Amar Bangla

Amar Bangla This page is a legal requirement for Bangladesh Based Videos

28/10/2024

যেইখানে যাও না কেন নিজেদের ঐতিহ্য ধরে রাখতে হবে।

21/10/2024

সাত মিনিটে ক্লিয়ার।

20/10/2024

জুলাইয়ের সংগ্রা*মে আমরা ছিলাম আপনাদের সাথে।

জ্বালোরে জ্বালো আগু*ন জ্বালো,আগু*ন জ্বালো।
স্বৈরা*চারে গদিতে আগু*ন জ্বালো একসাথে।

এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় ছোট ভাই।

08/10/2024

অত্যা*চারী ও স্বৈরা*চারী শাসক কারুন ও তার সম্রাজ্য আমার রব মাটির নিচে ধসে দিয়ে সমুদ্র বানিয়ে দিয়েছিলেন।

কারুন লেক: মিসরের ফায়ুম শহরে ‘বুহাইরা কারুন’ তথা ‘কারুন হ্রদ’ নামে একটি স্থান রয়েছে। রাজধানী কায়রো থেকে দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এখন এটি কারুন লেক নামে টিকে আছে। যার আয়তন প্রায় ২০২ বর্গ কিলোমিটার বা ৭৮ বর্গ মাইল। জনশ্রুতি আছে, মুসা (আ.)-এর চাচাতো ভাই কারুনের নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে।

কারুনের এর প্রসাদ ও সাম্রাজ্য : মিসরের আল-ফায়ুম শহরে কারুন লেকের পারে ‘কাসরু কারুন’ নামে প্রসিদ্ধ একটি বিধ্ব*স্তপ্রায় তলিয়ে যাওয়া প্রাসাদ আছে, যা দেখে একজন পরিব্রাজকের হৃদয়ে আল্লাহর ওই বাণী গুঞ্জরিত হবে—‘কত জনপদকে আমি ধ্বং*স করেছি যার অধিবাসীরা নিজেদের ভোগ-সম্পদের জন্য গর্বিত ছিল। এগুলোই তো তাদের আবাস-নিবাস। তাদের পর এগুলোতে লোকজন সামান্যই বসবাস করেছে। আর আমিই চূড়ান্ত মালিকানার অধিকার।

কারুন যেভাবে ধ্বং*স ডেকে আনে : আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, একদিন কারুন একজন ব্যভি*চারী নারীকে এ শর্তে কিছু অর্থ দিল যে সে জনতার সামনে প্রকাশ্যে বলবে, হে মুসা, তুমি আমার সঙ্গে ব্যভি*চার করেছ! মুসা (আ.) আঁতকে উঠলেন এবং ওই নারীকে ডেকে পাঠালেন। ওই নারী ঘটনা অস্বীকার করে এবং কারুন তাকে অর্থের বিনিময়ে এরূপ মিথ্যা অপ*বাদে প্ররোচিত করেছে—এ কথা জানিয়ে দেয়। তখন মুসা (আ.) সিজদায় পড়ে কান্না করতে লাগলেন। আল্লাহ মুসার (আ.) কাছে এ মর্মে ওহি প্রেরণ করলেন যে ভূমিকে নির্দেশ মান্য করতে বলা হয়েছে। মুসা (আ.) বলেন, ’হে ভূমি, তাকে গ্রাস কোরো।’ এতে তার হাঁটু পর্যন্ত ধসে গেল। তিনি আবার বলেন, হে ভূমি, তাকে গ্রা*স কোরো!’ এতে তার কোমর পর্যন্ত প্রোথিত হয়ে গেল। এবার আবার বলেন, হে ভূমি, তাকে ধরো। তাতে তার বুক পর্যন্ত দেবে গেল। সে বাঁচার জন্য সাহায্য কামনা করল। মুসা (আ.) বলেন, হে ভূমি, তাকে ধরো। তারপর সে সম্পূর্ণ তলিয়ে গেল। (তাফসিরে তাবারি)

06/10/2024

আজ আবরার ফাহাদ শহী*দ দিবস ও ইয়োম কিপ*পুর যু*দ্ধের দিন।

24/09/2024

এমন বাংলাদেশ ই তো আমাদের প্রবাসী & রেমিটেন্স যো*দ্ধারা চায়। যেখানে তাদের লাগেজ ও ব্যাগ কেটে কেউ কিছু চু*রি করবে না, মালামাল হারাবেনা। গত ১৮ তারিখ সকালে মিশর থেকে আসার পর আমার ব্যাগ কোন লক ছিলো না তারপর কোন মিসিং নাই। এটাই শান্তি এটাই স্বাধীনতা।

16/09/2024

ইমাম শফি ( র ) কবর।

16/09/2024

আল–আজহার বিশ্ববিদ্যালয়

16/09/2024

হযরত হোসাইন রাঃ এর কবর মসজিদ ও পুরাতন আল আজাহার বিশ্ববিদ্যালয়।

28/08/2024

স্বেচ্ছাসেবীরা থেমে নেই,একদম গ্রামের গভীরে থেকে গভীরে গিয়ে হাদিয়া দিচ্ছেন ❤️

25/08/2024

এর নাম ভয়া*বহ বন্যা। নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না পরিস্থিতি কতটা খারাপ!এক কথায় ভু*তুড়ে।চারিদিকে শুধু পানি আর পানি |

22/08/2024

আলহামদুলিল্লাহ ফেনী শহরে চলে আসছি।

22/08/2024

বাংলাদেশ আর্মি যাচ্ছে উদ্ধার অভিযানে,আল্লাহ আমাদের শেষ ভরসা |

22/08/2024

গতকাল আমার নিজের বাড়ির অবস্থা, তবে রাতের নিউজ হলো ঘরে এক ফিট পানি ছিলো বৃদ্ধ বাবা মা ও বাসায় বাচ্চাদের কি অবস্থা কোন খবর নাই। অন্তঃসত্ত্বা ছোট বোনের বাড়ি ভারত সীমান্তে কোন খোঁজ নাই। হে রাবুল আলামিন সাবাইকে জীবিত রাখো সুস্থ রাখো। সবাই দোয়া করবেন।

30/05/2024

সুবহানাল্লাহ ❤️ হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফ ❤️ মসজিদে নববীতে ❤️ আমিন ❤️

21/05/2024

বাংলাদেশের মতো টিমরে নিয়ে এক লাইন বলে যান💔

ডেলিভারি ম্যানকে 70 টাকা চার্জ আসলে 100 টাকা দিন। ওরা কাজ করে খায় ভিক্ষা নয়। রেস্টুরেন্টে তো টিপস দেন। তাহলে ওদের কেন নয়...
10/06/2023

ডেলিভারি ম্যানকে 70 টাকা চার্জ আসলে 100 টাকা দিন। ওরা কাজ করে খায় ভিক্ষা নয়। রেস্টুরেন্টে তো টিপস দেন। তাহলে ওদের কেন নয় 😒

কালেক্টেড

06/01/2023

তিন দশকের মধ্যে অন্যতম খারাপ বছর যাবে ২০২৩

Address


Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Bangla:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

আমার বাংলা

সর্বদা সত্যের পথে...