এতিম ভাতিজাদের সম্পত্তি দখলের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে
রাজধানীর পল্লবীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলরের হাতে দুই যুবকের লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। ওই কাউন্সিলরের নাম সাজ্জাদ হোসেন। তিনি ডিএনসিসির ২নং ওয়ার্ড কাউন্সিলর ও পল্লবী থানা বিএনপির সাবেক সভাপতি।
লাঞ্ছিত হওয়া দুই যুবকের নাম খোকন ও পলাশ। তারা আপন দুই ভাই। খোকন ও পলাশ সম্পর্কে কাউন্সিলর সাজ্জাদের ভাতিজা হন।
অভিযোগ উঠেছে, প্রকাশ্যে তাদের দুজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাউন্সিলর সাজ্জাদ ও তার লোকজন। এমনকি তাদের অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি দেখানোর হয়েছে।
এ ঘটনায় গত সোমবার কাউন্সিলর সাজ্জাদসহ ৫ জনের নাম উল্লেখ করে পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খোকন। সাজ্জাদ ছাড়াও পারভীন আক্তার, জোবায়ের, তানভীরুল ইসলাম রিমন, পারুল আক্তারসহ অজ্ঞ
দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা!
৫ হাজার টাকা সুদ থেকে বাড়ী হারা! নির্যতনের শিকার হয়ে হলো ঘর ছাড়া!
শিক্ষার্থীকে পিটিয়ে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে পোষ্ট করেন কিশোরগ্যাং
রাজধানীর মিরপুরের পল্লবীতে ভাইরাল হতে মিঠু নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে টিকটক বানানোর ঘটনায় কিশোর গ্যাং লিডার হাবিবসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ জুলাই) পল্লবীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংটির সদস্যদের আটক করা হয়। আটক অন্যান্যরা হলো- রাসেল, সজিব, সিফাত ও মিরাজ।
কিশোর গ্যাংয়ের হামলার শিকার শিক্ষার্থী মিঠু মিরপুরের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
রোববার মিঠুর বাবা আ. মান্নান ৭ জনকে আসামি ১৫/১৬ জনকে আজ্ঞাত করে পল্লবী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এর আগে শনিবার মিরপুর ১২ নম্বর ‘ডি’ ব্লক মাঠে কিশোর গ্যাংদের হামলায় মিঠু গুরুতর আহত হয়। মিঠুকে পিটিয়ে এ ঘটনার একটি টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল হতে চেয়েছিল ওই কিশোর গ্যাংয়ের সদ
পুলিশ V আওয়ামী লীগ নেতা; অতঃপর
কুমিল্লায় চলন্ত ট্রেনে নিচে পড়ে যেভাবে আত্মহত্যা করলেন মহিলাটি!
আপনারা কি কখনো কুমড়া দিয়ে বেগুনি খেয়েছেন? এটা কিসের উন্নতি গরীব মানুষ না খেয়ে থাকে?
চাউলের দাম কমিয়ে দে- নইলে গুদি ছেড়ে। মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ করে আন্দোলন।
আবারও ধরা খেলো শিশু পাচারকারী!
এই ছেলেটিকে সবাই চিনে রাখুন এই ছেলেটি একজন প্রতারক মেয়ে সেজে বাসা ভাড়া নিয়ে থাকে। আর ওর চেহারা, কন্ঠ পুরো মেয়েদের মতই, তাই মানুষ তাকে সন্দেহ করতে পারে না।
কিছুদিন আগে এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে কয়েক মাস ভাড়া ছিলো। তারপর কিছু দিন যাওয়ার পরে যেই বাসায় ভাড়া ছিলো সেই বাসার পাশের বাসার ৭-৮ মাসের একটি বাচ্চা চুরি করে নিয়ে যায়। পরে সিসি ক্যামেরায় ধরা খায়।
অনেক খুজার পর তাকে নড়িয়া-ভোজেশ্বর বাজার থেকে আমাদের এলাকার যুবক ছেলেরা তাকে আটক করে মারধর করার পর তাকে আইনের আওতায় দিয়ে দেওয়া হয়।
কিছুদিন জেল খাটার পর তাকে মুক্তি দেওয়া হয়।
এরপর ওই ছেলেটি আবার মেয়ে সেজে শরীয়তপুর সদরে এলজিডি ভবনের উত্তর পাশে এক বাসা ভাড়া নিয়ে কিছু দিন থাকে। তারপর এলাকা বাসির সন্দেহ হয়। এ-র পর ওই বাসার একটি কলেজ ছাত্রী তার কলেজে বন্ধুদের বিষয়টি জানান পরে বিষয়
সরকারি করোনা ভ্যাকসিন তার হাতে এলো কি করে? সাবধান☠️
গাজীপুরের শ্রীপুরে বাড়িতে বসে টাকার বিনিময়ে যেভাবে খুশি সেভাবেই দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন।
কি করে তার হাতে এলো গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই করোনার ভ্যাকসিন?
আসলেই এর ভিতর ভ্যাকসিন না পানি? এমনটাই প্রশ্ন জনমনে।
শিশু হামিমকে শ্বাসরোধ করে হত্যা খুনি মুকলেশ গ্রেফতার
সাত বছর বয়সী শিশু হামিম দোকানে টিভি দেখার সময় বারবার চ্যানেল পরিবর্তন করায় দোকানী মুকলেশ তার হাত থেকে রিমোট টি কেড়ে নিতে চাই। ছোট্ট শিশুটি মন খারাপ করে রিমোটটি ছুঁড়ে ফেললে ভেঙে যায়। এতেই মুকলেশ রাগে হামিমের গলা চেপে ধরে শ্বাসরোধ করে। এক পর্যায়ে হামিম মারা যায়।
গত মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রামের সাত বছর বয়সী শিশু হামিমের লাশ উদ্ধারের পরপরই ঘটনার রহস্য উদঘাটন খুনিকে বের করতে তদন্তে নামে পুলিশ। পরে সন্দেহভাজন আটক তিনজনের মধ্যে স্থানীয় দোকানী মুকলেশ (৫৫) পুলিশ ও আদালতের কাছে এই স্বীকারোক্তি দিয়েছে বলে জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস।
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাড়িপাতার রেজাউলের ছেলে হামিমের
মায়ের শেখানো বুলিতেই কথা হোক, লেখা হোক, পড়া হোক সত্যের পথে দুরন্ত, বাঙালির প্রিয়- "দেশপ্রান্ত" www.deshpranto.com
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।