আমার ইসলাম

আমার ইসলাম আমার ইসলাম
সকল প্রশংসা মহান আল্লাহ তাআ'লার।

Please Follow My Page🥀🖤

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু'টো ধুয়ে নিতেন। অতঃপর সালাতের উযূ...
16/02/2025

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন জানাবাতের গোসল করতেন, তখন প্রথমে তাঁর হাত দু'টো ধুয়ে নিতেন। অতঃপর সালাতের উযূর মত উযূ করতেন। অতঃপর তাঁর আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খিলাল করতেন। অতঃপর তাঁর উভয় হাতের তিন আঁজলা পানি মাথায় ঢালতেন। তারপর তাঁর সারা দেহের উপর পানি ঢেলে দিতেন।

14/02/2025

আসসালামুআলাইকুম আজকে পবিত্র সবে বর্ণনা,, বড় নিয়ামত এর দিন। এই দিন টা কেউ নরমাল ভাবে কাটিয়ে দিয়েন না,,, সকল মুমিন উম্মাহ আজকে সারা রাত আল্লাহর ইবাদত এ মগ্ন থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য শুভ কামনা 💝

দেখেন তো কেউ চিনেন কিনা?
13/02/2025

দেখেন তো কেউ চিনেন কিনা?

11/02/2025

❤️রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খইরিন ফাক্কির❤️
1. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
2. আস্তাগফিরুল্লাহ
3. ইয়া জাল জালালী ওয়াল ইকরাম
4. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
5. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন।
6. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ,
লা ইলাহা ইল্লাল্লাহ ,আল্লাহু আকবার।
7.আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক 🤲
8.লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ,( সাঃ)

9.আল্লাহুম্মা ইগফিনি বি হালালিকা আন হারমিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান ছিওয়াক
10. হাসবি আল্লাহ ওয়া নেয়মাল ওয়াকীল ।

—তওবা—🌸
❝আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম❞❤️

#আলহামদুলিল্লাহ

👉 ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বি...
11/02/2025

👉 ১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসরঘর সাজিয়ে প্রতিরাতে একজন ছাত্রীকে ধর্ষন করা হতো, এভাবে একশত ধর্ষন করার পর বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করেছিলো ক্ষমতাসীন
দলের সোনার ছেলে "জসিমউদদীন মানিক" এরও একটা বিচার হয়েছিলো, তবে ফাঁসি হয় নি।
👉 দিবালোকে রামদা দিয়ে রাস্তায় প্রকাশ্যে খাদিজাকে কুপিয়ে তার মাথা কয়েকভাগ করে সিলেটের বদরুল,
খাজিদার ভাগ্য ভালো মরতে মরতে বেঁচে গেছে।
বদরুলেরও একটা বিচার হয়েছে, তবে খুব বেশি হয় নি।
👉 ২০১৮ সালে বরিশালের বানারিপাড়ায় মা-মেয়েকে
একসাথে ধর্ষন করে মাথা নেড়ি করে দেয় প্রভাবশালী তুফান, তুফানেরও একটা বিচার হয়েছে, তবে ফাঁসি
হয় নি।
👉সংরক্ষিত এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ভিতরে তনুকে ধর্ষন করার পর হত্যা করা হয়, কে বা কারা জড়িত তা কিন্তু গোয়েন্দা বাহিনী ভালো করেই জানে, কিন্তু তনুর ধর্ষনকারী কেউ গ্রেফতার হয় নি।
👉 ৩১শে ডিসেম্বর ২০১৮ নোয়াখালীর সুবর্ণচরে দিনের বেলা যুবতি মেয়ের সামনে তার মাকে দল বেঁধে ধর্ষণ করার পর প্রহার করা হয়, ১৭ কোটি মানুষ এর সাক্ষী,
ধর্ষক রুহুল আমীনের ফাঁসির দাবি উঠলেও,
ফাঁসি কিন্তু হয় নি।
👉 কিছুদিন আগে ঢাকার এক আবাসিক এলাকায়
৭ বছরের শিশুকে ধর্ষণ করার পর শ্বাসরুদ্ধ করে
হত্যা করা হয়, ধর্ষক আটক, তবে তারও কিন্তু ফাঁসি হবে না।
👉 গত কয়েকবছর আগে দেখলাম ৩ বছরের শিশুর
যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষন করে হত্যা করা হয়,
সেই ধর্ষকও গ্রেফতার হয়েছে, তবে ফাঁসি কিন্তু হয় নি।
👉 এভাবে আরো কতো ধর্ষণ হচ্ছে মা বোনেরা তার হিসাব রাখে কে? ধর্ষকরা জেলে যায় ঠিকই,
কিন্তু ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে আসে।
👉 আমরা ধর্ষকের ফাঁসি চাই সবাই, কিন্তু দেশে কি সেই আইন আছে?
ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড মাত্র তিন চারটা দিয়ে দেখুন, ধর্ষনতো দূরের কথা, কোনো মায়ের দিকে চোখ তোলে তাকানোর সাহস পাবে না কোন কুলাঙ্গার।

{ধর্ষনের সাজা}

👉আমেরিকা: ধর্ষিতার বয়স ও ধর্ষনের মাত্রা দেখে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড ।
👉রাশিয়া: ২০ বছর সশ্রম কারাদন্ড।
👉চীন: কোনো ট্রায়াল নেই, মেডিকেল পরীক্ষার পর মৃত্যুদন্ড ।
👉পোল্যান্ড: হিংস্র বুনো শুয়োরের খাঁচায় ফেলে মৃত্যুদন্ড ।
👉মধ্যপ্রাচ্য আরব দুনিয়া: শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পাথর ছুড়ে মৃত্যু, ফাঁসি, হাত পা কাটা, যৌনাঙ্গ কেটে অতি দ্রুততার সাথে মৃত্যুদন্ড দেওয়া ।

Collected from FB

10/02/2025

নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।

“কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যাতে আমরা তাকে স্মরণ করি।”
10/02/2025

“কখনো কখনো আল্লাহ তা’আলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যাতে আমরা তাকে স্মরণ করি।”

রমজান হল জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া যায়।
09/02/2025

রমজান হল জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ পাওয়া যায়।

আল্লাহ’র ভয়ে তুমি যা সব কিছু ছেড়ে দেবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে আরো উত্তম কিছু অবশ্যই দান করবেন।
09/02/2025

আল্লাহ’র ভয়ে তুমি যা সব কিছু ছেড়ে দেবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে আরো উত্তম কিছু অবশ্যই দান করবেন।

জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ জাতি আমাকে দূরে ঠেলে দিলেও,আমার আল্লাহ আমাকে কখনো দূরে ঠেলে দেন নাই। আলহামদুল্লিলাহ।
09/02/2025

জীবনের সবচেয়ে খারাপ সময় মানুষ জাতি আমাকে দূরে ঠেলে দিলেও,

আমার আল্লাহ আমাকে কখনো দূরে ঠেলে দেন নাই। আলহামদুল্লিলাহ।

Mash allah
08/02/2025

Mash allah

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful                                                                                 ...
16/07/2024

• Today's the best Photo 🌿🥰
•🔴 Beautiful


















































Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚

⎯͢⎯⃝🩷 Today's the best Photo 🌿💜🌺∙──༅༎﷽༎༅──∙🌺                                  
12/05/2024

⎯͢⎯⃝🩷 Today's the best Photo 🌿💜

🌺∙──༅༎﷽༎༅──∙🌺


























11/05/2024
• Today's the best Photo 🍂🌻•🔴 Beautiful                                   🍂                          🍂                  ...
03/04/2024

• Today's the best Photo 🍂🌻
•🔴 Beautiful





























🍂






🍂






🍂






🍂



🍂


🍂




🍂






🍂

💚🤲Beautiful kaaba👆👆👆 jamilanagudu with and also known as in
#عبدالرؤف جمالزاده.

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share