আমরা আর্জেন্টিনার সাপোর্টার।

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আমরা আর্জেন্টিনার সাপোর্টার।

আমরা আর্জেন্টিনার সাপোর্টার। => পারিবারিক শিক্ষাই... সারাজীবন পথ চলার আদর্শ 💝 পুঁথিগত বিদ্যা শুধুই কর্মের দীক্ষা
(2)

=> শুভ জন্মদিন বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা... 😍😍😍
23/06/2024

=> শুভ জন্মদিন বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা... 😍😍😍



২০১২ ইউরো ভার্সেস ২০১২ এর প্রাইম মেসি 🥵🔥→ ইউরো'তে মোট গোল ৭৬ টি → মেসির গোল করেন ৯১ টি → ইউরো'তে মোট হ্যাট্রিক ০ টি → মে...
23/06/2024

২০১২ ইউরো ভার্সেস ২০১২ এর প্রাইম মেসি 🥵🔥

→ ইউরো'তে মোট গোল ৭৬ টি
→ মেসির গোল করেন ৯১ টি

→ ইউরো'তে মোট হ্যাট্রিক ০ টি
→ মেসির হ্যাট্রিক সংখ্যা ৯ টি

→ ইউরো'তে ফ্রি কিক গোল ৪ টি
→ মেসির ফ্রি কিক গোল ৭ টি

→ ইউরো'র মোট ম্যান অব দ্য ম্যাচ ৩১ টি
→ মেসির মোট ম্যান অব দ্য ম্যাচ ৩২ টি

→ আমি এটা বলছি না যে মেসি একটা টুর্ণামেন্ট এর চেয়ে বড়
→ আমি এটা বলবো যে মেসি ঐ টুর্ণামেন্ট এর চেয়ে কম নয় 😊🖤

▫২৩ বছর বয়সি আর্জেন্টাইন ফুটবলার পাবলো সোলারিকে সাইন করাতে ইতালিয়ান ফুটবল ক্লাব নাপোলি ১২ মিলিয়নের একটি অফার দিয়েছে রিভা...
23/06/2024

▫২৩ বছর বয়সি আর্জেন্টাইন ফুটবলার পাবলো সোলারিকে সাইন করাতে ইতালিয়ান ফুটবল ক্লাব নাপোলি ১২ মিলিয়নের একটি অফার দিয়েছে রিভারপ্লেট কে, এখনো অবধি রিভারপ্লেট এই অফারের কোন রিপ্লে না দিলেও রিউমার মতে এই ডিল নিয়ে আলোচনা চলছে সোলারির এজেন্টের সাথে৷

🔹️ বর্তমানে পাবলো সোলারি আর্জেন্টিনার অলিম্পিক টিম ও রিভারপ্লেটের নিয়মিত পারফর্মার, একজন দক্ষ রাইট উইঙ্গার যে শুধু গোল ই নয় প্লে-মেকিং এ খুবই পটু একজন ফুটবলার৷
এর আগে রাশিয়ান ক্লাব ক্রাসনোডার সোলারিকে সাইন করাতে ২০ মিলিয়ন সরাসরি অফার করলেও তা রিজেক্ট করে দেয় রিভারপ্লেট৷

📺 Telefe / ARG ESPN 🖊

Follow আমরা আর্জেন্টিনার সাপোর্টার।

📅 Then:🇦🇷 Pablo Zabaleta - Argentina National Team Player.🇧🇷 Sylvinho - Brazil National Team Player.📅 Now:🇦🇷 Pablo Zabal...
23/06/2024

📅 Then:

🇦🇷 Pablo Zabaleta - Argentina National Team Player.
🇧🇷 Sylvinho - Brazil National Team Player.

📅 Now:

🇦🇷 Pablo Zabaleta - Albania National Team Assistant Coach.
🇧🇷 Sylvinho - Albania National Team Head Coach.

🇦🇱 Zabaleta and Sylvinho are doing an amazing job for Albania together:

➡️ Qualified Albania to EURO 2024.
➡️ Are playing a fearless football and defending well at EURO.
➡️ Currently are winning against Croatia at half-time.

=> শুভ জন্মদিন লিজেন্ড... ❤️😍❤️
23/06/2024

=> শুভ জন্মদিন লিজেন্ড... ❤️😍❤️

১৯৯৬ এর কোনো এক বিকেল বেলা। বন্ধু লুকাসের বাড়িতে তারই সাথে প্লে স্টেশন গেম খেলছিলেন লিওনেল মেসি। মেসি অবসর সময়ে প্রায়ই চ...
23/06/2024

১৯৯৬ এর কোনো এক বিকেল বেলা। বন্ধু লুকাসের বাড়িতে তারই সাথে প্লে স্টেশন গেম খেলছিলেন লিওনেল মেসি। মেসি অবসর সময়ে প্রায়ই চলে আসতেন লুকাসের বাড়িতে। কখনো বাইরে ফুটবল খেলতেন, নিজেরা গল্প করতেন বা প্লেস্টেশন খেলতেন দুজন মিলে। তেমনই একদিন দুজন মিলে গেম খেলছিলেন। সহসা পিছন থেকে আওয়াজ এলো, "লুকাস তোমার কি কিছু লাগবে?"
মেসি পেছনে তাকালেন। দেখলেন তারই সমবয়সী এক বালিকাকে। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলেন কিছুক্ষন। তারপর স্বভাববশত চোখ নামিয়ে নিলেন। পরমুহূর্তে প্রশ্ন এলো তার দিকে।

"আর তোমার কি কিছু লাগবে?? -লাজুক মেসি কোন উত্তর দিতে পারলেন না। মাথা নাড়িয়ে জানালেন নিজের অভিব্যাক্তি। মেয়েটি চলে যাওয়ার পর মেসি লুকাসকে জিজ্ঞেস করলেন, "কে ও?" লুকাস বললো, " আন্তোনেলা, আমার কাজিন।" ব্যস, সেদিনের দেখাতেই আন্তোনেলার কড়া মার্কিং এ পড়লেন মেসি। বিশ্বের তাবড় তাবড় ডিফেন্ডারদের ড্রিবলিং এ কাটিয়ে যাওয়া মেসি বাধা পড়লেন এখানে। কিছুতেই আর বেরোতে পারলেন না। কে জানে, হয়তো বেরোতে চাইলেন না।

তারপর থেকেই বন্ধুত্ব শুরু দুজনের। লুকাস ও আন্তোনেলার সাথে প্রায়ই আড্ডা দিতে তাদের বাড়িতে চলে আসতেন মেসি। বন্ধুত্ব গভীর হলে আন্তোনেলাকে চিঠি লেখা শুরু করেন মেসি। চিঠিতে নাকি মেসি লিখতেন বড় হলে আন্তোনেলা নাকি তার প্রেমিকা হবেন। এভাবেই ধীরে ধীরে শুরু হতে লাগল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ভালোবাসা।

তবে শুরুতেই বিচ্ছেদ??
রোজারিও ছেড়ে মেসিকে চলে যেতে হয় বার্সেলোনায়। শৈশব প্রেমও কি হারিয়ে গেল সেই সঙ্গে? মেসি তখন বার্সেলোনায়, খেলছেন বার্সার বয়ঃভিত্তিক দলে।আর আন্তোনেলা রোজারিও য়।

কথায় বলে, চোখের থেকে দূরে চলে গেলে সে নাকি হৃদয় থেকেও হারিয়ে যায়। মেসির ক্ষেত্রে কিন্তু তা হয়নি। মেসির হৃদয়ে যে ছাপ ফেলে গিয়েছিল রোজারিওর এক সুপারমার্কেট মালিকের মেয়ে, সেই ছাপ কি কোনোদিন মোছা যায়??

তবে মেসি আর্জেন্টিনা ছাড়ার পরে আন্তোনেলার জীবনে চলে আসেন অন্য এক পুরুষ। তিন-তিনটে বছর তার সঙ্গে সম্পর্ক ছিল আন্তোনেলার। মেসি কি সেই সময়ে আন্তোনেলার মনে ঝড় তুলতেন না? ‘এলএম ১০’ কি মুছেই গিয়েছিলেন আন্তোনেলার হৃদয় থেকে?

‘প্রথম প্রেম’ কি কেউ কোনোদিন ভুলতে পেরেছে! ছেলেবেলার প্রেমিকের মনে আন্তোনেলা থেকেই গিয়েছিলেন স্বপ্নচারিণী হিসেবে।

সময়টা ২০০৯ সাল। মেসি আন্তোনেলার যোগাযোগ তখন নেই বললেই চলে। মেসি ততদিনে ফুটবল জগতের স্টার। কাটাচ্ছেন স্বপ্নের মতো এক মৌসুম। হঠাৎ এক বন্ধুর মাধ্যমে খবর পেলেন আন্তোনেলার সবচেয়ে প্রিয় বান্ধবী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বন্ধুর শোকে পাগলপ্রায় আন্তোনেলা। শৈশবের প্রেমিকার এমন কঠিন মানসিক অবস্থায় মেসি কি শান্ত থাকতে পারেন? ছুটে গেলেন রোজারিও শহরে। মানসিকভাবে আবার শক্ত করলেন তাকে।

ব্যাস, পুরনো সম্পর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠলো। মেসির সাথে ঘুরতে যাওয়া, শপিং করার ফাকে বয়ফ্রেন্ডের জন্য সময় বের করতে পারলেন না আন্তোনেলা। অবশেষে করেই নিলেন ব্রেপআপ। সংবাদ মাধ্যমের কাছে আন্তোনেলার সেই প্রেমিক একবার বলেছিলেন, আন্তোনেলা আমাকে ছেড়ে চলে গিয়েছে। কষ্ট পেলেও একথা ভেবে নিজেকে স্বান্তনা দিয়েছি যে ও যার জন্য আমাকে ছেড়েছে, সেই মানুষটা লিওনেল মেসি।
ততদিনে শোক কাটিয়ে উঠেছেন আন্তোনেলা। মেসিও ফিরে গেছেন বার্সেলোনায়। তবে এই সময়ের মাঝেই পুরনো প্রেম উদয় হয়েছে দুজনের মনে হাজার হোক, শৈশবের প্রথম প্রেম বলে কথা। কবে, কে তা ভুলতে পেরেছে।

অবশেষে ১০ বিশ্বকাপের পরে আন্তোনেলাকে পাকাপাকিভাবে প্রস্তাব দিয়েই ফেলেন মেসি। আন্তোনেলাও অমত করেননি। সেদিন কি মেসি তার প্রিয়তমাকে বলেছিলেন, "দেখেছো, আমি কথা রেখেছি। আজ তুমি আমার গার্লফ্রেন্ড।"

২০১২ সালের ২রা জুন। ইকুয়েডরের সাথে জেতার পরে নিজের জার্সির ভেতর বল প্রবেশ করান লিওনেল মেসি। বিশ্বকে জানান বাবা হতে চলেছেন তিনি। অবশেষে একই বছরের ২রা নভেম্বর প্রথম পুত্র সন্তান থিয়াগোর জন্ম দেন আন্তোনেলা। এবং ২০১৫ সালে দ্বিতীয় পুত্র সন্তান মাতেও জন্ম নেন।

২০১৭ সাল। মেসি আন্তোনেলা সিদ্ধান্ত নিলেন এতোদিনের প্রণয়কে এবার বিয়েতে রূপ দেয়ার। নিজের প্রেয়সীকে অর্ধাঙ্গীনীতে পরিনত করার এটাই সঠিক সময়। ৩০ জুন নিজ শহর রোজারিওতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করেন এই দম্পতি। সেখানে উপস্থিত ছিলেন ফুটবল জগতের নামি-দামি সব তারকাগণ। এভাবেই পরিণতি লাভ করল সর্বকালের সেরা খেলোয়াড়ের "সিনেমাটিক" ভালোবাসা।

লোকে বলে সম্পর্ক পুরোনো হলে নাকি আকর্ষন কমে যায়। তবে মেসি আন্তোনেলা জুটি যেন তার উল্টো। ফুটবল জগতের বাইরে যেখানেই মেসি সেখানেই আন্তোনেলা। আন্তোনেলার প্রতি নিজের শ্রদ্ধা ও ভালোবাসার কথা মেসি প্রকাশ করেছেন বহুবার।
যেমন:- ২০১৫ সালের ব্যালন ডি অর অনুষ্ঠানে পোডিয়ামে কথা বলছিলেন মেসি। হঠাৎ আন্তোনেলার দিকে চোখ পড়ে মেসির। প্রেয়সির চোখে এমনভাবে হারিয়ে যান মেসি যে প্রশ্নই ভুলে যান তিনি। আবার ২৩ এর ব্যালন ডি অরের অনুষ্ঠানে মেসি আন্তোনেলা ছবি তুলছিলেন। এমন সময় একজন আন্তোনেলাকে বলেন একটু সরে যেতে যাতে তারা মেসির একা ছবি তুলতে পারেন। কিন্তু মেসি নারাজ। হাত নেড়ে জানিয়ে দিলেন, "তুমি আমার পাশেই থাকবে."

২১ কোপা জয়ের পর ভিডিও কলে কথা বলা বা কাতার বিশ্বকাপ জয়ের পর মাঠে বসে খোশগল্প সবখানে মেসির "পাশেই" তো ছিলেন আন্তোনেলা। এমনই তো হওয়া উচিত। ফুটবল মাঠে শান্ত মেসি, মাঠের বাইরেও তো "জেন্টেলম্যান"। নিজের পরিবার যে তার কাছে সবার আগে।

Author: Sakibul Hasan
Poster: Daud Sabbir

❤️❤️❤️

🗣️জাভি হার্নান্দেজ: "যখন মেসি বার্সেলোনার প্রথম দলে খেলতে আসেন, রোনালদিনহো প্রশিক্ষণে আমার সাথে কথা বলেছিল এবং আমাকে বলে...
23/06/2024

🗣️জাভি হার্নান্দেজ: "যখন মেসি বার্সেলোনার প্রথম দলে খেলতে আসেন, রোনালদিনহো প্রশিক্ষণে আমার সাথে কথা বলেছিল এবং আমাকে বলেছিল: "এই ছোট্ট ছেলেটি বার্সেলোনায় আমাদের কাছ থেকে স্পটলাইট চুরি করবে। সে একজন প্রতিভা"।

আমি হেসে তাকে বললাম: "তুমি রোনালদিনহো, বিশ্বের সেরা ব্রাজিলিয়ান জাদুকর। তুমি এটা কিভাবে বল? " সে আমাকে শুধু অপেক্ষা করতে বলেছিল।🔥🐐👑

"আমি খুশি কারণ আমি বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের সাথে খেলেছি" 🍂🖤

Any doubt about Messi's achievements? 🇦🇷❤️
22/06/2024

Any doubt about Messi's achievements? 🇦🇷❤️

=> জ্বলে আগুন বুকেতে,দে আগুন নিভাইয়া দে 🤣🤣🤣🔥🔥🔥=> কাতার বিশ্বকাপে ফিফা প্রেসিডেন্ট পরিস্কার করে বলে দিয়েছেন,তিনি ব্যক্তিগ...
22/06/2024

=> জ্বলে আগুন বুকেতে,দে আগুন নিভাইয়া দে 🤣🤣🤣🔥🔥🔥

=> কাতার বিশ্বকাপে ফিফা প্রেসিডেন্ট পরিস্কার করে বলে দিয়েছেন,তিনি ব্যক্তিগত ভাবে মেসি কে সাপোর্ট করেন,এবং তার পরিবারও,তো তিনি কোপার উদ্বোধনী ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন।এটা আবার কারো কারো সহ্য হচ্ছে না,ইউরোর মত হাই ভোল্টেজ টুর্নামেন্টের কোন অনুষ্ঠান বা ম্যাচে হাজির না হলেও কোপায় কেন হাজির হলেন,মেসি নাকি তাকে টাকা দিয়ে কিনে নিছে ইত্যাদি মন্তব্য।তারা জানেই না মেসি মানেই আবেগ,মেসি মানেই ভালোবাসা,তার নেশায় যে কেউই পড়তে পারে,যেখানে কোন তারতম্য নাই।কোন শ্রেনী নাই,যে কোন মানুষই তার পায়ের জাদুতে আসক্ত হতে পারে।সে সর্বকালের সেরা 🇦🇷⚽🏆❤️🐐✌️

🚨 কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর মেসির প্রাক্তন সতীর্থ কামাল মিলার একটি জার্সি জন্য মেসিকে জিজ্ঞেস...
21/06/2024

🚨 কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর মেসির প্রাক্তন সতীর্থ কামাল মিলার একটি জার্সি জন্য মেসিকে জিজ্ঞেস করেন। মেসি তাকে লকার রুমের দিকে ইঙ্গিত করেন, ইঙ্গিত করেন যে তিনি এটি সেখানে দিবেন। কারণ ম্যাচে-পরা তার জার্সিটি তো ইতিমধ্যেই আলফোনসো ডেভিসকে দিয়ে দিয়েছেন।"☺️

"জার্সি পেয়ে টুইটারে কামাল মিলার: "আমার GOAT... আর হ্যাঁ, আমি টি-শার্ট পেয়েছি।"😯🐐

🇦🇷 Lionel Messi 🆚 Canada:🎯 1 assist👟 89% passing accuracy 😳 5 chances created😱 5 big chances created 🥅 6 shots (3 on tar...
21/06/2024

🇦🇷 Lionel Messi 🆚 Canada:

🎯 1 assist
👟 89% passing accuracy
😳 5 chances created
😱 5 big chances created
🥅 6 shots (3 on target)
👍 5/5 long balls
⚔️ 3 recoveries
⭐️ 8.2 match rating

GOAT! 🐐

Follow for More📝

=> ম্যাচ সেরা...😍😍😍
21/06/2024

=> ম্যাচ সেরা...😍😍😍

🗣️লিওনেল মেসি: "আমরা জানতাম ম্যাচটা তুলনামূলক কঠিন হবে, সামান্য ফিজিকাল ও হবে। প্রথমার্ধে আমরা অতটা স্পেস পাইনি। তবে ২য় ...
21/06/2024

🗣️লিওনেল মেসি: "আমরা জানতাম ম্যাচটা তুলনামূলক কঠিন হবে, সামান্য ফিজিকাল ও হবে। প্রথমার্ধে আমরা অতটা স্পেস পাইনি। তবে ২য় হাফে আমরা স্পেস পাই, গোল পাই। যদিও ম্যাচটা কঠিনই ছিলো"🐐🥶

=> কি ব্যাপার তাকাই আছেন কেনো...???=> মিশন কোপা-২০২৪...!!!
20/06/2024

=> কি ব্যাপার তাকাই আছেন কেনো...???
=> মিশন কোপা-২০২৪...!!!

🚨 লিওনেল স্কালোনি: "আমরা যা অর্জন করেছি তা সুন্দর ছিল, কিন্তু তা অতীতে। আমাদের বর্তমানের কথা ভাবতে হবে।আমি যে খেলোয়াড়ক...
20/06/2024

🚨 লিওনেল স্কালোনি: "আমরা যা অর্জন করেছি তা সুন্দর ছিল, কিন্তু তা অতীতে। আমাদের
বর্তমানের কথা ভাবতে হবে।আমি যে খেলোয়াড়কে রেখেছি তাদের এই মুহূর্তে সেরা ফর্মে রাখছি। আমি সবসময় সেটাই করেছি।

আমার পাশে যে বসেছিল তাকে (নিয়ান্দ্রো পারদেস) বিশ্বকাপের সময় একাদশের বাইরে থাকতে
হয়েছিল এবং তারপরে ফিরে এসেছিল। এটি সর্বদা এভাবেই থাকবে।"

#গ্যাস্টন এডুল

🚨আলফোনসো ডেভিস (কানাডার ডিফেন্ডার) 🗣️: "মেসিকে কিভাবে থামাবো ? যদি আমি জানতাম কিভাবে মেসিকে থামাতে হয়, তাহলে আমি এই তথ্...
20/06/2024

🚨আলফোনসো ডেভিস (কানাডার ডিফেন্ডার) 🗣️: "মেসিকে কিভাবে থামাবো ? যদি আমি জানতাম কিভাবে মেসিকে থামাতে হয়, তাহলে আমি এই তথ্য উচ্চ মূল্যে বিক্রি করতাম।"



🗣️ লিওনেল স্কালোনি: "আমরা যা অর্জন করেছি তা সুন্দর ছিল, কিন্তু এটি অতীতের। আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। আমি যে খেলোয়...
20/06/2024

🗣️ লিওনেল স্কালোনি: "আমরা যা অর্জন করেছি তা সুন্দর ছিল, কিন্তু এটি অতীতের। আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। আমি যে খেলোয়াড়কে সেরা ফর্মে দেখছি তাকে এই মুহূর্তে দলে রেখেছি। আমি সবসময় এটি'ই করেছি।"

❤️🇦🇷🇧🇩🇦🇷❤️

📊🇦🇷🐐Leo Messi in Copa America:34 Games (🥇Most)30 Goal Contributions (🥇Most)13 Goals (Highest 17)17 Assists (🥇Most)5 Assi...
19/06/2024

📊🇦🇷🐐Leo Messi in Copa America:

34 Games (🥇Most)
30 Goal Contributions (🥇Most)
13 Goals (Highest 17)
17 Assists (🥇Most)
5 Assist in a single tournament (🥇Most)

Messi is going to play his 7th Copa America tournament😱🐐🇦🇷

=> প্রিয় দলের প্লেয়ার বেইসিস জার্সি নাম্বার... কোপা আমেরিকা ২০২৪...🇧🇩🇦🇷🇧🇩
19/06/2024

=> প্রিয় দলের প্লেয়ার বেইসিস জার্সি নাম্বার... কোপা আমেরিকা ২০২৪...🇧🇩🇦🇷🇧🇩

🥲🥲🥲 স্যাড নিউজ 🥲🥲🥲❕🗣️ "If Kylian Mbappé has broken his nose, he will need a surgery and he might spend 2-3 weeks without...
18/06/2024

🥲🥲🥲 স্যাড নিউজ 🥲🥲🥲

❕🗣️ "If Kylian Mbappé has broken his nose, he will need a surgery and he might spend 2-3 weeks without moving his nose", Doctor Ángel Martín for RadioMARCA.[Madridzone]👃🇫🇷❌

The 𝐆𝐎𝐀𝐓 is focus and ready 🐐🇦🇷❤️
18/06/2024

The 𝐆𝐎𝐀𝐓 is focus and ready 🐐🇦🇷❤️


🎙️ Gaston Edul (Journalist): "Why did you give goal and penalty opportunities to Martinez?you might just quattrick if yo...
18/06/2024

🎙️ Gaston Edul (Journalist): "Why did you give goal and penalty opportunities to Martinez?
you might just quattrick if you don't give it to him.

🗣️Lionel Messi: "Now I don't care about records or individual goals, for me team victory is more important than prioritizing individuals. Our goal here is to defend the title we have.

On the other hand, I want to restore the mentality of Martinez, who was always criticized for being sluggish when playing for the Argentine national team."😩💔

=> ফটোগ্রাফার কে অনুমান করুনতো...!!!???
18/06/2024

=> ফটোগ্রাফার কে অনুমান করুনতো...!!!???

=> কোপা আমেরিকার ফটোসুটে আমাদের সর্বকালের সেরা এবং সাইলেন্ট কিলার... 🇦🇷🇧🇩🇦🇷
18/06/2024

=> কোপা আমেরিকার ফটোসুটে আমাদের সর্বকালের সেরা এবং সাইলেন্ট কিলার... 🇦🇷🇧🇩🇦🇷



17/06/2024

প্রিয় দলের সাপোর্টারদের ঝাঁপাঝাপি... ঈদ মোবারক... ❤️❤️❤️🇦🇷🇦🇷🇦🇷🇧🇩🇧🇩🇧🇩🇦🇷🇦🇷🇦🇷

=> কিতা কইতাম ফইন্নির পুতরে...দুই এক লাইন লিখে যান কমেন্ট বক্সে...।
16/06/2024

=> কিতা কইতাম ফইন্নির পুতরে...দুই এক লাইন লিখে যান কমেন্ট বক্সে...।

🗣️লিওনেল মেসি: "জয়ের ধারা অব্যাহত রাখতে আমরা পুরোপুরি চেষ্টা চালিয়ে যাবো। লড়াই আরও কঠিন হবে, আমাদের জন্য সহজ হবে না। তব...
15/06/2024

🗣️লিওনেল মেসি: "জয়ের ধারা অব্যাহত রাখতে আমরা পুরোপুরি চেষ্টা চালিয়ে যাবো। লড়াই আরও কঠিন হবে, আমাদের জন্য সহজ হবে না। তবুও আমরা আবারও চেষ্টা করবো।"🐐👑 Via: [Gastonedul]

=> ফ্রান্সের হয়ে গোলরক্ষক পজিশনে নিজেকে চেষ্টা করছেন অলিভিয়ের জিরুড।=> গত মৌসুমে জেনোয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেও...
14/06/2024

=> ফ্রান্সের হয়ে গোলরক্ষক পজিশনে নিজেকে চেষ্টা করছেন অলিভিয়ের জিরুড।

=> গত মৌসুমে জেনোয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেওয়ার পর মাইক ম্যাগনানের হয়ে গোলে গেলে থ্রোব্যাক। খেলার বাকি অংশে তিনি গোলে পা রাখেন এবং খেলার দেরিতে একটি সেভ করেন। এসি মিলান শেষ পর্যন্ত তাকে তাদের একজন গোলরক্ষক হিসেবে তালিকাভুক্ত করে।

👍👍👍



Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when আমরা আর্জেন্টিনার সাপোর্টার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমরা আর্জেন্টিনার সাপোর্টার।:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All

You may also like