সবাই বউদের জন্য শাড়ি কেনো...
ভিডিও কার্টেসি : S.A Shishir
বাবাকে আড়ং থেকে এই রঙ এর এই ডিজাইন এর জামা দিতে হবে।।
আল্লাহ জানেন তাদের ডিজাইনার রা এই ডিজাইন করছে কি না!!
তা না হলে সে ঘুমাতে যাবে না।।
#anupam #lyrics #banglasonglyrics
প্রীতম আর শেহতাজ এর বিয়ের একটা জিনিস আমার বেশি ভাল্লাগছে, খুব বেশি মানুষ রে দাওয়াত দেয় নাই। যাদের প্রায়োরিটি বেশি,তারাই দাওয়াত পাইছে।
কিন্তু আমার আম্মুর তো উনার চাচাতো ভাই রহিম এর বড় চাচার খালাতো বোন এর নানীর পোলার বউয়ের ভাইরে দাওয়াত না দিলে মান সম্মান থাকবে না :)
কালেক্টেড।।।
ফেনী যাওয়ার পথে.....এই আকাশ দেখতে দেখতে বাড়ি চলে যাওয়া যায় ❤️❤️
মাশা আল্লাহ।।
আমি যেদিন গিয়েছি মেঘের কিছু মন খারাপ ছিলো।।।
সেই সুন্দর ❤️❤️
দুই তিন দিন ধরে বাইরে রোদ না থাকায় ঘরে কাপড় শুকাতে হচ্ছে।।
আমার ছোট কন্যা তার বাবার রুমে অনেক সময় ধরে চুপচাপ হয়ে আছে।।
দেখতে গিয়ে এই দেখলাম...
ম্যাডাম এ তার বাবার শার্ট পরছেন...
গত কয়েক দিন থেকে তিনি বাবার মতো শার্ট-প্যান্ট পরার ইচ্ছে পোষণ করছিলো...
বাবার এতো শার্ট কেনো??
আমার নাই কেনো??
তুমি শুধু বাবাকে কিনে দাও আমাকে দাও না!!!
আজকে তার মনের ইচ্ছে নিজেই পূরণ করেছে ....!!!
বলেছি আজকে থেকে বাবার সব শার্ট তোমার।
সেই খুশির বহিঃপ্রকাশ হলো এই খানে❤️❤️
((ব্যাক রাউন্ড বিবরণঃ
তিনি খুব আয়েশ করে বিছানা বানিয়ে তার সাথী দের নিয়ে গল্পের বই পড়ছিলেন...))
যেই সব ইংরেজি শিখেছিলাম সব আজ শহীদের মর্যাদা পেলো😃😃
বউ না থাকলে যারা খুশি হয় এইটা তাদের জন্য 😃😃
হাসি টা আসলে অনেক বেশী দরকার।।
সে বয়স ৩ হোক আর ৩০ হোক।।
যতবার দেখলাম হাঁসতে হাঁসতে শেষ 😄😄
দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান, বেলাশেষের পর আবার বেলাশুরু।
আমার মা আমাই বলতো, বুড়ি! বিয়ে করলে এমন কাউকে করবি, যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে।
একটা সময় শরীর থাকে না, আকর্ষণ থাকে না, থেকে যায় শুধু বন্ধুত্ত্ব।
"ভ্রমণের শেষে, ফিরে এসো তুমি আগের মতো
কেউ বসে আছে, তোমার অপেক্ষায়।"
হ্যাঁ, এইরকম অনেক মানুষ পাবেন যারা ছেড়ে যাওয়া প্রিয়জন এর অপেক্ষায় বসে থাকে, যদি সে ফিরে আসে।
জানিনা মুভি টাই আল্টিমেটলি কি দেখানো হবে কিন্তু বাস্তবে সে কি ফিরে আসে? নাকি ভালোবাসা আর Ego এর লড়াই তে Ego এর জয় হয়?
এই অসহ্য গরমে মন, প্রাণ সব জুড়িয়ে যাওয়ার মতো গান।
কানে লেগে থাকে তোমার গলার স্বর। সোহাগে আদরে।@অনুপম_রয়
#belashuru
#Sohage_adore
#Belaseshe
#AnupamRoy
Collected
আহা আমার প্রবল ইচ্ছে ছিল....
কিন্তু সবাই আমাকে এই রকম ধোকা দিয়েছে 🤭🤭
আম্মু আর শাশুড়ি ফ্যাক্ট।।।
আপ কো ক্যায়া ২য় পর্ব।।।।।
এই সেই বিকেল, যে বিকেলের আকাশ জুড়ে ছিল ইতিউতি ধূসর মেঘের আনাগোনা। ❤️❤️❤️
#বিকেল
#মেঘলা
#সকাল #চা
সকাল এবং চা
একে অপরের পরিপূরক ❤️❤️
#college#versitylife
আমার ক্যাম্পাস ❤️❤️
মহামারি আর সেশনজট মিলিয়ে দশ বছর।।
তারপর ও আলহামদুলিল্লাহ ❤️❤️
Birthday2022
এবারের জন্মদিন টা খুব বেশি কিছু মনে হচ্ছিল না!!!
তারপর ও রাত এ বর ও মেয়ে কেউ উইশ করলো না।।
ব্যাপার টা খুব খারাপ লাগছিলো।।
ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি বর মশাই নেই।।
মেজাজ তখন চরমে আমাকে না বলে বাইরে কোথায় গেলো???
একটু পর আসলেন সাথে একশো টা ফুল নিয়ে।।
ফুল কার না ভালো লাগে ❤️❤️
সব রাগ শেষ।।
একটু স্পেশাল করলে সবারই ভালো লাগে।।
আলহামদুলিল্লাহ 😍🥰