Engr Asaduzzaman Asad

Engr Asaduzzaman Asad It is enough to sit idly by without doing good to become bad

24/08/2024

ফেনীর ত্রান-সাহায্য বিতারন

26/01/2024

বরিশাল সদরে কেউ আছেন।
একটু বিজনেস সম্পর্কে আড্ডা দিব।

22/12/2023

কর্পোরেট জব নিয়োগ যারা আবেদন করেছিলেন।
তাদের ভিতর এই নামের সিভি গুলো কোম্পানি রেখেছে।

Zamshed Akon
Sharmin Akter Setu
Raju Hossain
Md. Shariful islam
Himtul Karmakar
Eqramul Hoque
Pranto Islam
Abid Chowdhury

📌
আপনাদের সাথে কোম্পানি ব্যাক্তিগত ভাবে যোগাযোগ করবে।
ধন্যবাদ।

আজকে অনুষ্ঠিত  #পিএসসি এর  #ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর পদে আসা   প্রশ্নের সমাধান।
20/12/2023

আজকে অনুষ্ঠিত #পিএসসি এর #ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর পদে আসা প্রশ্নের সমাধান।

ঢাকা সেনানিবাস মাটিকাটা ব্রীজের গোড়ায় মাত্র বাইক এক্সিডেন্ট হলো । একজন স্পষ্ট ডেড ।আরেকজনকে হাসপাতালে নিয়ে গেছে বাট তার ...
18/12/2023

ঢাকা সেনানিবাস মাটিকাটা ব্রীজের গোড়ায় মাত্র বাইক এক্সিডেন্ট হলো ।
একজন স্পষ্ট ডেড ।
আরেকজনকে হাসপাতালে নিয়ে গেছে বাট তার অবস্থা আশংকাজনক ।

সবাই হেলমেট পরে রাইড করি , সাবধানে রাইড করি ।

16/12/2023

এক কথায় প্রকাশ করুন।
ক্ষমা করার ইচ্ছা?

Winter 😶‍🌫️😶‍🌫️😶‍🌫️🥶🥶
16/12/2023

Winter 😶‍🌫️😶‍🌫️😶‍🌫️🥶🥶

16/12/2023

সব জনক একসাথে।

১। জীব বিজ্ঞানের জনক→এরিস্টটল
২। প্রাণী বিজ্ঞানেরজনক→ এরিস্টটল
৩। রসায়ন বিজ্ঞানের জনক→ জাবির ইবনে হাইয়ান
৪। পদার্থ বিজ্ঞানের জনক→ আইজ্যাক নিউটন
৫। সমাজ বিজ্ঞানের জনক→অগাষ্ট কোঁৎ
৬। হিসাব বিজ্ঞানের জনক→ লুকাপ্যাসিওলি
৭। চিকিৎসা বিজ্ঞানের জনক→ ইবনে সিনা
৮। দর্শন শাস্ত্রের জনক→ সক্রেটিস
৯। ইতিহাসের জনক→ হেরোডোটাস
১০। ভূগোলের জনক→ ইরাটস থেনিস
১১। রাষ্ট্রবিজ্ঞানের জনক→ এরিস্টটল
১২। অর্থনীতির জনক→ এডাম স্মিথ
১৩। অংকের জনক→ আর্কিমিডিস
১৪। বিজ্ঞানের জনক→ থ্যালিস
১৫। মেডিসিনের জনক→ হিপোক্রটিস
১৬। জ্যামিতির জনক→ ইউক্লিড
১৭। বীজ গণিতের জনক→ আল - খাওয়াজমী
১৮। জীবাণু বিদ্যার জনক→ লুই পাস্তুর
১৯। বিবর্তনবাদ তত্ত্বের জনক→ চার্লস ডারউইন
২০। সনেটের জনক→ পের্ত্রাক
২১। সামাজিক বিবর্তনবাদের জনক→ হার্বাট স্পেন্সর
২২। বংশগতি বিদ্যার জনক→ গ্রেগর জোহান মেনডেল
২৩। শ্রেণীকরণ বিদ্যার জনক→ কারোলাস লিনিয়াস
২৪। শরীর বিদ্যার জনক→ উইলিয়াম হার্ভে
২৫। ক্যালকুলাসের জনক→ আইজ্যাক নিউটন
২৬। বাংলা গদ্যের জনক→ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
২৭। বাংলা কবিতার জনক→ মাইকেল মধুসুদন দত্ত
২৮। বাংলা উপন্যাসের জনক→ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৯। বাংলা নাটকের জনক→ দীনবন্ধু মিত্র
৩০। বাংলা সনেটের জনক→ মাইকেল মধু সুদন দত্ত
৩১। ইংরেজী কবিতার জনক→ জিউ ফ্রে চসার
৩২। মনোবিজ্ঞানের জনক→ উইলহেম উন্ড
৩৩। বাংলা মুক্তক ছন্দের জনক→কাজী নজরুল ইসলাম
৩৪। বাংলা চলচিত্রের জনক→ হীরালাল সেন
৩৫। বাংলা গদ্য ছন্দের জনক→ রবীন্দ্রনাথ ঠাকুর
©biddachash

16/12/2023

সহকারী শিক্ষকদের বেতন এত কম কেনো?!!

👉NTRCA
কর্তৃক নিয়োগ প্রাপ্তদের বেতন ও সুযোগ সুবিধা
নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো:

NTRCA - Non-Government Teachers Registration & Certification Authority

Ⓜ️১. লেকচারারঃ কলেজ (নবম গ্রেড)
• মূল বেতনঃ ২২,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বোমোটঃ ২৩,৫০০/=✅

🗣️১০ বছর পরে অ্যাসিসটেন্ট প্রফেসর হলে
• মূল বেতন ৩৫,০০০/=
• বাড়িভাড়া ১০০০/=
• চিকিৎসা ভাতা ৫০০/=
সর্বমোট ৩৬,৫০০/=✅

🗣️প্রিন্সিপাল হলে
• বেতন ৫০,০০০/=
• বাড়িভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ৫১,৫০০/= ✅

Ⓜ️২. সহকারী শিক্ষকঃ স্কুল (এগারো গ্রেড)
• মূল বেতনঃ ১২,৫০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৪,০০০/=✅

🗣️যদি বিএড ডিগ্রি থাকে তাহলে দশম গ্রেড হবে তার, তখন বেতন হবে -
• মূল বেতন ১৬,০০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১৭,৫০০/=✅

🗣️নোটঃ শুরুর দিকে বিএড করার জন্য ৫ বছর সময় দেয়।এবং ১০ বছর দশম গ্রেডে চাকুরি করার পর সিনিয়র শিক্ষকে উন্নিত হবেন (নবম গ্রেডে)
Ⓜ️৩. জুনিয়র শিক্ষকঃ ইস্কুল-২ (ষোল গ্রেড)
• মূল বেতনঃ ৯,৩০০/=
• বাড়ি ভাড়াঃ ১,০০০/=
• চিকিৎসা ভাতাঃ ৫০০/=
সর্বমোটঃ ১০,৮০০/=✅

♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ২৫% করে ২ টা উৎসব ভাতা পাবেন।
♐ মূল/বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে একবার।
♐ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের ৫% একটা ভাতা দেয়া হয়।
♐এছাড়া কিছু স্কুল-কলেজ (সংখ্যাটা খুবই সামান্য) ছাত্র-ছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন+ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল/কলেজ ফান্ডে টাকা বেচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেন।
♐ উপরের ৩ ক্যাটেগরির সকলেই প্রতি বছর তার ব্যাসিক বেতনের ৫% ইনক্রিমেন্ট পান।
©biddachas

একটা মেয়ের চাহিদা গাড়ি বাড়ি।আর আমার প্রিয়তমা যার চাহিদা এই সব (ছবিতে যা দেখছেন)।আর এটা আমিও তাকে সাপোর্ট করি।প্রকৃত চাহি...
16/12/2023

একটা মেয়ের চাহিদা গাড়ি বাড়ি।
আর আমার প্রিয়তমা যার চাহিদা এই সব (ছবিতে যা দেখছেন)।
আর এটা আমিও তাকে সাপোর্ট করি।
প্রকৃত চাহিদার বিপক্ষে কখনো যেতে নেই।

🥰🥰🥰 প্রিয়তমা
Sadiazaman

16/12/2023

মহান বিজয় দিবস : বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় দিন।

15/12/2023

কুমারী মেয়েকে,
তার অনুমতি ছাড়া এবং
বিধবা মহিলাকে,
তার মতামত ছাড়া। বিবাহ দেওয়া যাবে না
(সহিহ বুখারী-৬৯৭০)

এক নজরে দেখে নেই আমাদের বর্তমান  শিক্ষানীতি।আমাদের  শিক্ষানীতিতে ২০২৩ সালে যে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে তা তুলে ধরলাম। ...
15/12/2023

এক নজরে দেখে নেই আমাদের বর্তমান শিক্ষানীতি।

আমাদের শিক্ষানীতিতে ২০২৩ সালে যে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে তা তুলে ধরলাম। প্রিয় পাঠকবৃন্দ আপনারা জানেন প্রতিটি দেশেরই নিজস্ব শিক্ষানীতি রয়েছে। সেই শিক্ষানীতির আওতায় থাকে শিক্ষাক্রমসহ নানাবিধ বিষয়। দেশের শিক্ষানীতি পরিবর্তন পরিবর্ধন করতে দীর্ঘ সময় লাগলেও শিক্ষাক্রম সময়ের প্রয়োজনে বা শিক্ষার্থীদের স্বার্থে স্বল্প সময়ে পরিবর্তন বা সংযোজন বিয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে শিক্ষাক্রমে পরিবর্তন করা হয়েছে, যদিও পূবেই এটি বাস্তবায়ন করার কথা থাকলেও বাংলাদেশ সরকার করোনা (কোভিড-১৯) এর কারণে ২০২৩ সাল থেকে বাস্তবায়ন করে যাচ্ছে।

বাংলাদেশের শিক্ষানীতিতে ২০২৩ সালের নতুন শিক্ষাক্রম:
১। ২০২৩ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রম ১ম, ২য় ও ৬ষ্ঠ, ৭ম শ্রেণিতে বাস্তবায়ন হয়েছে।

২। ২০২৪ শিক্ষাবর্ষে ৩য়, ৪র্থ ও ৮ম, ৯ম শ্রেণিতে বাস্তবায়িত হবে।

৩। ২০২৫ শিক্ষাবর্ষে ৫ম ও ১০ম শ্রেণিতে বাস্তবায়িত হবে।

৪। ২০২৬ শিক্ষাবর্ষে শুধু একাদশ শ্রেণিতে বাস্তবায়িত হবে।

৫। ২০২৭ শিক্ষাবর্ষে শুধু দ্বাদশ শ্রেণিতে বাস্তবায়িত হবে।

৬। প্রাক-প্রাথমিক হচ্ছে দুই বছরের, যা ২০২২ পর্যন্ত ছিলো এক বছর।

৭। প্রাক-প্রাথমিকে থাকছে না কোনো সরকার নির্ধারিত বই, বিদ্যালয়ের শিক্ষকরাই পড়াবেন তাঁদের নিজেদের মতো।

৮। প্রাক-প্রাথমিক থেকে ৩য় শ্রেণি পর্যন্ত থাকছে না কোনো পরীক্ষা। ব্যবস্থার পরিবর্তনের কারণে শ্রেণিতে শেখানোর উপর ভিত্তি করে হবে শিক্ষার্থী মূল্যায়ন।

৯। বই থাকছে- প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ০৩টি। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অভিন্ন বিষয়ের ০৮টি। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত থাকবে অভিন্ন বিষয়ের মোট ১০টি।

১০। গতানুগতিক পরীক্ষার বাইরে মূল্যায়ন হবে শিখনকালীন সামষ্টিক উপায়ে।

১১। উঠে যাচ্ছে পিইসি/ইবতেদায়ী ও জেএসসি/জেডিসি নামের পাবলিক পরীক্ষা। তাই আর শিক্ষার্থীদের পোহাতে হবে না এই ঝামেলা।

১২। শিখনকালীন মূল্যায়নের ধরন হচ্ছ এসাইনমেন্ট, উপস্থাপন, যোগাযোগ এবং হাতে কলমে।

১৩। চতুর্থ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিখনকালীন মূল্যায়ন হবে ৬০ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন হবে ৪০ শতাংশ।

১৪। নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিখনকালীন মূল্যায়ন হবে ৫০ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন হবে ৫০ শতাংশ।

১৫। একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন হবে ৭০ শতাংশ।

১৬। এসএসসি পরীক্ষা আর আগের মতো ৯ম-১০ম শ্রেণির বই মিলিয়ে হবে না, শুধুমাত্র ১০ম শ্রেণির বই ও সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের ১ম পাবলিক এই পরীক্ষা।

১৭। মাধ্যমিক পর্যায়ে থাকছে না আর আলাদা আলাদা ৩টি বিভাগ। এই পর্যায়ে শিক্ষার্থীরা অভিন্ন বিষয় অধ্যায়ন করবে।

১৮। ২০২৩ শিক্ষাক্রম বাস্তবায়নের ফলে শিক্ষার্থীরা বিভাগ (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) পছন্দ করতে পারবে একাদশ শ্রেণিতে।

১৯। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অনুষ্ঠিত হবে আলাদা ২টি পরীক্ষা; এই দুই শ্রেণির পরীক্ষার ফলাফলের সমন্বয়ে রেজাল্ট দেওয়া হবে এইচএসসি পরীক্ষার।

২০। উঠে যাচ্ছে সৃজনশীল ও গ্রেড পদ্ধতি।

২১। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে ০৩টি স্তরে-

প্রথম স্তর : এলিমেন্টারি (প্রাথমিক) লেভেল। দ্বিতীয় স্তর : মিডেল (মধ্যম) লেভেল। তৃতীয় স্তর : এক্সপার্ট (পারদর্শী) লেভেল।

২২। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন; যা ইতোমধ্যে আগস্ট’ ২০২২ থেকে কার্যকর হয়েছে।

©- আমিনুর রহমান শামীম

14/12/2023

আমি চা পান করি না।এর সঠিক অনুবাদ কি?
ক. 𝐈 𝐝𝐨 𝐧𝐨𝐭 𝐝𝐫𝐢𝐧𝐤 𝐭𝐞𝐚.
খ. 𝐈 𝐝𝐨 𝐧𝐨𝐭 𝐩𝐫𝐞𝐟𝐞𝐫 𝐭𝐞𝐚.
গ. 𝐈 𝐝𝐨 𝐧𝐨𝐭 𝐭𝐚𝐤𝐞 𝐭𝐞𝐚.
ঘ. 𝐈 𝐝𝐨 𝐧𝐨𝐭 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐞𝐚

পেঁয়াজ কিনলে দেশি নতুন টা কিনুন। কৃষকদের বাচাতে আর পুরনো পেঁয়াজ মজুতদারদের ঘরে পঁচাতে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জা...
13/12/2023

পেঁয়াজ কিনলে দেশি নতুন টা কিনুন। কৃষকদের বাচাতে আর পুরনো পেঁয়াজ মজুতদারদের ঘরে পঁচাতে আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি ।। দেশের উন্নয়ন করুন, পুরনো পেয়াজ মজুদদারদের সিন্ডিকেট ভাঙ্গুন। ইতিমধ্যে বাজারে নতুন পেঁয়াজ চলে এসেছে।

13/12/2023

বিসিএস ৪৬
একটু ট্রাই করুন
ইনশাআল্লাহ

12/12/2023

আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে এই দিনটির জন্যে।
কারণ আজকের দিনে তুমি পৃথিবীতে এসে আলোকিত করেছিলে পৃথিবী। তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক খুশি। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি।

শুভ জন্মদিন
প্রিয় 🥰🥰🥰
❝𝐒𝐚𝐝𝐢𝐚 𝐙𝐚𝐦𝐚𝐧❞

এই বই গুলো বেশি দাম দিয়ে ক্রয় করা হয়নি।অথচ বই নেই তাই লেখাপড়া করবে না।এটা শুনে আর অপেক্ষা না করে ক্ষুদ্র পরিসরে একটু হেল...
12/12/2023

এই বই গুলো বেশি দাম দিয়ে ক্রয় করা হয়নি।
অথচ বই নেই তাই লেখাপড়া করবে না।
এটা শুনে আর অপেক্ষা না করে ক্ষুদ্র পরিসরে একটু হেল্প করা।
কোন একদিন এই ছেলেই বিসিএস কিংবা বড় কোন জব করবে।
দোয়া রইলো 🥰🥰

10/12/2023

আলহামদুলিল্লাহ!! দেশে তেলের খনির সন্ধান পাওয়া গেছে পুণ্যভূমি সিলেটে।

দৈনিক সম্ভাব্য ৬০০ ব্যারেল তেল উৎপাদন করা যাবে এই খনি থেকে।

09/12/2023

সিভি পাঠানোর ঠিকানা।
[email protected]
যাদের মেইল আসবে পেইজে পোস্ট করা হবে। আপনার আপডেট জানতে পোস্ট ফলো রাখুন

09/12/2023

সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে শেখো, তিনি তোমার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, তিনি তোমাকে নিরাশ করবেন না।”
মহানবি হযরত মুহাম্মত (স)

09/12/2023

কর্পোরেট অফিসে ১ জন সহকারী ম্যানেজার নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স পাশ ( যে কোন বিষয়)
কর্মস্থল : ঢাকা

02/12/2023

ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr Asaduzzaman Asad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All