Learn With Rezaul Karim

Learn With Rezaul Karim Digital Content creator.
(10)

27/06/2024

জীবনের মোড় যেকোনো দিন, যেকোনো সময়, যেকোনো বয়সে, যেকোনো মুহূর্তে, ঘুরে যেতে পারে। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হবে ।

26/06/2024

অন্যের দোষ খোঁজার আগে, আয়নায় নিজের দোষ খুঁজবেন, বুঝবেন এবং শুধরে নিবেন। সময় নষ্ট করতে হলে নিজেকে নিয়ে করুক, অন্যকে ভেবে নয়।

26/06/2024

সফল হতে হলে কষ্ট সহিষ্ণু হতে হবে।

25/06/2024

...জীবনের সব কিছু অর্জনের ক্ষেত্রে স্পষ্ট লক্ষ্য থাকাটা ভীষণ জরুরী!

22/06/2024

মেয়ের মা' চালাক,
তো মেয়ে তালাক!
হ্যাঁ , এ কারনেই অনেক সংসার টিকছে না।

পড়ুয়া জাতিই হয় গড়ুয়া জাতি! আমাদের এ জাতি এখন কার নাতি/পুতি!
22/06/2024

পড়ুয়া জাতিই হয় গড়ুয়া জাতি!
আমাদের এ জাতি এখন কার নাতি/পুতি!

22/06/2024

Life is a journey,
not a destination ! ✈️

পূর্বের ছবি।
22/06/2024

পূর্বের ছবি।

১০ বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো।মালকিন: বাইরে এসে...কি ব্...
22/06/2024

১০ বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো।
মালকিন: বাইরে এসে...কি ব্যাপার?

বালক: বলছিলাম আন্টি, আপনার বাগানটি কি পরিস্কার করে দেবো?

মালকিন:না না কোন দরকার নেই,আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন?

বালক:- 🙏হাত জোর করে করুন স্বরে প্লিজ আন্টি করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা সাফ করে দেবো, আর আজকে কাগজ ছাপা হয়নি, কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল।

মালকিন :একটু নরম সুরে... আচ্ছা ঠিক আছে,কতো টাকা নিবি?

বালক: টাকা লাগবে না আন্টি, শুধু খাবার দিলেই হবে।

মালকিন: ওহ, ঠিক আছে যা, খুব ভালো করে পরিস্কার করবি কিন্তু। (মনে হচ্ছে বেচারা আজ কিছু খাইনি,আগে ওকে কিছু খাওয়ানো দরকার... মালকিন চিন্তা করল)

মালকিন: এই ছেলে..এদিকে আই, আগে তুই খেয়ে নে, তারপর কাজ করিস।

বালক: না আন্টি আগে কাজ করে নিই তারপর খাবো।

মালকিন: আচ্ছা বেশ...এই বলে নিজের রুমে ঢুকলেন।

বালক: ২ ঘন্টা পর "আন্টি, ও আন্টি, দেখুন না ঠিকঠাক সাফাই হয়েছে কিনা?

মালকিন : আরে বাহ্! তুই তো বাগানের আশপাশ গুলোও ভালো করে সাফ করে দিয়েছিস। এখানে এসে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি।

মালকিন খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করল।
মালকিন: পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবারটা তো এখানেই খা, লাগলে আরও দেবো।

বালক: না আন্টি, বাড়িতে মা আছে,খুব অসুস্থ। সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারন করেছেন।

একথা শুনে মালকিনের চোখ ভিজে গেল।নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন।

মালকিন: বোন তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান.... যে সংস্কার,যে শিক্ষা, যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছো, সেই সংস্কার আমি সেই দৌলত আমি আমার সন্তানদের দিতে পারিনি।
অসুস্থ_মা_ছেলের পানে করুন দৃষ্টিতে তাকিয়ে রইল...

ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল.....

22/06/2024

বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে,
আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে॥

আমাদের Sense  জাগ্রত হোক: এই ছবিটা Beijing University of Science and Technology এর গ্রাজুয়েশন অনুষ্ঠানের৷ এখানে একজন ছাত...
21/06/2024

আমাদের Sense জাগ্রত হোক:

এই ছবিটা Beijing University of Science and Technology এর গ্রাজুয়েশন অনুষ্ঠানের৷ এখানে একজন ছাত্রী শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে বক্তব্য দিচ্ছেন কমেন্টসমেন্টে ।

হঠাৎ সামান্য করে বৃষ্টি শুরু হলে একজন অধ্যাপক এবং শিক্ষক নেতা ছাতা ধরেন ছাত্রীর মাথার উপরএবং পুরো বক্তব্যের সময়টাতে তিনি ছাতা ধরে ছিলেন।

শিক্ষকদের মন হতে হয় আকাশ সমান উদার। একজন ভাল শিক্ষক হাজার হাজার ভাল এবং দক্ষ মানুষ তৈরি করতে পারেন।

চীনে পড়াশোনা করার কারণে অনেক Professor এর এমন আচরণ দেখেছিলাম মাঝে মধ্যে চিন্তা করতাম এরা এতো High Profile হওয়ার পরেও এদের মধ্যে বিন্দু মাত্র ইগো নেই। ❤️💙

21/06/2024

চিন্তা কখনও আপনার দুঃখ কমাতে পারে না,
বরং আজকের দিনের আনন্দটা নষ্ট করে।

পূর্বের ছবি।
20/06/2024

পূর্বের ছবি।

18/06/2024

আবেগে জীবন চলে না, বাস্তবতার সাথে তাল মিলিয়ে
জীবন চালাতে হয়!

16/06/2024

ঈদ মোবারক!!!
দেশ বিদেশের সকল ভাই বোনদেরকে কে জানাই
পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা।
🕌🌙 ঈদ মোবারক🌙🕌

15/06/2024

মানুষের সাথে কথা যত কম বলতে পারবেন, সম্পর্ক ততই ভালো থাকবে।

যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন”যদি সৎগুণ রোপণ করেন, তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন”যদি কঠোর শ্রম রোপণ...
15/06/2024

যদি সততা রোপণ করেন, তবে বিশ্বাসযোগ্যতা অর্জন করবেন”
যদি সৎগুণ রোপণ করেন, তবে ভালো বন্ধুত্ব অর্জন করবেন”
যদি কঠোর শ্রম রোপণ করেন, তবে সাফল্য অর্জন করবেন”
যদি সুবিবেচনা রোপণ করেন, তবে আপনি যৌক্তিক দৃষ্টিভঙ্গি অর্জন করবেন”
তাই কী রোপণ করছেন সে বিষয়ে সতর্ক থাকুন, তা নির্ধারণ করে দিবে ভবিষ্যতে আপনি কী অর্জন করবেন।
জীবনকে আপনি যা দিবেন, জীবন আপনাকে তাই ফেরত দিবে।

14/06/2024

AIDA= মডেল হলো একটি জনপ্রিয় কপিরাইটিং কৌশল যা চারটি ধাপে বিভক্ত: Attention (মনোযোগ), Interest (আগ্রহ), Desire (ইচ্ছা), এবং Action (অ্যাকশন)।

এই মডেলের মূল উদ্দেশ্য হলো প্রথমে পাঠকের মনোযোগ আকর্ষণ করা, তারপর তাদের আগ্রহ জাগানো, তাদের মধ্যে পণ্যের প্রতি ইচ্ছা সৃষ্টি করা এবং শেষমেশ তাদেরকে একটি নির্দিষ্ট কাজ করতে উদ্বুদ্ধ করা।

উদাহরণ: আম বিক্রি

Attention (মনোযোগ আকর্ষণ):

সুস্বাদু, রসালো আম খুঁজছেন? আপনার গ্রীষ্মের উপভোগ এখনই শুরু হোক!

Interest (আগ্রহ সৃষ্টি):

আমাদের ফার্মের তাজা, মিষ্টি আম আপনার মুখে এনে দেবে প্রাকৃতিক স্বাদের চমৎকার অভিজ্ঞতা। পাকা ও সজীব আমের প্রত্যেক কামড়েই রয়েছে অনন্য স্বাদ এবং সুগন্ধ।

Desire (ইচ্ছা উদ্দীপনা):

আমাদের আম সরাসরি বাগান থেকে সংগ্রহ করে পাঠানো হয়, তাই আপনি পাবেন সর্বোচ্চ মানের গুণগত স্বাদ। পরিবারের সকলের জন্য উপযুক্ত এই আমে রয়েছে প্রচুর ভিটামিন ও পুষ্টি।

Action (আহ্বান করা):

আজই অর্ডার করুন এবং উপভোগ করুন প্রাকৃতিক স্বাদের সেরা আম!

AIDA মডেলটি কপিরাইটিংয়ে অত্যন্ত কার্যকর কারণ এটি একটি ধাপে ধাপে পদ্ধতির মাধ্যমে পাঠকের মনোযোগ আকর্ষণ থেকে শুরু করে তাদেরকে একটি কার্যকর পদক্ষেপ নিতে প্ররোচিত করে।

কিভাবে এল ৩৩ নম্বরে পাশ..!১৮৫৮ সালে উপমহাদেশে ১ম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয়। কিন্তু পাশ নম্বর কত হবে তা ন...
14/06/2024

কিভাবে এল ৩৩ নম্বরে পাশ..!

১৮৫৮ সালে উপমহাদেশে ১ম বারের মত মেট্রিকুলেশন পরীক্ষা চালু করা হয়। কিন্তু পাশ নম্বর কত হবে তা নির্ধারণ নিয়ে বোর্ড কতৃপক্ষ দ্বিধাদ্বন্দে পড়ে যায়, এবং ব্রিটেনে কনসাল্টেশনের জন্য চিঠি লেখা হয়।

তখন ব্রিটেনে স্থানীয় ছাত্রদের জন্য পাশের নম্বর ছিল ৬৫। সে সময় ইংরেজ সমাজে একটা প্রচলিত ধারণা ছিল, "The people of Subcontinent are half as intellectual and efficient as compared to the British" অর্থাৎ "বুদ্ধি ও দক্ষতায় উপমহাদেশের মানুষ কে ইংরেজদের তুলনায় অর্ধেক বলে মনে করা হতো"।
এর-ই ধারাবাহিকতায় মেট্রিকুলেশনের পাশ নম্বর ৬৫ এর অর্ধেক ৩২.৫ নির্ধারণ করা হয়। ১৮৫৮ সাল হতে ১৮৬১ সাল পর্যন্ত পাশ নম্বর ৩২.৫ ই ছিল।
১৮৬২ সালে তা গননার সুবিধার্থে বৃদ্ধি করে ৩৩ করা হয়। সেই থেকে এই ৩৩ নম্বর-ই চলছে। ফেডারেল পাকিস্তানেও ছিল,বাংলাদেশেও তাই চলছে। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে আইআইটিতে বিষয়ভেদে পাশ নম্বর ৪১ থেকে শুরু করে ৯০ পর্যন্তও হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে এমআইটিতে বিষয় ভেদে ৩৬ থেকে ৪৫ এমন কি বাংলাদেশেও C.A কিংবা C.M.A- তে বিভিন্ন সময় বিভিন্ন পাশ নম্বর নির্ধারণ করা হয়ে থাকে।

লক্ষনীয় ও আজব ব্যাপার হল, প্রায় দুই শতাব্দী পরেও আমাদের শিক্ষা ব্যবস্থায় ৩৩ নম্বরে উত্তীর্ন হওয়ার ধারাবাহিক ইতিহাস বদলায়নি।

#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅

14/06/2024

সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে
যে যেমন তার সাথে তেমন ব্যবহার
করা উচিত,
এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা।

10/06/2024

মনে রেখ তুমি যতই ভালো ড্রাইভ করো না কেন এক্সিডেন্ট হবে না এমন কোন গ্যারান্টি নেই কারন, তুমি ভুল না করলেও অন্য ড্রাইভার ভুল করতে পারে। তাই তুমি সবসময় চেষ্টা করবে তোমার জায়গায় রাইট থাকার জন্য। কথাটা বললাম এইজন্য আপনি যতই ভালো মানুষ হন না কেন আপনার শত্রু থাকবেই। আপনি যতই ভালো কাজ করুন না কেন কেউ না কেউ আপনার বিরুদ্ধে কথা বলবেই এমন কি সে আপনার অপরিচিত হলেও । তাই আপনার বিবেক, মন যা করতে বলে তাই করুন কে কি ভাবল তা দেখার দরকার নেই।

10/06/2024

আমাদের ঘামের মূল্য বৃথা যাবেনা.....
ইনশাআল্লাহ

10/06/2024

নির্লজ্জ, অর্থলোভ এবং চাটুকারিতা এখন অনেকের প্রধান গুণ…

08/06/2024

আপনি যতই সঠিক হোন না কেনো, সুপার টক্সিক ও নেগেটিভ মাইন্ডের মানুষদের কাছে আপনি কখনোই নিজেকে প্রমান করতে পারবেন না।

না নিজের যোগ্যতা, না আপনি আপনার মনমানুসিকতা, মায়া মমতার জায়গা কোনোটাই না।সবার সব যোগ্যতা পরিমাপ করার যোগ্যতা থাকেনা।এরা আপনাকে শুধুই হতাশা ও ডিপ্রেশন এর দিকে ঠেলে দিবে। বেঁচে থাকার আশাটা কেড়ে নিবে। ধ্বংস করবে আপনার মেধা ও জীবনী শক্তি। তারা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে আপনি সমাজ ও তাদের জীবনে অপ্রয়োজনীয়। অথচ আপনার পৃথিবীকে দেয়ার অনেক কিছু আছে।

পরিবর্তন করতে হয় নিজেকে করুন, নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। নিজের দক্ষতা, যোগ্যতা বৃদ্ধি করুন। মেধা ও মননে নিজেকে সুপার একজন মানুষ হিসেবে গড়ে তুলুন।

08/06/2024

একজন ভাল মানুষের সন্মান আজীবন থাকে।

08/06/2024

বাংলা ছায়াছবির কিছু মজাদার সংলাপ -

১. ছেড়ে দে শয়তান ছেড়ে দে, কে আছো বাঁচাও!😆

২. তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না!😆

৩. সাগর, ওরা তোর প্রেমিকাকে তুলে নিয়ে গেছে!😆

৪. পৃথিবীতে এমন কোন শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করতে পারে!😆

৫. মা,মা, তোমার রাজু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে!😆

৬. আজ যদি তোর বাবা বেঁচে থাকতো ..😆

৭. সেকি আপনার হাত দিয়ে তো রক্ত বের হচ্ছে!😆

৮. আজ যদি আপনি সঠিক সময়ে এসে গুন্ডাদের হাত থেকে না বাঁচাতেন তবে কিযে হতো! আসুন না আমাদের বাড়িতে এক কাপ চা খেয়ে যান।😆😂

৯. আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ডেনির সাথেই তোর বিয়ে দেবো!😆

১০. তুমি বড় লোকের মেয়ে আমি সামান্য কৃষকের ছেলে সমাজ আমাদের মেনে নেবে না নদী!😆😆

১১. ছোটলোকের বাচ্চা বামন হয়ে আকাশের চাঁদ ছুঁতে চাস!😆😆

১২. চৌধুরী সাহেব আমরা গরীব হতে পারি কিন্তু ছোটলোক না।😆😆

১৩. ওরা আমাকে মেরে ফেলুক বাবা তবু তুই দলিলে সই করবি না।😆😆

১৪. মনে আছে আজ থেকে ২০ বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি, ভাইকে মেরেছিলি, আমি তোকে ছাড়বোনা কুত্তার বাচ্চা!😬😂

১৫. মার খোকা, এই শয়তানটাকে মার, তোকে তোর মায়ের কসম।😆😆

১৬. হ্যান্ডস আপ, আইন নিজের হাতে তুলে নিবেন না।😆😆

ভুল করে কিছু বাকি থাকলে আপনারা বলুন!😅

সংগৃহীত

08/06/2024

ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★ ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★ এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল" এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো।
সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো। যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"

★ ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো। হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★ গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগের দিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★ পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো। বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা। বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★ কাকরাইলঃ
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল। নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★ রমনা পার্কঃ
অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির"। মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক।
পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★ গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন। নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন। পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★ টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★ তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★ পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা।

★ বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-
নতুন ঢাকার যোগাযোগ রাস্তার। তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক বাড়িঘর চলে যায়।
আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে।
এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর",
এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো। ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয়।

★ পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল। সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ।

★ পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল,
নাম-পাগলা।
মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন।
অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত। সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল। সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★ শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন। এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★ সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর। এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।
(সংগৃহীত)

সফলতা পাবার জন্য নির্ধারিত কোন বয়স লাগেনা।লাগে পরিশ্রম আর হতাশা কাটিয়ে উঠবার ধৈর্য্য। লেগে থাকলে চেয়ে খেতে হয়না,এমন একটা...
08/06/2024

সফলতা পাবার জন্য নির্ধারিত কোন বয়স লাগেনা।লাগে পরিশ্রম আর হতাশা কাটিয়ে উঠবার ধৈর্য্য। লেগে থাকলে চেয়ে খেতে হয়না,এমন একটা কথার প্রচলন আছে।বারবার ব্যরথ সফলতা পাবার পথকে মসৃণ করে,যদি কারো সফল হবার ইচ্ছে থাকে।নিচে তেমনি একজনের লেগে থেকে সফলতা পাবার গল্প শুনুন।
--------------------------------

মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন। ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। ১৯ বছর বয়সে তিনি বাবা হন। ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে।

সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি।

অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন। ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন। তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন।

আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।

তখন তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে। আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- তা হল রন্ধনশিল্প।

তিনি ৮৭ ডলার ধার কই না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।

তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।

এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!

জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিয়নার বনে গিয়েছিলেন।

স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!

----- তাই, হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন! হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।

07/06/2024

” ভালোবাসা হলো সুস্থ থাকার উপায়।
ভালোবাসা হলো সবকিছু বদলে দেবার জাদু
ভালোবাসা হলো স্বর্গীয় সৌন্দর্য দেখার আয়না।“
মাওলানা রুমি

Address

Dhaka
1217

Telephone

+8801978002345

Website

https://www.youtube.com/channel/UCQxc9a1oUF7RzEYMp3JxFuw

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Rezaul Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With Rezaul Karim:

Videos

Share