19/06/2023
অপ্রকাশিত মাদার তেরেসা হাউজ এর ভিডিও II First time Mother Teresa's house video
আমরা মোবাইলের মাধ্যমে চেষ্টা করেছি মাদার তেরেসা বাড়ীর ভেতরে সকল অংশ আপনাদের সামনে তুলে ধরার কারন মাদার তেরেসার বাড়ির ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ I
১৯১০ সালের ২৬ আগস্ট উসমানীয় সাম্রাজ্যের ইউস্কুব জন্মগ্রহণ করেন। তবে ২৬ আগস্ট জন্ম হলেও তিনি ২৭ আগস্ট তারিখটিকে তার "প্রকৃত জন্মদিন" মনে করতেন I তিনি ছিলেন নিকোলো ও দ্রানা বয়াজুর কনিষ্ঠ সন্তান। তাদের আদি নিবাস ছিল আলবেনিয়ার অঞ্চলে। তার পিতা আলবেনিয়ার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯১৯ সালে মাত্র আট বছর বয়সে তার পিতৃবিয়োগ হয়। পিতার মৃত্যুর পর তার মা তাকে রোমান ক্যাথলিক আদর্শে লালন-পালন করেন। ছোট্টো অ্যাগনেস ধর্মপ্রচারকদের জীবন ও কাজকর্মের গল্প শুনতে বড়োই ভালবাসতেন। ১২ বছর বয়সেই তিনি ধর্মীয় সন্ন্যাস জীবন যাপনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ১৮ বছর বয়সে তিনি গৃহত্যাগ করে একজন ধর্মপ্রচারক হিসেবে যোগ দেন সিস্টার্স অফ লোরেটো সংস্থায়। মা আর দিদিদের সঙ্গে আর তার কোনোদিন দেখা হয়নি।
১৯৪৮ সালে এই মোতাবেক দরিদ্রের মাঝে ধর্মপ্রচার কাজ শুরু করেন। প্রথাগত লোরেটো অভ্যাস ত্যাগ করেন। পোশাক হিসেবে পরিধান করেন নীল পারের একটি সাধারণ সাদা সুতির বস্ত্র। এ সময়ই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে বস্তি এলাকায় কাজ শুরু করেন। প্রথমে মতিঝিলে একটি ছোট স্কুল স্থাপনের মাধ্যমে শুরু করেছিলেন। পরবর্তীতে ক্ষুধার্ত ও নিঃস্বদের ডাকে সাড়া দিতে শুরু করেন। তাদের বিভিন্নভাবে সাহায্য করতে থাকেন। তার এই কার্যক্রম অচিরেই ভারতীয় কর্মকর্তাদের নজরে আসে। স্বয়ং তৎকালিন প্রধানমন্ত্রীও তার কাজের স্বীকৃতি দিয়েছিলেন।
প্রথম দিকের এই দিনগুলো তার জন্য বেশ কষ্টকর ছিল। সে সময় তার হাতে কোন অর্থ ছিল না। গরিব এবং অনাহারীদের খাবার ও আবাসনের অর্থ জোগাড়ের জন্য তাকে দ্বারে দ্বারে ঘুরতে হতো। ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে হতো। এসব কাজ করতে গিয়ে অনেক সময়ই হতাশা, সন্দেহ ও একাকিত্ব বোধ করেছেন। ১৯৯৬ সালের এপ্রিলে পড়ে গিয়ে কলার বোন ভেঙে ফেলেন। আগস্টে ম্যালেরিয়ায় আক্রান্ত হন। ১৯৯৭ সালের ১৩ই মার্চ মিশনারিস অফ চ্যারিটির প্রধানের পদ থেকে সরে দাড়ান। ৫ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
We have tried to show you all the parts inside Mother Teresa's house through mobile because it is forbidden to take pictures or videos inside Mother Teresa's house. Born on August 26, 1910 in Yuskub, Ottoman Empire. But despite being born on August 26, he considered August 27 as his "real birthday".
In 1948, he started evangelizing among the poor. Abandon traditional Loreto practices. He wears a plain white cotton cloth with a blue border. It was at this time that he accepted Indian citizenship and started working in slum areas.
These early days were quite difficult for him. He had no money at that time. He had to go from door to door to raise money to feed and house the poor and hungry. Money had to be collected from rich people. While doing these things, many times he felt despair, doubt and loneliness. In April 1996, the banana fell and broke the sister. He contracted malaria in August. On March 13, 1997, he stepped down as head of the Missionaries of Charity. Died on 5th September.
Facebook - https://www.facebook.com/LifeLivingworld
Like Our page - https://www.facebook.com/LifeLivingworld
Follow our website - https://lifelivingworld.com
Like Our - https://twitter.com/LifeLiving07
Like our - https://www.instagram.com/lifelivingworld/
https://www.youtube.com/c/LifeLivingWorld