Tahia Akter Tisha

Tahia Akter Tisha Learning Digital Marketing Iam the Queen in my little world ❤❤

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ব...
28/12/2023

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।
দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।
সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।
এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।
এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

Assalamualaikum everyone 🖤🖤scholars IT Institute  এর একজন SEO এক্সপার্ট MD Muktaruz Zaman স্যার🥰🥰 যিনি আমাদের Digital  M...
30/11/2023

Assalamualaikum everyone 🖤🖤
scholars IT Institute এর একজন SEO এক্সপার্ট MD Muktaruz Zaman স্যার🥰🥰
যিনি আমাদের Digital Marketing এর ক্লাস গুলো অনেক সুন্দর ভাবে বুজিয়েছেন।উনি অনেক ভাল একজন মানুষ ❤️❤️

SEO শিখে একজন ফ্রিল্যান্সার কিভাবে টাকা আয় করতে পারে?অনেকেই আছি ডিজিটাল মার্কেটিং কোর্স শিখে সহজেই কাজ খুঁজে পাইনা💁‍♂️এর...
30/11/2023

SEO শিখে একজন ফ্রিল্যান্সার কিভাবে টাকা আয় করতে পারে?

অনেকেই আছি ডিজিটাল মার্কেটিং কোর্স শিখে সহজেই কাজ খুঁজে পাইনা💁‍♂️

এর মূল কারণ হচ্ছে, আমরা কোন বিষয় নিয়ে কাজ করব? এটা নির্বাচন করতে না পারা🤷‍♂️
আর তাই, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টা কে বেছে নিতে পারি।
আর,
সহজেই কাজ খুঁজে পাওয়ার মতো একটি কাজ হচ্ছে SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
আপনি বিভিন্ন লোকাল মার্কেটপ্লেস থেকে এই কাজটি খুব সহজেই খুঁজে পেতে পারেন।
আরও কাজ করতে পারেন বাংলাদেশী বিভিন্ন কম্পানির ওয়েবসাইট এর সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে।

তো চলুন,
ডিজিটাল মার্কেটিং শিখে সার্চ ইঞ্জিন অপটিমাইজার হয়ে কাজ করি🤷
এবং ঘরে বসেই লাখ টাকা আয় করি💁‍♂️

কখনো কি ভেবে দেখেছেন?🤔জন্মের পর থেকে ন্যূনতম ৭ বছর বয়সে স্কুলে ভর্তি হতে হয়। পুরো স্কুল জিবন পাড়ি দিতে আপনার বয়স এসে দ...
30/11/2023

কখনো কি ভেবে দেখেছেন?🤔

জন্মের পর থেকে ন্যূনতম ৭ বছর বয়সে স্কুলে ভর্তি হতে হয়। পুরো স্কুল জিবন পাড়ি দিতে আপনার বয়স এসে দাড়ায় ১৭ বছর। প্রায় ২ বছর লেগে যায় কলেজ জিবন শেষ করতে। বিশ্ববিদ্যালয় পাড়ি দিতে লেগে যায় প্রায় ৫ বছর।
মাস্টার্স শেষ করতে লাগে প্রায় ১/২ বছর।
ইন্টার্নশিপ ৬ মাস।

অবশেষে, আপনার বয়স এসে দাড়ায় ২৪, ২৫ কিংবা ২৬ বছর।

এখন,
আমার প্রশ্ন হচ্ছে, এই ২৪-২৫-২৬ বছর বয়সে আপনার ইনকাম কত??🤷🏻‍♂

অবশ্যই আপনার ইনকাম জিরো (০০)

তাই চলুন💁🏻‍♂
শুধু একাডেমিক শিক্ষার উপর নির্ভরশীল না হয়ে, পাশাপাশি ফ্রিল্যান্সিং এ দক্ষতা অর্জন করি এবং কম বয়সেই গড়ে তুলি নিজের একটি শুনিশ্চিত ক্যারিয়ার✅

17/11/2023

Assalamualaikum everyone 💜

Address

Dhaka
1300

Alerts

Be the first to know and let us send you an email when Tahia Akter Tisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Dhaka

Show All