Rights of common people

Rights of common people فان مع العسر يسرا.😊
حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير🍂
(1)

সৌন্দর্য নিয়ে কখনো আমাদের অহংকার করা উচিত না।
04/12/2023

সৌন্দর্য নিয়ে কখনো আমাদের অহংকার করা উচিত না।

কেউ একজন থেকে যায় ঠিক এমনি করে।
04/12/2023

কেউ একজন থেকে যায় ঠিক এমনি করে।

সেই চোখের মায়া।
04/12/2023

সেই চোখের মায়া।

02/12/2023

650m � power of Hazrat Muhammad (s) �

28/11/2023

নিশ্চয় আমি তোমার নিকট এ কিতাব যথাযথভাবে অবতীর্ণ করেছি, সুতরাং তুমি আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে তাঁর উপাসনা কর।

-সূরা আয-যুমার: ০২

শুধুমাত্র সিলেট ভ্রমণকারীদের জন্য।
28/11/2023

শুধুমাত্র সিলেট ভ্রমণকারীদের জন্য।

28/11/2023

Broken 💔

24/11/2023

সাঈদ ইবনু যায়েদ (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি অত্যাচার করে অর্ধহাত যমীন দখল করেছে, নিশ্চয়ই ক্বিয়ামতের দিন অনুরূপ সাতটি যমীন তার কাঁধে ঝুলিয়ে দেয়া হবে’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/২৯৩৮)।
ঊপদেশ, হাদিস নং ১৯
হাদিসের মান: সহিহ হাদিস

তাবেঈ সালেম তাঁর বাপ আব্দুল্লাহ ইবনু ওমর হতে থেকে বর্ণিতঃ
তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে অনধিকারে কারো কিছু যমীন নিয়েছে, ক্বিয়ামতের দিন তাকে সাত তবক যমীন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে’ (বুখারী, মিশকাত হা/২৯৫৮)।
ঊপদেশ, হাদিস নং ২০
হাদিসের মান: সহিহ হাদিস

ইয়া’লা ইবনু মুররা (রাঃ) থেকে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, ‘যেকোন ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিগত জমি দখল করে তাকে আল্লাহ তা সাত তবকের শেষ পর্যন্ত খুঁড়তে বাধ্য করবেন। অতঃপর তার গলায় তা শিকলরূপে পরিয়ে দেওয়া হবে, যাবৎ না মানুষের বিচার শেষ করা হয়’ (আহমাদ, মিশকাত হা/২৯৬০)।
ঊপদেশ, হাদিস নং ২১
হাদিসের মান: সহিহ হাদিস

24/11/2023

হঠাৎ করেই একদিন আপনার দুআ গুলো কবুল হয়ে যাবে। যে দুআ করতে গিয়ে আপনার কণ্ঠ হয়েছিল কান্না বিজরিত, চোখ দিয়ে ঝরছিলো অজস্র জল। সেই দুআ যখন হুট করে মহান রব্বল আলামীন কবুল করে নিবেন, সেদিনও আপনার চোখজোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রুকণায়, ইনশাআল্লাহ্ ! সেদিন হয়তো ফিসফিস করে বলে উঠবেন "হে আমার পালনকর্তা আপনাকে ডেকে আমি কখনো নিরাশ হয়নি"

(সুরা মারইয়াম ১৯ঃ৪)

Editing for Abdullah Nijami Nihad Ahmed Nijami Êw'r Sãdmãn
23/11/2023

Editing for Abdullah Nijami
Nihad Ahmed Nijami Êw'r Sãdmãn

অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং সিকিউরিটি কোড।
23/11/2023

অ্যান্ড্রয়েড ফোনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস এবং সিকিউরিটি কোড।

এগুলো থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত।
23/11/2023

এগুলো থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত।

22/11/2023

যদি মিথ্যা বলার পর আমরা বোবা হয়ে যেতাম!

হারাম সম্পর্ক করার জন্য, হারামে লিপ্ত হওয়ায় যদি আমাদের ক্যান্সার হতো!
ছেলেদের সামনে সৌন্দর্য প্রকাশ করার পর যদি চেহারা ভূতের মতো হয়ে যেতো!

গান শোনার পর যদি কানে শুনতে নাহ পেতাম!

লেখাপড়ার জন্য নামাজ ছাড়ায় যদি পরীক্ষায় ফেল করতাম.!

যদি নাটক সিনেমা, মুভি দেখার জন্য আমাদের চোখ নষ্ট হয়ে যেতো তখন কেমন হতো!

অথচ আমাদের রব আমাদের সাথে কিছুই করছেন না.! বরং, বারবার সুযোগ দিচ্ছেন তওবা করার জন্য!

আলহামদুলিল্লাহ🔥

22/11/2023

গুনাহ করি, তারপর অনুশোচনা করে তাওবা করি। ফের গুনাহ করি, অনুতপ্ত হয়ে তাওবা করি। আবার শয়তানের পাল্লায় পড়ে গুনাহ করি, তাওবা করি। এভাবে চলছেই।

আমি কি মুনাফিক?
উঁহু! আমি আউয়াব (أوَّاب)।
বারবার আল্লাহর কাছে ফিরে আসা আল্লাহর প্রিয় বান্দা।

-শাইখ আতিক উল্লাহ হাফিজাহুল্লাহ

22/11/2023

শীতকাল, বন্ধ দরজা, বন্ধ জানালা।
ঘরের এক কোণে একটা টেবিলের উপর মোমবাতির নিস্পন্দ শিখা, সেই আশ্চর্য পরিবেশে রোমাঞ্চকর করে তুলছে।
এমন সময়ে কবিগুরুর কোন গান সবথেকে মানানসই বলে মনে হয় তোমার?
দেখি, কার পছন্দ কেমন 🤗
----- অনিবেন্দ্র 🍁

22/11/2023

ব্যাপার টা কেমন হইলো।
borhan on fire

21/11/2023

সোনার দেশের সোনার ছেলে।
Wait for and😁

21/11/2023

ফিলি স্তিনের উপরে ইস্রা য়েলের সাম্প্রতিক নৃশংসতার পক্ষে আমে রিকা ও পশ্চিমা বিশ্বের নির্লজ্জ সমর্থন এবং নির্বিঘ্নে গণ হ'ত্যা চালানোর জন্য বিপুল অ স্ত্রশস্ত্র দেয়া দেখে অবাক হচ্ছেন? ভাবছেন এমন তো হবার কথা না?
অবাক হবার কিছুই নেই। আপনি অবাক হচ্ছেন কারণ আপনি সহজ সরল মানুষ। আপনি অবাক হচ্ছেন কারণ আপনি ইতিহাস জানেন না। সেকু*লার-লিবা*রেল পশ্চিমাদের ইতিহাস মূলত এটাই। তারা আজকে এই সমৃদ্ধি ও আধিপত্যমূলক অবস্থায় পৌঁছেছে এর পেছনে আছে বিশাল ঔপনিবেশিক ইতিহাস। শ্বেতাঙ্গ ইউরোপিয় উপ*নিবেশ স্থাপনকারীরা এশিয়া, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকায় শত শত বছর ধরে হ*ত্যা, লুটপাট ইত্যাদি চালিয়েছে। আর ইউরোপিয় মূল্যবোধ শিক্ষা দিয়ে গেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এসব অঞ্চলের মানুষদের সম্পদ পাচার হয়েছে আর ইউরোপিয়দের মতাদর্শ গিলতে হয়েছে। উপ*নিবেশবাদের ইতিহাস পড়ে দেখুন তারা কী পরিমাণ লাশের পাহাড় তৈরি করে সম্পদ লুণ্ঠন করেছে। উপনি*বেশের পরের বিশ্বযুদ্ধগুলোর ইতিহাস পড়ে দেখুন কিভাবে তারা বিশ্বের মানচিত্র গঠন করেছে আর মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে বিবাদ বাধিয়ে রাখার পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনি ইতিহাস পড়ে দেখলে আরো জানতে পারবেন যুগে যুগে জালিম কা*ফির সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে ন্যায়, ইনসাফ ও তাওহিদের আলোকময় আদর্শ নিয়ে সবসময়েই দাঁড়িয়ে ছিল ইসলাম।
আজকে পশ্চিমারা যে সমতার কথা বলে, যে মূল্যবোধের কথা বলে এগুলো মূলত ধাপ্পাবাজি। আজকে ফিলি স্তিনের উপর তাদের শয়তানী কাজগুলো দেখে কিছুটা হয়তো বুঝতে পারছেন, ইতিহাস পড়লে আরো ভালো করে বুঝতে পারবেন। ইউরোপ-আমে রিকার আজকের চাকচিক্য আর তাদের মনভুলানো মূল্যবোধের কথা শুনে ভুলবেন না। না*স্তিক, সেকু*লার বুদ্ধিজীবি এবং অন্যান্য লিবা*রেল মিশনারীদের ধোঁকায় পড়বেন না। ইতিহাস পড়ুন, দ্বীন ইসলামকে গভীরভাবে আঁকড়ে ধরুন। চাকচিক্যময় বাতিল কু*ফরী চিন্তাদর্শকে ডাস্টবিনে নিক্ষেপ করুন। ইসলামের পূর্বযুগের মহান মনিষীদের আদর্শ ও বিশুদ্ধ আকিদা মানহাজ অধ্যায়ন করুন। নিজ সন্তান ও পরবর্তী প্রজন্মকে এভাবে বড় করুন। আজকের প্রজন্ম পড়ে পড়ে মার খাচ্ছে, পরের প্রজন্ম যেন এমন না হয়।

Nihad Ahmed Nijamii

Deep Nihad Ahmed Nijami
21/11/2023

Deep


Nihad Ahmed Nijami

চাল রফতানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে পারে বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। এটি বিশ্বব্যাপী খাদ্য সংকটকে ...
21/11/2023

চাল রফতানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে পারে বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। এটি বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও বাড়িয়ে দিতে পারে। এ প্রভাব পড়বে বাংলাদেশেও। এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে কৃষককে প্রণোদনা দিয়ে ধান উৎপাদন বাড়াতে উদ্যেগ নিতে হবে।

20/11/2023

সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।

20/11/2023

Raiding time.
fellings,😌

19/11/2023

the greatest cricket nation has complete mission Hexa💛

Congratulations mighty Aussies

19/11/2023

চোরের দশ দিন
অস্ট্রেলিয়ার ১ দিন 🐸

যাই হোক ফেনীতে আজকে আকাশের অবস্থা অনেক মন মুগ্ধকর।
19/11/2023

যাই হোক ফেনীতে আজকে আকাশের অবস্থা অনেক মন মুগ্ধকর।

19/11/2023

প্রকৃত মুমিন বা মুসলিমের মুখ থেকে কখনো বাজে শব্দ উচ্চারণ হয় না।
এটাই ইমানদারগণের পরিচয়।

Bangladesh
17/11/2023

Bangladesh

17/11/2023

শুধু শুধু মিথ্যা অপবাদ 🥴

17/11/2023

আমাদের জেনারেশনে টাকাই সব!😊💔

17/11/2023

অনেক দিন পরে আবার বৃষ্টিময় জুম্মা পেলাম আলহামদুলিল্লাহ ❤️

17/11/2023

হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো- আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না, যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কী?
তিনি বললেন, রাসুল ﷺ বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে।
আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে।
তিনি আরও বললেন, রাসুল ﷺ বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ।
হে আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দিও

তিরমিজি শরিফ, হাদিস নং-২৩০৮

চলো তোমাকে নিয়ে রাজশাহীর রাস্তায় ঘুরতে যাই 😊💜
16/11/2023

চলো তোমাকে নিয়ে রাজশাহীর রাস্তায় ঘুরতে যাই 😊💜

ক্রিকেট ঈশ্বর শচীন আজ বলেছেন, বিরাট খেলোয়াড় হয়েছেন বিরাট কোহলি! সত্যিই তো...! খেলায় এবং দুর্দান্ত বদলে যাওয়া আচরণ ও মানস...
16/11/2023

ক্রিকেট ঈশ্বর শচীন আজ বলেছেন, বিরাট খেলোয়াড় হয়েছেন বিরাট কোহলি! সত্যিই তো...! খেলায় এবং দুর্দান্ত বদলে যাওয়া আচরণ ও মানসিকতায় তিনি এতো বিরাট হয়েছেন যে যার সামনে দাঁড়িয়ে ক্রিকেটের আর কাউকে দেখা যায় না।

পুরো ক্রিকেটটাকে তিনি পেছনে ফেলে দিয়েছেন 💪

মেসি-রোনালদোর যুগে শচীন-কোহলিদেরও দেখেছি। ক্রীড়াপ্রেমী হিসেবে এটা আত্মতৃপ্তির ❤️

16/11/2023

CRICKET Funny moment.
゚viralシ@followersNihad Ahmed Nijami

আহ কি সুন্দর দোয়া।      ゚viralシ
14/11/2023

আহ কি সুন্দর দোয়া।

゚viralシ

14/11/2023

সেন্ট মার্টিন এর অপরুপ সৌন্দর্য।

দূরত্ব রাখুন সেই মানুষগুলোর থেকে যারা আপনার বিনয়কে সম্মান না জানিয়ে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।দূরত্বে থাকুন সেই ম...
14/11/2023

দূরত্ব রাখুন সেই মানুষগুলোর থেকে যারা আপনার বিনয়কে সম্মান না জানিয়ে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।

দূরত্বে থাকুন সেই মানুষগুলোর থেকে যারা জানে না ভদ্রতাও একটি পারিবারিক শিক্ষা।

একা থাকুন, সেও ভালো, তবুও নিজের আশেপাশের আগাছা বাড়তে দেবেন না।

__ইসমত আরা প্রিয়া

ইসমত আরা প্রিয়া - ‘গল্পে গল্পে জীবন’

Address

Khilkhet, Dhaka1229
Dhaka
3339

Telephone

+8801825468586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rights of common people posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rights of common people:

Videos

Share

Category