Sonar Bangladesh

Sonar Bangladesh With allah

Permanently closed.
29/02/2024



খাব্বাব (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, জাহেলী যুগে আমি ছিলাম একজন কর্মকার। আস ইবনু ওয়ায়েলের কাছে আমার কিছু দিরহাম পাওনা ছিল। আমি তাঁর কাছে তাগাদা করতে গেলাম। সে আমাকে বলল, যতক্ষণ না তুমি মুহাম্মাদকে অস্বীকার করছ ততক্ষণ আমি তোমার পাওনা পরিশোধ করব না। আমি বললাম, তা হতে পারে না। আল্লাহর কসম! যে পর্যন্ত না আল্লাহ তোমার মৃত্যু ঘটায় এবং তোমার পুনরুত্থান না হয় সে পর্যন্ত আমি মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে অস্বীকার করব না। সে বলল, ঠিক আছে, যতক্ষণ না আমার মৃত্যু হয় এবং পুনরুত্থান না হয় আমাকে অব্যাহতি দাও। তখন আমাকে মাল ও সন্তান দেয়া হবে এরপর তোমার পাওনা পরিশোধ করে দেব। এ প্রসঙ্গে এ আয়াত নাযিল হয় : “তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে অবশ্যই ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেয়া হবে” -(মারইয়াম: ৭৭)।

সহিহ বুখারী, হাদিস নং ২৪২৫
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ,

রসের গুড় কে না খেতে চাই,রসের পিঠা খেতে অসাধারণ।
31/12/2023

রসের গুড় কে না খেতে চাই,রসের পিঠা খেতে অসাধারণ।

নলেন গুড়ের পিঠা,খাইতে লাগে মিঠা। এই অতিপ্রাচীন প্রবাদ বাক্যটি লোকমুখে বারবার উচ্চারিত হয়েছে এর স্বাদ আর ঘ্রান এর জন্য। এজন্য অনেকে খেঁজুর গাছকে ‘মধুবৃক্ষ’ হিসেবেও নামকরন করেছেন। শীতের শুরুর দিকে প্রথমদিকে খেঁজুরের রস হয় অপেক্ষাকৃত পাতলা এবং অধিক মিষ্টি স্বাদ যুক্ত। তাই এই সময় নলেন গুড় তৈরির জন্য আদর্শ।

আলহামদুলিল্লাহ। আমরা ডিইউ মার্ট এবারও গুড় নিয়ে কাজ করছি।

বছরের শুরুতেই নলেন গুড় আসছে আমাদের হাতে।

তাই এখন ই আপনারা চাইলে প্রি-অর্ডার করতে পারেন এবং প্রি-অর্ডার করলেই পাচ্ছেন ১০% নিশ্চিত মুল্যছাড়।

বিঃদ্রঃ ডেলিভারি (১ নভেম্বর ২০২৩ - ১০ নভেম্বর ২০২৩) এর মধ্যে করা হবে।

30/12/2023
30/12/2023

🎞️ মুজিব : একটি জাতির রূপকার

প্রত্যাশার থেকে বেশি কিছুই দেখলাম । একজন আটাশি বছরের বৃদ্ধ পরিচালক বানিয়ে দেখালেন জাতির পিতার বায়োপিক। আর বঙ্গবন্ধুর চরিত্রের জন্যও বাছাই করেছেন তিনি এক নিখুঁতকে! শুভ, সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে আরিফিন শুভ’র অভিনয়। ক্যারিয়ারের সেরা বললেও ভুল হবেনা। বায়োপিকে অভিনয় করার মতো দক্ষতা সবার থাকেনা, তাও জাতির পিতার বায়োপিক। এতোটাও ভালো করবেন শুভ, এমন প্রত্যাশা আমার ছিলোনা। কঠিন এই পরীক্ষায় চরমভাবেই উতরে গেলেন শুভ!

সোহরাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ মুগ্ধ করেছে। তার চেহারায় যেন সোহরাওয়ার্দীকেই খুজে পেয়েছি আমি সিনেমায়। সোহরাওয়ার্দী আর বঙ্গবন্ধুর মধ্যকার গুরু শিষ্যের সম্পর্কটা শুরু থেকেই সিনেমার হাইলাইট ছিলো। মোশতাক চরিত্রে ফজলুর রহমান বাবু ভালো করেছেন, তবে পরিচালক আর একটু বড় পরিসরে দেখাতে পারতেন মোস্তাক চরিত্রটিকে। নুসরাত ইমরোজ তিশা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দুর্দান্ত করেছেন। বঙ্গমাতাকে, বঙ্গমাতার মতোন করেই দেখিয়েছেন পরিচালক। দীঘি মুগ্ধ করেছে। দীঘিকে নিয়ে এমন প্রত্যাশা ছিলোনা, আমাকে ভুল প্রমানই করলেন দীঘি। চঞ্চল চৌধুরীর অন্যান্য যেকোনো চরিত্রের থেকে এখানে খাপছাড়া লেগেছে কিছুটা, ঠিক তেমনি তাজউদ্দীন চরিত্রে রিয়াজও। তবে মাওলানা আব্দুল ভাসানী চরিত্রে রাইজুল ইসলাম আসাদ খুব ভালো করেছেন। শামসুল হক চরিত্রে সিয়ামকে কিছুটা খাপছাড়া লেগেছে। সিয়ামের চেহারার গ্লামারাস ভাবটা এখানেও ছিলো। শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়াকে ভালো লেগেছে। শেখ রেহানা চরিত্রে সাবিলা নূরের রোল কম সময়ের ছিলো। জিয়াউর রহমান চরিত্রে সেতুকে দুর্দান্ত লেগেছে, কিন্তু তার রোল খুব কম সময়ের ছিলো।

সিনেমায় অনেক কিছুই দেখিয়েছেন পরিচালক, আবার অনেক কিছুই দেখায়নি। অনেক চরিত্রের রোলও খুব কম সময়ের জন্য ছিলো, যেসব চরিত্র আর একটু বড় পরিসরে দেখানো যেত। কিন্তু ৩ ঘন্টার একটা সিনেমায় বাঙালির এত বড় সংগ্রাম ঐতিহ্য তুলে ধরা সম্ভব না, ওয়েব সিরিজ ব্যতীত!

সিনেমার সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে। তবে ভিএফএক্স এর কাজ আরও কিছুটা সময় নিয়ে করা যেত। সিনেমার শেষের কাহিনী সবারই জানা, তবুও ১৫ই আগস্টের এই নির্মম ইতিহাস সিনেমার পর্দায় দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিলাম। আর এতটা ইমোশনাল এটাচমেন্ট ঘটাতে পেরেছে শুধুমাত্র শান্তনু মৈত্র’র মিউজিকের জন্য। মুজিবের বায়োপিকে যদি নিখুঁত কোনো প্লট থাকে, তা হচ্ছে শান্তনু মৈত্রের মিউজিক!

বাঙালির ইতিহাস সবারই জানা, জানা মুজিবের ইতিহাসও। সিনেমার পর্দায় এই ইতিহাস নিয়ে এসেছে শ্যাম বেনেগাল। ভালো দিকও অনেক আছে এই বায়োপিকে, আবার অনেক ত্রুটিও আছে মুজিবের এই বায়োপিকে। তবে সামগ্রিক ভাবে মুজিব একটি ভালো বায়োপিক, ভালো সিনেমা !

30/12/2023

পাখির কাছে ফুলের কাছে
___আল মাহমুদ

নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল।
ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর
ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিলো ধরথর।
মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ,
পাথরঘাটার গিজেটা কি লাল পাথরের ঢেউ?
দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়
কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয়।

পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘির ঐ পাড়
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার।
আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল
বললো, এসো, আমরা সবাই না ঘুমানোর দল—
পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ
রক্তজবার ঝোঁপের কাছে কাব্য হবে আজ।
দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব
কাব্য হবে, কাব্য করে—জুড়লো কলরব।
কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই
পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।

30/12/2023

এইমাত্র আমার i phone 99+ pro max ছবিটি উঠালাম।ছবিটা কেমন হয়েছে সকলের মতামত চাচ্ছি

30/12/2023

আমার বাড়ি
_জসীমউদ্দীন

আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
শালি ধানের চিঁড়ে দেব,
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা,
গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে
শুয়ো আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি।
চাঁদমুখে তোর চাঁদের চুমো
মাখিয়ে দেব সুখে
তারা ফুলের মালা গাঁথি,
জড়িয়ে দেব বুকে।
গাই দোহনের শব্দ শুনি
জেগো সকাল বেলা,
সারাটা দিন তোমায় লয়ে
করব আমি খেলা।
আমার বাড়ি ডালিম গাছে
ডালিম ফুলের হাসি,
কাজলা দীঘির কাজল জলে
হাঁসগুলি যায় ভাসি।
আমার বাড়ি যাইও ভোমর,
এই বরাবর পথ,
মৌরী ফুলের গন্ধ শুঁকে
থামিও তব রথ।

Address

Jashore
Dhaka

Telephone

+8801767889168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonar Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonar Bangladesh:

Share