Maria Tumpa

Maria Tumpa Contain

27/10/2024

23/10/2024
মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা নিস্তব্ধ আর শোকাতুর হয়ে পড়ে।মৃত মানুষ ফিরে আসেনা কখনও এমনটা ভেবে মন সান্তনা পেয়ে শোক সাম...
23/10/2024

মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা নিস্তব্ধ আর শোকাতুর হয়ে পড়ে।মৃত মানুষ ফিরে আসেনা কখনও এমনটা ভেবে মন সান্তনা পেয়ে শোক সামলে উঠে। কিন্তু যে মানুষ জীবিত থেকে হারিয়ে যায় তার জন্য বোধহয় প্রকৃতি একটা প্রশ্ন বা রহস্য হয়ে যায় , এখানে অপেক্ষা থাকে কিন্তু অপেক্ষার শেষ সীমানা কেউ বলতে পারে না.. আশা আছে , তবে নিশচয়তা ??? চিন্তা থাকলেও কাউকে কি শব্দ বা ভাবার্থ বলে বুঝানো সম্ভব ??? এখানে কোন সান্তনা নেই

21/10/2024
10/07/2024
05/03/2024

বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায়
আগে জেদ ধরতাম আর এখন ধৈর্য ধরি

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এ শোক সহ্য করার মতো নয়।আগুনে পুড়ে মৃত্য...
01/03/2024

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এ শোক সহ্য করার মতো নয়।
আগুনে পুড়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করছি। অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

এমন ২৯ ফেব্রুয়ারি আর না আসুক🥲😓

🦋🦋কার সাথে তোমাকে  বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার Height match হয়, সেটা Important নয়!🦋🦋“কিন্তু কার সাথে থাকলে তু...
23/02/2024

🦋🦋কার সাথে তোমাকে বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার Height match হয়, সেটা Important নয়!

🦋🦋“কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রী মাইন্ডে থাকতে পারো, হাসিখুশি থাকো, যার সামনে ম্যাচিউরিটি মেইনটেইন করতে হয়না, দুষ্টুমি বা পাগলামি করলে অপমানিত হতে হয়না সেটাই Important আর লাইফে এটাই বড্ড প্রয়োজন।”❤️🦋🦋

03/10/2023

❤️❤️

15/09/2023

💔💔

কথা-বার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
10/09/2023

কথা-বার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।

আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তক্ষুনি তার নাম হয় অবমাননা।
04/09/2023

আঘাত করবার একটা সীমা আছে,
সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে,
আর তক্ষুনি তার নাম হয় অবমাননা।

03/09/2023

Sun অর্থ সূর্য
Day অর্থ দিন
তাহলে Sunday অর্থ রবিবার কেমনে হয়
বুঝান আমারে😒

01/09/2023

🙂🙂🙂

26/08/2023

মানুষ কখনো ভালোবাসার অভাবে মরে না
খাওয়া পড়ার অভাবে মরে🙂

Address

Gajipur
Dhaka
1271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maria Tumpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maria Tumpa:

Videos

Share