Angel Mow

Angel Mow পেজের পোস্ট ভালো লাগলে ফলো দিয়ে সাথেই থাকবেন 💝
(2)

ops👀👀👀 Jaba naki
14/10/2024

ops👀👀👀 Jaba naki

14/10/2024

একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে!🥺💔
©শূন্য চিঠি

21/03/2024

কেউ একটু মনযোগ নিয়ে কিছু জানতে চাইলে বলে দিতে মন চায়। সাধারণ কথপোকথনের মাঝে যদি স্নেহ নিয়ে তাকায়, কেমন যেনো ভিতর টা ভারী হয়ে আসে। হুটহাট কেউ যত্ন নিলে আমার অস্বস্তি কাজ করে, ভয় লাগে।

কারণ অযত্নে থাকা কিছুর যত্ন নিয়ে, হঠাৎ যত্ন নেয়া বন্ধ করে দিলে তা আরও বেশি কুৎসিত হয়ে যায়।

কথায় - Ashraf Ahmed

13/03/2024

একজন মধ্যবিত্ত পুরুষ বিশ হাজার টাকা কামাই করতে একটা মাস দিন রাত এক করে যে পরিশ্রম করে। একটা মেয়ে চাইলেই সেটা কয়েক ঘণ্টার মধ্যে কামিয়ে নিতে পারে। তাদের ওই টাকা কামানোর হাতিয়ার টা আবার ওই একজন পুরুষই।

যে কাজ গুলো ইসলাম নিষিদ্ধ করেছে, সে কাজ গুলোতেই অতি লাভ কেনো? এই প্রশ্নে আমি এখন আর বিভ্রান্তির মধ্যে পড়ি না। কারণ আমি জানি জান্নাতিদের মধ্যে গরীব মানুষের সংখ্যা কেনো বেশি হবে, আর জাহান্নামিদের মধ্যে কেনো নারীর সংখ্যা।

কথায় - Ashraf Ahmed

08/03/2024

একটা মানুষ আমাকে ভুল বুঝলো। কিন্তু সে জানে সে সঠিক। আমি তাকে আর তার ধারণা ভুল সেটা বোঝানোর চেষ্টা করলাম না।

একটা সময়ের পর কেনো জানি নিজেকে সঠিক বোঝানোর যে মনোবল সেটা হারিয়ে যায়৷ মনে হয় কি আসে যায়, যে যেটা ভেবে খুশি থাকে থাকুক।

কথায় - Ashraf Ahmed

02/03/2024

ভাল্লাগতেছেনা, মন চাইতাছে কোনো চোর বাটপারের লগে বইসা কতক্ষণ গল্প করি।

01/03/2024

দীর্ঘ কয়েক বছর এক সাথে থেকে যখন বিচ্ছেদ হয় তখন মানুষ কিভাবে মাত্র এক-দুই মাসের ব্যবধানে অন্য কারো সাথে নিজেকে মানিয়ে নিতে পারে? কিভাবে এত অল্প সময়ে দীর্ঘদিনের সকল স্মৃতি উপেক্ষা করে অন্য কাউকে জড়িয়ে ধরতে পারে?

দীর্ঘদিন একই রাস্তায় চলাফেরা করলাম, রাস্তার পাশে থাকা প্রতিটা দোকানপাট থেকে শুরু করে গাছ-পালা চেনা হয়ে গেলো। কিছুদিন বাজার করলাম, বাজারের প্রতিটা পণ্যের নাম-দাম জানা হয়ে গেলো। দীর্ঘদিন একটা মোবাইল নামের যন্ত্র ব্যবহার করলাম, মোবাইলের শুরু থেকে শেষ যত ফাংশন আছে সব চেনা হয়ে গেলো।

কিন্তু এতগুলো বছর এতগুলো দিন এক সাথে থেকেও মানুষ চিনতে পারলাম না, মানুষ চেনা হলো না।

কথায় - Ashraf Ahmed

29/02/2024

অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পাইলো, সে যেনো তোমারে আগলে রাখে ভীষণ যত্নে। আমি ভাঙাচোরা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিলো না। তবুও স্বপ্ন দেইখা গেছিলাম তোমারে নিজের কইরা পাওয়ার। আমি হতভাগা এতই কমদামি স্বপ্ন কেনার দামদরে তোমারে হারাইয়া ফেলছি। যে তোমারে জিততা নিলো সে যেনো তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয়।

আমি চাই না ভালোবাসার কমতি পরলে তুমি আমারে মনে করো। তুমি যখনই আমারে মনে করবা তোমার দুঃখ হইবো আমার লাইজ্ঞা। আমি চাই তুমি সুখী থাকো আজীবন, দুঃখ তোমারে মানায় না। যার কাছেই থাকো ভালো থাইক্কো, কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস সব বিফলে যাইবো। আমার ভালোবাসার দিকে তাকাইয়া হইলেও তুমি ভালো থাইক্কো।

কথায় ও কন্ঠে - Ashraf Ahmed

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Angel Mow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Angel Mow:

Videos

Share

Nearby media companies