Sanam BD

Sanam BD ,,, ভ্রমণ ও রাজনীতি ,,,

21/12/2024

আজ
২২ ডিসেম্বর
বছরের ক্ষুদ্রতম দিন

21/12/2024
21/12/2024

রসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা হতে তোমাদেরকে নিষেধ করেন তা হতে বিরত থাক।
(সূরা হাশর ৭)

শোক সংবাদ —অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আ...
20/12/2024

শোক সংবাদ —
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই।’আগামী ২২ ড...
20/12/2024

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ‘এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এ খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলতে চাই।’

আগামী ২২ ডিসেম্বর ফের আসছে দৈনিক আমার দেশ পত্রিকা। শুক্রবার এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি এ কথা বলেন।
(সময়ের কন্ঠস্বর)

19/12/2024

মানুষের মধ্যে সব থেকে নিকৃষ্ট ঐ দু’মুখু ব্যক্তি যে একদলের সঙ্গে এক ভাবে কথা বলে, অপর দলের সঙ্গে আরেক ভাবে কথা বলে।

(বুখারী/৩৪৯৪)

17/12/2024

বল, হে আমার প্রতিপালক! ক্ষমা করুন ও দয়া করুন, দয়ালুদের মধ্যে আপনিই সবচেয়ে বেশী দয়ালু (মুমিনূন ১১৮)।

(সময়ের কন্ঠস্বর : ১৬/১২/২৪)ইসলামের বিধান অনুযায়ী যেকোনো গুরুত্বপূর্ণ কথা, লেখা ও কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ (অর্থাৎ আল্লা...
16/12/2024

(সময়ের কন্ঠস্বর : ১৬/১২/২৪)

ইসলামের বিধান অনুযায়ী যেকোনো গুরুত্বপূর্ণ কথা, লেখা ও কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ (অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি) বা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ (অর্থাৎ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি) বলা বা লেখা উচিত।

বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, كُلُّ كَلَامٍ أَوْ أَمْرٍ ذِي بَالٍ لَا يُفْتَحُ بِذِكْرِ اللهِ فَهُوَ أَبْتَرُ

অর্থ: ‘যে গুরুত্বপূর্ণ কথা বা বিষয় আল্লাহর জিকিরের মাধ্যমে শুরু হয় না, তা অসম্পূর্ণ বা বরকতহীন হয়’। (মুসনাদে আহমদ)

‘বিসমিল্লাহ’ পড়া বা লেখার বরকত, সওয়াব ও ফজিলত পেতে ‘বিসমিল্লাহ’ই পড়তে ও লিখতে হবে। ‘বিসমিল্লাহ’ এর পরিবর্তে কোনো সংখ্যা বা সংকেত বললে বা লিখলে ‘বিসমিল্লাহ’ বলার বা লেখার সওয়াব ও বরকত পাওয়া যায় না।

তবে যদি কোনো জায়গায় ‘বিসমিল্লাহ’ লিখলে আল্লাহর নামের অসম্মান হওয়ার আশংকা থাকে এবং ‘বিসমিল্লাহ’ এর পরিবর্তে ‘বিসমিহি তাআলা’ বা ‘৭৮৬’ লেখা হয় এই উদ্দেশ্যে যে, এটা দেখে পাঠক ‘বিসমিল্লাহ’ পড়ে লেখা পড়া শুরু করবে, তাহলে শরিয়তের দৃষ্টিতে তাতে কোনো সমস্যা নেই।

যেমন পোস্টার বা হ্যান্ডবিলের ওপরে বিসমিল্লাহ পড়ার জন্য ‘৭৮৬’ বা ‘বিসমিহি তাআলা’ লেখা যেতে পারে। ‘বিসমিহি তাআলা’ অর্থ তার মহিমান্বিত নামে শুরু করছি। ‘৭৮৬’ না লিখে ‘বিসমিহি তাআলা’ লেখাই উত্তম।

‘৭৮৬’ হলো ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এর সংখ্যামান। আরবি বর্ণমালায় প্রত্যেকটি বর্ণের এক রকম সংখ্যামান রয়েছে। এই হিসাবে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এর ১৯ বর্ণের সংখ্যামানের যোগফলের সমষ্টি ‘৭৮৬’।

‘৭৮৬’ লেখার মাধ্যমে ‘বিসমিল্লাহ’ পড়ার কথা মনে করিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এটাকে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এর বিকল্প মনে করা যাবে না। যেখানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখার সুযোগ আছে, সেখানে ‘৭৮৬’ লেখা যাবে না। শুধু এই সংখ্যা লেখার বা বলার কোনো সওয়াব নেই যদি তা ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলার বা পড়ার কারণ না হয়। (সংগৃহীত)
এইচএ

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন!
15/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন!

15/12/2024

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

পানি পদ্ধতিএ পদ্ধতির জন্য প্রথমে এক গ্লাস পানির মধ্যে এক চামচ মধু মেশাতে হবে। এরপর ধীরে ধীরে নাড়তে হবে। যদি মধু পানির সঙ...
14/12/2024

পানি পদ্ধতি

এ পদ্ধতির জন্য প্রথমে এক গ্লাস পানির মধ্যে এক চামচ মধু মেশাতে হবে। এরপর ধীরে ধীরে নাড়তে হবে। যদি মধু পানির সঙ্গে মিশে যায়, তাহলে বুঝতে হবে এটি ভেজাল। আর যদি মধু না মিশে ছোট ছোট দলা হয়ে পানির মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে এটি আসল।

পিঁপড়া পদ্ধতি

এ পদ্ধতিতে প্রথমে এক টুকরা কাগজে কিছু মধু লাগিয়ে নিতে হবে। এরপর যেখানে পিঁপড়া আছে, সেখানে রেখে দিতে হবে। যদি পিঁপড়ারা ওই কাগজের দিকে আকৃষ্ট হয় এবং ঘিরে ধরে, তাহলেই বুঝতে হবে এটি ভেজাল মধু। আর যদি পিঁপড়ারা এর ধারেকাছেও না আসে, তাহলে বুঝতে হবে এটি আসল মধু।

কাপড়ে দাগ পদ্ধতি

এক টুকরো সাদা কাপড়ে সামান্য মধু লাগিয়ে রাখুন। এরপর কাপড়টি শুকাতে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার পর যদি কাপড়ে কোনো দাগ না থাকে, তাহলে বুঝতে হবে এটি আসল মধু। আর যদি কাপড়ে দাগ থাকে, তাহলে বুঝতে হবে এটি ভেজাল মধু।

ডিপফ্রিজ পদ্ধতি

একটি পাত্রে কিছুটা মধু নিয়ে ডিপফ্রিজে এক দিন রাখুন। এক দিন পর মধু বের করে দেখুন, যদি পুরোটা জমে যায় কিংবা কিছু অংশ জমে তাহলে বুঝবেন যে এটি ভেজাল মধু। কারণ, আসল মধু ঠান্ডায় জমে না।

অগ্নিপরীক্ষা

এক টুকরো তুলা নিতে হবে। তুলার এক প্রান্তে একটু মধু লাগিয়ে আগুন ধরাতে হবে। এ ক্ষেত্রে তিনটি ফল পাওয়া যাবে। প্রথমটি হলো—মধু লাগানো প্রান্তে যদি আগুন না জ্বলে, তাহলে বুঝবেন এটি ভেজাল মধু। দ্বিতীয়টি হলো—আগুন জ্বলবে, কিন্তু পটপট শব্দ হবে। এর মানে হলো মধুটি আসল, শুধু ভেতরে পানি মেশানো। শব্দ যত বেশি হবে, বুঝতে হবে পানি তত বেশি। তৃতীয়টি হলো—আগুন জ্বলবে, শব্দ হবে না। এর মানে হলো মধু্টি আসল এবং ভেজালমুক্ত।

বুড়ো আঙুলের পরীক্ষা

বুড়ো আঙুলে সামান্য মধু নিন। এরপর দেখুন, এটি অন্যান্য তরলের মতো ছড়িয়ে পড়ে কিনা। যদি ছড়িয়ে পড়ে, তাহলে বুঝতে হবে মধু খাঁটি না। কারণ, আসল মধু আঙুলের সঙ্গে ঘন হয়ে আটকে থাকবে। সহজে ছড়াবে না। আবার একটু বেশি পরিমাণ মধু নিয়ে বুড়ো আঙুল উল্টো করে ধরে রাখলে তা সহজে ফোঁটা আকারে পড়বেও না।

তাপমাত্রার পরীক্ষা

এ পদ্ধতিতে মধুকে তাপ দিতে হবে। যদি দেখেন তাপে মধু কেরামেলের মতো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এটি আসল মধু। এটি ফোমের মতো ফেনিল হবে না। আর ভেজাল মধু কেরামেলের মতো হবে না, শুধু বুদবুদ উঠবে।
(কালবেলা)

Address

Gazipur
DHAKADIVISION,DIVISION,KHULNADIVISIONBARISALDIVISION,CHITTAGONGDIVISION,RANGPURD

Alerts

Be the first to know and let us send you an email when Sanam BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share