BoiBaba.com

BoiBaba.com BoiBaba.com থেকে পাচ্ছেন বিভিন্ন রকম পুরোনো বই।
(3)

মানবজাতি!!অসম্ভবরকমের প্রতিভাধর আর সৃজনশীল এক জাতি। বনে জঙ্গলে শিকার করে বেড়ানো জাতি মাত্র হাজার বছরেই গড়ে তুলেছে বিস্ময়কর অাধুনিক সভ্যতা। প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছে পৃথিবীর শত শত বছরের সমাধানহীন দুর্ভেদ্য রহস্যের ভেতরকার রহস্য। অজানাকে জানা এবং অদেখাকে দেখার অদম্য প্রবৃত্তি মানুষের সেই সুপ্রাচীন কাল থেকেই। আর এই প্রবৃত্তির নাম জ্ঞানপিপাসা। যা চিরতরে পূরণ করা দস্তুরমতো অসম্ভম এবং দুরূহ ব্

যাপার বৈকি! আর এই জ্ঞানতৃষ্ণা মিটানোর এক অমোঘ উপায় হচ্ছে বইপড়া। যদিও ছেলেবেলা থেকেই আমরা বই পড়াকে প্রচলিত একটা কাজ বলে মনে করি। এর কারণ, পড়ালেখা করার এখন একমাত্র উদ্দেশ্য সাটিফিকেট আর চাকুরীঅর্জন করা।এজন্য, আমরা নিতান্ত বাধ্য না হলে বই পড়ি না। কিন্তু এই বইয়ের মধ্যে লুকিয়ে রয়েছে কত শত শত বছরের পুরনো ইতিহাস, কত বড় বড় দুনিয়া কাঁপানো আবিষ্কারের সমীকরণ, কত শত মহামানবের জীবনচরিত, কত শত বিশ্বজয়ী'র দুঃসাহসিক বিশ্বজয়ের গল্প। দুনিয়ার সব বাঘা বাঘা ধনী আর সফল মানুষদের সবচাইতে পছন্দের কাজ -----বই পড়া।জগৎখ‍্যাত ধনী ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিলো, সফলতার চাবিটা কি? তিনি উত্তর দিয়েছেন—প্রতিদিন পাঁচশ পৃষ্ঠা পড়ো। বিলগেটস প্রতি সপ্তাহে একটি বই, ইলান মাস্ক টেসলার সিইও হওয়ার আগে প্রতিদিন দশ ঘন্টা বই পড়তেন। অর্থাৎ মানুষ যত বেশি বই পড়ে, তত বেশি টাকা উপার্জনের ক্ষমতা অর্জন করে। BoiBaba.com সেই অফুরন্ত ক্ষমতার বিস্তার দেখতে চায় বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে। বইয়ের সুপ্ত জ্ঞানের আলোয় আলোকিত করে তুলতে চায় মানবজাতিকে।

Address

147/3, Dit Extension Road Fakirapool
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BoiBaba.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BoiBaba.com:

Share

Nearby media companies