Vimrul (ভিমরুল অফিসিয়াল ফ্যান পেজ)

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Vimrul (ভিমরুল অফিসিয়াল ফ্যান পেজ)

Vimrul (ভিমরুল অফিসিয়াল ফ্যান পেজ) ‘ভিমরুল’ দৈনিক আমার দেশের ফান ম্যাগাজিন দৈনিক আমার দেশের ফান ম্যাগাজিন ভিমরুল। প্রকাশিত হয় প্রতি বৃহস্পতিবার। এটি ভিমরুলের ফ্যান পেজ।

07/12/2024

আসছে...

যখন কেউ কিছু বলতো না তখনও ভিমরুল হুল ফোঁটাতো
25/10/2024

যখন কেউ কিছু বলতো না তখনও ভিমরুল হুল ফোঁটাতো

15/10/2024

অন্য প্রেসের সহায়তায় ডিসেম্বরে ফিরবে আমার দেশ পত্রিকা: মাহমুদুর রহমান

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে দৈনিক আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা।আজ মঙ্গলবার তেজগাঁওয়ে অবস্থিত ওই অফিস খুলে দ...
15/10/2024

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে দৈনিক আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা।

আজ মঙ্গলবার তেজগাঁওয়ে অবস্থিত ওই অফিস খুলে দেওয়ার পর বন্ধের দিনের পত্রিকা দেখে আবেগাপ্লুত হন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

এর আগে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছাপাখানার তালা ভাঙা হয়। পরে আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মাহমুদুর রহমান।

এ সময় মাহমুদুর রহমান বলেন, ‘১১ বছর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রত্যেকটা মেশিন খুলে নিয়ে গিয়েছিল। আমি জানি না এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।’

এ সময় আমার দেশ পত্রিকা চালু করতে সরকারের সহযোগিতা চান তিনি।
Picture courtesy: Md. Kabirul Islam.

12/10/2023

এই সিজনের পেঁপে, পেয়ারা আর ক্রিকেট ওয়ার্ল্ডকাপ- কোনটাতেই তেমন মজা পাই না, পাইনসা।

ভিমরুল ফান ম্যাগাজিনের লেখক পাঠক ইয়াছিন খন্দকার লোভা (ফেনী) আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ...
15/05/2023

ভিমরুল ফান ম্যাগাজিনের লেখক পাঠক ইয়াছিন খন্দকার লোভা (ফেনী) আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘ চার বছর ব্রেইন টিউমারের কারণে নানাবিধ জটিলতায় ভুগে অবশেষে তিনি চলে গেলেন।
তিনি ছিলেন খুবই অমায়িক, চুপচাপ ঘরানার একজন ভালো মানুষ। লেখালেখি করতে ভালোবাসতেন। ভিমরুলের নিয়মিত পাঠক যারা ছিলেন তারা সবাই তার লেখার সাথে কমবেশি পরিচিত। তিনি ছিলেন ভিমরুল ফ্যান ক্লাবের সর্বপ্রথম সদস্য। তার মা মারা যাবার পর তিনি খুব ভেঙ্গে পড়েছিলেন, তার বিভিন্ন লেখায় মাকে নিয়ে সেই কষ্ট তিনি প্রকাশ করতেন। অবশেষে তিনিও তার মায়ের সাথে দেখা করতে চলে গেলেন।
সবাই তার বিদেহী আত্নার মাগফেরাতের জন্য দোয়া করবেন।

Address

৪৪৬/সি-৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা
Dhaka
1208

Website

https://www.amardesh.co.uk/

Alerts

Be the first to know and let us send you an email when Vimrul (ভিমরুল অফিসিয়াল ফ্যান পেজ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies