Travel Freak

Travel Freak Go Ahead & Watch the world
(12)

কিছু লোক আছে যাদেরকে কিছু বুঝাইলে সবসময় উল্টো বোঝে তাদের বাড়ি...!!
15/11/2024

কিছু লোক আছে যাদেরকে কিছু বুঝাইলে সবসময় উল্টো বোঝে তাদের বাড়ি...!!

🇧🇩 সাফজয়ী বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার সুমাইয়া মাতসুশিমার জন্ম জাপানে🇯🇵।  তার মা জাপানিজ এবং বাবা বাংলাদেশি। ২ বছর বয়সে...
15/11/2024

🇧🇩 সাফজয়ী বাংলাদেশ নারী দলের মিডফিল্ডার সুমাইয়া মাতসুশিমার জন্ম জাপানে🇯🇵। তার মা জাপানিজ এবং বাবা বাংলাদেশি। ২ বছর বয়সে তাকে দেশে আনা হয় এবং ৭ বছর বয়সে তাকে স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়।

খেলার সুন্দর্যের পাশাপাশি তার রুপের সুন্দর্যের জন্য আসছে আলোচনায়।

আপনি কি জানেন❓প্যান-আমেরিকান এই হাইওয়েকে বলা হয় বিশ্বের দীর্ঘতম ড্রাইভযোগ্য সড়ক পথ, যেখানে প্রায় ৪৮,০০০ কিলোমিটার বা ২...
15/11/2024

আপনি কি জানেন❓প্যান-আমেরিকান এই হাইওয়েকে বলা হয় বিশ্বের দীর্ঘতম ড্রাইভযোগ্য সড়ক পথ, যেখানে প্রায় ৪৮,০০০ কিলোমিটার বা ২৯,৮২৬ মাইলের বেশি রাস্তা যা আমেরিকার দুইটি মহাদেশজুড়ে বিস্তৃত, এবং ১৪টি দেশের মধ্য দিয়ে গেছে।

নিচ থেকে উপরে ড্রাইভ করে যেতে ২৪ দিন সময় লাগে! কিন্তু এখানে একটা তথ‍্যগত ভুল আছে, ম‍্যাপের মাঝে যে দুটি গ্রিন এ‍্যারো চিহ্নিত ডট আছে তার দুরত্ব ১০০ কিলো মিটারের মত! এই অংশটুকু কে বলা হয় দারিয়েন গ্যাপ! যদিও এটা আমাজন জঙ্গলের ভীতরে পরে না কিন্তু তারপরও কলম্বিয়া এবং পানামার মধ্যে অবস্থিত গভীর ঘন বনভূমি এবং জলাভূমি এলাকা এটি। এই অঞ্চলটি পান-আমেরিকান এই হাইওয়ের একটি উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা, যা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে স্থলভাগে ভ্রমণ কঠিন করে তোলে।

এই অংশটুকু ড্রাইভিং তো দুরের কথা অন‍্যকোন উপায়েও অতিক্রম করা প্রায় অসম্ভব!কিন্তু অনেক আমেরিকাগামী অভিবাসী যারা দক্ষিন আমেরিকা হয়ে আমেরিকায় যাবার চেস্টা করে, তাদেরকে এই দারিয়েন গ‍্যাপ পার হয়ে যেতে হয়! জীবনের রিস্ক থাকে ৫০%! অভিবাসীরা এই দূর্গম এলাকা অতিক্রম করার সময় দেখে তাদের মত অনেকের যাত্রা ওখানেই থেকে গেছে, যাদের কঙ্কালগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে! এই অভিযানের উপর অসংখ্য ভিডিও ডকুমেন্টারি আছে যেখানে দেখা যায় অনেক বাংলাদেশীও এপথ পারি দিয়ে আমেরিকায় প্রবেশ করে!

এমন একজনের গল্প শুনছিলাম, যে প্রায় ৩০-৪০ লাখ টাকা খরচ করে, জীবনের ঝুঁকি নিয়ে এই দূর্গম পথ পারি দিয়ে আমেরিকার আটলান্টায় এসে একটা গ‍্যাস্ট স্টেশনে কাজ নেয়! এলাকাটি ছিলো আফ্রিকান আমেরিকানদের বসতিতে ভরা! কাজ শুরু করার তিন দিন পর কাজ শেষে মালিকের সংগে বাসায় ফেরার পথে এক কৃষ্ণাঙ্গের গুলিতে গুরুতর আহত হয়ে দুজনেই মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি হয় এবং তিনদিন মৃত‍্যুর সংগে লড়াই করে মারা যায়! আহা জীবন! আহা আমেরিকান ড্রিম!

পাকিস্তানের করাচি থেকে এই প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে
15/11/2024

পাকিস্তানের করাচি থেকে এই প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে

এই সড়কের ডানপাশে মিয়ানমারের🇲🇲 আরাকান রাজ্য' বামপাশে বাংলাদেশ 🇧🇩। বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণাধীন পোয়ামুহুরী হতে মিয়া...
15/11/2024

এই সড়কের ডানপাশে মিয়ানমারের🇲🇲 আরাকান রাজ্য' বামপাশে বাংলাদেশ 🇧🇩।
বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণাধীন পোয়ামুহুরী হতে মিয়ানমার হয়ে থানচি সড়ক এটি সমুদ্রপৃষ্ঠ হতে তিন থেকে চার হাজার ফিট উচ্চতায় সড়কটি নির্মাণ হচ্ছে
ছবিটি আজ পড়ন্ত বিকেলে ধারণ করা।

ভারত আমাদের চট্টগ্রাম নিয়ে ব্যস্ত থাকলে আমরাও চিকেন নেক নিয়ে ব্যস্ত থাকবো প্রতিবেশী প্রতিবেশীদের জন্য 🫣😍
15/11/2024

ভারত আমাদের চট্টগ্রাম নিয়ে ব্যস্ত থাকলে আমরাও চিকেন নেক নিয়ে ব্যস্ত থাকবো
প্রতিবেশী প্রতিবেশীদের জন্য 🫣😍

🙏 জায়গা জমি তো কবরে নিয়ে যাওয়া যায়না। মৃত্যু পরে যেনো লাশের খাটিয়াতে শুয়ে যেনো ঘর ছাড়তে পারে ততোটুকু জায়গা দিয়েন প্রতিবে...
13/11/2024

🙏 জায়গা জমি তো কবরে নিয়ে যাওয়া যায়না। মৃত্যু পরে যেনো লাশের খাটিয়াতে শুয়ে যেনো ঘর ছাড়তে পারে ততোটুকু জায়গা দিয়েন প্রতিবেশীকে। এর চেয়ে মহৎ ত্যাগ আর কি হতে পারে।

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রথমবারের মত চালু হলো  প্রবাসী লাউঞ্জ 🇧🇩❤️
11/11/2024

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রথমবারের মত চালু হলো প্রবাসী লাউঞ্জ 🇧🇩❤️

বাংলাদেশ বলেই সম্ভব 🙏🤦‍♂️
07/11/2024

বাংলাদেশ বলেই সম্ভব 🙏🤦‍♂️

🇮🇳❤️🇧🇩  সদ্য উদ্বোধন হওয়া বেনাপোল এর ইন্ডিয়া সাইড (পেট্রাপোল/হরিদাসপুর) ল্যান্ড ইমিগ্রেশন। প্রতিদিন ২০,০০০ যাত্রী আন্তর্...
05/11/2024

🇮🇳❤️🇧🇩 সদ্য উদ্বোধন হওয়া বেনাপোল এর ইন্ডিয়া সাইড (পেট্রাপোল/হরিদাসপুর) ল্যান্ড ইমিগ্রেশন।
প্রতিদিন ২০,০০০ যাত্রী আন্তর্জাতিক ইমিগ্রেশন এর সকল সুবিধা নিয়ে পারাপার হতে পারবে।
আন্তর্জাতিক এয়ারপোর্টের মতই সকল সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

21/10/2024

২৪ সেকেন্ডে ৬৪ জেলার নাম
বলে রেকোর্ড গড়লেন 🇧🇩

18/10/2024

পদ্মা অববাহিকায় বন্যার পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচির মাঠ মহড়া থেকে সরাসরি...🔴

18/10/2024

বাসের জানালায় মোবাইল চুরি ! ৩ কিলো ঝু'লা'ই রাখছে 🤣

17/10/2024

স্বস্তির বৃষ্টি 🌧️

14/10/2024

ভিক্ষার জায়গা নিয়ে দুই ভিক্ষুকের লড়াই। কিএ্যাক্টাবস্থা 🤣

07/10/2024

গ্রামের ঐতিহ্যের নৌকা বাইচ

02/10/2024

Address

Shariatpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Freak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies