Amzad Hossain

Amzad Hossain ➤অতীতকে_তুমি_বদলাতে_পারবে_না_
কিন্তু_তুমি_চাইলে_বর্তমানকে_কাজে_লাগিয়ে_
ভবিষ্যতকে_বদলাতে_পারো ☞

জীবনটা অনেকটা নদীর স্রোতের মতো! কখনো কারো জন্য থামে না..!! শুধু বাঁধা পেলে দিক বদলায়।
15/11/2023

জীবনটা অনেকটা নদীর স্রোতের মতো! কখনো কারো জন্য থামে না..!! শুধু বাঁধা পেলে দিক বদলায়।

অপমান করতে যোগ্যতা লাগে না,, তবে সম্মান করতে শিক্ষা লাগে,,❤️
13/11/2023

অপমান করতে যোগ্যতা লাগে না,, তবে সম্মান করতে শিক্ষা লাগে,,❤️

মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই,দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই ,
29/10/2023

মাটির দেহ নিয়ে কখনো করিওনা বড়াই,
দুচোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই ,

26/10/2023

⏤ সৌন্দর্যের আলাদা কোনো রং নেই
আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর.!!🖤
🍁🌼

হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ করে নাহ!আল্লাহর উপর বিশ্বাস রাখো,সময় মতো সব আশা পুরণ হবে!! ❤️ইনশাআল্লাহ ❤️🥀
26/10/2023

হাল ছেড়ে দিও না আল্লাহ কাউকে নিরাশ করে নাহ!
আল্লাহর উপর বিশ্বাস রাখো,
সময় মতো সব আশা পুরণ হবে!! ❤️
ইনশাআল্লাহ ❤️🥀

আমার এক জীবনের সব বসন্ত তােমার তরে বিলিয়ে দিলাম তুমি বুদ্ধিমতী - বুঝতে পেলে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার মতো করে কুড়িয়ে ন...
29/09/2023

আমার এক জীবনের সব বসন্ত তােমার তরে বিলিয়ে দিলাম তুমি বুদ্ধিমতী - বুঝতে পেলে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার মতো করে কুড়িয়ে নিয়াে দু'হাত ভরে।

😘এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,😘 জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।😘 __বিশ্বনবী হযরত ...
29/09/2023

😘এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,😘 জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।😘 __বিশ্বনবী হযরত মোহাম্মদ

28/09/2023

দূর থেকে যে ভালোবাসা তৈরি হয় সেই ভালোবাসা অনেক খাঁটি হয়।❤️

26/09/2023

“রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।”

26/09/2023

🌼একটু চুপ হয়ে দেখুন ☺️
কেউ নিবেনা খোঁজ 😓🥀
💔💔💔🌺🌺🌺😔
৷ দিন শেষে দেখা যায়🤔
🌹প্রিয় মানুষ গুলাই নিখোঁজ 😓

এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে ডানা ছাড়াই উড়তে শুরু করে?
24/09/2023

এমন কি জিনিস যা জন্মের সাথে সাথে ডানা ছাড়াই উড়তে শুরু করে?

কে সেই ব্যক্তি যাকে ডুবতে দেখলে কেউ বাঁচাতে আসে না?🤔
24/09/2023

কে সেই ব্যক্তি যাকে ডুবতে দেখলে কেউ বাঁচাতে আসে না?🤔

24/09/2023

একটা বয়স,একটা মানুষ, একটা মুহুর্তের
মুখোমুখি হবার পর—
আমাদের সমস্ত হাসি থেমে যায় সন্ধ্যের মত করে...❣️❣️

23/09/2023

যদি তোমাকে হারানোর ভয়ে কেউ কেঁদে ফেলে তাহলে বুঝে নিও সে Acting করছে...🙂

এমন কী জিনিস যা যত বেশি পরিষ্কার করা হয় ততই কালো হয়?
23/09/2023

এমন কী জিনিস যা যত বেশি পরিষ্কার করা হয় ততই কালো হয়?

21/09/2023

_নিজের অনুভূতি কাউকে বুঝানোর থেকে../
_চুপ থেকে কস্টগুলো উপভোগ করা অনেক ভালো..!

- ভালোবাসা তো এমন হওয়া উচিত....!!- বাঁচলে এক সাথে বাঁচবো,ম*র*লে এক সাথে ম*র*বো..!🌹❤️
20/09/2023

- ভালোবাসা তো এমন হওয়া উচিত....!!
- বাঁচলে এক সাথে বাঁচবো,ম*র*লে এক সাথে ম*র*বো..!🌹❤️

- মানুষ কখনো একা বাঁচতে পারেনা ; কল্পনাতে হলেও একজনকে লাগে.
17/09/2023

- মানুষ কখনো একা বাঁচতে পারেনা ; কল্পনাতে হলেও একজনকে লাগে.

17/09/2023

-দেরি হোক কোনো সমস্যা নেই ।
তবে একজন বিশ্বস্ত মানুষ এসে হাতটা ধরুক :)🫶❤️

17/09/2023

বাস্তবতা আমাকে অনেক কিছু শিখায় কিন্তু আমার কিছু মনে থাকে না।

16/09/2023

“বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না।”
—- হযরত আলী (রাঃ)

16/09/2023

"অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তাঁর মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন।

15/09/2023

পারলে একটা বেকার ছেলের হাত ধরে রেখো, যখন সাফল্য অর্জন করবে, তার সাফল্যের কারণ হবে তুমি!❤️

15/09/2023

রাতের আকাশটার দিকে তাকালেই বুঝা যায়
নিরবতা কত সুন্দর! 😊🖤✨

15/09/2023

পদ্মা সেতু কোন নদীতে অবস্থিত..!😒

14/09/2023
10/06/2021

ফ্রান্সের প্রেসিডেন্ট কে জনসমক্ষে থাপ্পর দিলে এক যুবক কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন
https://youtu.be/CE01RvMaCsI

25/05/2021

কাকের অত্যাচারে ৩ বছর ধরে ঘরবন্দি এক যুবক

17/05/2021

জেমসকে গালি দিলো নোবেল

 #প্রিয়_শরীয়তপুর_জেলা✍️নামঃ শরীয়তপুর।✍️ইংরেজিঃ Shariatpur.✍️পূর্ব নামঃ ইন্দ্রাকপুর ।✍️প্রতিষ্ঠানঃ ১৯৮৪ সালের ১ মার্চ।✍...
15/05/2021

#প্রিয়_শরীয়তপুর_জেলা
✍️নামঃ শরীয়তপুর।
✍️ইংরেজিঃ Shariatpur.
✍️পূর্ব নামঃ ইন্দ্রাকপুর ।
✍️প্রতিষ্ঠানঃ ১৯৮৪ সালের ১ মার্চ।
✍️বিভাগঃ ঢাকা।
✍️সংসদীয় আসনঃ ৩ টি।
✍️আয়তনঃ ১১৮১.৫৩ বর্গ কিলোমিটার।
✍️জনসংখ্যাঃ ১১৫৫৮২৪ জন।
✍️ঘনত্বঃ ৯৮০ জন/বর্গ কিলোমিটার।
✍️সাক্ষরতার হারঃ ৪১%

✍️নামকরণের ইতিহাসঃ ইতিহাস সমৃদ্ধ বিক্রমপুরের দক্ষিণাঞ্চল এবং প্রাচীন বরিশালের ইদিলপুর পরগনার কিছু অংশ নিয়ে বর্তমান শরীয়তপুর জেলা গঠিত। ব্রিটিশবিরোধী তথা ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহ নামানুসারে এর নামকরণ করা হয় শরীয়তপুর।

✍️ভৌগলিক পরিচিতিঃ উত্তরে মুন্সিগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল জেলা, পূর্বে চাঁদপুর জেলা এবং পশ্চিমে মাদারীপুর জেলা।

✍️অর্থকরী ফসলঃ
▪️ধান ।
▪️পাট ।
▪️গম ।
▪️পেঁয়াজ ।
▪️মিষ্টি আলু ।
▪️টমেটো ।
পাট, পেঁয়াজ,টমেটো প্রধান রপ্তানি পণ্য হিসেবে বিবেচিত।

✍️জলবায়ুঃ সবোর্চ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস।

✍️নদনদীঃ শরীয়তপুর জেলা কীর্তিনাশা নদী তীরে অবস্থিত। এছাড়া উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে রয়েছে
▪️পদ্মা ।
▪️মেঘনা ।
▪️দামুদিয়া ।
▪️আরিয়াল খাঁ।

✍️প্রশাসনিক এলাকাঃ
উপজেলা ও থানা- ৭ টি।
▪️জাজিরা উপজেলা ।
▪️শরীয়তপুর সদর উপজেলা ।
▪️গোসাইরহাট উপজেলা ।
▪️ডামুড্যা উপজেলা ।
▪️ভেদরগঞ্জ উপজেলা ।
▪️নড়িয়া উপজেলা ।
▪️সখিপুর থানা।

✍️ বিখ্যাত ব্যক্তিত্বঃ
▪️ কেদার রায় ।
▪️রাম ঠাকুর ।
▪️পুলিনবিহারী দাস ।
▪️অতুলপ্রসাদ সেন ।
▪️যোগেশচন্দ্র ঘোষ ।
▪️গোপাল চন্দ্র ভট্টাচার্য ।
▪️আবু ইসহাক।

✍️শিক্ষা প্রতিষ্ঠানঃ
▪️শরীয়তপুর সরকারি কলেজ।
▪️শামসুর রহমান সরকারি কলেজ।
▪️জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
▪️শরীয়তপুর সরকারি মহিলা কলেজ ।
▪️নড়িয়া সরকারি কলেজ।
▪️এম এ রেজা কলেজ।
▪️হাবিবুল্লাহ কলেজ ।
▪️হাজী শরীয়ত উল্লাহ কলেজ ।
▪️শহীদ সিরাজ সিকদার কলেজ ।
▪️পূর্ব মাদারিপুর কলেজ ।
▪️ভোজেশ্বর উপসী কলেজ ।
▪️পণ্ডিতসার টি এম গিয়াস উদ্দিন কলেজ ।
▪️ডাক্তার মোসলিম উদ্দিন খান কলেজ ।
▪️জাজিরা ডিগ্রী কলেজ ।
▪️বি কে নগর বঙ্গবন্ধু কলেজ ।
▪️বি এন আইডিয়াল কলেজ ।
▪️আব্দুর রাজ্জাক কলেজ।
# শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট

✍️দর্শনীয় স্থানঃ
▪️ধানুকার মনসা বাড়ি।
▪️ফতেহজংপুর দুর্গ ।
▪️রুদ্রকর মঠ ।
▪️রাম সাধুর আশ্রম ।
▪️বুড়িরহাট ঐতিহ্যবাহী মসজিদ ।
▪️রুদ্রকর জমিদার বাড়ি ।
▪️মানসিংহের বাড়ী ।
▪️হাটুরিয়া জমিদারবাড়ি ।
▪️হাটুরিয়া খামারবাড়ি।

আমার জেলা

12/05/2021

চাঁদ দেখা গেছে আগামীকাল ঈদ

12/05/2021

বাড়ি ফেরার যুদ্ধে নেমেছে মানুষ দেখুন ফেরি ঘাটের বর্তমান অবস্থা

11/05/2021

নবী ( সঃ ) এর সুন্নহ দাড়িকে বালের সাথে তুলনা করলো এই নাস্তিক

05/05/2021

রোজাদার রিক্সা চালকের গায়ে কেনো হাত তোলা হয়েছে। জানুন আসল ঘটনা

ও মা গো ট্রু Love
04/05/2021

ও মা গো ট্রু Love

01/05/2021

নামাজ পড়ার অপরাধে RFL কম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে | RFL কে বয়কটের আহব্বান মুসলিম যুবকের

https://youtu.be/Fbk9_FF6s_8

30/04/2021

ফেঁসে গেলেন মামুনুল হক | ধর্ষন মামলা করলেন জান্নাত আরা ঝর্না

Address

Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Amzad Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amzad Hossain:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All

You may also like