17/02/2024
● বর্তমান বিশ্ব এগিয়ে যাচ্ছে, তেমনি ভাবে ফ্রিল্যান্সিং পেশা ও এগিয়ে যাবে। আপনি হয়তো ভাই এই পেশাকে তাচ্ছিল্য করছেন। কিন্তু দেখবে, এমন সময় আসবে পৃথিবীর প্রায় ৫০% ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হবে।
● ফ্রিল্যান্সিং কেন শিখবো ? তার আরেকটা সুবিধা হল, আপনাকে বাড়ির বাইরে গিয়ে কাজ করতে হবে না। আপনি ঘরে বসেই নিজের ইচ্ছা মত সময় নিয়ে কাজ করতে পারবেন।
● আবার দেখা যায়, আপনি কোন একটা কোম্পানির আন্ডারে কাজ করছেন। আপনার বস এর ঝাড়ি তো আছে-ই আবার সময় মতো অফিসে হাজির হওয়া। এমন হাজারো অসুবিধা আছে। কিন্তু আপনি যখন অনলাইনে কাজ করবেন, তখন এই ঝামেলা আপনাকে পোহাতে হবে না।
● আপনি নিজের ইচ্ছামত সময় দিয়ে কাজ করতে পারেন। এই কারণেই বলা হয় ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা।