Booklet.com

Booklet.com বুকলেট ডট কম দিচ্ছে ঘরে বসে সকল প্রকার বই কেনার সুযোগ। ঘরে বসেই বই কিনুন যেকোনো সময়।

একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা। বিশ্বব্যাপী এই মহামারি করোনা ভাইরাসের সময় ঘরে বসে সময় কাটানোর এক ভালো মাধ্যম হচ্ছে বই পড়া। এই অবস্থায় ভাল একটি সাহিত্যের বই খুঁজে বের করে, সেটা পড়া হতে পারে, সবচেয়ে ভালো কোনো প্রচেষ্টা। কিন্তু এই করোনা সময় কোথায় পাবেন আপনার পছন্দের গল্প, উপন্যাস, কবিতা ইত্যাদি বই। যারা ঢাকায় থাকেন, যানজট এর দীর্ঘ ভোগান্তি সয়ে তাদের বই কিনতে যাওয়াটা হয়ে গ

েছে এক কঠিন মুহূর্ত।ব্যস্ততার প্রতিযোগিতায় বই কিনার জন্য সময় পাওয়াটাও কঠিন হয়ে উঠছে ক্রমশ। পৃথিবীর আর সব সভ্যজাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁত্ ঘোঁত্ করি, আর চোখ বাড়াবার কথা তুলতেই চোখ রাঙাই। চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমতঃ বই পড়া এবং তার জন্য দরকার বই পড়ার প্রবৃত্তি। এখন কোথায় পাব বই। এতগুলো ভিন্ন ভিন্ন সমস্যার একক সমাধানের লক্ষ্য থেকেই বুকলেট ডট কম এর জন্ম। ঢাকার একজন মানুষ যে বই কিনছে, সেই একই বইটি আপনিও কিনতে পারছেন সুদূর সন্দ্বীপ থেকে শুধুমাত্র বুকলেট ডট কম থেকে এবং সেটা ঘরে বসেই।পাঠককে আর বই খুঁজতে হবে না, বই-ই পথ খুঁজতে খুঁজতে পৌঁছে যাবে পাঠকের ঠিকানায়।

বইসমূহ :
গল্প, উপন্যাস, কবিতা, বিসিএস, ডিগ্রি, অনার্স, মাস্টার্স-এর সকল প্রকার বই, গাইড এবং সাজেশন্স সহ সকল প্রকার ব্যাংক এবং সকল মন্ত্রণালয়ের নিয়োগ সহায়িকা।

দিকদর্শন প্রকাশনী লিমিটেড-এর সকল প্রকার বই পাবেন আমাদের এই বুকলেট ডট কম থেকে।

যোগাযোগ :
মোবাইল : 01306004313

E-mail : [email protected]

Address

Dhaka
1100

Telephone

+8801306004313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Booklet.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Booklet.com:

Share

Nearby media companies