25/05/2021
আগামি ২৬ মে, ১১ জ্যৈষ্ঠ, বুধবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ উপভোগ করবে বিশ্বের বিভিন্ন দেশ! গ্রহণ দেখা যাবে– আমেরিকা (উত্তর এবং দক্ষিণ), এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে। তবে বাংলাদেশসহ পূর্ব ভারতের দেশগুলোতে এই চন্দ্রগ্রহণকে আংশিক গ্রহণ আকারেই দেখা যাবে অর্থাৎ চাঁদের খুব সামান্য অংশ অন্ধকারে ঢাকা থাকবে।
🌗আকাশ পরিষ্কার থাকলে ২৬ মে সন্ধ্যায় আমাদের দেশ থেকে যে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তার স্থায়ীত্ব হবে খুব অল্প সময়।
🌔যেহেতু সেদিন পূর্ণিমার রাত হবে এবং চাঁদ উদয় হবে সন্ধ্যায়,কাজেই চন্দ্রগ্রহণ দেখতে হলে আপনাকে সন্ধ্যার দিকে অবশ্যই পূর্ব আকাশে দিগন্ত রেখা বরাবর নজর রাখতে হবে।
এক নজরে দেখে নেয়া যাক দেশের ৮টি বিভাগের কোথায় কখন আংশিক চন্দ্রগ্রহণ শুরু ও শেষ হবে তার সময়সূচিঃ
ঢাকাঃ গ্রহণ শুরু সন্ধ্যা ৬:৩৮ মিনিটে এবং গ্রহণ শেষ সন্ধ্যা ৭:৪৯ মিনিটে।
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৫১ মিনিটে।
ময়মনসিংহঃ গ্রহণ শুরু সন্ধ্যা ৬:৪০ মিনিটে এবং গ্রহণ শেষ সন্ধ্যা ৭:৪৯ মিনিটে।
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৪৩ মিনিটে।
চট্টগ্রামঃ গ্রহণ শুরু সন্ধ্যা ৬:৩০ মিনিটে এবং গ্রহণ শেষ সন্ধ্যা ৭:৪৯ মিনিটে।
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৩৩ মিনিটে।
সিলেটঃ গ্রহণ শুরু সন্ধ্যা ৬:৩৫ মিনিটে এবং গ্রহণ শেষ সন্ধ্যা ৭:৪৯ মিনিটে।
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৩৭ মিনিটে।
খুলনাঃ গ্রহণ শুরু সন্ধ্যা ৬:৪০ মিনিটে এবং গ্রহণ শেষ সন্ধ্যা ৭:৪৯ মিনিটে।
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৪৩ মিনিটে।
বরিশালঃ গ্রহণ শুরু সন্ধ্যা ৬:৩৭ মিনিটে এবং গ্রহণ শেষ সন্ধ্যা ৭:৪৯ মিনিটে।
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৩৯ মিনিটে
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৫০ মিনিটে।
রাজশাহীঃ গ্রহণ শুরু সন্ধ্যা ৬:৪৭ মিনিটে এবং গ্রহণ শেষ সন্ধ্যা ৭:৪৯ মিনিটে।
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৫০ মিনিটে।
রংপুরঃ গ্রহণ শুরু সন্ধ্যা ৬:৪৯ মিনিটে এবং গ্রহণ শেষ সন্ধ্যা ৭:৪৯ মিনিটে।
👀সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৬:৫১ মিনিটে।
👁️খালিচোখে চন্দ্রগ্রহণ দেখতে কোন নিষেধাজ্ঞা নেই। তাই আপনারা চাইলে নিজ নিজ বিভাগীয় জেলাসমূহের সময় অনুযায়ী সর্বোচ্চ গ্রহণ চলাালীন সময়ে যদি পূর্ব আকাশে লক্ষ্য রাখেন এবং আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আংশিক এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন ।