Ahle Bayat Network

Ahle Bayat Network আহলে বায়াত নেটওয়ার্ক - ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম।
সত্য চিরঞ্জীব, সত্যটা জানুন, সত্যটা বুঝুন,
অনন্ত জীবন লাভ করুন।
(5)

11/12/2024

আজকের পর্ব লালন গীতি
শিল্পী - শমির বাউল।

10/12/2024

আমায় নিয়ে চলগো তোরা সোনার মদিনায়।

শিল্পী -- রোজিনা দেওয়ান

10/12/2024

আজকের শিল্পী
আরিফ দেওয়ান ও রুজিনা দেওয়ান।

10/12/2024

কেরানীগঞ্জ ঢাকা,
ভাগনা চাষাভ বাড়ি হযরত জব্বার নুরী রহঃ এর বাৎসরিক পবিত্র ওরশ মোবারক চলছে।

27/11/2024

সুমধুর কন্ঠে নাতে রাসুল (সঃ) পরিবেশন করলেন-- নীরব খান আল কাদরী

হযরত শাহ্ পরান রহঃ এর পবিত্র মাজার শরীফ মোবারক
13/11/2024

হযরত শাহ্ পরান রহঃ এর পবিত্র মাজার শরীফ মোবারক

09/11/2024

দয়াল বাবা কেবলা কাবা

09/11/2024

আগুন শাহ্ , মাওলানা আহম্মদ আলী রহঃ এর পবিত্র মাজার শরীফে আছি - 09/11/2024 ইং

বাবা শাহ্ পরান আঃ এর পবিত্র মাজার শরীফে আছি সিলেট,-- 08/11/2024, ইং
08/11/2024

বাবা শাহ্ পরান আঃ এর পবিত্র মাজার শরীফে আছি সিলেট,-- 08/11/2024, ইং

08/11/2024

তিন দিনের কাফেলা সফরে এখন আমরা হযরত শাহ্ সুন্দর আঃ এর পবিত্র মাজার শরীফে আছি।
সিলেট।

31/10/2024

বাহার শাহ্ বাবার পবিত্র মাজার শরীফে,
বাবু বাজার ঢাকা।

25/10/2024

শুকরিয়া,
সুমধুর কন্ঠে বন্দনা গান উপহার দিয়েছেন।
শিল্পী -- রুবেল দেওয়ান,
চর বিশ্বনাথ পাক দরবার শরীফ,
বাৎসরিক পবিত্র ওরস মোবারকে।

24/10/2024

গাদিরে খুমের শিক্ষাকে পরিত্যাগ করার কারণে আজকে বিশ্বের মুসলমানদের এই অবস্থা।
আলোচনায় --
প্রফেসর ড. আহসানুল হাদী,
অধ্যাপক ফার্সি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।

শাহ্ সুফি মোহাম্মদ আলী আহম্মদ আল কাদরী আঃ এর বাৎসরিক পবিত্র ওরস মোবারক
23/10/2024

শাহ্ সুফি মোহাম্মদ আলী আহম্মদ আল কাদরী আঃ এর বাৎসরিক পবিত্র ওরস মোবারক

21/10/2024

✴️প্রশ্নঃ সুফিবাদ কি কোনো ধর্ম❓

❗উত্তরঃ না 🖐️বরং সকল সত্য ধর্মের মুল উদ্দেশ্য❗

✴️প্রশ্নঃ এটা নাকি বহু পুরোনোকাল হতে এসেছে❗এবং হিন্দু ধর্মের সাথে মিল সহ সকল ধর্মের ভর্তা নাকি এটি❓

❗উত্তরঃ সকল ধর্মের সাথে মিল আছে কিনা জানিনা। তবে সকল সত্য ধর্মের সাথে মিল থাকাটাই সুফিবাদ এর সত্যতার প্রমান বহন করে।

🌹যেমন কোরআনে আগের বহু নবীগনের নবুয়াত ও রিসালাতের সত্যতার স্বীকৃতি দিয়েছে।হয়তো কিছু মিথ্যা মিশ্রিত হয়ে গিয়েছিলো কিন্তু ধর্ম বাতিল হয়নি।

🌹এভাবেই স্রষ্টার একেক দূত এসে নতুনভাবে ধর্মকে সাজাতো।নতুন নতুন নিয়ম প্রবর্তিত করতো।কিছু জায়েজও হারাম বাতিল করতো স্থান কাল পাত্র ভেদে।এটাকেই ইসলামে নবুয়াত বলে।

🌹কিন্তুু নবুয়্যত পরিবর্তন হলেও নবুয়ত এর মুল বিলায়ত কখনো পরিবর্তন হয়নি হবেওনা।নবুয়ত এর শেষ হলেও উদ্দেশ্য বেলায়ত কিয়ামত অব্দি শেষ হবেনা।
কেবল নবীগন এর পরিবর্তে ওলিগন রাসূল সাঃ এর নবুয়ত শরীয়ত অনুযায়ী কাজ করে যাবেন।

🌹কারন সকল সঠিক ধর্মের একটা নির্দিষ্ট একই উদ্দেশ্য ছিলো আছে থাকবে।প্রত্যেক সত্য ধর্মের দুটি দিক ছিলো একটা বাহ্যিক আনুষ্ঠানিক জাহের সর্ব সাধারনের অপরটি গুর গহিন বাতেন মারেফত। এবং এই মারেফত এর আমল সাধন করার বিদ্যাকে ইসলামে তাসাউফ বলে।🌿

💥এই তাসাউফ সকল ধর্মেই আছে। কিন্তু, দুঃখ জনক মানুষ আনুষ্ঠানিকতাই পছন্দ করে।

🌹ধর্মের প্রকৃতমর্ম রহস্য সবাই বুঝতে চায়না এবং বুঝতে পারেওনা এজন্যই ই শরীয়ত মারেফত আলাদা মনে হয় আসলে একটি ছাড়া অপরটি নয়।

🌹প্রত্যেক ধর্মে মারেফতের কথাগুলো বেশিরভাগ রুপ অর্থ ব্যবহার করছে।তাই শরীয়তি মাজাজি দৃশ্যমান দিয়ে কিভাবে অদৃশ্যমানকে ধরতে হয় তাই তাসাউফ শিক্ষা দেয়।

💥আর এই শিক্ষা পদ্ধতি অবলম্বন-কারীদেরকে প্রায় ১৪০০+ বছর ধরে ইসলামে সুফবাদী বলা হয়।

🌹সকল ধর্মের মুল লক্ষ্য এক স্রষ্টার ইবাদত। ইসলামে সেটাকে তাওহীদও বলা হয়।💥

🌿এজন্য প্রথমে মুখে বিশ্বাস এরপর অন্তরে এরপর কর্মে।
এই শিক্ষাটাই একেক ধর্মে একেকভাবে দিয়েছে।
মুখে বিশ্বাস সম্ভব হলেও অন্তরে পূর্ণ-বিশ্বাস তখনি জন্মায় যখন তার প্রমান পাওয়া যায় দেখা যায়।তা আপনি মানুন আর না মানুন।💥

🔆সংক্ষিপ্তভাবে প্রশ্নত্তোর আকারে বুঝালাম।

©️
✍️এতে যদি ভর্তা হয় ভর্তা
সংগ্রহ,

মিলাদ কিয়াম অবস্থায় - বাৎসরিক পবিত্র ওরস মোবারক উপলক্ষে .,,চর বিশ্বনাথ পাক দরবার শরীফ
19/10/2024

মিলাদ কিয়াম অবস্থায় - বাৎসরিক পবিত্র ওরস মোবারক উপলক্ষে .
,
,
চর বিশ্বনাথ পাক দরবার শরীফ

17/10/2024

শিল্পী - নীরব খান আল কাদরী

17/10/2024

তুমি আসবে বলে মুর্শিদ আমি সাজাইলাম বাসর।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ahle Bayat Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahle Bayat Network:

Videos

Share