03/07/2024
বই প্রতিযোগিতাঃ
বইয়ের ছবি তোলা, বই নিয়ে আলোচনা করা পাঠকদের প্রিয় কাজ। এই প্রিয় কাজটি করলেই যদি উপহার পাওয়া যায় তবে কেমন হবে? With Abdullah Affan গ্রুপ এমনই একটি আয়োজন করছে। জুলাইয়ের ৫ তারিখ থেকে প্রতিযোগিতা শুরু হবে, শেষ হবে ১২ জুলাই রাত ১২টায়।
প্রতিযোগিতার ধরণ
*বুক রিভিউ।
*বই ছবি।
*বই নিয়ে স্মৃতিকথা।
নিয়মাবলী
১. পোস্টের শুরুতে হ্যাশট্যাগ দেয়া: ্রতিযোগিতা_with_Abdullah_Affan
২. ছবি তোলা প্রতিযোগিতায় অংশ নিলে, ক্যাপশনে বইয়ের নাম, লেখকের নাম ও সুন্দর ক্যাপশন বা বইয়ে ভালো লাগা উক্তি দেয়া বাধ্যতামূলক।
৩. বুক রিভিউ বা স্মৃতিকথায় অংশ নিলে, বইয়ের সুন্দর ছবি দিতে হবে।
৪. ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো ছবি গ্রহণযোগ্য নয়। প্রতিযোগিতায় এমন কোনো ছবি পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য হবে।
৫. প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ জনের অধিক বই পড়ুয়া বন্ধুকে ম্যানশন করতে হবে।
৬. নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে।
৭. প্রতিযোগিতায় অংশ নেয়া, ম্যানশন করা ও প্রোফাইলে শেয়ার দেয়া বিষয়টি স্কিনশর্ট দিয়ে Abdullah Affan পেইজে মেসেজ দিতে হবে। এবং নিকতস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা দিতে হবে। পেইজ লিঙ্ক: https://www.facebook.com/abdullahaffanmunsi/
৮. প্রতিযোগিতা শুরু হবে ৫ জুলাই (শুক্রবার)। শেষ হবে ১২ জুলাই রাত ১২টায়।
বি.দ্র. একজন একাধিক বিষয়ে অংশ নিতে পারবেন। তবে উপহার যে কোন একটির জন্য পাবেন।
প্রতিযোগিতা শেষ হলে উপহার পাঠানোর প্রক্রিয়া হবে।