Islamic Square

Islamic Square "হেদায়েত পেয়ে দেখেন, অতীত কে অনেক ভয়ংকর মনে হবে আপনার! "

আল্লহুম্মাগফিরলী💔🌼
(3)

14/02/2024
10/02/2024

১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস পালন করার আগে কথাগুলো শুনুন।

যারা ফুল ভালোবাসে তাদের মন ও ফুলের মতোই সুন্দর 🌺🌷
10/12/2023

যারা ফুল ভালোবাসে তাদের মন ও ফুলের মতোই সুন্দর 🌺🌷

29/09/2023

আসসালামু আলাইকুম 🥰

21/04/2023

MashAllah 💞


#ভালবাসা

30/03/2023

গজলটি না টেনে শুনুন অন্তর শীতল হয়ে যাবে
ইন শা আল্লাহ 💞


#আল্লাহ



#গজল
#ভালবাসা
#ভাইরাল





Islamic Square
Md Zakariya Islam

23/03/2023

**“আলহামদুলিল্লাহ্‌, আবারো রমজান এলো, আল্লাহর ক্ষমা ও নিয়ামত কামনা করার সময় । রমজানুল মোবারাক ।”






#ভাইরাল
#গজল
#ভালবাসা

19/03/2023

শেষের ছবি আপনার মন ভালো করার জন্য যথেষ্ট 💕
#ইনশাল্লাহ

#ভাইরাল
#ফুল
#চাঁদ
#ভালবাসা
#লাভ
#কলরব

17/03/2023

রোমান্টিক গজল💕
রিমঝিম বৃষ্টি ফোঁটায়
দৃষ্টি রাখবো ধরে
কাজলে লেপ্টে যাবো
দু'চোখের মিষ্টি ঘোরে😊
#দিন
#বৃষ্টি
#ভালবাসা

Islamic Square
#ভাইরাল

16/03/2023

আরো কিছু সুন্নাত আছো তুমি জানো কি,
জানলেও জীবনে কখনো কি মানো কি?
Islamic Square
#ভালবাসা

#গজল


10/03/2023

হক কথার গজল💞

Islamic Square


#ভালবাসা
#গজল

#তাফসীর

02/03/2023

আলহামদুলিল্লাহ
5k done.
সবাই দোয়া রাখবেন এবং
পেজে লাইক দিয়ে সাথে থাকবেন।💞🌿

24/02/2023

ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে
ও মধুর নামে সুখ নেমে আসে💕🌿

#আল্লাহ

#গজল

#ভালবাসা

23/02/2023

তুমি আছো হৃদয়ের গভীরে
ভুলবো তোমার বলো কি করে।।💕

22/02/2023

ফুলের রয়েছে এক অপরূপ সৌন্দর্য এবং
এটি সৃষ্টিকর্তার একটি অনিন্দ্য সুন্দর সৃষ্টি।

21/02/2023

তোমারি পথে আমার জীবন
কবুল কর ওগো আল্লাহ।
সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ।💞🌿

19/02/2023

তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো।
খাবার শেষে মিষ্টি মুখের হাদিস টাও মানো।🌿💕

➡️ফুল পছন্দ করা মানুষগুলো সুন্দর মনের হয়!'🥀⏩মেনশন করুন আপনার সুন্দর মনের মানুষকে💞
18/02/2023

➡️ফুল পছন্দ করা মানুষগুলো সুন্দর মনের হয়!'🥀
⏩মেনশন করুন আপনার সুন্দর মনের মানুষকে💞

15/02/2023

অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে, তবে অভিমান ভাঙ্গানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে।

10/02/2023

জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে 'জুমা' নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে।

#গজল
#ওয়াজ
#তাফসীর
#মিজানুর

#ইসলামি

08/02/2023

দুনিয়া এদিক হোক কিংবা ঐদিক হোক,
ভাইকে ছাড়া আসবো না (বাহির হবো না)।
তুরস্কের এই বোনটির ভাইয়ের প্রতি ভালোবাসা মৃত্যুকেও হার মানায়🌼
আল্লাহ সুবহানাহু তায়ালা সকল মুসলিম জাতির সহায় হোন।
আমাদের সকল গুনাহ মাফ করে দিন।
আমাদের জন্য সব কিছু সহজ করুন।
হেদায়েতের নূরে সকলকে মুড়িয়ে নিন ইয়া রব্বাল আ'লামিন❤🥀

একটি পরিবার মানে ছোটখাটো একটি সমাজ বা রাষ্ট্র। কয়েকজন মানুষের একান্ত জীবন একসঙ্গে অতিবাহিত হয় বছরের পর বছর। তাই এখানেও প...
07/02/2023

একটি পরিবার মানে ছোটখাটো একটি সমাজ বা রাষ্ট্র। কয়েকজন মানুষের একান্ত জীবন একসঙ্গে অতিবাহিত হয় বছরের পর বছর। তাই এখানেও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রাখতে প্রয়োজন ছাড় দেওয়ার মানসিকতা, যা ধৈর্যচর্চার মাধ্যমে অর্জিত হয়। দাম্পত্য জীবন নিয়ে একটি বিষয় মনে রাখতে হবে, যেখানে ভালোবাসার সম্পর্ক নড়বড়ে হয় সেখানে ভুল বেশি খোঁজা হয়। ছোট ছোট বিষয়ে বিশাল মতপার্থক্য সৃষ্টি হয়ে যায়। এজন্য শরিয়ত নির্দেশ দিয়েছে, সবর ও ধৈর্যের। এর ফল মানুষ দুনিয়ায়ও ভোগ করবে, পরকালেও লাভ করবে। সবার কর্তব্য, সাহস ও সহিষ্ণুতা দিয়ে পরিবারকে নিয়ন্ত্রণ করা। এটা কত দোষের কথা, স্বামী তার স্ত্রী সঙ্গে ঝগড়া-বিবাদে জড়ায়, যে স্ত্রী তার জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত! আর স্ত্রীই বা কীভাবে স্বামীর সঙ্গে ঝগড়া করে অথচ স্বামীর কারণে তার বিশেষ মর্যাদা অর্জিত হয়। পরস্পরকে সহিষ্ণুতা দিয়ে বরণ করতে পারা থেকেই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়।

ভুল বা দোষ সব মানুষেরই থাকে। তাই প্রথমে ভুল বা দোষ চিহ্নিত করে ধৈর্যের সঙ্গে অন্যকে বোঝানো যায়। কিন্তু স্বামী যদি ওঁৎ পেতে থাকে স্ত্রীর ভুলভ্রান্তি কীভাবে ধরা যায় আর স্ত্রী লেগে থাকে, স্বামীকে কীভাবে ঘায়েল করা যায়, তা হলে খুশি হয় শয়তান। কারণ হাদিসে এসেছে, শয়তান খুশি হয় স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারলে। অনেক সময় এই ঝগড়া তৃতীয় কোনো কারণে হয়ে থাকে। অনেক সময় হয়তো স্বামী-স্ত্রী নিজেদের কারণে ঝগড়ায় জড়ায় না, তৃতীয় কারও উসকানিতে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এটাও ঘটে ধীরে-সুস্থে ঠান্ডা মাথায় ধৈর্যের সঙ্গে সমস্যর মূল চিহ্নিত করতে না পারায়। পরিবারে স্ত্রীর কর্তব্য, স্বামীর পরিবারের সবাইকে খুশি রাখা আর স্বামীর কর্তব্য স্ত্রীর বাড়ির সবাইকে খুশি রাখা। যেখানে স্বামী-স্ত্রী দুজনেই এমন ত্যাগের মানসিকতা রাখে, সেখানে সচরাচর বিবাদ বা অসন্তোষ দেখা দেয় না। কখনও একজন রাগ হলে অন্যজনের উচিত হলো ধর্য ও সহিষ্ণুতার সঙ্গে তা সামাল দেওয়া, একই সঙ্গে দুজন রাগ করলে পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে।

যে পরিবারে ধৈর্যের চর্চা থাকবে, সে পরিবারে শান্তি ও সুখের দেখা মিলবে। কারণ ধৈর্যধারণকারীদের সঙ্গে আল্লাহ থাকেন। পবিত্র কোরাআনে এসেছে, ‘হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা : ১৫৩)। ধৈর্যশীলদের জন্য রয়েছে সফলতার সুসংবাদ। এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলদের, যারা তাদের ওপর বিপদ আপতিত হলে বলে, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ‘আমরা তো আল্লাহর এবং নিশ্চিতভাবে তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।’ (সুরা বাকারা : ১৫৫-১৫৭)। একটি সুখময় দাম্পত্য জীবন গড়ে তুলতে স্বামী-স্ত্রী দুজনেরই স্বপ্রণোদিত ভূমিকা জরুরি। আল্লাহ সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন। আমিন।

06/02/2023

কুরআন শরীফের সবচেয়ে সম্মানিত সূরাগুলোর মধ্যে একটি হল সূরা ইখলাস। এ সূরার ফজিলতগুলো নিন্মে আলোচনা করা হল-

১। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে সেই ব্যক্তি কুরআনুল কারীম এক তৃতীয়াংশ পাঠ করার সওয়াব লাভ করবে।

২। যে ব্যক্তি দশবার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ্ আলা নিজ কুদরতে তার জন্য জান্নাতের মধ্যে বিশেষ মর্যাদাশীল একটি মহল তৈরি করবেন।

৩। যে ব্যক্তি অধিক পাঠ এ সূরা পাঠ করবে আল্লাহ তায়ালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন।

৪। যে ব্যক্তি অধিক পরিমাণ পাঠ করবে আল্লাহ তায়ালা তাঁর লাশ বহন করার জন্য হয়রত জিবরাঈল (আঃ) এর সাথে সত্তর হাজার ফেরেশতা প্রেরন করবেন। সেই ফেরেশতারা তাঁর লাশ বহন করবে এবং জানাজায় শরিক হবে।

বর্ণিত আছে, রাসুল (সাঃ) এর সময় একবার এক এলাকার একজন ইমাম সাহেবের নামে বিচার এল। বিচারের দাবী ছিল যে সে সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে শুধু সূরা ইখলাস পড়ত। এই প্রসঙ্গে সে সাহাবীকে তিঁনি জিজ্ঞেস করলে সাহাবা উত্তরে বললেন, "হে আল্লাহর রাসুল (সাঃ) সূরা ইখলাসে আল্লাহর শ্রেষ্ঠত্ব

এমনভাবে বর্ণিত আছে যে এই সূরা আমার অনেক ভাল লাগে। তাই আমি সব নামাজে এ সূরা পড়ি।"

এ কথা শুনে আল্লাহ রাসুল (সাঃ) কিছু বলার আগেই আল্লাহ বার্তা পাঠালেন যে, শুধু তার সূরা ইখলাসের প্রতি এই ভালোবাসাই তার জন্য জান্নাত নিশ্চিত করে দিয়েছে।

সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জানার, বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Square posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Square:

Videos

Share

Category