আসসালামু আলাইকুম,
লিখালিখি গ্রুপে আপনাকে স্বাগতম।
#আসুন_লিখালিখি_গ্রুপের_নিয়মগুলো_জেনে_নিই:
# আপনার লিখা কবিতা, গল্প, গান, উপন্যাস সবকিছু আমাদের সাথে শেয়ার করুন।
# কোন প্রকার ছোট পোস্ট এ্যাপ্রুভ হবে না। কমপক্ষে ১০০ শব্দের হতে হবে।
# নাম ছাড়া কোন পোস্ট অর্থাৎ কার্টেসি ছাড়া পোস্ট এ্যাপ্রুভ করা নিষেধ। কালেক্টেড পোস্টও এ্যাপ্রুভ হবে না। তাই আসল লেখকের নাম দিয়ে লিখা পোস্ট করুন।
# লেখক/লেখিকা
নিজের আইডি ব্যতিত কাউকে ট্যাগ করতে পারবেন না।
# ব্যক্তিগত পেজ প্রমোট করা বা মেনশন দেওয়া যাবে না।
# অশ্লীল ভাষা,বিতর্কিত, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে বা রাজনৈতিক পোস্ট এ্যাপ্রুভ হবে না।
# পর্বভিত্তিক গল্প একটি শেষ না করে আরেকটি শুরু করা যাবে না। পর্ব পোস্ট ৭ পর্ব পর্যন্ত এ্যাপ্রুভ হবে। তবে যদি এমন হয় যে কোন পোস্ট সাড়া জাগানো এবং মেম্বারদের রেসপন্স ভালো সেক্ষেত্রে ২/১ পর্ব বাড়ানো যাবে। তবে সিনিয়রদের পারমিশন নিয়ে পোস্ট করতে পারবে। প্রতিটি পর্বভিত্তিক গল্পের সাথে আগের পর্বের লিংক অ্যাড করে দিতে হবে।
# ব্যক্তিগত কোন ছবি এবং ভিডিও লিংক বা শেয়ারিং পোস্ট এ্যাপ্রুভ হবেনা।
# কোন রকম বিজ্ঞাপন পোস্ট এ্যাপ্রুভ হবে না।
# কোন প্রকার ছবি লিখালিখি গ্রুপে পোস্ট হবে না। তবে গল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি দিয়ে লিখা পোস্ট করতে পারবেন। এক্ষেত্রে কোন অভিনেতা অভিনেত্রীর ছবি পোস্ট করবেন না।
# কবিতা ৮ লাইনের কম হলে এ্যাপ্রুভ হবে না।
# সুন্দর সুশীল ভাষায় মেম্বারের সাথে কথা বলবেন। কপি পোস্ট দেখলে যেকোন রিপোর্ট টু অ্যাডমিন অপশন সিলেক্ট করুন। তর্কে জড়াবেন না। চোর দেখলেই রিপোর্ট টু অ্যাডমিন অপশন সিলেক্ট করুন।
# ব্লাড পোস্ট এ্যাপ্রুভ হবে। টাকা চেয়ে সাহায্য করা পোস্ট এ্যাপ্রুভ হবেনা।
# গ্রুপের কমেন্ট বক্সে কেউ অন্য গ্রুপ পেইজের লিংক পাবলিসিটি করলে ম্যানশন করবেন।
# কেউ কোন অশ্লীল কমেন্ট বা মেম্বারের কোন পোস্টে বিতর্কিত দেখলে রিপোর্ট করবেন। কিন্তু অযথা আপনারা অনেকেই দেখি রিপোর্ট করেন। কারণ ছাড়া রিপোর্ট করলে রিপোর্ট দাতাকে ব্যান করা হবে।
# যারা ছোট লেখাগুলো ট্রল বা কোটস আকারে দেন, তাতে অবশ্যই নাম উল্লেখ করতে হবে।ক্যাপশন দিলে হবে না।
সবশেষে বলতে চাই, আমরা একটা সুন্দর পরিবেশে লিখা চর্চা করতে চাই। তাই, আপনাদের লিখা পোস্ট নিয়মিত দেখতে চাই।
বিঃদ্রঃ- যে কোন রুলস পরিবর্তন বা সংযোজন করার ক্ষমতা কর্তৃপক্ষ রাখেন।