Storyland OF AFSANA

Storyland OF AFSANA Focus on the good things.

17/07/2023

সবাই বউদের জন্য শাড়ি কেনো...

ভিডিও কার্টেসি : S.A Shishir

04/07/2023

বাবাকে আড়ং থেকে এই রঙ এর এই ডিজাইন এর জামা দিতে হবে।।

আল্লাহ জানেন তাদের ডিজাইনার রা এই ডিজাইন করছে কি না!!

তা না হলে সে ঘুমাতে যাবে না।।

27/11/2022

একটা দুঃসংবাদ আছে —
যারা আমাকে ভেঙেচুরে টুকরো কাঁচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিলো, তাদের জন্য।

দুঃসংবাদটি তাদের জন্যও —
যারা ভেবেছিলে আমি হোঁচট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবনা। মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিনঘিনে কাদায়।

আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচিকুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাবো দিকশূন্যপুর। যে আমাকে টেনেহিঁচড়ে নামিয়ে নিতে চেয়েছিলো অতলান্তিক বিষাদ সমুদ্রে, ডুবিয়ে দিতে চেয়েছিলো এক পৃথিবী বিবমিষায়।

যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিলো শ্যাওলা জমা স্যাঁতসেঁতে এক মজা পুকুর। যে আমাকে দুঃখ দিয়ে, পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিলে ছাইয়ের মতন।

তাদের জন্য দুঃসংবাদ।

আমি এখন পাখির মতন, আমায় ছিঁড়ে কুচিকুচি ভাসিয়ে দিলে, এখন আমি ডানা মেলে আকাশজুড়ে উড়তে জানি।

কাটা যায় না, ভাঙা যায় না, আমি এখন জলের মতন।

ভেসে যেতে যেতেও হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি।
আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাঁচের শরীর থেকে, দু ফলা এক ছুরি হতে।

এই যে মানুষ দুঃখ দিতে দক্ষ ভীষণ, সেও জানুক আমি এখন হাসতে জানি, শ্যাওলা জমা পুকুর জুড়ে আমিও এখন রোদের মতো ভাসতে জানি।

প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি।

আমি এখন পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি।

আমি এখন মৃত্যু মেরে বাঁচতে জানি।

~ সাদাত হোসাইন

29/10/2022

প্রীতম আর শেহতাজ এর বিয়ের একটা জিনিস আমার বেশি ভাল্লাগছে, খুব বেশি মানুষ রে দাওয়াত দেয় নাই। যাদের প্রায়োরিটি বেশি,তারাই দাওয়াত পাইছে।
কিন্তু আমার আম্মুর তো উনার চাচাতো ভাই রহিম এর বড় চাচার খালাতো বোন এর নানীর পোলার বউয়ের ভাইরে দাওয়াত না দিলে মান সম্মান থাকবে না :)

কালেক্টেড।।।

16/10/2022

ফেনী যাওয়ার পথে.....এই আকাশ দেখতে দেখতে বাড়ি চলে যাওয়া যায় ❤️❤️

মাশা আল্লাহ।।
আমি যেদিন গিয়েছি মেঘের কিছু মন খারাপ ছিলো।।।

সেই সুন্দর ❤️❤️

27/09/2022

দুই তিন দিন ধরে বাইরে রোদ না থাকায় ঘরে কাপড় শুকাতে হচ্ছে।।

আমার ছোট কন্যা তার বাবার রুমে অনেক সময় ধরে চুপচাপ হয়ে আছে।।

দেখতে গিয়ে এই দেখলাম...

ম্যাডাম এ তার বাবার শার্ট পরছেন...
গত কয়েক দিন থেকে তিনি বাবার মতো শার্ট-প্যান্ট পরার ইচ্ছে পোষণ করছিলো...

বাবার এতো শার্ট কেনো??
আমার নাই কেনো??
তুমি শুধু বাবাকে কিনে দাও আমাকে দাও না!!!

আজকে তার মনের ইচ্ছে নিজেই পূরণ করেছে ....!!!

বলেছি আজকে থেকে বাবার সব শার্ট তোমার।

সেই খুশির বহিঃপ্রকাশ হলো এই খানে❤️❤️

((ব্যাক রাউন্ড বিবরণঃ
তিনি খুব আয়েশ করে বিছানা বানিয়ে তার সাথী দের নিয়ে গল্পের বই পড়ছিলেন...))

25/09/2022

যেই সব ইংরেজি শিখেছিলাম সব আজ শহীদের মর্যাদা পেলো😃😃

23/09/2022

বউ না থাকলে যারা খুশি হয় এইটা তাদের জন্য 😃😃

23/09/2022

Unmarried Vs Married...

21/09/2022

হাসি টা আসলে অনেক বেশী দরকার।।
সে বয়স ৩ হোক আর ৩০ হোক।।

যতবার দেখলাম হাঁসতে হাঁসতে শেষ 😄😄

21/09/2022

Queen Elizabeth... 🌹🌹

21/09/2022

দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান, বেলাশেষের পর আবার বেলাশুরু।
আমার মা আমাই বলতো, বুড়ি! বিয়ে করলে এমন কাউকে করবি, যে তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে।
একটা সময় শরীর থাকে না, আকর্ষণ থাকে না, থেকে যায় শুধু বন্ধুত্ত্ব।
"ভ্রমণের শেষে, ফিরে এসো তুমি আগের মতো
কেউ বসে আছে, তোমার অপেক্ষায়।"
হ্যাঁ, এইরকম অনেক মানুষ পাবেন যারা ছেড়ে যাওয়া প্রিয়জন এর অপেক্ষায় বসে থাকে, যদি সে ফিরে আসে।
জানিনা মুভি টাই আল্টিমেটলি কি দেখানো হবে কিন্তু বাস্তবে সে কি ফিরে আসে? নাকি ভালোবাসা আর Ego এর লড়াই তে Ego এর জয় হয়?
এই অসহ্য গরমে মন, প্রাণ সব জুড়িয়ে যাওয়ার মতো গান।
কানে লেগে থাকে তোমার গলার স্বর। সোহাগে আদরে।@অনুপম_রয়





Collected

20/09/2022

আহা আমার প্রবল ইচ্ছে ছিল....

কিন্তু সবাই আমাকে এই রকম ধোকা দিয়েছে 🤭🤭

আম্মু আর শাশুড়ি ফ্যাক্ট।।।

আপ কো ক্যায়া ২য় পর্ব।।।।।

18/09/2022

এই সেই বিকেল, যে বিকেলের আকাশ জুড়ে ছিল ইতিউতি ধূসর মেঘের আনাগোনা। ❤️❤️❤️

#বিকেল
#মেঘলা

07/09/2022

This is so TRUE 💃

02/09/2022

মায়ের মুহূর্ত 😍

01/09/2022

সকাল এবং চা
একে অপরের পরিপূরক ❤️❤️

30/08/2022

আমার ক্যাম্পাস ❤️❤️
মহামারি আর সেশনজট মিলিয়ে দশ বছর।।

তারপর ও আলহামদুলিল্লাহ ❤️❤️

Address

Badda Link Road
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Storyland OF AFSANA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Storyland OF AFSANA:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All