10/08/2024
একজন ম্যাশ ভক্ত হয়ে আমায় মনের অভিব্যক্তি
স্বাধীন দেশে মনের কথা প্রকাশ করতেছি | কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন | ছোট থেকে ক্রিকেট ভালোবাসি | ছোট থাকতে প্রথম সেটা ২০১৪নয়ত ২০১৫ সালে হবে প্রথম বাংলাদশের জার্সি কিনি, তখন থেকে বাংলাদেশের কোনো খেলা আশা করা যায় বাদ যায়নি | তখন থেকে ম্যাশ চিনি | ঈদের সময় হয় তার সাথে দেখা করা নয়ত তার বাসায় যাওয়া এ ছোট থাকতে হয়েই থাকতো আর টিভিতে দেখা প্লেয়ার সামনে দেখা সেই বয়সে এর চেয়ে আনন্দের কিছু হয় না | যা হোক ক্রিকেটার ম্যাশ এর অবসরের পরে দেখা দেখা কিছুটা কমে যায় | বিপিএল এর অপেক্ষায় থাকি কবে হবে | যা হোক ম্যাশ রাজনীতি আসল | প্রথম নির্বাচনে তাকে সাধুৰ্বাদ জানিয়ে জয়লাভ করালো |এরপরে নড়াইল এর অনেক উন্নতি দেখলাম তাও অনেকের মন ভরে না | পরের নিবাচনে নাকি ভোট চুরি করে জিতছে আরে ভাই চুরি বাদ দিলাম এমনি ভোট এই অন্য রা টিকবেনা | নির্বাচন বাদ দিলাম |নড়াইলের খেলোয়ার ও সাধারণ মানুষের জন্য জিম বানিয়ে দিল এখন সেডা মাশরাফির বলে সেডাও ধ্বংস করা হলো | এডা তো ভাই তার জিম করার জন্য না এডা সাধারন মানুষের জন্য | কিছুদিন আগে দেখলাম দূর থেকে মানুষ আসছে ম্যাশ এর বাসা দেখার জন্য, এমপি ম্যাশ এর বাসা দেখার জন্য না | বয়েজ স্কুল মাঠে আগে বৃষ্টি হইলে ১০ দিন খেলা যায়নি এখন ২,৪ ঘণ্টা পরে খেলা যায়, যা হোক তাও মাঠ টা পূর্ণ হইল না, শুনছিলাম নিউজিল্যান্ড থেকে মাটি এনে পিচ বানানোর জন্য মাটি আনার কথা ছিল এখন তা কে করবে? এমন আরও অনেক আছে | সেগুলা একটু খোঁজ নিয়ে দেখিয়েন |এমন বাসা মাশরাফি ২০টা বানাতে পারবে কিন্তু এমন মাশরাফি ২টা আসবেনা | আশা করব নড়াইল উন্নত হবে .. কিন্তু তা না হলে কেউ অফসোস করিয়েন না. যে না হয় একটা পোষ্ট দিতে পারত, এটা তার ভুল , ভুল ঠিক তার না দলের প্রযোজনে তাকে এর থেকে বিরত থাকতে হয়েছে তাই বলে তার সাথে যা হয়েছে কাম্য বলে মনে করছি না | ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম তাই বলে এসবের পক্ষে নয় | যা হোক কিছু করার নাই | ক্রিকেটার ম্যাশ কে ভালোবাসতাম আর বাসবোও | কেউ দয়া করে রাজ্নীতিক ভাবে নিবেন না | ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা করে দিবেন
(সংগৃহীত)