Alor Sondhane M

Alor Sondhane M শেষ রাতের ঘুম যেমন মানুষের কাছে বেশি প্রিয়। তেমনি শেষ রাতের ইবাদাত ও আল্লাহর কাছে বেশি প্রিয় ।
(2)

এ জেন এক রাজকীয় বিদায়ী, "নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।" [সূরা আনফাল : ৩০ এবং আল ইমরান ৫৪ ]আল্লাহ তায়ালা অ্য...
27/11/2024

এ জেন এক রাজকীয় বিদায়ী,
"নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।" [সূরা আনফাল : ৩০ এবং আল ইমরান ৫৪ ]
আল্লাহ তায়ালা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমীন 🤲🤲🤲

হঠাৎ কাশ্মিরী রুমালের উপরে চলছে ঝড় তুফান আপনি কি অরজিনাল কাশ্মিরী রুমাল খুঁজছেন? তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন । #কাশ্...
16/11/2024

হঠাৎ কাশ্মিরী রুমালের উপরে চলছে ঝড় তুফান
আপনি কি অরজিনাল কাশ্মিরী রুমাল খুঁজছেন? তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ।
#কাশ্মিরী_রুমাল_কাশ্মরী _রুমাল

শীত আসার আগে আগে হিউজ পরিমাণ চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ গত বছরও চাহিদার শীর্ষে ছিল কাশ্মীরী রুমাল।
তাই এই বছর শীত আসতে না আসতেই নিয়ে চলে এলাম আপনাদের পছন্দের কাশ্মীরী রুমাল গুলো।

অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরী রুমাল৷
শীতের আগে থেকেই অনেক সাড়া পাচ্ছি, যা অকল্পনীয়।

🔴 সাইজ:- স্কয়ার (৫০"/৫০" ইঞ্চি)
🔴 স্কয়ার (৫২"/৫২" ইঞ্চি)

স্টক শেষ হওয়ার আগেই কিনে ফেলুন।

🔴 সারা বাংলাদেশের যে কোন যায়গায় হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি তে পাঠানোর ব্যবস্থা আছে।

🔴🔴

13/11/2024

মসজিদে নববীতে রাসূল (স.) খেজুরগাছের ডালে শুয়ে আছেন। এমন সময় ওমর (রা.) আসায় তিনি উঠে দাঁড়ালেন। হযরত ওমর দেখলেন রাসুলের পিঠে দাগ পড়ে গেছে। এতে ওমর (রা.) কান্না শুরু করে দিলেন।

রাসূল (স.) কান্নার কারণ জানতে চাইলে, ওমর (রা) বলেন- হে আল্লাহর রাসূল! কিসরা ও কায়সারের রাজারা কত আরাম-আয়েশে জীবনযাপন করেন। অথচ আপনি আল্লাহর রাসূল। পুরো দুনিয়ার নেতা। আপনি এভাবে জীবন কাটাচ্ছেন?

প্রিয় নবী হাসিমুখে জবাব দেন- হে ওমর "তুমি কি এটা ভেবে খুশি নও- তারা দুনিয়াতে উপভোগ করুক আর আমরা আখিরাতে? (বুখারি-৪৩৫)

শহরের জিবন থেকে গ্রামের জিবন সবচেয়ে সুন্দর!
09/11/2024

শহরের জিবন থেকে গ্রামের জিবন সবচেয়ে সুন্দর!

Absolutely Right 👍🏻
03/11/2024

Absolutely Right 👍🏻

সুবাহানাল্লাহ্ ❤️🥀
31/10/2024

সুবাহানাল্লাহ্ ❤️🥀

With Sultana jahan – I just got recognized as one of their top fans! 🎉
26/10/2024

With Sultana jahan – I just got recognized as one of their top fans! 🎉

চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারেনা।পারিবারিক ভাবে পেয়ে আসা বিষয় গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রে...
23/10/2024

চিন্তা ভাবনা ছোট যার, টাকা থাকলেও সে আর বড় হতে পারেনা।
পারিবারিক ভাবে পেয়ে আসা বিষয় গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রেই ছাপ রেখে যায়।

মানুষের লাইফ স্টাইল কেমন হবে, সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরে নির্ভরশীল। ছোটবেলায় যে পরিবেশে মানুষ বড় হয়, সেটা তার ভেতরে পাকাপাকিভাবে একটা ছাপ রেখে যায়।

আমি এমন অনেক ফ্যামিলি দেখেছি, যাদের উপার্জন মাসে ২/৩ লক্ষ টাকা, কিন্ত থাকেন একেবারে ঘুপচি বাসায়। ভালো একটা বাসায় থাকা উনাদের কাছে অপচয়, ভালো একটা বাসায় থাকলে যে মন-মানসিকতা ভালো থাকে- এইটা উনারা মানবেন না।
(আবার ঋণের টাকায় ইন্ডিয়া-নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল কত জনকেও দেখেছি)

আবার এমন অনেক ফ্যামিলি আছে, যারা নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন। তাদের ঘরদোর বলেন আর লাইফস্টাইল, সবকিছুই খুব টিপটপ। (উনাদের আমার খুব ভালো লাগে)

এক বিশাল বড় সরকারি চাকুরের স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে ভাজতে। তাতে নাকি দুইটা ডিমেই সবার নাস্তা হয়ে যায়! জীবনে কোনদিন যাকাত- ফিতরা পর্যন্ত দেন না। কাপড় কাচার সাবান দুই ভাগ করে কেটে ইউজ করেন, বুয়ারা নাকি বেশি ডলে ফেলে!

আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজের মেয়েদের জন্য এক লিটার করে দুধ কিনে নিয়ে আসে। আমার বাসায় বসে জ্বাল করে, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায়। ওর দুই মেয়ে ঠান্ডা দুধ খেতে পছন্দ করে। কোনদিন আবার আমার থেকে মোল্ড নিয়ে আইস্ক্রিম বসায়। নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকদিনের পা-গিলা জমিয়ে আমার কুকুরদের রান্নায় দিয়ে দেয়...

স্বপ্না ঢাকায় হয়তো গৃহকর্মী, কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা, সেইটা তার লাইফস্টাইলেই বোঝা যায়। ওরা কোন বস্তিতেও থাকে না। আরো দুইটা পরিবারের সাথে মিলে কলাবাগান ফার্স্ট লেনে ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকে ৩০ হাজার টাকা দিয়ে। ৩ ফ্যামিলির ৩ রুম! জিজ্ঞেস করলে হেসে বলে- "মেয়েটেয়ে মানুষ করতে গেলে ভালো জাইগায় থাকা লাগে আপা!"

লোকে ঠিকই বলে-
টাকা থাকলেই রুচি থাকে না।
টাকা থাকলেই সুখ থাকে না।
এবং, ব্যবহারে বংশের পরিচয়।

আমার নানী বলতেন- "ভালোমন্দ খাইতে আত্মা লাগে। অন্যের পাতে ভাত বাড়তে গুর্দা লাগে!"

ভদ্রমহিলা মনে হয় ঠিকই বলতেন!

©
টাকা থাকলেই রুচি এবং ভদ্রতা থাকে না।

কালেমার দাওয়াত দিয়ে গেলাম.!لا إله إلا الله محمد رسول اللّه"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"(সা:)🌺"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮...
21/10/2024

কালেমার দাওয়াত দিয়ে গেলাম.!
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"(সা:)
🌺"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌺
༆❤️༄☆:লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাশারীকালাহু লাহুল মুলুক ওলাহুল হামদ ওহুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বদির ༆❤️༄☆
꧁༆🌺༄🖤☆❤️: হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াকালতু ওয়াহুয়া রাব্বুল আরশিল আজিম ༆🌺༄🖤☆❤️꧂
১. “সুবহানাল্লাহ”(سبحان الله⁦)
২.“আলহামদুলিল্লাহ”(الحمد لله)
৩.“লা ইলাহা ইল্লাল্লাহ”(لأ إله إلا الله)
৪.“আল্লাহু আকবার”(الله اكبر)
৫.“আস্তাগফিরুল্লাহ”(استغفر الله)
৬.“আল্লাহুম্মাগফিরলি”(اللهم اغفر لي)
৭.“ইয়া রব্বিগফিরলি”(يا رب اغفر لي)
৮.“আল্লাহুম্মা আজিরনি মিনান-নার”(اللهم اجرني من النار)
৯.“সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম”(صلى الله عليه وسلم)
১০.“লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ”(لا هول ولا قوه الا بالله)
১১.“লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনায জোয়ালিমিন”(لأ إله إلا أنت سبحانك إني كنت من الظالمين)
১২.“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)
১৩.সুবনাল্লাহি অবিহামদিহি সুবহানাল্লাহিল আজীম 🤍🤍

পড়া শেষে আলহামদুলিল্লাহ্

21/10/2024

আল্লাহ্ ছারা আর কোন মাবুদ নাই
হযরত (মোহাম্মদ) (সো:)আল্লাহ্ তাআলার পেরিত রাসূল
لاَ إِلَهَ إِلاَّ اللهُ مُحَمَّدٌ رَسُوْلُ اللهِ

অনেক ক্লান্তি! যেন হাজার বছর ধরে দৌড়াচ্ছি কিন্তু কিছুই অর্জন করিনি!💔
16/10/2024

অনেক ক্লান্তি! যেন হাজার বছর ধরে দৌড়াচ্ছি কিন্তু কিছুই অর্জন করিনি!💔

__ ফজর কে জিজ্ঞেস করা হলো....সকালের বাতাস এতো নির্মল কেন...? __ ফজর উত্তর দেয়...সকালের বাতাসে কোন কাফেরের নিঃশ্বাস থাকে ...
08/10/2024

__ ফজর কে জিজ্ঞেস করা হলো....
সকালের বাতাস এতো নির্মল কেন...?

__ ফজর উত্তর দেয়...
সকালের বাতাসে কোন কাফেরের নিঃশ্বাস
থাকে না....।

ফজরের স্নিগ্ধ বাতাস মুমিনের
অন্তরে প্রশান্তি বয়ে আনে!

🤲 💞🤲 ~ আলহামদুলিল্লাহ ~ 🤲 💞🤲

কোন একদিন এ দেশের আকাশে,কালেমার পতাকা দুলবে৷ সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, ...
28/09/2024

কোন একদিন এ দেশের আকাশে,কালেমার পতাকা দুলবে৷ সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জু*লুম অবিচার। থাকবে না অনাচার দু*র্নীতি কদাচার,
সকলেই শান্তিতে থাকবে।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
09/09/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

সামান্য ঝগড়ায় স্বামী রেগে বললো " কি পারো তুমি?কোন কাজটা হয় তোমার দ্বারা? "স্ত্রী চুপচাপ,মুখে একটা কথা নেই,শান্ত দৃষ্টি।স...
06/09/2024

সামান্য ঝগড়ায় স্বামী রেগে বললো " কি পারো তুমি?কোন কাজটা হয় তোমার দ্বারা? "

স্ত্রী চুপচাপ,মুখে একটা কথা নেই,শান্ত দৃষ্টি।স্বামী আরো কিছুক্ষণ কথা শোনালো।

স্ত্রীর মুখ এখনো বিষণ্ণ।
স্বামীর বিকৃত চিৎকার " কিছু বললে চুপ করে থাকো কেন? কথার জবাব দাও? "

স্ত্রী মুচকি হেসে বললো " এখন রেগে আছো।কথা বললে ঝগড়া আরো বাড়বে।একটু পর রাগ কমলে নিজেই এসে ভাব জমাবে "

স্ত্রীর কথায় স্বামীর মুখ প্যাচার মতো বিকৃত হয়ে গেলো।খানিক্ষন যেতেই স্বামীর রাগ গলে জল হয়ে গেলো।স্ত্রীর আঁচলে নখ প্যাঁচাতে প্যাঁচাতে বললো

" তুমি আমার সাথে তর্ক কেন করো না? "

" মাকে দেখেছি,বাবা রেগে গেলে মা চুপ থাকতো "

" তাই বলে এতোটা চুপ থাকবে? একটু তর্ক তো করতেই পারো! "

" হৃদয়জয়ী আমি,তর্কজয়ী হয়ে কি করবো?তাছাড়া একটু আধটু শাসনে থাকতে ভালোই লাগে।তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য,ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই।নিজেকে সুরক্ষিত মনে হয়। "

গল্প --হৃদয়জয়ী

স্বামী রাগ করলে, বকাদিলে তর্ক করবেন না।
একটু ধৈর্য্য ধরুন, চুপচাপ থাকুন। জয় আপনারই হবে ইনশাআল্লাহ।

~Collected

Big shout out to my newest top fans! 💎 Mariyam IslamDrop a comment to welcome them to our community,
01/09/2024

Big shout out to my newest top fans! 💎 Mariyam Islam

Drop a comment to welcome them to our community,

র'ক্তে ভেজা জুলাই, আগস্ট ভাসছে পানিতে;বাংলাদেশ আমার ভালো নেই💔
22/08/2024

র'ক্তে ভেজা জুলাই, আগস্ট ভাসছে পানিতে;
বাংলাদেশ আমার ভালো নেই💔

17/08/2024

যদি ভালোভাবে বাঁচতে চান
তাহলে মনে রাখবেন
-সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে,
আর্শীবাদকে গণ্য করতে হবে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Alor Sondhane M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share