The Khan shab

The Khan shab La ye laha yallah llaho muhammadur rasol wollah (s)

29/09/2024
14/09/2024

টাডা পোরা কপাল আমার

12/09/2024

salman khan Pakistani version

বাংলাদেশের   বিয়েবাড়িতে  যে  ঘটনাগুলো ঘটবেই:-১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ অনুপস্তিত। খুঁজতে গেল...
12/09/2024

বাংলাদেশের বিয়েবাড়িতে যে ঘটনাগুলো ঘটবেই:-

১. বরযাত্রা শুরু হবে- এসময় দেখা যাবে গুরুত্বপুর্ণ কেউ অনুপস্তিত। খুঁজতে গেলে পাওয়া যাবে শেভ করতে সেলুনে নয়তো জুতা পলিশ করতে গেছে।

২. যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি এই অভিযোগে দু'একজন আত্মীয় অনুষ্ঠান বর্জন করবে।

৩. বর/কনের চাচা ও মামা পক্ষের মধ্যে একটা রেষারেষি থাকবেই। বিয়েতে কোন পক্ষের কর্তৃত্ব বেশি হবে সেটা নিয়ে অঘোষিত প্রতিযোগীতাও চলবে।

৪.গুরুত্বপূর্ণ সময়ে বর/কনের দুলাভাই কিংবা মামা টাইপের কেউ অভিমান করবে। তার মান ভাঙাতে অন্য মুরুব্বিরা অক্লান্ত পরিশ্রম করে যাবে।

৫. কনের বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় টাকা দেয়া নিয়ে ব্যাপক দেনদরবার হবেই। কখনও কখনও এটা মারামারির পর্যায়ে চলে যায়।

৬. বরযাত্রীরা কখনই যথা সময়ে কনের বাড়ি পৌছতে পারবে না। এবং নির্দিষ্ট সংখ্যার চেয়ে বরযাত্রী বেশি হবেই। এটা নিয়ে কনে পক্ষের খোটাও শুনতে হবে।

৭. পাত্র পক্ষের দেয়া শাড়ি কিংবা গহনার মান নিয়ে দুই পক্ষের তর্কবিতর্ক হবে। এক্ষেত্রে সাধারণত কনের খালা/ফুফুরা বেশি ভুমিকা পালন করে।

৮. মেয়ের বাবা কর্তৃক ছেলের যোগ্যতা অনুযায়ি 'খুশি করে দেয়া'(যৌতুক নয় কিন্তু) নিয়েও বাদানুবাদ হবে।

৯.খাবার নিয়ে একটা ঝামেলা হবে, অনেক সময় অতিরিক্ত মেহমানের কারণে কোন একটা নির্দিষ্ট আইটেমের শর্ট পড়বে, আর তাতেই শোরগোল ও হুলস্তূল পড়ে যাবে। অনেকেই গরুর মাংস খায়না অজুহাত দেখিয়ে মুরগির রোস্ট ডাবল নেওয়ার চেষ্টা করবে । পরে আবার গরুর মাংসের ঐ আইটেমটাও নেবে।

১০.কোন তরুণীকে বিরক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শোরগোল এবং বাক্যবিনিময় হবে।

১১.বর বা কনে যতই সুন্দর হোক না কেন দাওয়াতে আসা মানুষজন খুঁত বের করবেই।

১২. নতুন বউয়ের দোষ প্রথম খুজে পাবে বউ দেখতে আসা পাশের বাড়ির মহিলারা। এটা গ্রামে চাউর হবেও তাদের মাধ্যমে। খাবারের মান নিয়েও এরা প্রশ্ন তুলবে।

১৩. বরের জুতা চুরির ঘটনা ঘটবে, তা থেকে জিম্মি করে টাকাও ভাগিয়ে নেওয়া হতে পারে।

১৪. রং দিয়ে একে অপরকে রাঙ্গানোর নামে হালকা মল্লযুদ্ধ ও হতে পারে!

সব শেষে সবাই সবাইকে বলবে- কিছু মনে করবে না ভাই, বিয়ে-শাদীতে এরকম টুকটাক হয়েই থাকে। আমরা আমরাই তো।
😅😅

01/06/2024

Bangla version
ভিডিও টা শেয়ার করে ফলো দিয়ে রাকেন

31/05/2024

Shakib Khan #লাগে_উরা_ধুরা
ভিডিও টা শেয়ার করে ফলো দিয়ে রাকেন

লাভ দিস জার্সি
29/05/2024

লাভ দিস জার্সি

অনেক সৃতি লুকিয়ে আছে
23/05/2024

অনেক সৃতি লুকিয়ে আছে

10/05/2024

জীবনে প্রচুর পরিমাণ ঘুমাতে হবে

09/05/2024

চাচাটি মনে হয় অনেক ইস্মার্ট

07/05/2024

🤣🤣🤣🤣

05/05/2024

এই বিলাইয়ের কথা কী মনে আছে?

Address

Brhamanbaria
Badda

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Khan shab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies