SR LifeBook

SR LifeBook আসসালামু আলাইকুম ❤️
আমি জান্নাত থেকে আগত
স্বল্প সময়ের জন্য দুনিয়ায় ভ্রমনকারী।
আল্লাহ হাফেজ। ইসলাম প্রচার হোক কথায়, কাজে, আচরনে, ব্যবহারে ও পোশাকের মাধ্যমে।
(6)

⭕️ UK or USA/Canada ভবিষ্যতে সেটেল হবার জন্য কোনটা ভাল হবে?UK, USA এবং Canada তিনটিই উন্নত দেশ এবং সেটেল হওয়ার জন্য ভাল...
05/12/2023

⭕️ UK or USA/Canada ভবিষ্যতে সেটেল হবার জন্য কোনটা ভাল হবে?

UK, USA এবং Canada তিনটিই উন্নত দেশ এবং সেটেল হওয়ার জন্য ভালো। তবে, আপনার জন্য কোন দেশটি ভালো হবে তা নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দ এবং লক্ষ্যগুলির উপর।

🟢 UK:

UK একটি ইউরোপীয় দেশ এবং ইউরোপের সংস্কৃতি এবং ইতিহাসের সাথে পরিচিত হতে চাইলে UK একটি ভালো পছন্দ। UK-তে শিক্ষার মানও ভালো এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অনেকগুলি UK-তে অবস্থিত। UK-তে চাকরির বাজারও ভালো এবং অনেকগুলি বড় বড় কোম্পানি UK-তে তাদের সদর দপ্তর অবস্থিত।

🟢 USA:

USA একটি বিশ্ব শক্তি এবং বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির মধ্যে একটি। USA-তে অনেক সুযোগ-সুবিধা রয়েছে, যেমন উচ্চ বেতন, ভালো জীবনযাত্রার মান এবং বিভিন্ন সংস্কৃতির মানুষ। USA-তে শিক্ষার মানও ভালো এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অনেকগুলি USA-তে অবস্থিত। USA-তে চাকরির বাজারও ভালো এবং অনেকগুলি বড় বড় কোম্পানি USA-তে তাদের সদর দপ্তর অবস্থিত।

🟢 Canada:

Canada একটি উন্নত দেশ এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অভিবাসন গন্তব্যগুলির মধ্যে একটি। Canada-তে শিক্ষার মান ভালো এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অনেকগুলি Canada-তে অবস্থিত। Canada-তে চাকরির বাজারও ভালো এবং অনেকগুলি বড় বড় কোম্পানি Canada-তে তাদের সদর দপ্তর অবস্থিত। Canada-তে জীবনযাত্রার মানও ভালো এবং পরিবেশ সুন্দর।

⭕️ স্টাডি শেষে সেটেল হবার উপায়:

UK, USA এবং Canada তিনটি দেশেই স্টাডি শেষে সেটেল হওয়ার জন্য বিভিন্ন উপায় রয়েছে। তবে, সবচেয়ে সাধারণ উপায় হল একটি ওয়ার্ক পারমিট পাওয়া। ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে একটি চাকরির অফার পেতে হবে যা একজন অভিবাসীকে নিয়োগের জন্য যোগ্য। আপনি যদি একজন দক্ষ শ্রমিক হন, তাহলে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা বেশি।

Ꙭ UK-তে, আপনি একটি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা (PSW) এর জন্য আবেদন করতে পারেন। PSW আপনাকে UK-তে আপনার শিক্ষা শেষ করার পর 2 বছরের জন্য কাজ করার অনুমতি দেয়। আপনি যদি PSW ভিসার জন্য যোগ্য হন, তাহলে আপনি আপনার 2 বছরের কাজের সময়ের মধ্যে একটি স্থায়ী আবাসন ভিসার জন্য আবেদন করতে পারেন।

Ꙭ USA-তে, আপনি একটি অফারের ভিসা (O-1) এর জন্য আবেদন করতে পারেন। O-1 ভিসা একজন দক্ষ ব্যক্তিকে USA-তে কাজ করার অনুমতি দেয়। আপনি যদি O-1 ভিসার জন্য যোগ্য হন, তাহলে আপনি আপনার 3 বছরের কাজের সময়ের মধ্যে একটি স্থায়ী আবাসন ভিসার জন্য আবেদন করতে পারেন।

Ꙭ Canada-তে, আপনি একটি স্টাডি পোস্ট-গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট (PGWP) এর জন্য আবেদন করতে পারেন। PGWP আপনাকে Canada-তে আপনার শিক্ষা শেষ করার পর 3 বছরের জন্য কাজ করার অনুমতি দেয়। আপনি যদি PGWP ভিসার জন্য যোগ্য হন, তাহলে আপনি আপনার 3 বছরের কাজের সময়ের মধ্যে একটি স্থায়ী আবাসন ভিসার জন্য আবেদন করতে পারেন।

⭕️ উপসংহার:

UK, USA এবং Canada তিনটিই উন্নত দেশ এবং সেটেল হওয়ার জন্য ভালো। আপনার জন্য কোন দেশটি ভালো হবে তা নির্ভর করে আপনার ব্যক্তিগত পছন্দ এবং লক্ষ্যগুলির উপর। আপনি যদি UK, USA বা Canada-তে সেটেল হওয়ার জন্য আগ্রহী হন, তাহলে আপনার গবেষণা করা এবং আপনার পছন্দের দেশটিতে সেটেল হওয়ার জন্য সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

একটা গ্রামীন জীবনের স্বপ্ন ❤️ পূরনে নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ🍅খাদ্য চাহিদ...
28/11/2023

একটা গ্রামীন জীবনের স্বপ্ন ❤️ পূরনে নিজ পারিবারিক চাহিদায় স্বয়ংসম্পূর্ন আনতে যেভাবে পরিকল্পনা করা যেতে পারেঃ

🍅খাদ্য চাহিদাঃ

১)২টা গাভী।
২)৬টা মুরগী ১টা মোরগা।
৩)২বিঘা জমি ধান চাষ।
৪)একটা পুকুর।
৫)সবজি আঙিনা চাষ।

👔বস্ত্র চাহিদা(উৎপাদন)ঃ

১)সেলাই ম্যাশিন(ম্যানোয়াল)।

🛖আদর্শ বাসস্থানঃ

১)বাড়ি সীমানা বেড়া/প্রাচীর দিয়ে ঘিরে দেয়া।
২)বাড়িতে উঠান রাখা।
৩)বাড়ির আঙ্গিনায় হালকা পাঁচ মিশালী সবজি চাষের ব্যাবস্থা করন।
৪)বাড়িতে টিউবয়েল স্থাপন/কুপ/হাউজ স্থাপন।
৫)সৌর বিদ্যুৎ শক্তি ও বায়োগ্যাস ব্যাবহার করা যেতে পারে।

🏥চিকিৎসাঃ

১)ফাস্ট এইড বক্স।
২)ঔষধি গাছ রোপন ও প্রয়োগ।
৩)নানা ঔষধি বই ও ম্যাটারিয়াল সংরক্ষন।
৪)কমন কিছু অসুস্থতা, যেমনঃ জ্বর, সর্দিকাশি,হাত,পা,বুক,মাথা ও শরীর ব্যাথা,কাটাছেড়া,চর্ম,চুলকানি এবং ঘাঁ ও ফোঁড়া ও গোটা ইত্যাদি বিষয়ের প্রাকৃতিক শুশ্রূষাময় প্রাচীন চিকিৎসা পদ্ধতি জেনে রাখা।

*🏢শিক্ষাঃ

১)পারিবারিক লাইব্রেরী।
২)পারিবারিক হালাকা পয়েন্ট(যেখানে পারিবারিক ভাবে ইলম অর্জনের বা ইলম শেয়ারের ব্যাবস্থা থাকবে)
৩)মাদ্রাসা নির্মান।(সামাজিক ভাবে কয়েকটি পরিবার মিলে)।

Back to Nature ❤️

ইন্ন শাহ আল্লাহ,
একদিন পূরন হবে 🙂

🇧🇩 বিদেশে উচ্চশিক্ষার্থে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জীবন আজকে ধ্বংসের পথে, হাজার হাজার পরিবারের স্বপ্ন বিলীন হওয়ার পথে...
27/11/2023

🇧🇩 বিদেশে উচ্চশিক্ষার্থে পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জীবন আজকে ধ্বংসের পথে, হাজার হাজার পরিবারের স্বপ্ন বিলীন হওয়ার পথে। শুধুমাত্র আমাদের দেশের অর্থনৈতিক দুরবস্থার ফলে সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে। আজকে $ 125 & £154 টাকাও ছাড়িয়ে গেছে অথচ বছরখানেক আগেও এই ডলার ৮০ থেকে ৮১ টাকায় আমরা কিনেছি। আজকে টাকার মান দিনে দিনে শুধু কমছেই।

আমি ছাত্র-ছাত্রীদেরকে আহ্বান করবো ডলার প্রতি ২০০ টাকা ছাড়ানোর আগেই আপনারা যে যেই দেশে পারেন চলে যান।যার প্রোফাইল যেই দেশের জন্য পারফেক্ট সেই দেশে এখনই এপ্লাই করুন। কারণ আপনার কাছে যদি এখন দশ লাখ টাকা থাকে কিছুদিন পর আপনার বিদেশে পড়তে যেতে ২০ লাখ টাকা লাগবে।তাই আপনার সামনে আর দেরি করার কোন অপশনই নেই।

আপনার একাডেমিক প্রোফাইল কোন কান্ট্রির জন্য পারফেক্ট এটা যদি আপনি না জেনে থাকেন আমাকে আপনার একাডেমিক প্রোফাইল ডিটেইলস পাঠাতে পারেন। আমি যথাসাধ্য আপনাকে আপনার জন্য Suitable কান্ট্রি সাজেস্ট করবো, ইনশাআল্লাহ🔥।

৭ লাখ টাকা মাসিক কামাই করে।সে আমেরিকার NewYork city তে রিক্সা চালিয়ে!ঘন্টাপ্রতি $১৭ টাকাযা বাংলাদেশি টাকাই ২১০০ টাকা হয়।...
27/11/2023

৭ লাখ টাকা মাসিক কামাই করে।
সে আমেরিকার NewYork city তে রিক্সা চালিয়ে!

ঘন্টাপ্রতি $১৭ টাকা
যা বাংলাদেশি টাকাই ২১০০ টাকা হয়।
প্রতি দিন ১১ ঘন্টা রিক্সা চালাই সে!
মাসিক কামাই ৭ লাখ টাকার উপর!

কোন কাজ ই ছোট নয়,
পরিশ্রমি মানুষের সম্মান সবার উপরে! ❤️

27/11/2023

বাস্তবতা 🙄

এরা দুজনেই বেশ জনপ্রিয়।একজনকে নিয়ে দিন রাত ট্রল করছে, অন্যজনকে মানুষ প্রশংসা করছে।পারিবারিক শিক্ষা এদের দুজনের মধ্যে বিশ...
21/11/2023

এরা দুজনেই বেশ জনপ্রিয়।
একজনকে নিয়ে দিন রাত ট্রল করছে, অন্যজনকে মানুষ প্রশংসা করছে।

পারিবারিক শিক্ষা এদের দুজনের মধ্যে বিশাল পার্থক্য তৈরি করে দিয়েছে। একজনকে সবাই তিরস্কার করছে, অন্যজনকে সবাই ভালবেসে গ্রহন করেছে।

প্রকৃত শিক্ষা পরিবার থেকেই আসে।
তাই আপনার সন্তাকে কি শিক্ষা দিবেন তা নির্ভর করে আপনার উপর।

তাই কবি বলেছেন,
"ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।"

আল্লাহ সবাইকে সুস্থতা ও নেক হায়াত এবং হেদায়েত দান করুন।

13/11/2023

এই হল সোনার বাংলাদেশের অবস্থা 🤣

12/11/2023

দুর্ভাগা এক জাতি তৈরি হচ্ছে দিনে দিনে।
এ জাতির মধ্য থেকে এমন সচেতন মা পাওয়া হয়তো আর পাওয়া যাবে না।

নিজ সন্তানের ভালর জন্য সকল পিতা-মাতাকে অধিক থেকে অধিকতর সচেতন হতে হবে।

28/10/2023

কিভাবে মানুষদের বোকা বানিয়ে খাবার খাওয়ার ভিডিও বানায় এরা। মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন তারা পশুর মত আচরন করে।

এই ভাইটি খাবার খেয়ে ভিডিও করে যে টাকা ইনকাম করছে। এভাবে খাবার অপচয় না করে যদি গরিব মানুষদেরকে খেতে দিয়ে ভিডিও করত তাহলে আরো বেশি ভিউ পেত এবং ইনকাম করতে পারত।
😡🤬👿

27/10/2023

এরা আছে বলেই দুনিয়াটা সুন্দর ❤️

আল্লাহ এই ভাইটিকে নেক হায়াত,হেদায়েত এবং সুস্থতা দান করুন।
আমিন

27/10/2023

এখানে প্রকৃতি এবং শহর মিলেমিশে এক
প্রকৃতি বাচলেই বাচবে দেশ এবং মানুষ ❤️

27/10/2023
27/10/2023

যাদের বাচ্চারা মসজিদে যাওয়ার মত উপযুক্ত হয়নি তারা ঘরে বসে বাচ্চাদের জুম্মার বয়ান শুনান যাতে তার মধ্যে ছোট থেকেই ইসলামের প্রতি আগ্রহ তৈরি হয়।

ছোট বাচ্চাদেরকে গল্পের ছলে নবীদের জিবনী শোনান যাতে তার মধ্যে নবীদের প্রতি মহব্বত ও ভালাবাসা সৃষ্টি হয়।

আল্লাহ সবাইকে সুস্থতা, নেক হায়াত ও হেদায়েত দান করুন।
আমিন

Portsmouth jame Mosque এর ইউটিউব লিংক👇👇👇
https://youtube.com/?si=wmH0O9MsRl7PqA48
যেখানে জুম্মার বয়ান সরাসরি প্রচার করা হয়।

নিশ্চয়ই নামাজ সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।আল্লাহ সবাইকে হাজারো কর্ম ব্যস্ততার মাঝে৫ ওয়াক্ত নামাজ পরার তৌফিক দান করুন।আমি...
27/10/2023

নিশ্চয়ই নামাজ সকল মন্দ কাজ থেকে বিরত রাখে।
আল্লাহ সবাইকে হাজারো কর্ম ব্যস্ততার মাঝে
৫ ওয়াক্ত নামাজ পরার তৌফিক দান করুন।
আমিন।

সারাদিনে ৫ ওয়াক্ত নামাজ পরতে সময় লাগে ৬০ মিনিট।
ফজর ৪ রাকাত = ১০- মিনিট
যোহর ১০ রাকাত = ২০ মিনিট
আসর ৪ রাকাত = ৫ মিনিট
মাগরিব ৫ রাকাত = ১০- মিনিট
এশা ৯ রাকাত = ২০ মিনিট

আল্লাহ সবাইকে নেক হায়াত, হেদায়েত এবং সুস্থতা দান করুন।
আমিন

নোট: নিচে Portsmouth Jami Mosque এর অভ্যন্তরীণ কিছু ছবি দেয়া হল।
আল্লাহ যেন সবাইকে মসজিদের সাথে জুড়ে থাকার তৌফিক দান করুক।
আমিন

Alhamdulillah ❤️
27/10/2023

Alhamdulillah ❤️

27/10/2023

ভারতের অলিতে গলিতে প্রোগ্রামার!
চীনের অলিতে গলিতে ইঞ্জিনিয়ার!
জার্মানীর অলিতে গলিতে বিজ্ঞানী!
বাংলাদেশের অলিতে গলিতে চায়ের দোকানে
সকল বুদ্ধিজীবী ও গবেষকের দল।
🥴☕

আসসালামু আলাইকুম ❤️
আমি জান্নাত থেকে আগত
স্বল্প সময়ের জন্য দুনিয়ায় ভ্রমনকারী।
আল্লাহ হাফেজ।

UK Student Visa সংক্রান্ত যে কোন সাহায্য বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদে...
25/10/2023

UK Student Visa সংক্রান্ত যে কোন সাহায্য বা পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সহায়তা করার চেষ্টা করব, ইন্ন শাহ আল্লাহ।

উচ্চ শিক্ষা লাভ করে সবার স্বপ্ন পূরন হোক এটাই চাওয়া আমার।

আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করুন।
সবাইকে নেক হায়াত ও সুস্থতা দান করুন।
আমিন ❤️

Some Of Our Plan Journey Pictures.Dhaka, BD > Doha, Qatar > Heathrow, EnglandAlmost 15 Hours Journey
24/10/2023

Some Of Our Plan Journey Pictures.
Dhaka, BD > Doha, Qatar > Heathrow, England
Almost 15 Hours Journey

হাজারো মানুষের এখন একটাই স্বপ্ন এদেশ ত্যাগ করা।🙁আপনি কেন দেশ ত্যাগ করবেন?কমেন্ট করে জানান 👇
24/10/2023

হাজারো মানুষের এখন একটাই স্বপ্ন এদেশ ত্যাগ করা।
🙁
আপনি কেন দেশ ত্যাগ করবেন?
কমেন্ট করে জানান 👇

24/10/2023

একাকী সময় পেলে নিজের মনের কথা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলুন।
কারন আকাশের দিকে তাকিয়ে কথা বলা সুন্নত।
নবী যখন ইসলামের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসের দিকে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন তখন তিনি বার বার আকাশের দিকে তাকাচ্ছিলেন, কারন তখন তার মন বার বার চাচ্ছিল যদি আল্লাহ হুকুম দিত তার মাতৃভূমি মক্কার দিকে ঘুরে সালাত আদায় করার।

তখন আল্লাহর তার মনে সেই ইচ্ছা কবুল করেন এবং সাথে সাথে ওহি নাজিল করেন এবং সালাত রত অবস্থায় বাইতুল মোকাদ্দাস থেকে মক্কার দিকে ফিরে সালাত সম্পন্ন করতে।

যা কুরআনের আল্লাহ উল্লেখ করেছেন,
"আকাশের দিকে বার বার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি। অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাব, যা তুমি পছন্দ কর।
সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাক, তার দিকেই তোমাদের চেহারা ফিরাও।
আর নিশ্চয় যারা কিতাবপ্রাপ্ত হয়েছে, তারা অবশ্যই জানে যে, তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে, সে ব্যাপারে আল্লাহ গাফিল নন।"

(সূরা আল বাকার-১৪৪)

আসসালামু আলাইকুম ❤️
আমি জান্নাত থেকে আগত
স্বল্প সময়ের জন্য দুনিয়ায় ভ্রমনকারী।
আল্লাহ হাফেজ।

Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR LifeBook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SR LifeBook:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All