Jamalpuira Reacts

Jamalpuira Reacts Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamalpuira Reacts, Video Creator, Dhaka.

জামালপুইরা রিয়্যাক্টস এ আপনাদের স্বাগতম! 📚🎁💬 এই পেইজে আসুন আমার সাথে, আমি আপনাদের জন্য সুন্দর কিছু বইয়ের রিভিউ, অনবক্সিং ভিডিও, বর্তমান ঘটনা আলোচনা এবং ভ্লগের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে যুক্ত থাকবো।

বই নিয়ে আলোচনা আদর্শ হিন্দু হোটেললেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রানা ঘাটের বেচু চক্তির আদর্শ হিন্দু হোটেলে বামুনের কাজ ...
21/12/2023

বই নিয়ে আলোচনা

আদর্শ হিন্দু হোটেল
লেখকঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

রানা ঘাটের বেচু চক্তির আদর্শ হিন্দু হোটেলে বামুনের কাজ করেন উপন্যাসের নায়ক হাজারী ঠাকুর।লোকে তার রান্না খাওয়ার জন্যই এ হোটেলে আসেন, প্রশংসাও করেন মন ভরে।গ্রামের বাড়িতে মেয়েকে নিয়ে থাকেন তার স্ত্রী। অভাবী জীবনে হাজার অভাব আর প্রতিকূলতা থাকা সত্ত্বেও অসৎ হতে পারেন না, ঠকাতে পারেন না হাজারী ঠাকুর। স্বপ্ন দেখেন নিজের একটি হোটেল খোলার, যেটা প্রকৃতপক্ষেই হবে আদর্শ হিন্দু হোটেল।
কি নেই উপন্যাসটিতে, পদ্মঝির কুটিলতা, কুসুমের সরল বিশ্বাস সব ছাপিয়ে হাজারীর স্বপ্ন আর উদারতা।
"আদর্শ হিন্দু হোটেল" এমন এক উপন্যাস যেটা পড়লে মন খারাপ থাকলেও ভাল হয়ে যাবে।
উপন্যাসটি অনুপাণিত করবে পাঠককে।নিজের সৎ ইচ্ছা আর স্বপ্ন থাকলে কোন কিছুই সফলতার পথে বাধা হতে পারেনা।
পড়ার পরও পাঠকের মনে মিষ্টি এক রেশ থেকে যেতে বাধ্য।

সুন্দর কিছু মূহুর্তের সৃষ্টি করতে চলেই আসতে পারেন, এই সুন্দর জায়গাটিতে!
18/12/2023

সুন্দর কিছু মূহুর্তের সৃষ্টি করতে চলেই আসতে পারেন, এই সুন্দর জায়গাটিতে!

18/12/2023

গণিতের নাম শুনলে জ্বর আসে এমন শিক্ষার্থীর সংখ্যা কম নয়, অথচ গণিতে যারা পারদর্শী, তাদের কাছে শোনা যায় গণিত নাকি খুবই মজার বিষয়! যারা গনিতে পারদর্শী হতে ইচ্ছুক তাদের স্টার্টিং এর জন্য একটি মজার বই এর রিভিউ নিয়ে হাজির হয়েছি

বইটির রকমারি লিংক:

https://www.rokomari.com/book/221963/je-angke-koupokat-einstein

Make sure to follow The Project Queen :

The Project Queen Community Group :
https://www.facebook.com/groups/528795964809161

17/12/2023

বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। এই দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, আমরা কীভাবে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এই দিনটি আমাদেরকে দেশপ্রেম ও ঐক্যবদ্ধতার শিক্ষা দেয়।তাই তো বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করে এমন একটি বইয়ের রিভিউ নিয়ে হাজির হলাম!

In this video I talked about a book called " তুমিই বাংলাদেশ ” or " tumie Bangladesh " which is written by Rokib likhon .

তুমিই বাংলাদেশ | tumi Bangladesh
বই রিভিউ | book review
রকিব লিখন || Rokib likhon



রকমারি লিংক : https://www.rokomari.com/book/1

The Project Queen Community Group :
https://www.facebook.com/groups/528795964809161

15/12/2023

বইয়ের জগতে এমন কিছু বই থাকে যা আপনার চোখকে তার দিক থেকে সরাতেই দিবে না! তা আপনি বইপ্রেমী হোন বা না হোন তাতে পার্থক্য করবে না! আজ এমনি একটা কিউটের ডিব্বা বই নিয়ে আলোচনা করবো! এমন একটি মৌসুমে এমন একটা বই পেলে বইপ্রেমী এবং ননবুকলাভার দুইয়েরই অভিযোগ জানানোর কোনো সুযোগ দিবে না!

🌀 বইয়ের নাম ; প্রণয়নের অভিধান
🌀 বইয়ের ধরণ : কবিতা
🌀 প্রকাশনি ; দুয়ার প্রকাশনী
🌀মলাট মূল্য : ২০০ টাকা

শুভ জন্ম লগ্নে যদি নক্ষত্রের দোষ লাগে তখন কি হবে সেই মানব শিশুর? মা-বাবা পরিবার সমাজে কোন স্থানে তার ঠাই হবে বলে আপনার ম...
14/12/2023

শুভ জন্ম লগ্নে যদি নক্ষত্রের দোষ লাগে তখন কি হবে সেই মানব শিশুর? মা-বাবা পরিবার সমাজে কোন স্থানে তার ঠাই হবে বলে আপনার মনে হয়? জানতে চাইলে বইটি পড়তে পারেন!
“ খুব শীঘ্রই ই-বুকটি পেতে যাচ্ছেন আপনার মুঠোফোনে! ”

যেখানে মেঘ আসে

তুমি এমন মেয়ের প্রেমে প’ড়ো, যে কাপড়ের বদলে বই কিনে টাকা শেষ করে ফেলে। অতিরিক্ত বই রাখতে গিয়ে যার আলনার রাখার জায়গা ...
12/12/2023

তুমি এমন মেয়ের প্রেমে প’ড়ো, যে কাপড়ের বদলে বই কিনে টাকা শেষ করে ফেলে। অতিরিক্ত বই রাখতে গিয়ে যার আলনার রাখার জায়গা শেষ হয়ে যায়। এমন মেয়ের সাথে প্রেম ক’রো, যার কাছে সবসময়েই পড়তে-চাওয়া বইয়ের তালিকা থাকে, বারো বছর বয়স থেকেই যার একটা লাইব্রেরি কার্ড আছে।

ছবি: কালেক্টেড
অনুবাদ -SaMira MuSleh©

12/12/2023

২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। এর আগে ৩০টির বেশি জলদস্যু বাহিনী এবং প্রায় ৫০০ জন জলদস্যু ছিলো। এরা সবাই আত্নসমর্পণ করে। এই আত্নসমর্পণের সমঝোতাকারী হিসেবে ছিলেন মোহসীন উল হাকিম। বইটির বিস্তারিত ভিডিওতে রয়েছে....

বই : সুন্দরবনের জলদস্যুদের জীবনে ফেরার গল্প
লেখক: Mohsin ul Hakim

শৈশবে আদুভাই গল্পটা সকলের জন্যেই হৃদয়বিদায়ক ছিলো।ছবিটি দেখে মনে পড়ে গেলো পুরনো সেই স্মৃতি। গল্পটির কথা কার কার মনে আছে?ছ...
11/12/2023

শৈশবে আদুভাই গল্পটা সকলের জন্যেই হৃদয়বিদায়ক ছিলো।
ছবিটি দেখে মনে পড়ে গেলো পুরনো সেই স্মৃতি।
গল্পটির কথা কার কার মনে আছে?

ছবি:সংগৃহিত

আসুন মৌরি মরিয়মের লিখা একটা বই নিয়ে আলোচনা করি!  অনেকদিন আগে “ অভিমানিনী ” বইটি পড়া শেষ তা ২২ এর ঘটনা এটা নিয়ে একটা ভিডি...
11/12/2023

আসুন মৌরি মরিয়মের লিখা একটা বই নিয়ে আলোচনা করি!

অনেকদিন আগে “ অভিমানিনী ” বইটি পড়া শেষ তা ২২ এর ঘটনা এটা নিয়ে একটা ভিডিও আছে! বইটা হাইজ্যাক করেছিলাম আমার খালামনির কাছে থেকে! পড়লাম ভালো লেগেছিলো সে সময় কিন্তু পরে গিয়ে যখন লেখিকার আরো কিছু বই পড়লাম একটু হতাশ হয়ে গিয়েছিলাম!
⭕বইয়ের নাম : অভিমানিনী।

⭕জনরা : রোমান্টিক উপন্যাস।

⭕আমার মতামত : লেখিকার অন্যান্য বইয়ের তুলনায় এই বইটির লেখনী কাঁচা লেগেছে। কৈশোরে লেখা হয়েছে তাই হয়তো। প্লট খারাপ ছিল না তবে ডায়েরিতে এভাবে কেউ ডায়লগ সহ কাহিনি লেখে জানা ছিল না আমার।

⭕রেটিং : ৬/১০

আমার কাছে প্রেমাতাল বইটি ভালো লেগেছে, মৌরি মরিয়মের লিখা কোন বইটি আপনার ভালো লেগেছে?

কেন বই-ই পড়তে হবে? বই পড়তে আমার ভালো লাগে না। আমি মুভি দেখবো,প্রোগ্রাম,নাটক কিংবা সিনেমা । জগতে এত বই আছে!সব বই কি এক জী...
10/12/2023

কেন বই-ই পড়তে হবে? বই পড়তে আমার ভালো লাগে না। আমি মুভি দেখবো,প্রোগ্রাম,নাটক কিংবা সিনেমা । জগতে এত বই আছে!সব বই কি এক জীবনে পড়া সম্ভব?

হ্যা,বই-ই পড়তে হবে।

বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে বই পড়ার অভ্যাস হারিয়ে যাচ্ছে। বেশির ভাগ মানুষ ফেসবুক, ইমো, হায়াটসঅ্যাপ, ভিডিও গেইমসহ বিভিন্ন বিষয়ে নিয়ে ব্যস্ত থাকছে। প্রযুক্তিতে যেমন বাদ দেয়া যাবে না।বইকেও না।আপনি হয়তো ভাবছেন টেলিভিশন কিংবা সিনেমার কথা। ধরুন আপনি সিনেমা দেখছেন। তখন পুরো দৃশ্যটাই আপনার সামনে। কিন্তু একটা বই? যা আপনার রেটিনায় শুধু নীল আকাশের কথা তুলে দিবে। নীল থাকবে না ।থাকবেনা আকাশেরও কোন চিহ্ন। আপনাকে ভাবতে হয়।হারিয়ে যেতে হয় ।ভাবনার রাজ্যে।এই ভাবনাই আপনার কল্পনাশক্তিকে বৃদ্ধি করে।বই আপনার অজ্ঞতার প্রাচীর ডিঙিয়ে জ্ঞানের আলোয় আপনাকে করে আলোকিত। আত্মাকে করে পরিশুদ্ধ।

খুব দুশ্চিন্তায় আছেন?বই-ই আপনাকে শীতল করবে। ইউনিভার্সিটি অব সাসেক্স পরিচালিত একটি গবেষণায় দেখানো হয়, বই পড়া হচ্ছে চাপ মোকাবেলার সর্বোত্তম পন্থা। চাপ ঠেকানোর অন্যান্য পন্থা যেমন: গান শোনা, এককাপ চা কিংবা কফি পান অথবা একটু হেঁটে আসার চেয়েও কার্যকরি হলো বই পড়া।এই গবেষণায় দেখা যায়, কোনো অংশগ্রহণকারী বইয়ের পাতা উল্টানো শুরুর ছয় মিনিটের মধ্যেই তার উত্তেজনা প্রশমিত হয়ে যায় বা তিনি শীতল হয়ে যায়।এটা যেকোনো বই-ই হতে পারে, আপনি আপনার প্রাত্যহিক চাপ থেকে বইয়ের জগতে হারিয়ে যেতে পারেন, লেখকের কল্পনার জগতকে আবিষ্কার করতে পারেন।’

বই মানুষের জীবনের শ্রেষ্ঠ সঙ্গী, বই হাসায়, কাঁদায়, তবে কখনো একা ফেলে রেখে যায় না। নিয়মিত বই পড়ার অভ্যাস খুবই ভালো। বই আপনার চিন্তার জগৎকে প্রসারিত করে। অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেবে আপনার জ্ঞান। বই হচ্ছে মানুষের সেই বন্ধু যে কখনো ক্ষতি করে না। আপনার বিভিন্ন সমস্যায় বইয়ের জ্ঞান আপনাকে অনেক কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

কখনো কোন রহস্য গল্প বা উপন্যাস পড়া শুরু করার প্রথম দিকে কি প্রধান রহস্যটা ধরতে পেরেছিলেন? পড়া শেষে নিজের ধারণা করা সমাধানের সাথে মিল দেখে বিস্মিত হয়েছেন এমন ঘটনা ঘটেছে কি? তাহলে বলা যায় আপনার বিশ্লেষণ ও অনুমান করার ক্ষমতা অসাধারণ।

আবার যদি রহস্যের কুলকিনারা খুঁজে নাও পেয়ে থাকেন তাহলেও কোন সমস্যা নেই। কারণ এই টান টান উত্তেজনা আপনাকে গল্প বা উপন্যাসের শেষ পর্যন্ত নিয়ে যাবে। এবং গল্প শেষে আপনিও একজন কঠিন ধাঁধাঁর সমাধানকারী হিসেবে নিজেকে মনে করতে পারবেন। এই সব চর্চার মাধ্যমে আপনার অজ্ঞাতেই আপনার বিশ্লেষণ ক্ষমতার অসাধারণ উন্নতি ঘটে যাবে।

এতগুণ যে বইয়ের, তাহলে কেন আর অপেক্ষা। হাতে নিন একটা বই। হারিয়ে যান সেখানে, বইয়ের ভেতরে বা কোনো চরিত্রের সঙ্গে!

10/12/2023

সে ছিল এক আদর্শবান যুবক, একজন সৎ নাগরিক। অন্তত হতে চেয়েছিল। কিন্তু জীবন তাকে স্বস্তিতে রাখেনি। শৈশবেই পিতৃহীন, মাকে নিয়ে মামার বাড়ির আশ্রয়ে প্রতিপালিত। দু’বেলা দু’মুঠো জোটে ঠিকই, কিন্তু অমানুষিক পরিশ্রমের বিনিময়ে। চাকরি একটা খুবই দরকার তার। কিন্তু কে দেবে! ঘুষ দিতে পারলে হয়তো হয়, কিন্তু ঘুষ দেবার মতো অনৈতিক কাজ কল্পনাতেও প্রশ্রয় পায় না তার।
অনেক কিছুই ছিল না তার। কিন্তু চোখে পড়ার মতো একটা শরীর ছিল। নিয়মিত ব্যায়ামচৰ্চায় সুগঠিত স্বাস্থ্যের জন্য একটা পদকও জুটেছিল তার। তবু সে ছিল গুরুত্বহীন একজন মানুষ। এই গুরুত্বহীন মানুষটিই কীভাবে একদিন সকলের চোখে হয়ে উঠল বিশেষ মানুষ, এক সাম্রাজ্যের নেপথ্যলোকের পটভূমিকায় লেখা এই উপন্যাস।

বাংলা বই রিভিউ
সমরেশ মজুমদার
মেঘ ছিল বৃষ্টি ও

একজন বই প্রেমী হিসেবে কোন কাজটি বেশি করা হয়েছে আপনার ? ১/বন্ধুদের আড্ডায় গল্পের বই পড়া।২/ পরিক্ষার আগের রাতে গল্পের বই প...
10/12/2023

একজন বই প্রেমী হিসেবে কোন কাজটি বেশি করা হয়েছে আপনার ?
১/বন্ধুদের আড্ডায় গল্পের বই পড়া।
২/ পরিক্ষার আগের রাতে গল্পের বই পড়া।
৩/ ক্লাসে বসে গল্পের বই পড়া।
৪/ বিয়ে বাড়ীতে গল্পের বই পড়া।
৫/ বাসে বই পড়া।
৬/ হাটতে হাটতে বই পড়া।
৭/খেতে বসে বই পড়া।

চাইলেই আপনি হারিয়ে যেতে পারেন রাজাহীন এই রাজ্যে।
10/12/2023

চাইলেই আপনি হারিয়ে যেতে পারেন
রাজাহীন এই রাজ্যে।

বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে।🫶📚
09/12/2023

বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে।🫶📚

"তোমাকে দেখার অসুখ" বইটার নাম শুনলেই বুকের ভীতরটা এক ধরণের হাহাকার ধ্বনি সৃষ্টি হয়। কোনো ব্যক্তির ইহজীবনে আমরা লক্ষ'করি...
09/12/2023

"তোমাকে দেখার অসুখ" বইটার নাম শুনলেই বুকের ভীতরটা এক ধরণের হাহাকার ধ্বনি সৃষ্টি হয়। কোনো ব্যক্তির ইহজীবনে আমরা লক্ষ'করি, আবেগ, মায়া, মমতা, চিন্তা-চেতনা,অনুভব, অনুভূতি, কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতা, স্মৃতি, স্বপ্ন, বন্ধু, প্রেম, ভালবাসা, এসকল প্রসঙ্গে কাব্যগ্রন্থ আলাপন করেছেন কবি। বুঝতেই পারছেন কবি একটি মানুষের জীবনে অতিবাহিত করায় যেসব বিষয় সম্মুখীন হয়, তাই নিয়ে বইটি বর্ণনা করেছেন।

আর সময় ব্যয় না করে, পড়ুন না বইটা, শুধু একবার বইটা ধরবেন, কথা দিলাম শেষ'না হওয়া পর্যন্ত বইটা ছাড়তে পারবেন না, হ্যাঁ এটায় সত্যি ছাড়তে পারবেন না।

রাতের আকাশ জানে, একাকী সে তারা,
আঁধারেই খসে পড়ে, খসুক,
নির্ঘুম রাত জানে, চোখের পাতায় জমে,
তোমাকে দেখার অসুখ!

সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে,
তারপর হয়ে যাক, যন্ত্রণা অনায়াসে।
তবুও আসুক সে, জানুক, প্রিয়তম ��সুখ সে।

বইয়ের নামঃ তোমাকে দেখার অসুখ।
লেখকঃ Sadat Hossain

দিনটি ভিষণ সুন্দর ছিলো!  যারা আমাকে চিনে, তারা জানে আমি বই পড়তে ভিষণ ভালোবাসি। কিন্তু খুব কম মানুষ জানে যে বই পড়ার পাশাপ...
08/12/2023

দিনটি ভিষণ সুন্দর ছিলো!
যারা আমাকে চিনে, তারা জানে আমি বই পড়তে ভিষণ ভালোবাসি। কিন্তু খুব কম মানুষ জানে যে বই পড়ার পাশাপাশি আমি আমার প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাতে ভালোবাসি!
আমি প্রায় ০৫ দিন যাবৎ আপডেট জানাতে পারি নি বই নিয়ে কারণ আমি এই পাঁচ দিন টানা অনেক জায়গায় ঘুড়েছি! সব জায়গার ছবি বা ভিডিও নেই তবে কিছু বিশেষ মূহুর্তের আছে, আপনাদের সাথে তার মধ্যে প্রিয় ছবিটি শেয়ার করলাম ❤️

খুব শীঘ্রই একটা কিউট কবিতার বই নিয়ে হাজির হবো কিন্তু সাথেই থাকবেন!

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpuira Reacts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jamalpuira Reacts:

Videos

Share

Category

Nearby media companies