livenewsbd.co

livenewsbd.co 24 Hours Latest Update News, Live TV, Live Radio, Live Video, Live Games, Live Music, Live Chat Al-Quran , About Bangladesh & Yellow Pages Available
(59)

With the collective endeavor of a bunch of young and lively people full of patriotism and responsibility have started a new IT based biggest web portal www.livenewsbd.co in Bangladesh. Fully exceptional this portal consists of different types of important information and entertaining elements for all types of people as well.

29/09/2024

গাজীপুর শহরের রথখোলা থেকে ব্যাংকের দুই অফিসার ও দুই আনসারকে কুপিয়ে বিকেলে ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাই। গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি

25/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

আজ শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায়  পলাশ চঞ্চলকে যুবদল থেকে বহিস্কার...
25/09/2024

আজ শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পলাশ চঞ্চলকে যুবদল থেকে বহিস্কার...

18/09/2024
অবশেষে পাইলাম
16/09/2024

অবশেষে পাইলাম

28/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।

(সংগৃহিত)

হোক প্রতিবাদ।  সাংবাদিক সমাজ।এতদিন আওয়ামী লীগ কতৃক শোষিত হয়েছি, এখন বিএনপি কতৃক।   আওয়ামিলীগ ঘুরিয়ে পেচিয়ে করেছে, বিএনপ...
27/08/2024

হোক প্রতিবাদ। সাংবাদিক সমাজ।

এতদিন আওয়ামী লীগ কতৃক শোষিত হয়েছি, এখন বিএনপি কতৃক। আওয়ামিলীগ ঘুরিয়ে পেচিয়ে করেছে, বিএনপি সরাসরি, তাদের পেইডে লিখিত বক্তব্যে শুরু করলো।
ওদের এমন সাহস হয় কি করে, গণমাধ্যমে সরাসরি হস্তক্ষেপ করে, এখনি উচিৎ তাদের বয়কট করা, সাংবাদিক সমাজের কাছে ক্ষমা চেয়ে, তাদের এই বিজ্ঞপ্তি উর্দ্ধ করে মুচলেকা দিতে হবে।

ওদের শক্ত হাতে দমন করতে হবে। সারাদেশের সকল সাংবাদিকদের একতাবদ্ধ হওয়ার এখনি সময়। আর কোন রাজনৈতিক দলের তাঁবেদারি সাংবাদিক সমাজ করবেনা ইনশাআল্লাহ।

23/08/2024

রাত ৮টা পর্যন্ত টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে নগদ সংগ্রহ হয়েছে ৮৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা!!

20/08/2024

সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল কমিটির সভাপতির পদ বাতিল

বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু। এটা ভালো দিক।
15/08/2024

বিএনপিতে শুদ্ধি অভিযান শুরু। এটা ভালো দিক।

নতুন সরকারকে অভিনন্দন
08/08/2024

নতুন সরকারকে অভিনন্দন

07/08/2024

দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই আইন করা হোক!!!!

আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা 🥀🥀🥀--------------------------------🚨 বিগ ব্রেকিং নিউজ---তত্ত্বাবধায়ক সরকারের প্রধা...
06/08/2024

আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা 🥀🥀🥀
--------------------------------
🚨 বিগ ব্রেকিং নিউজ---
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুস

বাকি সদস্যরা হলেন-

১. ড. সলিমুল্লাহ খান
২. ড. আসিফ নজরুল
৩. বিচারপতি (অব.) মোঃ আব্দুল ওয়াহাব মিঞা
৪. জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া
৫. মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন
৬. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
৭. মতিউর রহমান চৌধুরী
৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৯. ড. হোসেন জিল্লুর রহমান
১০. বিচারপতি (অব.) এম এ মতিন।

05/08/2024

আজ রাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে
-
আইএসপিআর

05/08/2024

এখন কে ক্ষমতায় আসবেন, তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি: ইন্ডিয়ান এক্সপ্রেস

05/08/2024

মঙ্গলবার থেকে সব সরকারি অফিসসহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

05/08/2024

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ সালেহ উদ্দিন আহমেদকে প্রধান করে ১৮ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন সরকার গঠন।

১৮ সদস্য বিশিষ্ট সরকার পরিচালনায় যারা নিযুক্ত হয়েছেন তাহারা হলেন,

১। ডঃ সালেহ উদ্দিন আহমেদ সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক ।
২। লেঃ জেনারেল ( অবঃ ) জাহাঙ্গীর আলম চৌধুরী ( সাবেক মহাপরিচালক বিজিবি )।
৩। ডঃ মঞ্জুর আহমেদ চৌধুরী ( সাবেক চেয়ারম্যান জাতীয় নদী সংরক্ষণ কমিশন ) ।
৪। প্রফেসর একরামুল হক ( ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ার ) বুয়েট ।
৫। ডঃ মাহফুজুল হক ( সাবেক সচিব, বন ও পরিবেশ মন্ত্রণালয় ) ।
৬। ব্যারিস্টার সারাহ হোসাইন, সাবেক পরিচালক, লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ( BLAST )।
৭। মোঃ তৌহিদ হোসাইন, সাবেক পররাষ্ট্র সচিব,পররাষ্ট্র মন্ত্রণালয়৷
৮। মোঃ নূরুল হূদা ( সাবেক আইজিপি) বাংলাদেশ পুলিশ ।
৯। লেঃ জেঃ মোঃ মঈনুল ইসলাম ( সাবেক মহাপরিচালক, বিজিবি ) ।
১০। সাংবাদিক মোঃ নূরুল কবির, সম্পাদক ( নিউ এইজ )।
১১। মোঃ ফজলুল কবির খান ( সাবেক সচিব )
১২। মেজঃ জেঃ ( অবঃ ) গোলাম হেলাল মোর্শেদ খানন ( সাবেক চেয়ারম্যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ) ।
১৩। প্রফেসর নিয়াজ আহমেদ খান প্রোভিসি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ।
১৪। বদরুল আলম মজুমদার, প্রতিষ্ঠাতা ( সুজন )।
১৫। ডঃ শাহদীন মালিক ( সিনিয়র আইনজীবি বাংলাদেশ সুপ্রিমকোর্ট ) ।
১৬। ডঃ আহসান এইচ মঞ্জুর ( অর্থনীতিবিদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট ) ।
১৭। প্রফেসর আনন্দ কুমার সাহা ( সাবেক ভাইস চ্যান্সেলর ) রাজশাহী বিশ্ববিদ্যালয়র ।
১৮।কুইন ইয়ান ইয়ান, উপদেষ্ঠা, চাকমা সার্কেল প্রধান। ।

23/07/2024

অবশেষে

আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মা...
11/07/2024

আজ হোটেলে দুপুরের খাবার খেলাম। একটা ডিমভর্তা আর একটু পাতলা ডাল। পঞ্চাশ টাকা বিল এলো। বলা যায় অনেকদিন পর দুপুরে খেলাম। মাথার উপর দাঁড়িয়ে থাকে ওয়েটার। তাকেও বখসিশ দিতে হয়। পাঁচটাকা তো দেয়া যায় না। ওয়েটারকে বলতে পারলাম না আরেক প্লেট ভাত দিন। তার কাজ বাড়ানো মানে বখসিশ দেয়ার রাস্তা বের হওয়া। খেয়ে উঠে এলাম।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

রিকশাচালককে সহজে ডাকি না। চেষ্টা করি হাঁটার। ভাড়াতো বাঁচে।

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

বিকেলের নাস্তা বাদ দিয়েছি। জিহবা বড্ড ত্যাদর। রুচি বাড়ছে। মিষ্টি টাইপের কিছু খেলে বলে ঝাল খাবা না?

ইদানিং সাহসে কুলায় না খরচ বাড়াতে।

সদাইপাতি কিনতে গেলে দোকানী টুকটাক বেশি দিয়ে দেয়। দেখা গেল পয়তাল্লিশ টাকা বিল হলো। বলে বসে মামা পঞ্চাশটাকার মিলায় দেই।

এসব ঝানাইপানাই যেন না করে তাই আগেই বলে দেই, খবরদার বেশি দেবেন না। পারলে একটু কম দেবেন।

ইদানিং সাহসে কুলায় না।

চা খেতে গেলে বিপদ। দোকানী বড্ড ফাজিল। এত সুন্দর করে দুধচা বানায় মনে হয় একটু পরপর খাই। কেন এতো সুন্দর টেস্ট করে বানাবি তুই বেটা!

পাঁচটাকার চা পনের টাকা। খাবোই না আর চা।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

এই ধরেন মাছের বাজার। গরিবের মাছগুলোও আর কেনা যায় না। পিচ পিচ করা মাছ খুঁজি আজকাল। সেখানেও ভিড়। মিন মিন করে বলি, একটা ছোট্ট সাইজের মাছ দ্যান না! একা মানুষ এতো বড় দিয়েন না।

চুপ করে বের হয়ে চলে আসি।

ইদানিং খরচ বাড়াতে সাহসে কুলায় না।

কোনো মেহমান বেড়াতে এলে গল্প মুখস্ত করি। আপনাদের খুব দেখতে ইচ্ছে করে। ইশ আসতে বলতে পারি না। একটা কাজে বাইরে যাচ্ছি কদিনের জন্য। মেহমান নিজেই বলে ঠিক আছে কদিন পরে যাবো। তখন মনে হয় হাঁফ ছেড়ে বাঁচি। কায়দা করে যে কয়দিন চলা যায় আরকি।

ইদানিং খরচ বাঁড়াতে সাহসে কুলায় না।

এই গরমে জামাকাপর কিনে হবে কী! এমনতো না কোনো অনুষ্ঠানে যাবো। নিজেকে বুঝ দেই- যা আছে তাই দিয়েই চলো। পোষাকে পরিচয় নয়। নীতিবাক্য নিজেরে শুনাই।

কারণ ইদানিং খরচে কুলায় না।

দেশের উন্নয়ন হোক। ধনীগুলো আরো ধনী হোক। আর আমরা নাহয় কৌশল করেই বাঁচি নিজেকে সবকিছু থেকে বঞ্চিত করে।

এই গল্প হাজার হাজার মানুষের।

কী করবো ইদানিং খরচে কুলায় না।

©

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন :❤️😎🇧🇷ব্রাজিল - 232🇩🇪জার্মানি - 227🇦🇷আর্জেন্টিনা - 138🇮🇹ইতালি - 128🇫🇷ফ্রান্স - 12...
07/07/2024

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন :❤️😎

🇧🇷ব্রাজিল - 232
🇩🇪জার্মানি - 227
🇦🇷আর্জেন্টিনা - 138
🇮🇹ইতালি - 128
🇫🇷ফ্রান্স - 124
🇪🇸স্পেন - 106

সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ জয়ী:

🇧🇷ব্রাজিল - 5
🇩🇪জার্মানি - 4
🇮🇹ইতালি - 4
🇦🇷আর্জেন্টিনা - ৩
🇺🇾উরুগুয়ে - 2
🇫🇷ফ্রান্স - 2
🇪🇸স্পেন - ১
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড - 1

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতা:

🇧🇷ব্রাজিল - 73
🇩🇪জার্মানি - 67
🇮🇹ইতালি - 45
🇦🇷আর্জেন্টিনা - 43
🇫🇷ফ্রান্স - 34

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি পয়েন্টধারী দল:

🇧🇷ব্রাজিল - 237
🇩🇪জার্মানি - 221
🇮🇹ইতালি - 156
🇦🇷আর্জেন্টিনা - 144
🇫🇷ফ্রান্স - 118

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি অংশগ্রহণ:

🇧🇷ব্রাজিল - 22
🇩🇪জার্মানি - 20
🇮🇹ইতালি - 19
🇦🇷আর্জেন্টিনা - 18
🇫🇷ফ্রান্স - 16

ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ফ্রি-কিক গোল:

🇧🇷ব্রাজিল - ১৩
🇦🇷আর্জেন্টিনা - 5
🇰🇷দক্ষিণ কোরিয়া - 5
🇪🇸স্পেন - 5
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড - 4
🇷🇸যুগোস্লাভিয়া - 4
🇺🇾উরুগুয়ে - 4

দেশ অনুযায়ী সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছে:

🇧🇷ব্রাজিল - 5
🇩🇪জার্মানি - 3
🇦🇷আর্জেন্টিনা - 2
🇮🇹ইতালি - 2
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড- 2
🇭🇺হাঙ্গেরি - 2

দেশ অনুসারে সবচেয়ে বেশি ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল জেতা:

🇧🇷ব্রাজিল - ৭
🇦🇷আর্জেন্টিনা - ৩
🇮🇹ইতালি - 3
🇺🇾উরুগুয়ে - 2

এগুলা সব ব্রাজিলের 🇧🇷ঐতিহ্য 🥱

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿ইংল্যান্ড যদি ফুটবল আবিষ্কার করে থাকে তবে পূর্ণতা দিয়ে ব্রাজিল

।।অনলাইন থেকে পাওয়া তথ্য ছবি এবং লেখা।।

এই জন্যেইতো কই ব্রাজিল সমর্থকরা এতো নিশ্চুপ থাকে কেন, ব্রাজিল যে সবসময়ই উপরেই থাকে এটা ব্রাজিল সমর্থকরা জানে😜...

06/07/2024

আপনার স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীদের প্রতি বিশেষ নজর রাখুন🙏
👉৪৮ ঘন্টার মধ্যে ঢাকা সহ চট্টগ্রামে ৩৫ বাচ্চা নিখোঁজ।

‘ভিস্তি’ নামকরণের ইতিহাস আজকাল ট্রেনে বাসে রাস্তায় রেস্তোরাঁয় সর্বত্রই জল তেষ্টা পেলে আমাদের হাতে উঠে আসে ঠান্ডা বা নর...
06/06/2024

‘ভিস্তি’ নামকরণের ইতিহাস

আজকাল ট্রেনে বাসে রাস্তায় রেস্তোরাঁয় সর্বত্রই জল তেষ্টা পেলে আমাদের হাতে উঠে আসে ঠান্ডা বা নর্মাল সিল করা জলের বোতল।
কিন্তু এই ফ্রিজ তো হালে এলো!
প্রশ্ন উঠতেই পারে, তখন কি মানুষ ঠান্ডা জল খেতেন না?
আজ্ঞে খেতেন, আলবাত খেতেন।
তখন ফ্রিজ না থাকলেও ছিল ‘ভিস্তি’।
‘ভিস্তি হল এক ধরনের বস্তার মত দেখতে ব্যাগ।
ছাগলের চামড়া দিয়ে তৈরি এই বিশেষ থলেকে ‘মশক’ও বলে।
এতে রাখলে ফ্রিজের মতোই ঠান্ডা থাকত জল।
আর স্বয়ং জলদাতা হয়ে এই ভিস্তির জল যারা বাড়ি বাড়ি পৌঁছে দিতেন তাদের বলা হত ভিস্তি ওয়ালা।

এই ভিস্তিওয়ালাদের সঙ্গে রয়েছে ইতিহাসের যোগ।
কথিত আছে, মুঘল নবাব হূমায়ুন একবার জলে ডুবে যাচ্ছিলেন।
তখন নবাবকে বাঁচিয়েছিলেন এক ভিস্তিওয়ালা।
এমনকি এই ভিস্তির উপর ভরকরেই সাঁতরে উঠেছিলেন হূমায়ুন।
কৃতজ্ঞতা স্বরূপ সেই ভিস্তিওয়ালাকে একদিনের জন্য তার আসনেও বসিয়েছিলেন তিনি।
অভিবক্ত ভারতবর্ষের ঢাকায় এবং কলকাতায় জল বিলোনোর কাজ করতেন এই ভিস্তিওয়ালারাই।

কিন্তু স্মার্টফোন সর্বস্ব এই ওভারস্মার্ট যুগে আজকের প্রজন্ম হয়ত জানেইনা ভিস্তিওয়ালাদের কথা।
পার্সি শব্দ ‘বেহেস্ত’ শব্দের অপভ্রংশ হয়ে এসেছে ভিস্তি, এর অর্থ হল স্বর্গ। পৃথিবীর পশ্চিম ও মধ্য প্রান্তে স্বর্গের বেশীরভাগ ছবিতেই মিলেছে নদী ও বাগানের ছবি।
কথিত আছে সেই স্বর্গের নদী থেকে জল এনেই ভিস্তিরা তা বিলিয়ে দিতেন মানুষকে, তাই তাদের স্বর্গের-দূতও বলা হত।

তিলোত্তমাতেও এককালে এদের একচেটিয়া আনাগোনা ছিল।
ভোরবেলা দোর খুলে রাস্তায় বেরোলেই দেখা মিলত ভিস্তিওয়ালাদের।
কাঁধে জল ভরতি চামড়ার ব্যাগ নিয়ে বেড়িয়ে পড়তেন মুসলিম সম্প্রদায়ের এই মানুষগুলো।
দিল্লিতেও একসময় ছিল ভিস্তির চল।
তবে এখনও এই প্রাচীন পদ্ধতি বাঁচিয়ে রাখতে সক্ষম জামা মসজিদের বাইরে মুশতাকিম চায়ের দোকান।
দোকানে গেলেই দেখা যাবে, ঝোলানো রয়েছে ছাগলের চামড়া দিয়ে তৈরি লম্বা লম্বা ভিস্তি।
বহুযুগ ধরে প্রাচীন দিল্লির সাক্কে ওয়ালি গলিতেই ভিস্তিওয়ালাদের বাস।

#সংগ্রহীত #কপি #কবুতরখোলা #মা #মানুষ #ভালবাসা livenewsbd.co

Address

DOHS Baridhara
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when livenewsbd.co posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to livenewsbd.co:

Videos

Share


Other Dhaka media companies

Show All