প্রতিদিনের চাকুরীর খবর

প্রতিদিনের চাকুরীর খবর Personal Pages

❐❐  #২৩টি_চাকুরীর_নিয়োগ_বিজ্ঞপ্তিঃ ১। বাংলাদেশ রেলওয়েঃপদসমূহঃ ৪ ক্যাটাগরির ৩৩৮টি পদ।আবেদনের সময়সীমাঃ ০১-০৭-২০২৪ থেকে ০৮-...
19/06/2024

❐❐ #২৩টি_চাকুরীর_নিয়োগ_বিজ্ঞপ্তিঃ
১। বাংলাদেশ রেলওয়েঃ
পদসমূহঃ ৪ ক্যাটাগরির ৩৩৮টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০১-০৭-২০২৪ থেকে ০৮-০৮-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://br.teletalk.com.bd

২। সমাজসেবা অধিদপ্তরঃ
পদের নামঃ সমাজকর্মী (ইউনিয়ন) - ২০৯টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৮-০৭-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://dss.teletalk.com.bd

৩। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটঃ
পদসমূহঃ বিভিন্ন ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৮-০৭-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://bjri.teletalk.com.bd

৪। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ১৫ ক্যাটাগরির ৮৫টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০৪-০৭-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://bida.teletalk.com.bd

৫। কৃষি তথ্য সার্ভিসঃ
পদসমূহঃ ৮ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ০৩-০৭-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://ais.teletalk.com.bd

৬। উওরা ব্যাংক পিএলসিঃ
পদের নামঃ Probationary Officer.
আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ https://www.uttarabank-bd.com/home/career

৭। IFIC ব্যাংক পিএলসিঃ
পদের নামঃ Trainee Assistant Officer.
আবেদনের সময়সীমাঃ ২৫-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ https://www.ificbank.com.bd/career

৮। ট্রাস্ট ব্যাংক পিএলসিঃ
পদের নামঃ Management Trainee Officer.
আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ https://career.tblbd.com/

৯। ব্র্যাক ব্যাংক পিএলসিঃ
পদের নামঃ অফিসার / এসোসিয়েট ম্যানেজার।
আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ https://bracbank.taleo.net/careersection/external/jobsearch.ftl?lang=en

১০। জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রঃ
পদসমূহঃ ২ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ৩০-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://nccrfhd.teletalk.com.bd

১১। রাঙামাটি মেডিকেল কলেজঃ
পদসমূহঃ ৯ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৬-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://rmmc.teletalk.com.bd

১২। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষঃ
পদসমূহঃ ৫ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৫-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ https://cpadigital.gov.bd/jobs

১৩। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগঃ
পদসমূহঃ ৩ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://mefwd.teletalk.com.bd

Teletalk Recruitment Program. Teletalk Government Job Recruitment, Powered by Teletalk.

🔴 ৮৫ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) তে নিয়োগ🔴 আবেদনের শেষ তারিখঃ ৪ জুলাই ২...
20/05/2024

🔴 ৮৫ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) তে নিয়োগ
🔴 আবেদনের শেষ তারিখঃ ৪ জুলাই ২০২৪
🔴 আবেদনের লিংকঃ http://bida.teletalk.com.bd/

🔴 পরীক্ষার নোটিশ 🔴👉 প্রতিষ্ঠানঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর👉 পদের নামঃ বিভিন্ন পদ👉 পরীক্ষার তারিখঃ ৭ জুন ২০২৪👉 পরীক্ষার ...
20/05/2024

🔴 পরীক্ষার নোটিশ 🔴
👉 প্রতিষ্ঠানঃ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ৭ জুন ২০২৪
👉 পরীক্ষার সময়ঃ সকাল ১০.৩০ - ১২.০০ টা
👉 প্রবেশপত্রঃ http://dlrs.teletalk.com.bd/dlrs_sv2/admitcard/

পেট্রোবাংলার combined নিয়োগ পরীক্ষার গেজেট অনুযায়ী মান বন্টন নিম্নরূপঃ **প্রসাশন,অর্থ ও কারিগরি ক্যাডারদের মোট ১০০ নম্বর...
19/05/2024

পেট্রোবাংলার combined নিয়োগ পরীক্ষার গেজেট অনুযায়ী মান বন্টন নিম্নরূপঃ

**প্রসাশন,অর্থ ও কারিগরি ক্যাডারদের মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, ৫০% পাশ নাম্বার হবে এবং পরবর্তী উক্ত ১০০ নাম্বার ৭৫ নাম্বারে কনভার্ট করে সমমানে মূল্যায়ণ করা হবে।

**প্রশাসন সাধারণ ক্যাডার ৯ম/১০ম গ্রেড
পরীক্ষার প্রশ্ন হবে বাংলা,ইংরেজি, গনিত, সাধারণ জ্ঞান।
মোট ১০০ নাম্বারের।
এখানে ধারণা করা হচ্ছে ৮০ নাম্বারের MCQ প্রশ্ন করা হতে পারে এবং 20 নাম্বারে লিখিত প্রশ্ন করা হতে পারে।

(২০ মার্কস এর লিখিত অংশের প্রস্তুতি হিসেবে সাম্প্রতিক আলোচিত টপিকের উপর ফোকাস রাইটিং/paragraph, letter,argument writing দিতে পারে।)

**প্রশাসন ক্যাডার পেশাগতঃ
( আইন,অর্থ,লাইব্রেরিয়ান,ডাক্তার) ৯ম/১০ম গ্রেড এর জন্য
বাংলা,ইংরেজি, গনিত,সাধারণ জ্ঞান বিষয়ে ৬০ নাম্বারে পরীক্ষা হবে MCQ, এবং
পেশাগত বিষয়ে ৪০ নাম্বার থেকে লিখিত প্রশ্নও করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

**অর্থ ক্যাডার ৯ম/১০ম গ্রেড
বাংলা, ইংরেজি,গনিত,সাধারণ জ্ঞান-
মোট ৬০ নাম্বার MCQ প্রশ্ন করা হতে পারে।
হিসাব/অর্থ বিষয়ক ৪০ নাম্বারের প্রশ্ন করা হতে পারে,
এবং এখানে লিখিত প্রশ্নও থাকতে পারে।
***উপরের সকল পোস্টের পরীক্ষা IBA নিবে।

কারিগরি ক্যাডার ৯ম/১০ম গ্রেডঃ পরীক্ষা নিবে বুয়েট।

বাংলা ইংরেজী,গনিত,সাধারণ জ্ঞান ৬০ নাম্বরের MCQ প্রশ্ন করা হবে।

এবং ৬০ নাম্বারের পরীক্ষার প্রশ্ন সাধারণ bcs এর প্রশ্নের মতো হতে পারে।

কারিগরি বিষয়ে ৪০ নাম্বারের প্রশ্ন লিখিত অংশও থাকতে পারে।

*** পোস্টটা ভালোভাবে পড়ুন, আশাকরি আপনি বা আপনারা যা জানতে চাচ্ছিলেন তার উত্তর পেয়ে যাবেন।

তবে গেজেটের কোথাও উল্লেখ নেই
MCQ কত নাম্বার আসবে,বিগত বিভিন্ন বছরের পরীক্ষার প্রশ্নের ধরন দেখে আমরা ধারণা করেছি।
(কালেক্টেড)

❐❐ ১৪টি চলমান  #নিয়োগ_বিজ্ঞপ্তিঃ(ক) কর কমিশনারের কার্যালয়সমূহঃ১। কর অঞ্চল - ২৫, ঢাকাঃপদসমূহঃ ৬ ক্যাটাগরির ৮২টি পদ।আবেদনে...
15/05/2024

❐❐ ১৪টি চলমান #নিয়োগ_বিজ্ঞপ্তিঃ
(ক) কর কমিশনারের কার্যালয়সমূহঃ
১। কর অঞ্চল - ২৫, ঢাকাঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ৮২টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৬-০৫-২০২৪ থেকে ৩০-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax25.teletalk.com.bd
২। কর অঞ্চল - ২৪, ঢাকাঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ৯০টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৫-২০২৪ থেকে ২৯-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax24.teletalk.com.bd
৩। কর অঞ্চল - ২৩, ঢাকাঃ
পদসমূহঃ ৫ ক্যাটাগরির ৭০টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax23.teletalk.com.bd
৪। কর অঞ্চল - ২২, ঢাকাঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ১০৩টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax22.teletalk.com.bd
৫। কর অঞ্চল - ২১, ঢাকাঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ১১১টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax21.teletalk.com.bd
৬। কর অঞ্চল - ১৯, ঢাকাঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ১০৪টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৬-০৫-২০২৪ থেকে ৩০-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax19.teletalk.com.bd
৭৷ কর অঞ্চল - ১৮, ঢাকাঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ১০৩টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৩-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax18.teletalk.com.bd
৮৷ কর অঞ্চল - ১৬, ঢাকাঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ৯৩টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৬-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://tax16.teletalk.com.bd
৯। উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটঃ
পদসমূহঃ ৫ ক্যাটাগরির ১৮টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২০-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://wtmu.teletalk.com.bd
১০। ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ৪৩টি পদ।
আবেদনের সময়সীমাঃ ১৮-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://etax.teletalk.com.bd
১১। কর অঞ্চল -১, চট্রগ্রামঃ
পদসমূহঃ ৮ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ ১৫-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://ctax1.teletalk.com.bd
(খ) সিভিল সার্জনের কার্যালয়সমূহঃ
১২। সিভিল সার্জনের কার্যালয়, লালমনিরহাটঃ
পদসমূহঃ ৩ ক্যাটাগরির ৮২টি পদ।
আবেদনের সময়সীমাঃ ০৬-০৬-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ
http://cslal.teletalk.com.bd
১৩। সিভিল সার্জনের কার্যালয়, ময়মনসিংহঃ
পদসমূহঃ ৬ ক্যাটাগরির ২৬১টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৮-০৫-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://csmymensingh.teletalk.com.bd
১৪। সিভিল সার্জনের কার্যালয়, সিরাজগঞ্জঃ
পদসমূহঃ ৮ ক্যাটাগরির ১৭০টি পদ।
আবেদনের সময়সীমাঃ ২৮-০৫-২০২৪ ইং।
অনলাইন

Teletalk Recruitment Program. Teletalk Government Job Recruitment, Powered by Teletalk.

15/05/2024

ব্রেকিং:
১৮তম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৭৯৯৮১ প্রার্থী

26/04/2024

প্রশ্নপত্র মানসম্মত ও গতানুগতিক টাইপ থেকে বের হয়ে আসায় পরীক্ষা আসলেই ৪৫এর চেয়ে কঠিন হয়েছে কারণ বেশ কিছু কমন টপিকস থেকে প্রশ্ন আসেনি, তাছাড়া ইংরেজীতে কনফিউশন সহ ইংরেজি সাহিত্যে ১৫ এর জায়গায় ১০ থাকায় হটাৎ করে চেন্জ হওয়ায় অনেকেই ভড়কে গিয়ে বেশি উত্তেজনার চাপে টাইমম্যানেন্জমেন্ট ঠিক রাখতে পারেনি। গণিত ও মানসিক দক্ষতায় ৩ টার সঠিক উত্তর নেই। । বাংলা সাহিত্য পূর্বের চেয়ে একটু কঠিন। বাদ বাকি গুলো আগের মতোই টক ঝাল মিষ্টির মতো এভারেজ ।
যেহেতু এই বিসিএস এ ডাক্তার বেশি নিবে তাই প্রিলিতে বেশি সংখ্যক টিকাতে পারে। পিএসসির প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের ভাষ্য মতে সবার জন্য অভিন্ন কাট নম্বর হয় । কাট নম্বর কত হবে এটা কেউই আগে থেকে বলতে পারবে না, স্বয়ং পিএসসির চেয়ারম্যানও না। এটা পিএসসির নীতিগত পলিসির ব্যাপার ও আপেক্ষিক বিষয় । ২ দিন ব্রেক দিয়ে পড়া শুরু করুন :
💪🏽💪🏽১২০ হলে অবশ্যই লিখিত পড়েন-৭-৮ হাজার টিকালেও আপনি থাকবেন ইনশাল্লাহ
🆎✍️১১৫ হলে অবশ্যই লিখিত পড়েন ১২-১৩ হাজার টিকালেও আপনি থাকবেন ইনশাল্লাহ
👇🚾১১০ হলে আপাতত লিখিত পড়েন ১৫-১৮ হাজার টিকালে আপনি থাকবেন ইনশাল্লাহ
😭😭১০৫ হলে প্রিলি ভাল করে + লিখিত সমন্বয় পড়ে নোট পত্র গুছিয়ে নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যান।বেসিকে গুরুত্ব দিন।
🚀🚀১০০ হলে ভালো প্রিলি পড়েন ও বেসিক ঠিক করুন । লেগে থাকুন বিজয় আসবেই ।

26/04/2024

৪৬তম বিসিএস প্রিলি
ইংরেজি সাহিত্য সমাধান

1. The two cities in “A tale of two cities”” are---- London & Paris.
2. The line “Frailty thou name is woman” occurs in Shakespeare play- hamlet.
3. Who of the following compiled an English Dictionary- Samuel Johnson.
4. Which is not a poetry form- Tale.
5. I am a man more sinned against than sinning- This is uttered by- King Lear.
6. Which event influenced the literature of the romantic period- French Revolution.
7. The author of A farewell to arms- Ernest Hemingway.
8. Who is the most famous satirist in English literature- Jonathan Swift.
9. Which period is known as “Golden age of English literature”- The Elizabethan Age.’
10. Which novel is written by an Indian novelist- The Ministry of Utmost Happiness.

৪৬তম বিসিএস প্রিলির আন্তর্জাতিক বিষয়াবলির সমাধান
26/04/2024

৪৬তম বিসিএস প্রিলির আন্তর্জাতিক বিষয়াবলির সমাধান

৪৬তম বিসিএস প্রিলির বাংলাদেশ বিষয়াবলির সমাধান
26/04/2024

৪৬তম বিসিএস প্রিলির বাংলাদেশ বিষয়াবলির সমাধান

আজকে অনুষ্ঠিত হওয়া ৪৬তম বিসিএস প্রিলির মানষিক দক্ষতা অংশের  সমাধান
26/04/2024

আজকে অনুষ্ঠিত হওয়া ৪৬তম বিসিএস প্রিলির মানষিক দক্ষতা অংশের সমাধান

26/04/2024

আজকের ৪৬তম BCS ইংরেজি অংশের সমাধান।

1. Which of the following words can be used as a verb?—both sugar and sand
ব্যাখ্যা: দুটিই verb
2. He climbed a tree like a cat (preposition)
ব্যাখ্যা: preposition+noun
3. Following—preposition
ব্যাখ্যা: preposition+noun
4. Writing a diary—noun phrase
ব্যাখ্যা: সাবজেক্ট হিশেবে বসায় noun phrase
5. Injured, he lay on the ground groaning.
ব্যাখ্যা: having injured হবে না। Having been injured হলে হতো। দুটো বাক্যের সাবজেক্ট এক হলে এভাবে করা যায: Frustrated, he committed su***de.
6. By and large—on the whole
7. Went back on——withdrew
8. Let the cat out of the bag—to reveal a secret
9. A man to depend on—adjective phrase
ব্যাখ্যা: noun+qualifying verb হলে adjective phrase হয়।
10. His dream that he will be a BCS cadre—noun clause
ব্যাখ্যা: সাবজেক্ট হিশেবে বসায় noun clause
11. I saw an old man walking past me—simple sentence
ব্যাখ্যা: see/watch/feel+obj+v-ing হয়। Seeing এখানে non-finite verb.
12. A man who is corrupt cannot win the respect of others.
ব্যাখ্যা: An industrious boy might succeed easily—A boy who is industrious এভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করা হয়।
13. Is there any other player in/on the team who is as good as Zaman?
ব্যাখ্যা: any other+singular noun
14. Avoid being seen by
ব্যাখ্যা: বাক্যটি passive এবং reduced clause হওয়ায় এটিই শুদ্ধ আনসার।
15. In fear of being arrested
ব্যাখ্যা: in fear of arrest/being arrested হবে।
16. Might be
ব্যাখ্যা: তেমন নিশ্চিত না হওয়ায় এটিই আনসার।
17. I have known him for ten years.
ব্যাখ্যা: have been known হয় না।
18. Swirls down
ব্যাখ্যা: around থাকলে এটিই উত্তর হতো। প্রশ্নটি একটি গল্প থেকে নেওয়া হয়েছে হুবুহু। Down-ও কলোকেইট করে
19. Across
ব্যাখ্যা: on হবে না। Across the street কলোকেইট করে। ঠিক বিপরীতে বুঝাতে ব্যবহৃত হয়। Street শব্দটি Cambridge or Oxford Dictionary-তে সার্চ দিন।
20. He has told me that he will go but I will stay here in Dhaka.
ব্যাখ্যা: Reporting verb present/future হলে indirect speech will be unchanged

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। নির্ভুল সমাধান পেতে আমাদের সাথেই থাকুন।
26/04/2024

৪৬ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। নির্ভুল সমাধান পেতে আমাদের সাথেই থাকুন।

আজকে অনুষ্ঠিত হওয়া ৪৬তম বিসিএস প্রিলির বাংলা ভাষা ও সাহিত্যর সমাধান
26/04/2024

আজকে অনুষ্ঠিত হওয়া ৪৬তম বিসিএস প্রিলির বাংলা ভাষা ও সাহিত্যর সমাধান

আজকে অনুষ্ঠিত হওয়া ৪৬তম বিসিএস প্রিলির গনিতের সমাধান
26/04/2024

আজকে অনুষ্ঠিত হওয়া ৪৬তম বিসিএস প্রিলির গনিতের সমাধান

৪৬তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ:(১২৬-১৪০) উত্তর পোস্টে।  ছবি দৃষ্টি আকর্ষনের জন্য...
26/04/2024

৪৬তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অংশ:(১২৬-১৪০) উত্তর পোস্টে। ছবি দৃষ্টি আকর্ষনের জন্য।
১২৬. এটি মাল্টি ট্যাস্কিং অপারেটিং সিস্টেম।
১২৭.Register
১২৮.Size of ROM
১২৯.010100
১৩০.Graphical User Interface
১৩১.এটি একেবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে।
১৩২.Google
১৩৩.General packet Radio Service
১৩৪.Firewall
১৩৫.Safari
১৩৬.WWW
১৩৭.Cloud Computing
১৩৮.WAN
১৩৯.Applied AI.
১৪০.Megabits Per Second

বিসিএস ভাইভার নতুন নিয়ম সমূহ
26/01/2023

বিসিএস ভাইভার নতুন নিয়ম সমূহ

Address

Hazaribag
Dhaka

Telephone

+8801516146546

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিনের চাকুরীর খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিদিনের চাকুরীর খবর:

Share

Category

Nearby media companies