত থাকে । এর মধ্যে পৃথিবী তে সবচেয়ে O+ গ্রুপের মানুষের সংখ্যা বেশী। নিচে এশিয়ান দের রক্তের গ্রুপের শতকরা হার দেয়া হল

O+ =39%
O- =1%
A+=27%
A- =0.5%
B+ =25%
B- =0.4%
AB+ =7%
AB- = 0.1%

কে রক্ত দিতে পারবে- প্রাপ্ত বয়স্ক যেকোন সুস্থ মানুষ অন্যকে রক্ত দিতে পারে।
রক্ত দেয়ার জন্য উপযুক্ত- মহিলা ও পুরুষ যাদের বয়স ১৮- ৪৫ বছর। পুরুষদের ক্ষেত্রে অবশ্যই ৪৭ কেজি বা তার উর্ধে হতে হবে
এবং মহিলা দের ক্ষেত্রে ৪৫ কেজি বা তার উর্ধে হতে হবে।
যারা রক্ত দিবেন না- যাদের ৩ বছরের মধ্যে জন্ডিস হয়েছে, যাদের রক্ত বাহিত জটিল রোগ রয়েছে। ৪মাসের মধ্যে যারা রক্ত দিয়েছে।
যারা ৬ মাসের মধ্যে বড় কোন অস্ত্রোপাচার করিয়েছেন। মহিলাদের ক্ষেত্রে যারা গর্ভবতী অথবা যাদের মাসিক বা ঋতু স্রাব চলছে।
রক্ত দানের সাধারন তথ্য - ১) এক ব্যাগ রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না। ২) রক্ত দানের ৫- ২১ দিনের মধ্যে ঘাটতি পূরণ হয়ে
যায়। ৩) রক্ত দিলে হাড়ের বোনম্যারোতে নতুন রক্ত কণিকা তৈরিতে উদ্দীপনা আসে।৪) রক্ত দানের পর প্রয়োজন মত পানি খেয়ে নিলে
জলীয় অংশের ঘাটতি পূরণ হয়।
রক্ত দানে সাবধানতা-
১) ব্যবহৃত সূচ সিরিঞ্জ জীবাণু মুক্ত কি না জেনে নিন।
২) খালি পেটে রক্ত দিবেন না।
৩) রক্ত দানের পুর্বে প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন।
৪) পরিচিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে রক্ত দিন।

নিচের সারণী থেকে আমরা সহজেই দেখে নিতে পারি কে কাকে রক্ত দিতে পারে বা কে কার কাছ থেকে রক্ত নিতে পারে-
রক্তের গ্রুপ
যাদের দিতে পারবে
যাদের কাছ থেকে নিতে পারবেন।
এই সারণী থেকে আমরা দেখতে পাই O নেগেটিভ হল সর্বজন দাতা এবং AB পজেটিভ হল সর্বজন গ্রহীতা।

স্বেচ্ছায় রক্ত দিন _🩸🩸
Alif_Lam_mim voluntary social organisations
আলিফ>লাম>মিম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন
আলিফ_লাম_মীম ব্লাড ব্যাংক⛑️🩸

সবাই সচেতন থাকুন এই ভাইরাস থেকে _"🤧❤️
13/09/2022

সবাই সচেতন থাকুন এই ভাইরাস থেকে _"🤧❤️

রক্ত দান নিয়ে কিছু কথা নিয়ে আমাদের আজকের লেখা _🌼রক্তদান হলো একটি খুব মহৎ কাজ । সবাই এই মহৎ কাজে অংশ নিতে পারে না । যারা...
08/09/2022

রক্ত দান নিয়ে কিছু কথা নিয়ে আমাদের আজকের লেখা _🌼

রক্তদান হলো একটি খুব মহৎ কাজ । সবাই এই মহৎ কাজে অংশ নিতে পারে না । যারা রক্তদান করে, তাঁরা অনেক বড় মনের অধিকারী হয়ে থাকে । তবে কেউ কেউ ইচ্ছা থাকা সত্তেও রক্ত দিতে পারে না কিন্তু বাধ্য বাদকতার কারণে । তো যাহোক আসুন তাহলে দেখে নেয়া যাক সেই কথা গুলো :

১. রক্ত দান করলে আপনার কোনো ক্ষতি হয় না, বরং আপনার দান করা রক্তে একজন মানুষের জীবন বাঁচতে পারে।

২. আপনার সামান্য কয়েক ফোঁটা রক্ত, কোনো এক মানুষের জীবনে এক আনন্দের সমুদ্র তৈরি করতে পারে।

৩. এই পৃথিবীতে যত রকম দান আছে, তার মধ্যে সবচেয়ে সেরা আর পবিত্র দান হচ্ছে রক্তদান। কারণ জীবন রক্ষার চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না।

৪. মানুষ খুব স্বল্প সময়ের জন্য পৃথিবীতে আসে। এই অল্প সময়ে ভালো কাজ করার সুযোগ খুব কমই আসে। আর কোনো একজন মানুষকে রক্ত দিয়ে বাঁচানোর মতো মহৎ কাজ আর হয় না। তাই রক্ত দানের সুযোগ কখনো হেলায় হারাবেন না৷

Read More শ্রদ্ধা নিয়ে কিছু কথাঃ
৫. প্রত্যেক মানুষের দ্বারা সকল কাজ সম্ভব হয় না। এমন হতে পারে যে আপনার অনেক বড় বড় মহৎ কাজের ইচ্ছে আছে, কিন্তু আপনার সামর্থ্য নেই। কিন্তু একটি কাজ যা আমরা সকলেই করতে পারি, আর সেটা হলো রক্তদান।

রক্ত দান নিয়ে কিছু কথা :
৬. রক্ত দান করার আরেকটি উদ্দেশ্য হলো অন্যদেরকেও রক্ত দানে উৎসাহিত করা। কে জানে আগামীকাল আপনার জন্যই রক্ত সংগ্রহ করতে হবে কি না! তখন যেন দাতা আপনার পাশেই উপস্হিত থাকে।রক্তদান নিয়ে উক্তি স্ট্যাটাস পোস্ট
৭. রক্তদান করুন। যদি পরকালে আপনার কাছে হিসাব চাওয়া হয় যে আপনি মানুষের কি সেবা করেছেন! তখন যেন বুক ফুলিয়ে বলতে পারেন, রক্ত দিয়ে আপনি অন্যের জীবন বাঁচিয়েছেন।

৮. মানুষের মধ্যে সেই হলো সর্বশ্রেষ্ঠ, যে অন্য মানুষকে সাহায্য, সহযোগিতা করে থাকে। আর রক্ত দান করার মতো সাহায্য আর কিছু হয় না। তাই নিয়মিত রক্ত দান করুন।

৯. আপনি কখনোই পৃথিবীতে একটি বর্জ্য পদার্থ নন। মনে রাখবেন, আপনার দেহের কয়েকটা রক্তের ফোঁটাও একজন মানুষের জীবন বাঁচাতে পারে।

১০. আপনাকে যদি ঈশ্বর একটি ভালো স্বাস্থ্য দিয়ে থাকেন, তবে নিশ্চিত করুন যারা আপনার মতো এতোটা ভাগ্যবান নয় তারা যেন আপনার একটু সাহায্য পায়। এটা আপনার দ্বায়িত্ব। তাই, রক্ত দান করুন।

Read More সচেতনতা নিয়ে কিছু কথাঃ
১১. আপনার দান করা রক্তে একজন মূমুর্ষূ রোগীকে আরো একবার বাঁচার সুযোগ করে দেয়। কোনো একদিন সেই রোগীটি হতে পারে আপনারই মা, বাবা, বন্ধু কিংবা কোনো কাছের মানুষ।

১২. আপনি যদি একজন রক্ত দাতা হয়ে থাকেন, তবে মনে রাখবেন কোনো একজন মানুষ বা তার পরিবারের কাছে আপনি হিরো। যাকে আপনি জীবনের মতো একটি সুন্দর উপহার প্রদান করেছেন।

Alif_Lam_mim voluntary social organisations
আলিফ>লাম>মিম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন
আলিফ_লাম_মীম ব্লাড ব্যাংক⛑️🩸

আজ সেই ৬ সেপ্টেম্বর _"😐সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল।তার প্রকৃ...
06/09/2022

আজ সেই ৬ সেপ্টেম্বর _"😐

সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল।তার প্রকৃত নাম ''চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন।১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়।একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন।তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।

সালমান শাহ (১৯ সেপ্টেম্বর ১৯৭১ - ৬ সেপ্টেম্বর ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল। তার প্রকৃত নাম ''চৌধুরী মোহ...

Address

Senbag
Dhaka
SENBAG

Telephone

+8801612939416

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD.Imtiaj Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD.Imtiaj Ahamed:

Share


Other Digital creator in Dhaka

Show All