Shariatpur - sadar""

Shariatpur - sadar"" Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shariatpur - sadar"", Digital creator, Shariatpur, Dhaka.
(15)

বৃষ্টিস্নাত সোনার মদিনা🥺
16/06/2023

বৃষ্টিস্নাত সোনার মদিনা🥺

শরীয়তপুর পাসপোর্ট অফিস
16/06/2023

শরীয়তপুর পাসপোর্ট অফিস

একজন সফল কৃষি উদ্যক্তার হাত ধরে বাংলাদেশে উদ্ভবিত হলো নতুন প্রজাতির দামি ফল "গাঁজাল"🐸
15/06/2023

একজন সফল কৃষি উদ্যক্তার হাত ধরে বাংলাদেশে উদ্ভবিত হলো নতুন প্রজাতির দামি ফল "গাঁজাল"🐸

কৃষকদের শ্রমিক সংকটের কারণে আজ শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ, রোভার ও বিএনসিসির শিক্ষকগণ, এর ২ সদস্য, ২ কর্মচারি স্বাস্...
05/06/2023

কৃষকদের শ্রমিক সংকটের কারণে আজ শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ, রোভার ও বিএনসিসির শিক্ষকগণ, এর ২ সদস্য, ২ কর্মচারি স্বাস্থ্যবিধি মেনে ধান কাটায় অংশ নেয়। ফটোশট আমাদের উদ্দেশ্য নয়। ১২ শতাংশ জমির ধান কেটে আটি বেঁধে মাথায় করে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি আমরা। করোনা প্রাদুর্ভাবের কারণে সাধারণ ছাত্রদের না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবং কমপক্ষে ৫ ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে কৃষকের ধান কেটে দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শরীয়তপুর সরকারি কলেজ সর্বদা শ্রদ্ধাশীল। ভবিষ্যতেও মাননীয় প্রধানমন্ত্রীর যে কোন নির্দেশনা বাস্তবায়নে শরীয়তপুর সরকারি কলেজ প্রস্তুত থাকবে।

🥀এই দুই টাকার চাকরি             করছেন কখনও 🙃
05/06/2023

🥀
এই দুই টাকার চাকরি
করছেন কখনও 🙃

বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ 🔥🔥 শরিয়তপুর Shariatpur.... মমতাজ খালাম্মা রে খুজতাসি আমার অনেক বিদ্যুৎ লাগবো🥵কেও মমতাজ খালারে পাইল...
05/06/2023

বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ 🔥🔥 শরিয়তপুর Shariatpur....
মমতাজ খালাম্মা রে খুজতাসি আমার অনেক বিদ্যুৎ লাগবো🥵
কেও মমতাজ খালারে পাইলে বইলো আমার কথা বিদ্যুৎ এর অভাব এ মরতাসি আমি🥹🥹

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১। চাউল ১ বস্তা       =   ৩,০০০/-২। তৈল ৪ লিটার     =       ৮০০/-৩...
25/05/2023

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ৪,০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৫০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ৫০০/-
৮। মুদি বাজার = ২,০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৭০০/-
৯।মোবাইল খরচ। = ৫০০/-
১০।বাবা মায়ের হাতে নিম্নে৫০০০/-
-------------------------------------------------
সর্বমোট = ২৬০০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ।

কিন্তু,
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-
যাদের বেতন ২০,০০০/-

কি করবে তারা ???

হাত খরচ, যাতায়াত খরচ বাদ দিলাম।। 🥲

দাবি আমাদের একটাই,

""নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমান""
দেশ বাচাঁন,,, দেশের মানুষ বাচাঁন....!!"" এ দেশের মানুষ এখন আর মেট্রোরেল, পদ্ধা সেতু, টানেল , ফ্লাইওভার চায় না। তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাচতে চায়।
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানো উচিত। এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের আশা।(রাজনৈতিক গন্ধ খুজবেন না প্লিজ কেউ)

Cutush.🥺❤️
20/04/2023

Cutush.🥺❤️

ফেরাউন ছিল তরমুজ ব্যাবসায়ী।পিচ হিসাবে কিনতো আর কেজি হিসাবে বিক্রি করতো।পঁচাইয়া ফালাইতো তবু অল্প লাভে বিক্রি করতো না।দাম ...
20/04/2023

ফেরাউন ছিল তরমুজ ব্যাবসায়ী।
পিচ হিসাবে কিনতো আর কেজি হিসাবে বিক্রি করতো।
পঁচাইয়া ফালাইতো তবু অল্প লাভে বিক্রি করতো না।

দাম বেশি হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থাকতো।

তরমুজ ব্যাবসায়ী ফেরাউন জীবিত না থাকলেও,
ফেরাউনের উত্তরসুরিদের অবস্থা দেখুন।

- ইফতারের ছবি তুলে  পোষ্ট না করার অনুরোধ রইলো...-কারন অনেকের ঘরে😢 শুকনা মুড়ি,,_,,আর পানি😢 ছাড়া অন্য কিছু নাও থাকতে পারে😥...
28/03/2023

- ইফতারের ছবি তুলে পোষ্ট না করার অনুরোধ রইলো...
-কারন অনেকের ঘরে😢 শুকনা মুড়ি,,_,,আর পানি😢 ছাড়া অন্য কিছু নাও থাকতে পারে😥 অথবা সাম্যর্থ না থাকায় অনেকের ঘরে এত ইফতারি,ফল না ও থাকতে পারে💔
আপনাকে হয়তো আল্লাহ্ অনেক ভালো রাখছে তাই আপনি পাচ্ছেন _ তাই দেখিয়ে অন্যকে কষ্ট দিবেন না...
আল্লাহ্ সবাইকে ভালো রাখুক...
বাঙালি ক্রস চিহ্ন না দিলে বুঝেনা তাই দিলাম😒

23/03/2023
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে দুটি বিদ্যালয়। নদীর ভাঙন এখন বিদ্যালয় দুটির কিনারে এসে ঠেকেছে...
23/03/2023

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভাঙনের মুখে পড়েছে দুটি বিদ্যালয়। নদীর ভাঙন এখন বিদ্যালয় দুটির কিনারে এসে ঠেকেছে। আর এতে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছে ৬ শতাধিক শিক্ষার্থী।
পদ্মার ভাঙ্গনে বিদ্যালয়ের ফ্লোরের একাংশ ধসে পড়ায় বিদ্যালয় টি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বন্ধ ঘোষনা করা হয়েছে । আর পাশের টিনের তৈরি ঘরে ক্লাস কার্যক্রম চালনো হচ্ছে।

বিস্তারিতঃ

চাকুরী নয় সেবাশরীয়তপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন ১৬০০ মিটা...
23/03/2023

চাকুরী নয় সেবা
শরীয়তপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন ১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইমিং অনুষ্ঠিত হয়।

উক্ত নিয়োগ বোর্ড এর সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল হক, পুলিশ সুপার, শরীয়তপুর।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রকিবুল আক্তার,পুলিশ সুপার ( পিবিআই), ময়মনসিংহ ও নিয়োগ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাড়িয়েছে ২০-এ।ঢাকা রেঞ্জ ডিআইজি'র ঘটনাস্থল পরিদর্শন। ঢাকা রেঞ্জের স...
23/03/2023

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাড়িয়েছে ২০-এ।
ঢাকা রেঞ্জ ডিআইজি'র ঘটনাস্থল পরিদর্শন।

ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নূরুল ইসলাম বিপিএম(বার),পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এক্সপ্রেস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ১৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের শনাক্ত করা গেলে তাদের পরিবার হাতে লাশ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, আজ সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস মাদারীপুরের শিবচরের পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি।

২০ রাকাত তারাবির নামাজের পক্ষে ১৩টা সহীহ  হাদিস দিলাম,  সবগুলো হাদিসের সনদ সহকারে উল্লেখ করা হয়েছে, প্র‍য়োজনে পড়ে নিতে ...
23/03/2023

২০ রাকাত তারাবির নামাজের পক্ষে ১৩টা সহীহ হাদিস দিলাম, সবগুলো হাদিসের সনদ সহকারে উল্লেখ করা হয়েছে, প্র‍য়োজনে পড়ে নিতে পারেন।

🌹(١)حدثنا علي أنا ابن ابي ذئب ،عن يزيد بنخصيفه ،اغاني عن السائب بن يزيد( رضي الله عنه) قال: كانوا يقومون على عهد عمر في شهر رمضان بعشرين ركعة

(মুসনাদে ইবনে জাদ হাদিস নং ২৮২৫ )

🌹(٢) عبد الرزاق،عن اﻷسلامي، عنالحارث بن عبد الرحمن بن أبي ذباب،عن السائب بن يزيد(رضي الله عنه) قال: كنا ننصرف من القيام على عهدعمر(رضي الله عنه )و قد دنا فروع الفخر،وكان القيام على عهد عمر (رضي الله عنه)ثلاثه و عشرين ركعة

(মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং ৭৭৩৩ )

🌹(٣)عبد الرزاق ،عن داود ابن قيس، وغيره،عن محمد بن يوسف،عن السائب بن يزيد، ان عمر جمع الناس في رمضان على ابي بن كعب،وعلى تعميم الدري على إحدى وعشرين ركعة

(মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নং ৭ হাজার (৭৭৩০ )

🌹(٤)حدثنا أبو بكر قال، ثنا وكيع,عن سفيان، عن أبي إسحاق، عن عبد الله بن قيس، عن شتير بن شكل: أنه كان يصلي في رمضان عشرين ركعة و الوتر

(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ হাদিস নং ৭৬৮০ )

🌹(٥)حدثنا إسحاق بن إبراهيم،عن عبد الرزاق،عن الثوري،عن اﻷعمش، عن زيد بن وهب، قال: كان عبد الله بن مسعود يصلي بنا في شهر رمضان فننصرف بليل قال اﻷعمش:كان يصلي عشرين ركعة و يوتر بثلاث

(তাবারানি মুজামুল কবির হাদিস নং ৯৫৮৮)

🌹(٦)حدثنا ابن النمير،عن عبد الملك، عن عطاء،قال: ادركت الناس وهم يصلون ثلاثاو عشرين ركعة بالوتر

(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ হাদিস নং ৭৬৮৮ )

(٧)🌹حدثنا وكيع ،عن نافع بن عمر، قال: كان ابن أبي مليكة يصلي بنا في رمضان عشرين ركعة

(মুসান্নাফে ইবনে আবী শায়বাহ ২য় খন্ড ২৮৫ পৃষ্ঠা )

(٩)🌹حدثنا الفضل بن دكين، عن سعيد بن عبيد، أن علي بن ربيعةكان يصلي بهم في رمضان خمس ترويحتات و يوتر بثلاث

(মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস নং ৭৬৯০ )

(١٠)🌹مالك عن يزيد بن رومان أنه قال: كان الناس يقومون في زمان عمر بن الخطاب (رضي الله عنه) في رمضان بثلاث وعشرين ركعة

(ফাতহুল বারী শরহে বুখারী ৪র্থ খন্ড ৩১৬ পৃষ্ঠা )

(١١)🌹حدثنا وكيع ،عن مالك بن أنس ،عن يحيى بن سعيد،ان عمر بن الخطاب (رضي الله عنه)امر رجلا يصلي بهم عشرين ركعة

(মুসান্নাফ

শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তর বলার কিছু আছে কি,,??শরীয়তপুর জাজিরা উপজেলার  রুদ্রকার  ইউনিয়ন  বাসি একটু জানতে চায়।👉বিনয়ে...
17/03/2023

শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তর বলার কিছু আছে কি,,??
শরীয়তপুর জাজিরা উপজেলার রুদ্রকার ইউনিয়ন বাসি একটু জানতে চায়।
👉বিনয়ের সাথে বলছি পরিবেশ অধিদপ্তরের দয়া দক্ষিণা ও একটু পুষ্ট হতে চাই আমরা❤️🥰

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল...
26/02/2023

সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!
২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এ

Address

Shariatpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shariatpur - sadar"" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies