30/12/2023
🎞️ মুজিব : একটি জাতির রূপকার
প্রত্যাশার থেকে বেশি কিছুই দেখলাম । একজন আটাশি বছরের বৃদ্ধ পরিচালক বানিয়ে দেখালেন জাতির পিতার বায়োপিক। আর বঙ্গবন্ধুর চরিত্রের জন্যও বাছাই করেছেন তিনি এক নিখুঁতকে! শুভ, সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে আরিফিন শুভ’র অভিনয়। ক্যারিয়ারের সেরা বললেও ভুল হবেনা। বায়োপিকে অভিনয় করার মতো দক্ষতা সবার থাকেনা, তাও জাতির পিতার বায়োপিক। এতোটাও ভালো করবেন শুভ, এমন প্রত্যাশা আমার ছিলোনা। কঠিন এই পরীক্ষায় চরমভাবেই উতরে গেলেন শুভ!
সোহরাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ মুগ্ধ করেছে। তার চেহারায় যেন সোহরাওয়ার্দীকেই খুজে পেয়েছি আমি সিনেমায়। সোহরাওয়ার্দী আর বঙ্গবন্ধুর মধ্যকার গুরু শিষ্যের সম্পর্কটা শুরু থেকেই সিনেমার হাইলাইট ছিলো। মোশতাক চরিত্রে ফজলুর রহমান বাবু ভালো করেছেন, তবে পরিচালক আর একটু বড় পরিসরে দেখাতে পারতেন মোস্তাক চরিত্রটিকে। নুসরাত ইমরোজ তিশা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দুর্দান্ত করেছেন। বঙ্গমাতাকে, বঙ্গমাতার মতোন করেই দেখিয়েছেন পরিচালক। দীঘি মুগ্ধ করেছে। দীঘিকে নিয়ে এমন প্রত্যাশা ছিলোনা, আমাকে ভুল প্রমানই করলেন দীঘি। চঞ্চল চৌধুরীর অন্যান্য যেকোনো চরিত্রের থেকে এখানে খাপছাড়া লেগেছে কিছুটা, ঠিক তেমনি তাজউদ্দীন চরিত্রে রিয়াজও। তবে মাওলানা আব্দুল ভাসানী চরিত্রে রাইজুল ইসলাম আসাদ খুব ভালো করেছেন। শামসুল হক চরিত্রে সিয়ামকে কিছুটা খাপছাড়া লেগেছে। সিয়ামের চেহারার গ্লামারাস ভাবটা এখানেও ছিলো। শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়াকে ভালো লেগেছে। শেখ রেহানা চরিত্রে সাবিলা নূরের রোল কম সময়ের ছিলো। জিয়াউর রহমান চরিত্রে সেতুকে দুর্দান্ত লেগেছে, কিন্তু তার রোল খুব কম সময়ের ছিলো।
সিনেমায় অনেক কিছুই দেখিয়েছেন পরিচালক, আবার অনেক কিছুই দেখায়নি। অনেক চরিত্রের রোলও খুব কম সময়ের জন্য ছিলো, যেসব চরিত্র আর একটু বড় পরিসরে দেখানো যেত। কিন্তু ৩ ঘন্টার একটা সিনেমায় বাঙালির এত বড় সংগ্রাম ঐতিহ্য তুলে ধরা সম্ভব না, ওয়েব সিরিজ ব্যতীত!
সিনেমার সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে। তবে ভিএফএক্স এর কাজ আরও কিছুটা সময় নিয়ে করা যেত। সিনেমার শেষের কাহিনী সবারই জানা, তবুও ১৫ই আগস্টের এই নির্মম ইতিহাস সিনেমার পর্দায় দেখে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিলাম। আর এতটা ইমোশনাল এটাচমেন্ট ঘটাতে পেরেছে শুধুমাত্র শান্তনু মৈত্র’র মিউজিকের জন্য। মুজিবের বায়োপিকে যদি নিখুঁত কোনো প্লট থাকে, তা হচ্ছে শান্তনু মৈত্রের মিউজিক!
বাঙালির ইতিহাস সবারই জানা, জানা মুজিবের ইতিহাসও। সিনেমার পর্দায় এই ইতিহাস নিয়ে এসেছে শ্যাম বেনেগাল। ভালো দিকও অনেক আছে এই বায়োপিকে, আবার অনেক ত্রুটিও আছে মুজিবের এই বায়োপিকে। তবে সামগ্রিক ভাবে মুজিব একটি ভালো বায়োপিক, ভালো সিনেমা !