Mama problem

Mama problem হাসি পাগলদের আড্ডাখানা 😂
(1)

30/10/2024

Hello every one ♥️♥️♥️

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!
01/10/2024

🎉 Facebook recognised me as a consistent reels creator this week!

01/07/2024

পানিতে ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট, আবাদি জমি। বাড়ির চারপাশে পানি উঠায় চরম দুর্ভোগে তিস্তাপাড়ের মানুষ। আশঙ্কা সৃষ্টি হয়েছে স্বল্পমেয়াদি বন্যার।

01/07/2024

আফগানদের অব্যবহৃত লিথিয়াম খনিগুলোর মূল্য আনুমানিক এক ট্রিলিয়ন ডলার। সেই কারণে দেশটি ‘লিথিয়ামের সৌদি আরব’ হয়ে যাবে।

29/06/2024

সৌদি আরবে চলছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। প্রতিদিনই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহ, মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ।

28/06/2024

মুক্তির আগেই তাঁর বিগ বাজেটের সিনেমা ‘কল্কি 2898 এডি’ আয় করে নিয়েছে চারশো কোটি টাকা! যা নিয়ে হইচই পড়ে গিয়েছে সিনেপাড়ায়।

27/06/2024

সাপ বিলুপ্ত হয়ে গেলে কী হবে? কেমন হবে সাপ বিহীন প্রকৃতি? সাপ কীভাবে প্রাণ-প্রকৃতির উপকার করে যাচ্ছে?

26/06/2024

বাসা-বাড়িতে মিলছে রাসেলস ভাইপার। ইউনিয়ন কিংবা গ্রামেই নয়, শহরের মানুষের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার সাপের খবরে

23/06/2024

চলে গেলেন পবিত্র কাবার চাবি সংরক্ষক। তিনি ছিলেন হজরত উসমান ইবনে তালহার (রা) বংশধর কাবাঘরের ১০৯তম অভিভাবক ।

22/06/2024

ইসরায়েলের সঙ্গে সবধরনের বাণিজ্যের ওপর নি/ষে/ধা/জ্ঞা আরোপ করেও গোপনে পণ্য রপ্তানি চালু রেখেছে তুরস্ক।

22/06/2024

রুশ প্রেসিডেন্ট পুতিন পরপর দুটি প্রেসিডেন্সিয়াল গাড়ী উপহার দিয়ে জয় করে নিয়েছেন বন্ধু কিমের মন। পুতিনের বন্ধুত্বপূর্ণ আচরণ ও কিমের গাড়ি প্রীতি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে প্রতিবেদনে।

16/06/2024

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আমের ট্রেনে আনা হচ্ছে গরু-ছাগল!

15/06/2024

আয়নার মত স্বচ্ছ মোবাইল আসছে বাজারে। এইচএমডি গ্লোবাল প্রতিষ্ঠান সম্প্রতি বাজারে নিয়ে এসেছে আশ্চর্য দেখতে এই কাচের তৈরি ফোন।

14/06/2024

গরুটির ওজন এক হাজার ১০০ কেজি। দাম ৪৭ কোটি টাকারও বেশি। নিরাপত্তারা জন্য রয়েছে ক্যামেরা ও স শ স্ত্র নিরাপত্তারক্ষী।

13/06/2024

ইসরায়েলি পরিবারের সদস্যরা বিনামূল্যে হজ পালনের সুযোগ পাবেন। তাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা করেছে সৌদি প্রশাসন।

13/06/2024

কোকোকোলার একটি বিজ্ঞাপন দেশে ঝড় বইয়ে দিয়েছে। বিতর্কের জেরে চলছে যুক্তি পালটা যুক্তি। কোকাকোলা কি সত্যিই ইস-রায়ে-লের?

12/06/2024

যে মাহমুদুল্লাহ কে বাদ দেওয়ার জন্য এত তালবাহানা, সেই মাহমুদুল্লাহ রিয়াদ এখন বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভরসা।

11/06/2024

একটা সময় মাটির তৈরি বিস্কুট খেয়েও মানুষ তাদের পেট ভরাতো তবে, আফ্রিকার দরিদ্র দেশের মানুষেরা আজও জীবন বাঁচাতে মাটির বিস্কুটের উপরই নির্ভরশীল।

Address

Mirpur DOHS
Dhaka
1216

Telephone

+8801645764979

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mama problem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category