Cricket আড্ডা with Saki

Cricket আড্ডা with Saki A Cricket related page.(Bangladesh)

বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগের আগ মুহূর্তে টিম ফটোতে বাংলাদেশ। শুভ কামনা বাংলাদেশ দল। #বাংলাদেশ  #বিশ্বকাপ  #সাকি...
27/09/2023

বিশ্বকাপের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগের আগ মুহূর্তে টিম ফটোতে বাংলাদেশ।
শুভ কামনা বাংলাদেশ দল।
#বাংলাদেশ #বিশ্বকাপ #সাকিব

তামিম ইকবাল খানকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি।সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক, লিটন, তাসকিন, মিরাজ, মুস্...
26/09/2023

তামিম ইকবাল খানকে ছাড়াই বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি।
সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক, লিটন, তাসকিন, মিরাজ, মুস্তাফিজরা এর আগে বিশ্বকাপ খেললেও বাকী ৮জন খেলবেন প্রথমবারের মতো বিশ্বকাপ।
বাংলাদেশ দলের জন্য শুভকামনা।

26/09/2023

মাত্র ১৭১ রানে অলআউট বাংলাদেশ।
শান্ত ৭৬ (৮৪)

26/09/2023

বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছে তারা খুব ফুরফুরে মেজাজে আছে, হয়ত বিশ্বকাপে যে থাকছে তার ঘোষণা পেয়ে গেছে। এই জন্য উইকেটে টিকে থাকার মতো ধৈর্য্য হচ্ছে না কারো, কখন ম্যাচ শেষ করে হোটেলে যাবে আর ফেসবুক পোস্ট দিয়ে নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে থাকার খবরটা সবাইকে জানাবে সেই জন্য অতি ব্যাস্ত।
ভাই এতো তাড়াহুড়া থাকলে কি দরকার ছিলো আজকের ম্যাচ খেলার? সবাই ছুটি নিয়ে নিতেন, তাহলেই হয়ে যেতো। আন্ডার-১৯ এর ছেলেদের নামিয়ে দিতেন, অন্তত আপনাদের থেকে ভালো খেলতো।

#তাওহীদ ছেলেটা ওভার কনফিডেন্সে ভুগতেছে, তার বাস্তবতায় ফিরে আসা উচিত। ওয়ার্ল্ড কাপে তাকে নিয়ে অনেক কাটাছেঁড়া করা হবে, অনেক কোয়ালিটি বোলারদের ফেইস করতে হবে।
#আমাদের টপ অর্ডারের উপর বিশ্বকাপের রেজাল্ট নির্ভর করতেছে। এদের যেই ফর্ম তা কন্টিনিউ করলে বিশ্বকাপে আমাদের ভরাডুবি নিশ্চিত।
#বিশ্বকাপ২৩ #বাংলাদেশ #ক্রিকেট

26/09/2023

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 🏏

কি মনে হয়, আজ বাংলাদেশ কত রান করবে?

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান শান্ত: বিশ্বকাপ জয়ের স্বপ্ন না থাকলে খেলার কোনো মানে হয় না। এটা আমাদের ৭ম বিশ্বকাপ, আর কখন  ...
26/09/2023

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান শান্ত:
বিশ্বকাপ জয়ের স্বপ্ন না থাকলে খেলার কোনো মানে হয় না। এটা আমাদের ৭ম বিশ্বকাপ, আর কখন স্বপ্ন দেখবো?

শান্ত বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে চান, বিশ্বাস রাখতে চান টিমের উপর।
#শান্ত #বাংলাদেশ #ক্রিকেট #বিশ্বকাপ

বাংলাদেশের বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে আজ দুপুর ২টায় মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হবে নি...
26/09/2023

বাংলাদেশের বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচে আজ দুপুর ২টায় মিরপুরে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
সিরিজে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে আছে ব্লাক ক্যাপসরা, আজ জিতলেই সিরিজ জয় তাঁদের। অন্যদিকে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর ম্যাচ এবং বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করার সুযোগ।
এই ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হাসান শান্তর। সিরিজের প্রথম দুই ম্যাচ খেললেও শেষ ম্যাচে বিশ্রামে গিয়েছেন তামিম ইকবাল খান। আজ সুযোগ থাকছে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে নিজের অবস্থান পাকাপোক্ত করার মাহমুদউল্লাহর জন্য। ধারণা করা হচ্ছে ২য় ম্যাচের ৪৯ রানের ইনিংস মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। আজ ঘোষণা করা হবে বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল।
#তামিম #মাহমুদউল্লাহ #শান্ত #বাংলাদেশ #নিউজিল্যান্ড #ক্রিকেট

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket আড্ডা with Saki posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All