14/06/2024
তার পরিবারকে খুজে পেতে সাহায্য করুন।
নিচের ছবির শিশুটির নাম প্রদীপ দাশ।
সে কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামে ট্রেনে করে চলে আসে।
আমাদের ভাইটার বাড়ি খুব সম্ভবত কমলাপুর রেল স্টেশনের আশেপাশের কোন দাশ পাড়াতেই হবে।
সে তার মা বাবা তথা পরিবারের কারো নাম বলতে পারছে না।
যার হারিয়ে যায় সেই বুঝে হারানোর যন্ত্রণা।
ঢাকা জেলার সকল ভাইদের ঐকান্তিক প্রচেষ্টাই পারে প্রদীপ দাশ কে তার মা বাবার কোলে ফিরিয়ে দিতে।
তাই সবার নিকট বিনীত অনুরোধ শেয়ার করে তার মা বাবাকে খুঁজে পেতে সহযোগিতা করুন।
যোগাযোগঃ 01822268172
#শেয়ার_করুন