Hujur Thoughts

Hujur Thoughts বিশ্বজুড়ে ঘটমান ব্রেকিং নিউজ থেকে শুরু করে গভীর বিশ্লেষণ এবং মানবিক গল্প পর্যন্ত, কী খবর - আপনাকে সবসময় আপডেট রাখবে!

17/11/2024
20/09/2024
14/09/2024

Welcome to Ki Khobor - কী খবর, your go-to destination for the latest and most relevant news updates. Our channel is dedicated to bringing you accurate, timel...

03/08/2024

অসহযোগ আন্দোলন সফল করতে মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনাঃ

১। কেউ কোন ধরণের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না।

২। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলসহ কোন ধরণের বিল পরিশোধ করবেন না।

৩। সকল ধরণের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস আদালত ও কল কারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন।

৪। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে।

৫। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোন ধরণের রেমিটেন্স দেশে পাঠাবেন না।

৬। সকল ধরণের সরকারি সভা, সেমিনার, আয়োজন বর্জন করবেন।

৭। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না! কোন ধরণের পণ্য খালাস করবেন না।

৮। দেশের কোন কলকারখানা চলবেনা, গার্মেন্টসকর্মী ভাই বোনেরা কাজে যাবেন না!

৯। গণপরিবহন বন্ধ থাকবে, শ্রমিকরা কেউ কাজে যাবেন না।

১০। জরুরি ব্যাক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবারে ব্যাংকগুলো খোলা থাকবে।

১১। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যাতিত কোন ধরণের প্রটোকল ডিউটি, রায়ট ডিউটি ও প্রটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু মাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে।

১২। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, সকল অফশোর ট্রান্জেকশন বন্ধ থাকবে।

১৩। বিজিবি ও নৌবাহিনী ব্যাতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে।

১৪। আমলারা সচিবালয়ে যাবেন না, ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না।

১৫। বিলাস দ্রব্যের দোকান, শো রুম, বিপনী-বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।

★হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন-ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণ, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহণ, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারী পরিবহণ সেবা চালু থাকবে।

★নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা ১১-১টা পর্যন্ত খোলা থাকবে!

আসিফ মাহমুদ
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

16/07/2024

খন্দকের যুদ্ধের সময় রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুশরিকদের বিরুদ্ধে নিচের দু‘আ করেছিলেন।

হিসনুল মুসলিমে এটা শত্রুর উপর বদ-দো‘আ হিসাবে এসেছে।

আসুন, আমরা অন্তত দুয়া করি, এই উসিলায় যেন দেশের সাধারণ মানুষের রক্ত যারা ঝরাইসে, তারা পরাজিত হয়..

اَللّٰهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيْعَ الْحِسَابِ، اِهْزِمِ الْأَحْزَابَ، اَللّٰهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

(আল্ল-হুম্মা মুনযিলাল কিতা-বি সারী‘আল 'হিসা-বি ইহযিমিল আহ'যা-ব। আল্ল-হুম্মাহ যিমহুম ওয়া যালযিলহুম)

-হে আল্লাহ, কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী! আপনি শত্রুবাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ! আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন।

সহিহ বুখারী, হাদিস নং ২৯৩৩
হাদিসের মান: সহিহ হাদিস

21/04/2024

অতিরিক্ত গরম থেকে বাঁচার আমল।

“যখন গরম বেশি পড়বে, তখন বেশি নামাজ আদায় কর। কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিশ্বাস”। (মিশকাত-৫৯১)

আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য রাসুল (সা.) আমাদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন। নিচে এমনই গুরুত্বপূর্ণ একটি দোয়া দেওয়া হলো।

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন জাওয়ালি নি’মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি’য়ি সাখাতিকা।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে।

সবাই বেশি বেশি পড়ি ও শেয়ার দিয়ে অন্যদের পড়তে বলি।

13/03/2024

অফিসের নতুন পলিসি:

১. যদি কোনো এমপ্লয়ি একদিনও সময় মত আসে তাহলেও তাকে এই মাসে বোনাস দেয়া হবে

২. যদি প্রতি দিন টাইম মতো আসে, প্রতিদিন একটা করে বোনাস দেয়া হবে

৩. যদি একদিনও সময় মত না আসতে পারে, জাস্ট একটা এপলোজি মেইল দিবে, তাতেও বোনাস দেয়া হবে

৪. যদি কোনো এমপ্লয়ি কোনো টাস্ক কমপ্লিট করে, সে প্রতি টাস্কএ একটা করে বোনাস পাবে

৫. টাস্ক কমপ্লিট করতে না পারলে আর একটা আপলোজি মেইল দিবে, তাতেও বোনাস দেয়া হবে!

মাস শেষ!

সবার অ্যাকাউন্টে স্যালারি হিট করলো

সবার চোখ ছানাবড়া!

সবাই এইচ আর এ হুমড়ি খেয়ে পরলো

সবাই নতুন পলিসি জানতে চায়

জানলো,

এই মাসে ম্যানেজমেন্ট কোনো এক উদ্ভূত কারণে এক্সট্রা জেনেরাস হয়ে গিয়েছিল

সবাইকে খালি বোনাস দিয়ে বেরিয়েছেন

সবাই আফসোস করা স্টার্ট করলো

ইশ! কেন প্রতিদিন টাইম মতো আসলাম না!

ইশ! কেন প্রতিটা টাস্ক কমপ্লিট করলাম না!

তবে এক জন এমপ্লয়ীকে পাওয়া গেলো,

কিউবিকোলের কর্নারের চুপ চাপ মন খারাপ করে বসে আছে

আজ তার একাউন্টে কোনো বোনাস ঢুকে নাই!

অর্থাৎ

সে একদিনও টাইম মতো অফিসে আসে নাই

সারা মাসে একটা টাস্কও কমপ্লিট করে নাই

এমনকি একটিবারের জন্য কোনো এপলোজি ইমেইল থ্রো করে নাই

তাই উলটো এখন ভাবছে

চাকরিটা না যায় যায়!

তার এই অবস্থা দেখে

এক কলিগ ফ্রাস্ট্রেটেড হয়ে বলে উঠলো

"কি বলেন আপনি!

এই মাসেও কেউ আবার বোনাস না পায় কিভাবে!

কি করলেন সারা মাস!

আপনি ভাই দূরে গিয়ে মরেন!"

পাশ থেকে আরেক কলিগ ফ্রাস্ট্রেটেড হয়ে বলে উঠেন

"আমিন!"

-
-
-

এটা একটা কল্প কাহিনি,

তবে ,

সম্ভবত একই ধরনের ফ্রাস্ট্রেশন রাসুলকেও পেয়ে ছিল!

যেদিন জিব্রাইল আ: এসে বললেন

"ধ্বংস হোক সেই ব্যক্তি যে রামাদান পেলো

অথচ নিজেকে মাফ করাতে পারলো না!

ফ্রাস্ট্রেশন লুকাতে না পেরে হয়ত বলে উঠেছিলেন

"আমিন!

কারণ এই মাসে আল্লাহ এতটাই জেনেরাস হয়ে উঠেন

কেউ আবার মাফ পায় না কি করে!!!

-
-

জীবনে তো অনেক ভুল করলাম

তবে বুকে আশা

এখনো সুযোগ আছে

চলেন দৌড়াই!

বেশি বেশি মাফ চাই!

তাড়াতাড়ি ইমেইল ড্রাফট করি

এই বলে যে

ডিয়ার সারা জাহানের ম্যানেজমেন্ট,

শুনেছি আপনি ক্ষমাশীল

শুনেছি আপনি ক্ষমা করতেই ভালোবাসেন

অতয়েব আর্নেস্ট রিকুয়েস্ট

আমাকে কি কাইন্ডলি একটু ক্ষমা করা যায়?

13/03/2024

আল্লাহ তা'আলা বলেছেন; রোযা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য,কিন্তু রোযা আমার জন্য। তাই আমি এর প্রতিদান দেব।
[সহীহ বুখারী:১৯০৪]

Good Work Fawzia Abida Humaira ❤️ Keep it up ✌🏼
18/02/2024

Good Work Fawzia Abida Humaira ❤️ Keep it up ✌🏼

জনাকয়েক পলাতক যুবক, একটি গুহা আর তিন শতাব্দীর নিদ্রা- আসহাবে কাহাফের কাহিনী মুসলিমদের প্রবল জনপ্রিয় একটি ঘটনাকুর...

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hujur Thoughts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dhaka

Show All